নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
ঢাকার নামকরন নিয়ে দ্বীতিয় কিংবদন্তীঃ
৭৫০ সাল থেকে ১১৬০ সাল পর্যন্ত ‘ঢাবাকা’ নামের ৪১০ বছরের সমৃদ্ধশালী বৌদ্ধ জনপদই আজকের ঢাকা মহানগরী। ১১৬০ থেকে ১২২৯ সাল পর্যন্ত মাত্র ৬৯ বছর ‘ঢাবাকা’ তথা ঢাকা জনপদ ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে আসা হিন্দু সেনবংশ দ্বারা শাসিত। দিল্লির সুলতান ইলতুতমিশের আমলে তাঁর পূর্বাঞ্চলীয় সেনাপতি মালিক সাইফুদ্দিন আইবেক সেনবংশের এ অঞ্চলের প্রধান সূর্যসেনকে যুদ্ধে পরাজিত করে গোড়াপত্তন করেন মুসলিম শাসনের। বাংলা একাডেমি থেকে প্রকাশিত আনিস আহমেদের ‘ঢাকাইয়া আসলি’ গ্রন্থে এমন তথ্যই পাওয়া যায়। প্রাগুক্ত বইটির সূত্রে আরো জানা যায়, ‘ঢাবাকা’ শব্দটি সেকালের সরকারি ভাষা ফারসিতে উচ্চারিত হতো ‘ঢাওয়াকা’ বলে। একসময় শব্দের উচ্চারণগত বিবর্তনের ফলে এই শব্দটির স্বরবর্ণ ‘ওয়াও’ উহ্য হয়ে পড়ে। পরবর্তীকালে যা উচ্চারিত হয় ‘ঢাকা’ নামে।
মোঘল সম্রাট আকবরের আমলে ঢাকা ছিল বাজু অর্থাৎ থানা মর্যাদার একটি শহর। ১৬০৮ সালে মতান্তরে ১৬১০ সালের জুলাই মাসের কোনো এক সময়ে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের মনোনীত বাংলার সুবেদার ইসলাম খাঁ চিতশী তাঁর নৌবহর নোঙর করেন ঢাকার বুড়িগঙ্গা তীরবর্তী সবচেয়ে উঁচু ভূমি চাঁদনীঘাটে। এসময় সুবা বাংলার রাজধানী হিসেবে পত্তন করেন ‘ঢাকা’র। সম্রাট জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধাস্বরূপ এ অঞ্চলকে ইসলাম খাঁ ‘জাহাঙ্গীরনগর’ নামকরণ করলেও পূর্বকালের ধারাবাহিকতায় এ জনপথের মানুষ ‘ঢাকা’ নামটিকেই ধারণ করেন স্থায়ীভাবে। তৎকালীন ঢাকায় ছিল অগুনিত মানুষের সমাগম। কারণ আঠারো শতকের মধ্যভাগে সুবে বাংলার রাজধানী ঢাকা ছিল বাণিজ্যের এক অন্যতম কেন্দ্র স্থল। সেসময় শস্য হিসেবে চাল ছিল পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ রফতানি পণ্য।
চাল রফতানিকারকদের সকলেই ছিলেন মাড়োয়ারি ও ভারতের মধ্য অঞ্চলের ব্যবসায়ী। তারা পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে ধান সংগ্রহ করতেন। সংগ্রহকৃত বিপুল পরিমাণ ধান ঢেঁকিতে ভানার কাজে তারা নিয়োগ করতেন অসংখ্য স্থানীয় শ্রমিকদের। এসব ধান ভানার কাজে শ্রমিক আসতো মূলত ঢাকার আশপাশের অঞ্চল থেকে। দীর্ঘ দিনের এ কাজের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের অবস্থান করতে হতো সেখানেই। এদিকে নিজেদের ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে তারা কথা বলতো ভিন্ন এক ভাষায়। ধান ভানার কাজে নিয়োজিত এই শ্রমিকদের মাড়োয়ারিরা সংক্ষেপে ‘কুট্টি’ নামে ডাকতো।*
মুঘল আমলে মূলত কুট্টি সম্প্রদায়, কুট্টি ভাষার উত্পত্তির কাল।(মোগল আমলে ঢাকাবাসীদের মধ্যে যারা মোঘল শাহীর অধীনে চাকরি করতেন অথবা জমিদার কিংবা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জড়িত ছিলেন তারা নিজেদের উঁচু স্তরের লোক ভাবতেন।তত্কালে যন্ত্রের কোনো প্রচলন ছিল না। মানুষকে নিজেদের চাহিদা মেটাবার সব রকম উপকরণ হাতেই তৈরী করতে হতো।
এইসব পেশাজীবীদের অনেকেই ধান কুটতো, যব কুটতো, ডাল কুটতো, ডাল কুটতো, সুরকি কুটতো, ইট কুটতো অর্থাত্ যে কোনো ধরনের কুটার কাজ যারা করতেন, তারা চিলেন খুবই দরিদ্র। ...অন্যদিকে তারা কুটার কাজ করতেন বলে শহরের উঁচু স্তরের লোকেরা এইসব কোটার সঙ্গে যুক্ত মানুষদের ‘কুটিয়াল’ বলতো। সাধারণভাবে এদের কুট্টি বলেই ডাকতেন।)আঠারো শতকের মধ্যভাগ থেকে পূর্ববঙ্গে চাল একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ছিল। এবং সুবে বাংলার রাজধানী ঢাকা ব্যবসা-বাণিজ্যের বিরাট কেন্দ্রে পরিণত হয়।
চাল রপ্তানিকারকরা ছিল মাড়োয়ারি ও ভারতের মধ্য অঞ্চলের মানুষ। তারা পূর্ববঙ্গের বিভিন্ন এলাকা থেকে ধান সংগ্রহ করত। সংগ্রহ করা বিপুল ধান ঢেঁকিতে ভানতে বা কুটতে হতো। এই ধান ভানা বা কোটার কাজে প্রচুর শ্রমিক নিয়োগ করতে হতো। এসব ধান কুটতে ঢাকার আশপাশ এলাকা থেকে শ্রমিক আসত। ধান কোটা বেশ পরিশ্রমলব্ধ কাজ। সুতরাং ধান কোটা শ্রমিকেরা ধান কুটেই ঢাকা ছেড়ে চলে যেত না। তারা আশেপাশেই থাকতে শুরু করল। যেহেতু ঐসব মেহনতি মানুষ কাজ করছে, একসঙ্গে থাকছে, গল্প করছে, সুখ-দুঃখ বিনিময় করছে, তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে একটি ভাষার জন্ম দিল। ধান কুটতে কুটতে তাদের আসল নাম ফেলে দিয়ে মাড়োয়ারিরা সংক্ষেপে ‘কুট্টি’ হিসেবে ডাকতে শুরু করলে, কালের পরিক্রমায় তারা ‘কুট্টি’ হিসেবেই পরিচিতি অর্জন করে। অর্থাত্ ধান কোটার কোটা থেকে ‘কুট্টি’ শব্দ বা সম্প্রদায়ের উত্পত্তি।
‘কুট্টি’ শব্দটা কানে আসতেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ধবধবে সাদা লুঙ্গি পরিহিত আর মুখভর্তি পান চিবোনো মুখচ্ছবি। কানে বাজে ‘আব্বে হালায়, ছমছ্যা কি।’ ঢাকার আদি অধিবাসী এই কুট্টিদের আসল পরিচয় কী? এরা কি আসলেই ঢাকার আদি অধিবাসী?
পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের ধারক কুট্টিদের পড়ালেখার প্রতি তেমন খেয়াল দেখা যায় না। বরং এক প্রকার অনীহাই আছে বলা যায়। এই অনীহা জন্মানোর পিছনেও আছে ইতিহাস।
নবাব গনি তাঁর পুত্র নবাব আহসানউল্লাহর কাছে লেখা একটি চিঠিতে কুট্টিদের কথা পাওয়া যায়। সেই চিঠির কথা উল্লেখ করেন ড.মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা সমগ্র’ গ্রন্থে। নবাব লিখেন,‘ঢাকার কুট্টিরা প্রজা নয়,কিন্তু তাদের প্রজার মতো ব্যবহার করতে হবে খান্দানের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। এসব লোক যদি লেখাপড়া শিখে বাস্তব অবস্থা জানতে পারে তাহলে খান্দানের নেতৃত্বের পরিকল্পনা ছাড়তে হবে। তাদের অন্যভাবে টাকা-পয়সা দিয়ে সাহায্য করা যেতে পারে। কিন্তু স্কুলের ব্যবস্থা যেন না করা হয়।’
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
কলকাতার সল্টলেকে ঐহিক’র নিবিড় সাহিত্য-আড্ডা ও কবি জুয়েল মাজহারের ‘চান্নিপশর রাইতের লৌড় ’
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ঐহিক’র নিবিড় সাহিত্য আড্ডাঃ
(ঐহিক পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি সাহিত্য পত্রিকা। ১৯৯০ সালে যাত্রা শুরু করা এ পত্রিকাটি ২০১৫ সালে পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি পুরস্কার লাভ করে।
বাংলাদেশের সাহিত্যকে পশ্চিমবঙ্গে আরও বেশি প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে কেবলমাত্র বাংলাদেশের সাহিত্যিকদের‘ঐহিক মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়ে থাকে। যেসব গুরুত্বপূর্ণ সাহিত্যিক এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো পুরস্কার পাননি তাদেরই এ সম্মাননার জন্য নির্বাচিত করে ঐহিক সম্পাদক পর্ষদ। এর আগে কবি মাসুদুজ্জামান,ফরিদ কবির, কাজল শাহনেওয়াজ প্রমুখ এ সম্মাননা পান।)
ঐহিকে’র একটা সাহিত্য আড্ডায় এসেছিলেন গৌতম বসু, একরাম আলী, সৈয়দ কাওসার জামাল, সমরজিৎ সিংহ, সুব্রত সরকার, রাহুল পুরকায়স্থ, রানা রায় চৌধুরী, কালীকৃষ্ণ গুহ, বহতা অংশুমালী, শতাব্দী দাস, অনিন্দ্য বর্মণ, ফরিদ ছিফাতুল্লাহ, কবি জুয়েল মাজহার, কবি মেঘ অদিতি, কথা সাজিত্যিক তমাল রায়।
অনাড়ম্বর নিমগ্ন এই পাঠ অনুষ্ঠানটি শুরু হয় কবি গৌতম বসুর কবিতা পাঠ দিয়ে। একে একে অগ্রজ ও অনুজদের কবিতা ও গল্প পাঠে সন্ধ্যে কখন রাতের দিকে গড়িয়ে গেছে, উপস্থিত সাহিত্যিকদের তা খেয়ালই হয়নি।
জুয়েল মাজহারের কবিতা পাঠ ছিল রীতিমত আকর্ষণীয়। ঢাকাইয়া কুট্টি ভাষায় লিখিত 'চান্নিপশর রাইতের লৌড়' কবিতাটি পাঠ শেষে উপস্থিত সকলেই পাঠোল্লাসে বিস্মিত হন। প্রতিটি কবিতা পাঠই সোশাল মিডিয়ায় লাইভ দেখানো হচ্ছিলো এবং অত্যাশ্চর্যের বিষয়,দর্শকরা সরাসরি প্রিয় কবি ও গল্পকারদের কাছে তাদের প্রিয় কবিতা ও গল্পপাঠের অনুরোধ জানাচ্ছিলেন সোশাল মিডিয়াতেই।
তিরিশে পা দেওয়া ঐহিক ইতিমধ্যেই দু বাংলাতে সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত কর্মকাণ্ডে এক উল্লেখযোগ্য নাম। সারা বছর ধরেই দুই বাংলা জুড়ে এমন ছোট বড় বিবিধ অনুষ্ঠান বই ও পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে তারা উদযাপন করবে তাদের ত্রিশতম বছর পূর্তি। একটি লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে যা এক মাইলস্টোন।
রাত ন'টায় এই নিবিড় পাঠ অনুষ্ঠানটির অন্তিম অধ্যায়ে অনেকেরই চোখে জল। ষাটের উল্লেখযোগ্য কবি কালীকৃষ্ণ গুহ তখন বটবৃক্ষের ন্যায় স্নেহের আলিঙ্গনে বুকে টেনেছেন জুয়েল মাজহারকে। অনুজ রাহুল পুরকায়স্থ অসুবিধে বোধ করায় জল এগিয়ে দিচ্ছেন অগ্রজ কবি,গৌতম বসু তার চিকিৎসকের সাথে নির্ধারিত এপয়েন্টমেন্ট বাতিল করে রয়ে গেলেন শেষ অবধি। ১৫০ ট্রেন ক্যানসেলড,রাণা রায়চৌধুরী ফিরবেন শ্রীরামপুর,তবু ফেরার তাড়া নেই।
