নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানের পাঠ-একটি জর্জিয়ান রুপকথা

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২


শীত কাল,অনবরত বরফ পড়ছে । কখনো পেঁজা তুলোর মত ,কখনো কুচি কুচি,কখনো তারার মত খাঁচকাটা। এর মধ্যে বাইরে বেরিয়ে শিকার ধরা মহা ঝামেলা! তাছাড়া শিকার পাওয়াও মুশকিল ।
বন টা ছোট;এখানে হিংস্র প্রানী বলতে ওরা তিনজন,প্রথম জন বিশাল দেহী এক বুড়ো ভল্লূক,অন্য দু’জন নিজ নিজ দল থেকে বিতাড়িত একটা নেকড়ে ও শেয়াল । এরা সবাই বয়স ভারে ক্লান্ত । শিকার ধরার মত গায়ের জোড় বা আগের সেই ক্ষিপ্রতা এখন আর নেই । এভাবে আর কিছুদিন চললে নির্ঘাৎ মারা পড়বে সবাই । ক্ষুধার জ্বালা সইতে না পেরে অবশেষে একদিন বুড়ো ভল্লূক সবাইকে তার গুহায় ডেকে বলল,
-আর যে পারি না ভাই,ক্ষুধার জ্বালায় নাড়ি ভুড়ি হজম হওয়ার জোগার হল! এভাবেতো চলতে পারেনা,একটা কিছুতো করতে হবে নাকি?
তার কথায় নেকড়ে আর শিয়ালও সায় দিল।’ উপায় নেই তাদের যে একই দশা। তারা সবকিছূর ভার ভল্লূকের উপর ছেড়ে দিয়ে বলল,-কি করা যায়? আপনি মুরুব্বি আপনিই বলুন?
তাকে এতটা গুরুত্ব দেয়ায় ভল্লূক বেশ খুশি হয়েই বলল,
-আমাদের মধ্যে আজ থেকে আর কোন রেষারেষি থাকবে না। এখন থেকে আমরা সবাই আপন ভায়ের মত। আমরা একসাথে শিকার খুজব আর শিকার খুজে পেলে সবাই মিলে ভাগ করে খাব। কি রাজি তোমরা?
শিয়াল আর নেকড়ে সম্মিলিত কন্ঠে বলল‘ জ্বী মহারাজ রাজী।
-‘তাহলে আস আমরা প্রতিজ্ঞা করি।’
প্রতিজ্ঞা শেষে তিনজনে মিলে বের হল শিকার করতে। ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে। কিছুদুর যেতেই তাদের সামনে এসে আছড়ে পড়ল তীরবিদ্ধ এক আহত হরিন।
ওরা তিন ভাইতো (!)মহাখুশি,এত সহজেই যে শিকার মিলবে তা তারা সপ্নেও ভাবেনি!
হরিনটাকে খুন করে তিনজনে মিলে টেনে নিয়ে এল বুড়ো ভল্লুকের গুহায়। এবার ওরা সবাই মিটিং এ বসল,লুটের মাল ভাগ করার জন্য।
বুড়ো ভল্লূক,দাঁত কিড়মিড় করে বলল,
-আমার মনে হয় নেকড়েকেই ভাগ করতে দেয়া উচিত। ওই সঠিক ভাগ করবে।’
শিয়াল সম্মতি দিলে সে নেকড়েকে ডেকে বলল ,
-আসো দেখি তুমি হরিনটা ভাগ কর আমাদের তিনজনের মধ্যে।
নেকড়ে এমন একটা গুরু দায়িত্ব পেয়ে বেশ উৎফুল্ল­ হয়ে বলল,
-বেশ করছি তাহলে - তোমরা যখন বলছ,‘মাথাটা পাবে তুমি মহারাজ,কেননা তুমি আমাদের সবার মুরুব্বি আর জ্ঞানী । দেহটা আমার আর ঠ্যাংগুলো পাবে পিচ্চি শেয়াল।’
তার কথা শেষ হওয়ার আগেই বুড়ো ভল্লুক এমন ভীষণ জোড়ে এক লাথি কষাল যে বিকট চিৎকার দিয়ে নেকড়ে গিয়ে আছড়ে গুহার শক্ত পাথুরে দেয়ালে।
ভয়ঙ্কর ক্রুর দৃষ্টি নিয়ে এবার সে তাকাল শিয়ালের দিকে , এবার তুমি ভাগ কর দেখি ।
চতুর শেয়াল ধীরে ধীরে দাড়িয়ে বেশ ভয়ে ভয়ে তোষামদের স্বরে বলল,
‘নেকড়ে ঠিকই বলেছিল,এই হরিনটার মাথা তুমিই পাবে,কেননা তুমি আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক আর বুদ্ধিমান। হরিনের পুরো দেহটাও তোমাকে দেয়া উচিত কেননা তুমি আমাদের দেখভাল করছ ঠিক বাবার মত করে। ঠ্যাং গুলোও তোমারই যাবে ; কেননা সব সময় তুমিই শুধু চেষ্টা করেছ আমাদের জন্য কিছু একটা করতে তাই এটা আমাদের তরফ থেকে উপহার বা প্রতিদান।
‘তুম দেখি সাংঘাতিক বুদ্ধিমান হে শেয়াল।’ বুড়ো ভল্লূক হেসে বলল।
‘এমন করে বুদ্ধিমত্তার সাথে হরিন ভাগ করা তুমি শিখলে কোত্থেকে?’
শিয়াল বেশ বিনয়ের সাথে বলল,
‘মহরাজ,তোমার কাছ থেকে। আমাকে দু’বার চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিতে হয়না। নেকড়ের ভুলের শাস্তিতো আমি চোখের সামনেই দেখলাম।’

