নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপীড়িতের পক্ষে

শেরউডের রবিনহুড

শেরউডের রবিনহুড › বিস্তারিত পোস্টঃ

ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫

সেফ হওয়ার পর এটা আমার প্রথম পোষ্ট। প্রিয় বিষয় ভূগোল নিয়ে তাই একটা পোষ্ট দিলাম। আজকের বিষয় ল্যান্ডলকড কান্ট্রি অর্থ্যাত স্থলবেষ্টিত দেশ। প্রথমে আসি ল্যান্ডলকড কান্ট্রি বলতে কি বুঝি?

যদি কোন দেশের কোনরুপ জলসীমা না থাকে, অন্য কথায়, যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই সমস্ত দেশ গুলোকে পার্শ্ববর্তী দেশের সমূদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য। আফ্রিকা মহাদেশে স্থলবেষ্টিত দেশের সংখ্যা সবথেকে বেশী, ১৬ টি। পরের স্থানটি দখল করে আছে আমাদের এশিয়া মহাদেশ, ১০ টি। ইউরোপে এই সংখ্যা সংজ্ঞাভেদে ৯ থেকে ২০ পর্যন্ত হয়। দক্ষিন আমেরিকা মহাদেশে সবথেকে কম, ২টি। উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই।

উপরে একটা টার্ম ব্যবহার করা হয়েছে, "সংজ্ঞাভেদে"। এর কারন হলো ককেশাস অঞ্চলের দেশগুলো। ভৌগলিক ভাবে ককেশাস অঞ্চলের দেশ গুলো এশিয়া মহাদেশের অন্তর্গত, কিন্তু এরা সাংস্কৃতিক ভাবে ইউরোপের সাথে বেশী জড়িত। ককেশাস অঞ্চলের দেশগুলোর মধ্যে স্থলবেষ্টিত দেশ হলো, আর্মেনিয়া, আজারবাইজান, এবং দক্ষিন ওশেটিয়া। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান ও এশিয়া ইউরোপ সীমানার ভিতরে পড়েছে। যদি এই দেশ গুলোকে এশিয়ার ভিতরে গন্য করা হয় তাহলে এশিয়ার স্থলবেষ্টিত দেশের সংখ্যা দাঁড়াবে ১৪, অন্যদিকে ইউরোপে গন্য করা হলে ইউরোপে সেই সংখ্যা দাঁড়াবে ১৯টি। দক্ষিন আমেরিকার স্থলবেষ্টিত দেশ দুটির নাম হলো প্যারাগুয়ে এবং বলিভিয়া।

এবার আসি সিঙ্গেল ল্যান্ডলকড কান্ট্রি বা একক স্থলবেষ্টিত দেশের ব্যাপারে। যে সমস্ত দেশের সাথে অন্য কোন স্থলবেষ্টিত দেশের সীমানা নেই তাদেরকে একক স্থলবেষ্টিত দেশ বলা হয়। ইউরোপে এই প্রকারের দেশের সংখ্যা সবথেকে বেশী, ৬টি। যথাক্রমে এন্ডোরা, বেলারুশ, লুক্সেমবার্গ, মলদোভা, স্যান ম্যারিনো এবং ভ্যাটিক্যান। এশিয়াতে আছে ৪টি দেশ। নাম হলো মঙ্গোলিয়া, লাওস, নেপাল ও ভুটান। ককেশাস অঞ্চলের দক্ষিন ওশেটিয়া ও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আফ্রিকায় এক শ্রেণীর ২টি দেশ আছে, লেসোথো এবং সোয়াজিল্যান্ড।

স্থলবেষ্টিত দেশের আরেকটা প্রকারভেদ হলো ডাবল ল্যান্ডলকড কান্ট্রি বা দ্বি স্তরীয় স্থলবেষ্টিত দেশ। এদের বৈশিষ্ট্য হলো এই দেশগুলো একে তো স্থলবেষ্টিত, কোন সমূদ্রসীমা নেই। উপরন্তু, এদের চারপাশে যে দেশগুলো আছে, তাদেরও কোন সমূদ্রসীমা নেই। বিশ্বে এই ধরনের মাত্র ২টি দেশ আছে, ইউরোপের লিখটেনস্টাইন (সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া দিয়ে বেষ্টিত, যারা নিজেরাও স্থলবেষ্টিত দেশ।), এবং অন্যটা এশিয়ার উজবেকিস্থান (আফগানিস্তান, কাজাখস্তান, তাজিকিস্থান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্থান দ্বারা বেষ্টিত; এরা প্রত্যেকেই স্থলবেষ্টিত দেশ।)