যে কোনো সাহিত্য অনুষ্ঠানেই অগ্রজ কবিরা তার নিজ কবিতা পাঠ শেষে বিদায় নেন, অন্যের কবিতা না শুনেই! এই সাহিত্য সন্ধ্যা বিরল ব্যতিক্রম সে দিক থেকেও। শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ উঠে যাননি। এমন কি সভা শেষের পরও রয়ে গেলেন অনেকেই। আসলে প্রাণের সাথে প্রাণের মিলনের এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই যেন এক পরিবার। মানুষী হৃদয়ে কোনো কাঁটাতারই চিরস্থায়ী নয়। সাহিত্য তা আরও একবার প্রমাণ করে দিলো।
সেদিন ঐহিকের সেই সাহিত্য আড্ডায় জুয়েল মাজহার পাঠ করেছিলেন তার ঢাকাইয়া কুট্টি ভাষায় রচিত অনন্য সাধারন কবিতা-‘চান্নিপশর রাইতের লৌড়’
শুধু আমাদের ধারনা নয়- এপার বাংলা-অপার বাংলা সবারই ধারনা 'কুট্টি' ভাষায় সর্বকালের সেরা কবিতাখানি লিখেছেন, কবি জুয়েল মাজহার। এখানে তার কবিতাটা নিয়ে একটু আলোচনা না করলে 'কুট্টি’দের নিয়ে আলোচনা অপূর্ণ রয়ে যাবে।
উল্লেখ্য কবিতাটি আমি নিজে চেষ্টা করেছি চলতি বা কথ্য ভাষায় রুপান্তর করতে। কিন্তু খুব একটা সুবিধের হয়নি সেটা নিশ্চিত! কোন ভুল-ভ্রান্তি নজরে এলে ব্লগারদের কেউ ঠিক ঠাক করে দিলে কৃতজ্ঞ থাকব।
আমার মত যারা কুট্টি ভাষা কম বোঝেন বা যারা একেবারেই বোঝেননা তারা সহজেই মুল কবিতার রস আস্বাদন করতে চাইলে স্কিপ করে কবিতার চলতি ভাষায় রূপান্তরটা আগে দেখে নিতে পারেন।
ঢাকাইয়া ভাষা ভাল জানা না থাকলে চেষ্টা করুন কুট্টি স্টাইলে দুই তিনবার শব্দ করে পড়তে-(খানিকটা অশ্লীল ভাষায় দুষ্ট!)
‘হালা-মজা না পাইলে পয়ছা ফিরত!’
________________________________________
চান্নিপশর রাইতের লৌড়
________________________________________
চান্নিপশর রাইত,লিলুয়া বাতাস। সুমসাম
আন্ধাগলির চাইর পাশ আচানক ফক্ফকা শাদা।
চাক্কা নাই-রিকশা-একরাতে হইছে মাতেলা;
যেমুন জোয়ান লৌড়ের টাট্টু!
রিকশার গতরে মর্দামি খালি ফাল্ পাড়ে ।
দুই চউখে সুরমা দিয়া
বুড়া চৌকিদার কালা মিয়া
পাহারা শিকায় তুইলা
নবাবের হুমুন্দির লাহান
চৌকিতে পুটকি উঁচায়া ঘুম যায়।
গল্লির ঘাউড়া কুত্তা, হে-ও ভি ঘুমায়;
এই মওকা লা-জওয়াব!
গ্যারেজের খিড়কি দিয়া,
সরু হয়া, সরু হয়া-হয়া
চিকনে সে আইছে পলায়া।
বাবরিচুল, আ-বিয়াইত্তা, চানখাঁরপুলের কেরামত;
হালায় এক আজিব মিস্তিরি!
মহল্লার হগলে ওরে ‘আটিরিস্ট সা’ব কয়া ডাকে।
রিকশার পাছায় একদিন খুবসুরত ছবি একখান
বড় মহব্বতে আঁইকা দিছে—খানদানি হাতে!
আসলে হালায় এক আউলাচান্দি
ইস্কুরুপ ঢিলা। মাগার খাসদিল্।
ওর ওই ফাগলাগা দিলে
নানান রঙের তেলেস্মাতি ;
মখলুকাতের বেবাক সুন্দর পিনিস
জিন্দেগিভর ওর দিলের জমিনে আঁকা।
কেরামত বহুত যতনে আঁকে আজগুবি ছবি বেশুমার;
সেই ছবির জমিন জুইড়া গাছপালা-নাও-নদী
পশুপঙ্খী-লায়লা-মজনু-শিরি-ফরহাদ
ভাল্লুক-উল্লুক সব, বান্দর-উন্দর হনুমান
ডানাঅলা বোর্রাক, পঙ্খীরাজ ঘোড়া, জিনপরি
ছিনেমার নায়িকা মৌছুমী আর পপি-ছাবনুর
ফুল পাতা আসমানের চান ও সিতারা।
ওরা সব বোবার লাহান
চায়া চায়া দেইখা যায় দুনিয়া ও
আসমানের আন্ধাউন্ধা তামাম খেইল।
মনে অয় রাইতের লিলুয়া বাতাস তারে—রিকশারে—
উড়ায়া নিবার চায় দূরে
হীরা-পান্না সোনা-দানা, মায়, জহরতের পিদিম
জ্বলে তার দিল-পিঞ্জিরায়। আর ওই
তারার জেওরে ভরা আসমানের নীল সিংহাসনে
বেহুদা বইসা এক আকেলা সুলতান
খালি খালি ভাব লয়, গাইল পাড়ে
দুনিয়ারে দিমাগ দেখায়।
আউলা কেরামতের লাহান ওই হালারও ভি
ছিলা চান্দির তলে দুই একখান
ইস্কুরুপ ঢিলা—মনে অয়;
চান্নি-পশর রাইতে লাখে লাখে গুলবদন পরি
রিকশার গতরে খালি খুশবো ছিটায় আর
চউখ মাইরা ডাকে ইশারায়
রাইত এক সমুন্দর। আলিশান ঢেউ তার দিলের কপাট
চাবি ছাড়া খুইলা দিয়া যায়। দেখায় তেলেসমাতি।
গতরের পানসি তার সেই ঢেউয়ে খালি লৌড়্ পাড়ে ;
লৌড় পাড়ে না উইড়া চলে ?