অনুবাদ ও রুপান্তরঃ শেরজা তপন
আগের রুপকথা গুলোঃ
নেকড়ে,কুকুর আর বেড়াল-(একটি ইউক্রাইনান মজার রূপকথা) Click This Link
কে সবচেয়ে বড় ছিল ? (একটি কিরিগিজ রুপকথা) Click This Link
লোভী কাজী – একটি তাজিক রুপকথা Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মা.হাসান বলেছেন: উত্তম গল্প। ততোধিক উত্তম পরিবেশনা।

যদিও বাংলাদেশে বরফ পড়ে না, ভাল্লুকও দেখি না, এর পরেও বাংলাদেশের অধিকাংশ লোক নেকড়ের শিক্ষা বিনেপয়সায় পেয়ে গেছে। এমন শিক্ষা বান্ধব সরকার চীরজীবি হোক।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

শেরজা তপন বলেছেন: ফের ধন্যবাদ কৃতজ্ঞতা মা. হাসান ভাই।

আমরা ছোটবেলায় সার্কাস মায় বাইরেও ভল্লুকের নাচ দেখেছি- এখন আর দেখা যায় না।
কি আর বলব এর প্রতিউত্তরে :( শতভাগ সহমত পোষন করছি।
ভাল থাকুন।

অফটপিকঃ চামড়া শিল্প নিয়ে আমি আরো দু'পর্ব লিখে রেখেছি- ব্লগে দিলে আপনার মুল্যবান মতামতের অপেক্ষায় থাকব।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজার রূপকথা। ধূর্তরা টিকে থাকে, আবার ধ্বংসও হয়ে যায়। নেকড়ের ধূর্তামি সফল হয় নি, সে লাত্থি খেয়ে কুপোকাত, কিন্তু শেয়াল মামা সার্থক।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

শেরজা তপন বলেছেন: সোনাবীজ ভাই, আপনার মন্তব্য আমাকে সবসময়ই দারুন অনুপ্রাণিত করে।

ঠিক -ঠিক বলেছেন। ধূর্ত হলেই জ্ঞানী হয় না

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খুবই অসাধারণ রূপকথা।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

শেরজা তপন বলেছেন: রুপকথা বড়দেরও আনন্দ দেয় :) এই টাইপের, রুপকথা উপকথা বা লোকগাথা এর অন্তর্নিহিত ভাব বড়দেরই উপলব্ধি করার কথা।

ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: সব উপকথা রূপকথা গল্পে শেয়ালরা চালাক হয় দেখলাম শেরজা তপন ।
বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রুও ভালো B-)
সুন্দর সাবলীল লেখায় প্লাস
+

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন- আমিও ভেবেছি!! পৃথিবীর সবদেশে পশুদের মধ্যে শিয়ালকে কেন এত জ্ঞানী ভাবে সেটা আমার বোধগম্য নয়!