বিশ্বে আরো এক বিরল শ্রেণীর ৩টি দেশ আছে যারা প্রত্যেকেই মাত্র ১টি দেশ দ্বারা পরিবেষ্টিত। ফলাফল, তারা নিজেরা স্থলবেষ্টিত। দেশ গুলো হলোঃ লেসোথো (দক্ষিন আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত), স্যান ম্যারিনো ও ভ্যাটিকান (উভয়ই ইতালী দ্বারা পরিবেষ্টিত।)

সর্বশেষ যে প্রকারভেদ নিয়ে বলবো সেটি হলো মাত্র ২টি দেশ দ্বারা স্থলবেষ্টিত বা স্যান্ডউইচ কান্ট্রি। দেশ গুলো হলোঃ

১। অ্যান্ডোরা - ফ্রান্স ও স্পেন দ্বারা পরিবেষ্টিত।
২। ভুটান - চীন ও ভারত দ্বারা পরিবেষ্টিত।
৩। লিখটেনস্টাইন - সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া দ্বারা পরিবেষ্টিত।
৪। মলদোভা - ইউক্রেন ও রোমানিয়া দ্বারা পরিবেষ্টিত।
৫। মঙ্গোলিয়া - চীন ও রাশিয়া দ্বারা পরিবেষ্টিত।
৬। নেপাল - চীন ও ভারত দ্বারা পরিবেষ্টিত।
৭। সোয়াজিল্যান্ড - দক্ষিন আফ্রিকা ও মোজাম্বিক দ্বারা পরিবেষ্টিত।

এই তালিকায় আরো ২টি দেশ কে সংযুক্ত করা যায়, যদিও দেশ ২টি জাতিসংঘ কর্তৃক এখনো স্বীকৃত নয়। দেশ গুলো হলোঃ

১। দক্ষিন ওশেটিয়া - রাশিয়া ও জর্জিয়া দ্বারা পরিবেষ্টিত।
২। ট্রান্সনিস্ট্রিয়া - ইউক্রেন ও মলদোভা দ্বারা পরিবেষ্টিত।

পোষ্ট টা একটু লম্বা হয়ে গেছে বুঝতে পারছি। কিস্তি করে লিখতে গেলে খেই হারিয়ে ফেলি তাই একবারেই লিখে দিলাম। ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

মূল তথ্যসূত্রঃ উইকিপিডিয়া - ল্যান্ডলকড কান্ট্রি

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৭

টানিম বলেছেন: ভালো লাগলো । অনেক তথ্য ।

২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০১

শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ, টানিম ভাই। আপনার নামটাই এরকম, নাকি আসল তানিম নামে পান নি? ব্যাতিক্রমী।

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৭

সাইফ সানি বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ তথ্যমূলক পোষ্টের জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০১

শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ আপনাকে ও।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:২০

টানিম বলেছেন: ওহো । এটা আমার ভুলে । তানিম হওয়ার কথা ছিল । তখন ফোনেটিকে দূর্বল ছিলাম । যখন সবল হলাম তখন সামু ব্লগ ভরা যৌবনা । বুঝতেই পারছেন ... B-) B-) B-) B-)

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

শেরউডের রবিনহুড বলেছেন: কী আর করা। যাই হোক, এটা একটা ট্রেডমার্ক হয়ে রইলো।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৯

বিডি আইডল বলেছেন: দক্ষিণ এশিয়ার ল্যান্ড লকড দেশ, প্রদেশ এদের উদ্ধারের জন্য বাংলাদেশ আছে...ফ্রি ট্রানজিট, ট্রিনশিপমেন্ট দিয়ে দেশের রাস্তা, ব্রিজের বারোটা বাজিয়েও হলে হাসিনা এদের সহয়াতা দিয়ে যাবেন

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

শেরউডের রবিনহুড বলেছেন: বিডি ভাই, সেই রকম বলছেন। থ্যাঙ্কস। তবে আমরা একটা টার্মের ব্যবহারে বারবার ভুল করি। ভারতের ব্যাপারে আমরা এটাকে ট্রানজিট বলি, আসলে সেটা হলো করিডোর। দ্বিতীয় কোন দেশের ভিতর দিয়ে একটি দেশের অপর অংশে যাওয়ার সুযোগ পাওয়া গেলে দ্বিতীয় দেশটিকে করিডোর বলা হয়।

মিডিয়ার বহুল প্রচারের কারনে এটা এখন ট্রানজিট নামে পরিচিত হয়ে গেছে।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট । সেফ হওয়ার শুভেচ্ছা ।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর পোস্ট ।





সেইফ হওয়ায় শুভেচ্ছা রইল :)

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

 বলেছেন: ভালো পোস্ট :)

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

শেরউডের রবিনহুড বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.