ঠাহর মিলে না ওর মালেটাল - বেচইন দিলে।
আর্মানিটোলার রাস্তা, ডাইলপট্টি, ডুরি-আঙুল লেন
নবাবপুর, সুরিটোলার গতরে জোনাক জ্বলে—আর—
দিলখোশ চান্দের পিদিম ভি লড়েচড়ে
মোরজ্বালা! এইটা খোয়াব না খোয়াবের
মাঞ্জামারা আজগুবি ঘুড্ডি একখান
—জানে কোন্ হউরের পুতে?
চিপা গল্লির ভিতর থিক্যা, ইবলিসের চেলা যেমুন,
দল বাইন্ধা আৎকা-আচানক ঘাউড়া কুত্তাভি আহে।
খামাখা চিক্কুর পাড়ে,পিছে পিছে খালি লৌড়্ পাড়ে।
মান্দির পোলারা এলা লৌড় পাড়ে ক্যালা?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
চাঁদনী পশর রাতের দৌড়
চাঁদনি পশর রাত লিলুয়া বাতাস। সুনসান
অন্ধ-গলির চারপাশ আঁচমকা ফকফকা সাদা
চাকাছাড়া- রিকশা –একরাতে একা হয়েছে মাতালঃ
ঠিক যেন জোয়ান দৌড়ের ঘোড়া
রিকশার শরির মর্দানীর জোশে লাফাচ্ছে
দুই-চোখে সুরমা দিয়ে
বুড়ো চৌকিদার কালা মিয়া
পাহারা শিকে তুলে
নবাবের সুমুন্দির মতন
চৌকিতে নিতম্ব উঁচিয়ে ঘুমায়।
গলির ঘাউড়া কুত্তা,সে ও ঘুমায়
এই সুযোগের জবাব নেই
গ্যারেজের জানালা দিয়ে
সরু হয়ে,সরু হয়ে-হয়ে
গোপনে সে পালিয়ে এসেছে
বাবরিচুলের,অবিবাহিত,চানখাঁরপুলের কেরামত;
শালা আজব এক মিস্ত্রি
মহল্লার সবাই ওকে ‘আর্টিস্টসাহেব’ বলে ডাকে
রিকশার পিছনে একদিন খুব সুন্দর ছবি একখানা
বেশ মহব্বতে এঁকে দিয়েছে- খানদানি হাতে
আসলে শালা একজন আধ পাগলা(পাগলমাথা)
স্ক্রু ঢিলা। কিন্তু সাদা মনের
ওর ওই পাগল হৃদয়ে
নানা রঙের খেলা(তেলেসমাতি);
সৃষ্টির সব সুন্দর জিনিস
সারাজীবন ওর হৃদয়ের জমিনে আঁকা
কেরামত খুব যত্ন করে আঁকে অগুনিত আজগুবি ছবি
সেই ছবির জমিন জুড়ে গাছপালা-নৌকা-নদী
পশুপাখি-লায়লা-মজনু-শিরি-ফরহাদ
ভাল্লুক-উল্লুক্সব, বান্দর-টান্দর হনুমান
ডানাওয়ালা বোরাক,পঙ্খীরাজ (উড়ন্ত)ঘোড়া,জ্বীন-পরি
সিনেমার নায়িকা মৌসুমীআর পপি-শাবনুর
ফুল পাতা আকাশের চাঁদ-তারা।
ওরা সব বোবার মতন
চেয়ে চেয়ে দেখে যায় দুনিয়া ও
আকাশের উল্টা-পাল্টা সব খেলা।
মনে হয় রাতের লিলুয়া বাতাস-তারে- রিকশারে-
উড়িয়ে নিতে চায় দূরে
হীরা-পান্না সোনা-দানা, এমনকি,রত্নখচিত চেরাগ(পিদিম-বাতি)
জ্বলে তার হৃদয়ের কুঠুরিতে। আর ওই
তারার গহনায় খচিত আকাশের নীল সিংহাসনে
অযথা বসে একজন মাত্র সুলতান
শুধু শুধু ভাব নেয়,গালাগালি করে
দুনিয়াকে দেমাগ দেখায়।
আউলা কেরামতের মত ওই শালার ও
টাক মাথার নীচে দুই-একখান
স্ক্রু ঢিলা –মনে হয়
চাঁদ পরি এই পূর্ণিমার রাতে লাখ লাখ সুন্দ্রী(গুলবদন)
রিকশার গায়ে খালি খুশবু ছিটায় আর
চোখ মেরে ডাকে ইশারায়
রাত যেন সুমুদ্র। রাজকীয় ঢেউ তার হৃদয়ের দরজা
চাবি ছাড়াই খুলে দিয়ে যায়। দেখায়
শরিরের নাও(নৌকা) তার সেই ঢেউয়ে শুধূ দৌড়ায়
দৌড়ায় না উড়ে যায়
ওর মাতাল- অশান্ত হৃদয় কিছুই বুঝতে পারে না
আর্মানিটোলার রাস্তা, ডাইলপট্টি, ডুরি-আঙুল লেন
নবাবপুর, সুরিটোলার গায়ে জোনাকি জ্বলে—আর-
মহা আনন্দিত চাঁদের আলোও নড়েচড়ে
কি যন্ত্রনা! এইটা সপ্ন না সপ্নের
মাঞ্জামারা আজব ঘুড়ি একটা-
জানে কার শালা(শ্বশুরের ছেলে)?