আমি তেমন একটা রুপকথা খুঁজছি যেখানে শিয়াল থাকবে সবচেয়ে বোকা :) :)
না হয় আপনি/ আমি এখখানা লিখেই ফেলি তেমন গপ্পো :)
আপনার মন্তব্যে অভিভুত।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:২১

ভুয়া মফিজ বলেছেন: তারার মত খাঁচকাটা। আমাদের এখানে এই জাতীয় বরফ দেখি নাই। এটা সম্ভবতঃ রাশান অন্চলেই বেশী দেখা যায়।

বয়স্কদেরকে হিংস্র বলাটা ঠিক কিনা, ভেবে দেখতে অনুরোধ করছি। আমাদের দেশের সব নেতা-নেত্রীরাই কিন্তু বয়স্ক!! :P

গল্পটা পড়তে পড়তে আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল আর তাদের বিশেষ ছাত্র সংগঠনের কথা মনে পড়লো। কেন বলেন তো!!! =p~

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৫১

শেরজা তপন বলেছেন: হ্যাঁ এই বরফ পড়াএ দৃশ্যটা দেখতে দারুন! সাধারনত রৌদ্দজ্জল দিনে এই ধরনের বরফপাত হয়- বরফ কনাগুলো যখন বাতাসে ভেসে বেড়ায়, সুর্যের আলো প্রতিবিম্বিত হয়ে রংধনু রঙ্গে রঙিন হয়ে এক অপার্থিব দৃশ্যের সুচনা হয়!
:) না আর বলব না মাফ চাই

:) আপনিও যাদের কথা ভাবছেন- আমিও মনে হয় তাদের কথাই ভাবছি।

ধন্যবাদ আপনাকে এমন দারুন মনোগ্রাহী মন্তব্যের জন্য

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: লেখা বেশ উপমাময়। সার্থক রূপকাশ্রিত ।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: মন্তব্যে দারুন আপ্লুত হলাম ভাই নাওয়াজ আলি-
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দেশের বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে একেবারে। ভাল্লুক ক্ষমতাবান। নেকড়ে ধূর্ত হলেও নিজের গুণ প্রয়োগের সঠিক জায়গা জানে না। আর শেয়াল বরাবরের মতোই বুদ্ধিমান।পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে নিজের মাথা বাঁচিয়ে নিলো। গভীর অর্থ আছে গল্পের।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১৯

শেরজা তপন বলেছেন: আপনাকে খোঁজ করছিলাম- মন্তব্য পেয়ে ভাল লাগল, বুঝলাম আপনি আছেন। :)
ধূর্ত ( রুশ ভাষায় 'হিত্রি';) আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য এটাই।

আপনার বুদ্ধিদীপ্ত ও গভীর তাৎপর্যময় মন্তব্যে মুল রুপকথার 'মোর‍্যাল' এর স্বার্থকতা পেল।

ভাল থাকুন- সুন্দর থাকুন।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

অধীতি বলেছেন: বর্তমানে এই শিক্ষাই চলে।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: :) আমার ব্লগে স্বাগতম!

হ্যা ঠিক এমনটাই আমারো অভিমত। পরের পর্বগুলোতে সাথে থাকার আমন্ত্রন রইল।
ভাল থাকুন নিরন্তর!

৯| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: নানান দেশের রুপকথা পোষ্ট করছেন। আমি ঠিক করেছি আমাদের দেশে রুপকথা নিয়ে আমি পোষ্ট দিবো।

জর্জিয়ান রুপকথা, তাজিক রুপকথা, কিরিগিজ রুপকথা, ইউক্রাইনান রূপকথা। আমার বিশ্বাস আমাদের দেশের রুপকথা একেবারে ফালতু না।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

শেরজা তপন বলেছেন: অবশ্যই ফালতু নয়- এগুলোতো মুলত উপকথা বা লোকগাথা!

আমাদের নিজস্ব সাংস্কৃতিতেও বেশ ভাল মানের উপকথা বা লোকগাথা আছে। রুশ দেশের সাথে দীর্ঘ সম্পর্কের জন্য আমি আমাদের জানা -অজানা কিছু রুপকথা বা উপকথার অনুবাদ করছি, কিন্তু আপনি যে উদ্যোগ নিতে চাচ্ছে সেজন্য খানিকটা ক্রেডিট কিন্তু আমার পাওনা :)
আমার অনুবাদে ত্যাক্ত-বিরক্ত হয়ে বাংলাদেশের রুপকথার পোষ্ট দিতে চাচ্ছেন :)
নিয়মিত সাথে থাকার জন্য ধন্যবাদ। অপেক্ষায় রইলাম

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:১৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমি ছিলাম।শুধু ব্লগে আসতে দেরি হয়ে গিয়েছিলো আর কি :D !! পরের পোস্টের অপেক্ষায় রইলাম।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৯

শেরজা তপন বলেছেন: আমারও মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল- দুয়ে মিলে কাটাকাটি :)