চিপা গলির ভিতর থেকে, শয়তানের সঙ্গীরা যেমন
দল বেঁধে হঠাত আচমকা ঘাউড়া কুত্তারা আসে
এমনিতেই চিৎকার করে, পিছনে পিছনে শুধূ দৌড়ায়
মাঙ্গির পোলারা এত দৌড়ায় কেন?
জুয়েল মাজহার
জন্ম ১৯৬২ সালে; নেত্রকোণা। মার্কসবাদী। কোনো অলৌকিকে বা পরলোকে বিশ্বাস নেই। ঘৃণা করেন পৃথিবীকে খণ্ড-ক্ষুদ্র করে রাখা সীমান্ত নামের অমানবিক ‘খাটালের বেড়া’। লেখেন মূলত কবিতা, বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন।
বর্তমান পেশা সাংবাদিকতা। কৈশোরে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ যাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন।পেটের দায়ে নানা কাজ। যৌবনের একটা বড় অংশ কেটেছে পাহাড়ে। সেভাবে বাড়ি ফেরা হয় নি আর।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-৪ পর্বের দ্বীতিয় পর্ব শেষ। লেখাটা কোন ধারাবাহিক সিরিজ নয়। আগের পর্ব না পড়লেও চলবে, তবে আগের পর্ব পড়তে ইচ্ছে হলে টোকা দিন (সত্যজিৎ রায়ের 'ছিম্বল' ও কবি দাউদ হায়দার) Click This Link
(সুত্রঃ নিউজ টুয়েন্টিফোর, ওয়ার্ড প্রেস,ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান;মোশাররফ হোসেন ভূঞা, নাজির হোসেনের‘কিংবদন্তির ঢাকা’ দৈনিক ইত্তেফাক, ইসলাম টাইমস ও সৈয়দ মুজতবা আলী’ভবঘুরে ও অন্যান্য’)
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১
শেরজা তপন বলেছেন: ফের ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।
মজার কবিতা- আমারও দারুন প্রিয় তাইতো জুড়ে দিলাম- ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
পরের পর্বে ফের কথা হবে সেই প্রত্যাশায়...
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কুট্রি ভাষায় কবিতা আছে এই প্রথম জানলাম।সব মিলিয়ে ভাল লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
শেরজা তপন বলেছেন: আমিও কি জানতাম আগে !!
অনেক ধন্যবাদ আপনাকে দ্বীতিয় পর্ব টা পড়ার জন্য।
ভাল লেগেছে জেনে খুশী হলাম । পরের পর্বে ও সাথে পাব এই প্রত্যাশায় রইলাম।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০
জাহিদ হাসান বলেছেন: কি কইবার লাগচেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
শেরজা তপন বলেছেন: যা কইবার তো কইলাম- আর কি হুনবার চান কন?
পরের পরবে আইসেন ফির ঢাকাইয়্যা কুট্টিগো বাতচিত হুনবার লাইগ্যা... ছুকরিয়া
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
মনিরা সুলতানা বলেছেন: পুরোনো ঢাকার কলতা বাজারে শৈশব কেটেছে, সে হিসেবে কুট্টিদের সাথে মিশেছি । ভালো লাগলো ইতিহাস যেনে। আর সাথে কবিতা ও।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
শেরজা তপন বলেছেন: তাই নাকি!! জানতাম না-তো? এখনো কি নাতা আছে না ছিড়ে গেছে?
অনেকদিন বাদে আপনাকে পেয়ে খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ
অফটপিকঃ আলকাশে পেলামনাতো আপনাকে?
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: জুয়েল মাজহারের কোনো কবিতা আগে পড়া হয় নি। এই কবিতাটা ভালো লেগেছে। সুররিয়ালিস্টিক আবহ আছে। কুট্টিদের ইতিহাসও জানলাম। আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮
শেরজা তপন বলেছেন: আপনার বাকি কৌ্তুকের অপেক্ষায় আছি যে ভাই। কখন পাব?
জ্বী আমারও তেমন মত। অনেক ধন্যবাদ ফের লেখাটা পড়ে আপনার মুল্যবান মতামতের জন্য।
কোতুকের অপেক্ষায় রইলাম...
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭
শাহ আজিজ বলেছেন: ভাল লাগছে । কুট্টিরা তাদের কথিত খান্দানি মাগার চাউল কুটটানি ছাড়তে চায় না আর অন্য জেলার যারা ঢাকায় বসতি গেড়েছে তাদেরও গোনায় নিতে চায়না । বাংলাদেশে আটকে পড়া বিহারি আর কুট্টিদের বেশ কিছু মিল আছে তাদের ঠিকানা বা অস্তিত্ববিহীন পরিচয়ে।
খাজা খয়েরুদ্দিনের ছেলে প্রবাসে আমার কলিগ ছিল । সে এতটাই ঘৃণা করত বাঙ্গালিদের যে লাহোরে ঘাটি গাড়ল । পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বেচইন হবার পর আমি অবসরে থাকা বিগ বসকে জিজ্ঞাসা করলাম ওর কথা। তিনি বললেন এরা পৃথিবীর সবচে বড় রিফিউজি এবং এদের দেশ ঠিকানা কখনো হবে না । আসলেও তাই ।
আমাদের দেশ বাংলাদেশ , সে যে কোন অবস্থাতেই ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪
শেরজা তপন বলেছেন: কথা ঠিক- ব্যাবসায়িক কাজে বহুবার কুট্টিদের সাথে লেনদেন করতে গিয়ে লজ্জায় পড়েছি, ওদের উদ্ধত আচরন আর অপমানজনক ব্যাবহারের স্বীকার হয়েছি!
কুট্টিদের বাইরের লোকজনের আচরন সন্মানজনক না। তবে বন্ধুত্ব বা আত্মীয়তার পরিচয়ে দারুনভাবে আপ্যায়িত হয়েছি।
অবশ্যই যেকোন অবস্থাতে আমার দেশ বাংলাদেশ।
আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ভাই। ভালথাকুন
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩২
অনল চৌধুরী বলেছেন: ৭৫০ সাল থেকে ১১৬০ সালে ঢাকায় বসবাসকারীদের কোোন লিখিত তথ্য-প্রমাণ কি অঅছে?
যা পাওয়া যায়, সবই তো ইসলাম খা ঢাকায় অঅসার পর।
পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের ধারক কুট্টিদের পড়ালেখার প্রতি তেমন খেয়াল দেখা যায় না। বরং এক প্রকার অনীহাই আছে বলা যায়- সেটা ৩৫/৪০ বছর অঅগের কথা।
গিয়ে দেখেন, গত ৩৫ বছর ধরে তাদের অনেকের ছেলে-মেয়েরা ইংরেজী মাধ্যমে পড়ে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
শেরজা তপন বলেছেন: জ্বী ওই অংশটুকু উইকি থেকে নেয়া। ওরা যদি ভুল তথ্য দেয় তাহলে আমার কি-ই বা করার আছে বলুন।
লেখাপড়ার কথা যেটা বলেছেন সেটা অল্প কিছু কুট্টিদের ক্ষেত্রে যথার্থ। বিহারীদেরও কিছু অংশ শিক্ষাদীক্ষায় আগিয়ে যাচ্ছে বেশ।
তথ্যগত ভুল থাকতেই পারে- ভুল তথ্য যদি ধরিয়ে দেন তো অবশ্যই কৃতজ্ঞ হব। আপনার সু-চিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তপন দাদা ঢাকার নামকরণের ইতিহাস জেনে ভালো লাগলো।
তবে ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে।
কথিত আছে যে, মুঘল সুবেদার ইসলাম খাঁ তার নৌবহর নিয়ে ঢাকায়
এসে দেখেন একদল পূজারি ঢাকঢোল সহকারে পূজার্চনা করছেন।
তখন ঢাকিদের একত্রিত করে একসঙ্গে সবাইকে ঢাক বাজানোর
আদেশ দেন ইসলাম খাঁ। শুরু হলো সমন্বিত বৃন্দবাদ্য। সুবেদারের
অনুচরগণ উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে গিয়ে যতদূর পর্যন্ত এই ঢাকের
আওয়াজ শুনতে পেলেন ততদূর পর্যন্ত হলো মুঘলদের বাংলা সুবার
নতুন রাজধানী। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির
রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।
আবার অনেক ঐতিহাসিকের মতে, সেন বংশের রাজা বল্লাল সেন (১১৬০- ১১৭৯খ্রি.)
বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি
বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির
প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো,
তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে
স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।
ঢাকার নামকরণ সংক্রান্ত আরও কিছু ঘটনার কথা লোকমুখে শোনা যায়। সেগুলো হলোঃ
১। একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ (বুটি ফুডোসা) ছিল।
২। ‘ঢাকাভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল।
৩। রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত
হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয়
রাজ্য ডবাকই হলো ঢাকা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪
শেরজা তপন বলেছেন: আমার ব্লগে আপনাকে দেখে প্রীত হলাম নুরু ভাই।
ইতিহাস নিয়ে আমার চেয়ে অনেক বিজ্ঞ আপনি সেটা স্বীকার করতে দ্বীধা নেই।
ঢাকার নামকরন নিয়ে এই কিংবদন্তী-টাই আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।
ঢাক বাজানোর অংশটুকু আমি প্রথম পর্বে আলোচনা করেছি। আর বল্লাল সেনের মন্দিরের বিষয়টা আমি পরের পর্বে আলোচনা করব।
ঢাক গাছের নাম আমিও শুনেছি কিন্তু এই গাছটাই আমি চিনি না
বাকি তথ্যগুলোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পরের পর্বে এর থেকে কিছুটা সংযোজন করতে চাই।
কবিতা নিয়ে কিছু বললেন না যে? রুপান্তর ঠিক আছে তো?
পরের পর্বে ফের আপনার মুল্যবান মতামত পাব বলে আশা রাখছি।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই চাপাবাজ, একজন ঢাকাইয়া আরেকজন কোলকাতাইয়া। দীর্ঘদিন বাদে দেখা। ঢাকাইয়া জিজ্ঞেস করলো, কি দোস্ত কেমুন আছো?
কোলকাতাইয়া: আর দাদা বোলো না। আছি বেশ। দু'আঙুলে কোলকাতাকে নাচাচ্ছি।
ঢাকাইয়া: কউ কি দোস্ত! খাড়াও তোমার এউগা পরীক্ষা লই। পাশ করলে বুঝমু কেমুন তুমি শেঠ।
কোলকাতাইয়া: ঠিক আছে, হয়ে যাক। বলো কি করতে হবে?
ঢাকাইয়া দোস্ত: ওই যে দেখবার লাগছো কাউয়্যাঠুটির গাছ, এউগা কাউয়ার বাসা ভি দেহা যাইতাছে। ওইহানে এউগা কাউয়া বয়া রইছে, ওর পেটের নিচে আন্ডা ভি আছে। এউগা আন্ডা গাছে উইঠা লয়া আইবা মাগার কাউয়া উড়বো না, পারবা?
কোলকাতাইয়া দোস্ত তর তর করে গাছে উঠে গেলো এবং কাকের পেটের তলা থেকে কাকের ডিমও নিয়ে এলো অথচ কাক টেরও পেলো না।
নেমে তৃপ্তির স্বরে সে বললো: এই নাও বন্ধু, কাকের পেটের তলা থেকে ডিম নিয়ে এলুম অথচ কাক ঠিকই বসে আছে (বাহাদুরি দেখিয়ে)।
ঢাকাইয়া: হ, তুমি কোলকাতারে দুই আঙুলে ঘুরাও ঠিকই। গাছে উইঠা কাউয়া না উড়ায়া কাউয়ার পেটের তলা থেইকা আন্ডা ভি লিয়া আইছো ঠিকই। মগর উঠোনের টাইমে যে দুই আঙ্গুলে তোমার ধুতি আমি খুইলা রাইখা দিছি দাদা, তুমি হালায় টেরই পাইলা না। নিচে চায়া দেহো পুরা কোলকাতা দেহা যাইবার লাগছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
আপনার স্টকতো অফুরন্ত!!