ধন্যবাদ- অবশ্যই আসছি শিঘ্রি পরের পর্ব নিয়ে

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:২২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: @ রাজীব নুর ভাই।আমাদের দেশের রূপকথা মোটেও ফেলনা নয়।খুবই উন্নতমানের। সেগুলো সংগ্রহ করা হয় নি সেভাবে। বহুল প্রচলিত ও বিখ্যাত রূপকথা ও উপকথা সংগ্রহ করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ও রবীন্দ্রনাথ ঠাকুর।সেগুলো প্রমিত ভাষায় লেখা। কিন্তু বিভিন্ন অঞ্চলভিত্তিক রূপকথা এখনো ধরাছোঁয়ার বাইরে।সেগুলো সংগ্রহ করা হয় নি।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: বলেছেন @ রাজীব নুরকে কিন্তু ফাঁকে আমরাও অনেক কিছু জেনে নিলাম।

ঠিক বলেছেন। ধরাছোঁয়ার বাইরে থাকা সেসব অঞ্চলভিত্তিক রূপকথাগুলো যদি কেউ সংদগ্রহ করত- তা হলে আমরাও বোঝাতে পারতাম রুপকথায় আমরা কতটা সমৃদ্ধ।
আপনার সার্বক্ষনিক মঙ্গল কামনা করছি

১২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩

মনিরা সুলতানা বলেছেন: এক ছানা দেখিয়ে ১১ ছানা হজম করা শেয়াল কি আর এমনি এমনি পন্ডিত !!

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪১

শেরজা তপন বলেছেন: জ্বী সেই কুমিরের ছানা আর শেয়ালের চতুরতার গল্প এখনো আমাদের মনে গেথে আছে। আপনার মন্তব্যে ফিরে গেলাম সেই কৈশরে।
ভাল থাকুন সবসময়।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪২

শেরজা তপন বলেছেন: আমি বরাবরই চেষ্টা করি সবার মন্তব্যের উত্তর দিতে।

আপনাকেও ধন্যবাদ বরাবরের মত সাথে থাকার জন্য। শুভ কামনা রইল।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক মজার আর শিক্ষণীয় গল্প। এই বুড়ো ভাল্লুকের সাথে আমেরিকা রাষ্ট্রের মনে হয় মিল আছে। আমেরিকা পৃথিবীতে শান্তি চায় তবে সেই শান্তির প্রক্রিয়া হবে তার পছন্দ মতো। শিয়ালের ভুমিকায় আছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলি। সাথে যোগ দিয়েছে শিয়ালেরও অধম আরব রাষ্ট্রগুলি। নেকড়ে বলা যায় জাতিসংঘকে। তবে জাতিশঙ্ঘ এখন লাত্থি খেয়ে শিয়াল হয়ে গেছে। আর হরিন হোল সিরিয়া, প্যালেস্টাইন, ইয়েমেন, আফগানিস্তান, ইরাক ইত্যাদি রাষ্ট্র।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

শেরজা তপন বলেছেন: বাঃ বাঃ দারুন উদাহরণ টেনেছেন ভায়া!
আপনার দারুন বুদ্ধিদীপ্ত মন্তব্যের সাথে সহমত।
পরের পর্বগুলোতে এমন করে সাথে পাব তেমনটা আশা করছি।

আপনার সুন্দর আগামী দিনের প্রত্যাশায়

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: চমৎকার উপস্থাপন ।অনেক না বলা কথা বলা হয়ে গেলো গল্পের ছলে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৪৮

শেরজা তপন বলেছেন: :) পুরো ধন্যবাদ প্রাপ্য জরজিয়ান সেই নাম না জানা লেখকের যিনি এমন বুদ্ধিদীপ্ত গল্পটা ফেঁদেছেন!

ধন্যবাদ ভাই ইসিয়াক সাথে থাকার জন্য।
ভাল থাকুন নিরন্তর।

১৬| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শেয়ালেরা হুক্কা হুয়ায় করে দান এমনি উপহার
আমজনতার গণতন্ত্র মৌলিক মানবাধীকার
ভাল্লুক রাজা মহাসূখে চালায় স্বৈরাচার
দারুন রুপকথায় -মুক্তির পথ চাই রাহবার।।
:)

++++

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: কি দুর্ভাগ্য আমার ভাই বলেন, এমন দারুন একটা মন্তব্যের উত্তর এতদিনেও দিতে পারিনি!!! :(

আপনার মন্তব্যে সবসময়েই অন্যরকম কিছু থাকে- যা লেখককে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে দারুনভাবে।
সুস্থ্য থাকুন সুন্দর থাকুন নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.