আমার এখন কুট্টিদের নিয়ে কোন জোকস বলতে ভয় লাগছে- কমন না হয়ে যায়
'চান্নিপশর রাইতের লৌড়'- কবিতাটা কেমন লাগল? ভুল-ত্রুটি থাকলে খাসদিলে একটু বাতলে দিয়েন?
শেষ পর্বে আপনার সবগুলো কুট্টি কৌতুক মর্যাদা সহকারে স্থান পাবে।
আর কিছু জমিয়ে রাখুন বলার জন্য। ভাল থাকুন
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: লেখাটা মোবাইল দিয়ে পড়লাম। বাসায় গিয়ে ল্যাপটপে আরেকবার পড়বো। পড়তে হবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আপনার মুল্যবান মতামতের জন্য ভ্রাতা...
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটার একটা মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেটা হোল কবিতাটা নতুন ধরণ তৈরি করেছে।এই কবি স্বাধীন চিন্তা চেতনার অধিকারী বলে মনে হয়েছে। সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লিখেছে বলে মনে হয় নি। কবির স্বকীয়তা তার আছে। পুরান ঢাকার নোংরা, ঘিঞ্জি পরিবেশে যে এমন রোমান্টিক ধাঁচের কাব্য বিকাশ লাভ সম্ভব কবি তা দেখিয়ে দিয়েছেন। আপনার অনুবাদ ( মূল বাংলায়) যথেষ্ট ভালো হয়েছে। অনেকে আসলটা হয়ত পুরোটা বুঝবে না তাই আপনার অনুবাদ কাজে দেবে। এই কবিতা পাঠ করে অনেকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় আঞ্চলিক রীতিনীতি ও সমাজ ব্যবস্থাকে কবিতায় ধারণ করে কবিতা লিখতে সাহসী হয়ে উঠবে। অনেকের মধ্যেই আঞ্চলিকতা নিয়ে হীনমন্যতা থাকে। এই ধরনের কবিতা আঞ্চলিক কবিদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করি।
ঢাওয়াকা, ঢাবাকা ও ঢাকা এই রুপান্তর প্রক্রিয়া ভালো লেগেছে। তবে ভিন্ন মতও আছে। এরকম ভিন্ন মত ঐতিহাসিক নামের ক্ষেত্রে প্রায়ই হয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৬
শেরজা তপন বলেছেন: হ্যা তাতো অবশ্যই আছে সে জন্যই আম লিখেছি 'নামকরনের কিংবদন্তী'! কিংবদন্তীতে সব সময়য়ই কিন্তু থাকে- ধোঁয়াশা রয়ে যায়।
।অন্য কোন ইতিহাস জানা থাকলে একটু শেয়ার করলে কৃতজ্ঞ হব! এমনিতেই অনেক ঋণী হয়ে যাচ্ছি আপনার কাছে।
কবিতা নিয়ে আপনার মতামত অবশ্যই গ্রহনযোগ্য- সাবলীল ও সুন্দর! কবি জানলে আনন্দিত হবেন নিশ্চিত।
অনুবাদ নিয়ে বেশ দ্বীধায় ছিলাম। কবিতা আমি কম বুঝি- তারপরে কুট্টিভাষায় দখল কম। সেই জন্য কবিতা নিয়ে মতামত জানতে চেয়েছি।
ধন্যবাদ আপনাকে। কুট্টিদের নিয়ে আরো কৌতুকের অপক্ষায় আছি...
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: পোষ্ট সুন্দর।
পুরান ঢাকার প্রতি মানুষের অনেক আগ্রহ। কলকাতার রাস্তা ঘাট আর পুরান ঢাকার রাস্তা ঘাট আমার কাছে একরকম লাগে।
পোষ্টে সবার মন্তব্য গুলো ভালো লেগেছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩০
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর!
আমারও দারুন আগ্রহ দেখে লেখাটা শেয়ার করেছি। হ্যা দু'দেশেরই পুরনো শহর প্রায় একই ধরনের।
মন্তব্যগুলো পড়ে আমিও আপ্লুত!
ভাল থাকুন
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: পোষ্ট মন্তব্য সবটি পড়লাম এবং ইতিহাস জানলাম ভালোও লাগলো। ঢাকাইয়া কুট্টি বলে একটা গালি প্রচলন আছে কুমিল্লায়
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২
শেরজা তপন বলেছেন: তাই নাই? কুমিল্লার বিষয়টা আমার জানা ছিল না
ফের ধন্যবাদ এই পর্বটা পড়ে আপনার মন্তব্যার জন্য।পরের পর্ব পড়ার আমন্ত্রণ রইল...
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ছাড়ে চুয়াত্তর ভাই দিয়া দিছেন।আমি ম্যালা দেরি কইরা হালাইছি।এই লন।
বড় ভাই আড়তে বসে আছে।ছোটভাইকে সে দোকানে উঠতে দিচ্ছে না। তাদের বাবা এসে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন,
কী অইছে রে? অরে আড়তে উঠতে দিতাছছ না ক্যালা?
বড় ছেলে বললো- নটির পুতের কত্তবড় ছাহছ(সাহস) ।উইয়ে আমার জনমদুঃখি মায়রে গাইল দিছে।খান.. পোলারে আইজকা দোকানে উঠবার দিতাম না।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ
প্রথম শব্দটা হজম করা কঠিন- তারপরেও কুট্টি বলে কথা। ওদের আদরের ভাষাই আমাদের কাছে গালি মনে হয়।
আপনারও স্টক অফুরন্ত- একটা পর্ব শুধু কৌতুক নিয়েই থাকবে আশা রাখছি। ব্লগার সাড়ে চুয়াত্তুর কেও ফের ধন্যবাদ
আরো কিছুর অপেক্ষায় রইলাম
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১১
অনল চৌধুরী বলেছেন: বিহারীদের সাথে ঢাকাইয়াদের তুলনা করাও যুক্তিসঙ্গত না।
বিহারীরা এদেশে এসেছে মাত্র ১৯৬-৪৭-এর দাঙ্গার পর। কিন্ত ঢাকাইয়াদের প্রথম দল এসেছিলো ইসলাম খানের সাথে, তারপর ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ইংরেজদের দালালী করে নবাব উপাধী লাভকারী আলীর মিয়ার সাথেও।
তাদের ইতিহাস অনেক প্রাচীন।
ছোটোবেলায় শান্তিনগর, পল্টন এলাকায় অসংখ্য বোম্বাইয়া থাকতো। তাদের অনেকে আমার অনেক সহপাঠীও ছিলো ।
আমাদের শান্তিনগরে ঢাকার সবচেয়ে বড় বোম্বাইয়া কলোনি ছিলো, যেটা এখন রূপায়ণ এ্যাপার্টমেন্ট ভবন হয়েছে।
প্রায় সব বোম্বাইয়া -বিহারী ঢাকা ছেড়ে বিদেশে চলে গেছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫২
শেরজা তপন বলেছেন: বিহারী, ঘটি,রোহিঙ্গা- এরা হোল মাইগ্রেটেড কিংবা উদ্বাস্তু, এদের সাথে কুট্টিদের তুলনা চলে না।
আমি বলতে চেয়েছি; বিহারীরা হল এদেশে সবচাইতে পশ্চাৎপদ জনগোষ্ঠী। এদেরকে যেমন আলাদা করে রাখার চেশঠা করা হয়েছে এরাও তেমনি নিজেদের কমিউনিটি নিয়ে আছে। বাঙ্গালিদের সাথে মিশতেই চায় না বা মিশতে স্বাচ্ছন্দবোধ করে না।
সুযোগের অভাব এবং সদিচ্ছার কারনে এদের মধ্যে অশিক্ষার হার সবচেয়ে বেশী। কিন্তু তার মধ্যে থেকেও কেউ কেউ কেউ কেউ লেখা পড়ায় বেশ এগিয়ে পারে তো- তাহলে কুট্টিদের বিষয়ে বিস্মিত হবার কিছু নেই। ওরাও পুরনো ধ্যান ধারনা বাদ দিয়ে মেইন স্ট্রিমে মিশে যাচ্ছে বা গ্যাছে অনেকেই।
বোম্বাইয়ারা তো বিহারী নয় এদেরকে সম্ভবত ঘটি বলেই সন্মোধন করা হয়! বিহার বাদে ভারতীয় অন্য অঞ্চলের লোকেরা আমাদের বাঙ্গালী ও বাংলাদেশীদের ভাবধারার সাথে খাপ খাইয়ে নিয়েছে। আরেক গ্রুপ আছে মারোয়ারি- শিক্ষা দীক্ষা ব্যাবসসা বানিজ্যে ওরা বরাবরই এগিয়ে আছে বেশ কিন্তু সচেতনভাবে আমাদের সাথে ব্যাবধান ধরে রেখেছে গোড়া থেকেই। ওরা সারা বিশ্বেই নিজেদের আলাদা কমিউনিটি ও কালচার কিংবা পারিবারিক মুল্যবোধ নিয়ে থাকে।
ধন্যবাদ আপনার গঠনমূলক সমালোচনা ও সুন্দর মন্তব্যের জন্য।
পরের পর্বে ফের এমন করে সংগ দিবেন আশা রাখছি। # একটা কথাঃ আমি এখানে মুলত আলোচনা করতে চেয়েছি কুট্টিদের বিষয়ে আমাদের কবি সাহিত্যিকদের গল্প কবিতা উদ্ধৃতি নিয়ে। ইতিহাস নিয়ে আলোচনা মুখ্য বিষয় নয় বা সেটা আমার কর্ম -ও নয়। ঐতিহাসিক আলোচনা নিয়ে ভুল-ভ্রান্তি থাকলে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: শফি হুজুর নিয়ে আপনি কিছু লিখলেন না?
২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
শেরজা তপন বলেছেন: তার সন্মন্ধে আমি জানিই-না কিছু, লিখব কি?
আপনাদের লেখা পড়ে অনেক কিছু জানলাম।
আমি বরাবরই সেফ জোনে থাকি
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০১
অনল চৌধুরী বলেছেন: মানুষ সাধারণত তার আশেপাশে বসবাসকারীদের সাথেই আত্মীয়তা বা বন্ধুত্ত করে।পুরােনো ঢাকায় সাধারণথ অন্য কোনো জেলার লোক স্থায়ীভাবে বসবাস করে না।কিন্ত তারপরও তাদের অন্য জেলার মানুষদের সাথে বিয়ের সম্পর্ক হয়। আমার অনেক বন্ধু ছিলো ঢাকাইয়া।
ঘটি বলতে বোঝায় কলকাতা থেকে দাঙ্গার পর পালিয়ে আসা বাঙ্গালী মুসলমানদের।
৯০ সাল পর্যন্ত ঢাকা ছিলো একটা বহুজাতিক শহর। বোম্বাইয়া, বিহারীসহ ভারতের বিভিন্ন জাতির লোকজন এমনকি অনেক চীনাও ছিলো এখানে।পরে সবাই চলে গেছে।
৬০-এর উর্দ্ধে বয়সের যারা শিশুকাল থেকে ঢাকায় বড় হয়েছেন ,তারা এ ব্যাপারে আরো ভালো বলতে পারবেন।
কিন্ত আমিও ছোটোবেলায় এক বহুজাতিক ঢাকা দেখেছি।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
শেরজা তপন বলেছেন: আমি বলতে চেয়েছি বোম্বাইয়াদের ও সম্ভবত 'ঘটি' বলে। ঘটিদের ইতিহাস আমি সল্প বিস্তর জানি।
আমার এক ডজনের মত ঘটি বন্ধু আছে!
আপনার কথা ঠিক- ৯০ এর পরে অনেক কিছু পালটে গেছে।
আপনার সু-চিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঢাকার ইতিহাস এবং সেই সাথে কবি জুয়েল মাজহারের কুট্টি ভাষায় লেখা কবিতার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ধন্যবাদ শেরজা তপন।