নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে \'রুস্কাইয়া ব্লুদা\' বই আকারে প্রকাশ পেল!!!

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭


২৮শে জুলাই ২০২০
দীর্ঘ কয়েক বছর পর ফের লেখালেখি শুরু করার প্রক্কালে সামুর পাঠকদের জন্য 'ফের আলকাশ শুরুর আগে কিছু কথা' শিরোনামে একটা
লেখা দিয়েছিলাম।সেই লেখার এক অংশে লিখেছিলাম;
লেখালেখির ব্যাপারে আমি ভীষণ রকম স্পর্শ-কাতর। নিজেকে খুব সযতনে লুকিয়ে রাখার চেষ্টা করেছি। এমনকি আমার অতি ঘনিষ্ঠ অনেক আপনজন-ও জানেনা আমি লেখালেখি করি। আমার নিক বন্ধু আত্মীয়দের প্রায় সবার-ই অজানা! এর কারণ ভয় নয়, দ্বিধা ও সঙ্কোচ! কারণ আমার লেখার- মান ও ভাষা-গত দুর্বলতার! সেজন্য খুব কম ব্লগার-ই আমাকে ব্যক্তিগত ভাবে চেনে।
এর মাঝে এক ছোট ভাই নব্য প্রকাশক ফেসবুকে যোগাযোগ করে লেখা চাইল। আমি কিছুদিন টাল-বাহানা করে বললাম; সামুতে কয়েকটা সিরিজ আছে দেখেন ওখান থেকে কোনটা নিয়ে করা যায়? সে একটা পছন্দ করল। তার সাথে আমার চুক্তি ছিল; বইতে আমার কোন শর্ট বায়োগ্রাফি ও ছবি দেয়া যাবেনা। আর আমি বইয়ের প্রচারণায় জন্য কোন রকমের সহযোগিতা করব না। বেচারা নতুন প্রকাশন- আর আমি অখ্যাত লেখক! এত বড় রিস্ক নেয়া কি উচিত হবে এই নিয়ে দুই বছর ধরে চিন্তা করছে! আমি যদিও খোঁচাখুঁচি করি কম- কিন্তু সে আমাকে কথা দিয়ে বিপদে পড়ে গেছে।

অবশেষে তিনি তার কথা রেখেছেন, আমিও খুঁচিয়েছি আচ্ছামতন- সেই সাথে খানিকটা খোলস ছেড়ে বেড়িয়ে লেখক পরিচিতি আর সামুর পুরনো ছবিটা দিয়ে দিলাম।

বই পরিচিতি(ফ্লাপে লেখা অংশ)
সাল ১৯৯১।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হওয়ার পরও দুনিয়ার বৃহত্তম দেশ হয়ে বিশ্ব মানচিত্রে অবস্থান নিয়েছে রাশিয়া।

দীর্ঘ কমিউনিস্ট শাসনকালে দশকের পর দশক রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিতে ব্যবসা করতে ভুলে যাওয়া সাধারণ রাশিয়ানরা চড়ে বসেছে পুঁজিবাদের ট্রেনে। এই ট্রেন তাদের কোথায় নিয়ে যাবে? এক অস্থির সময়, ততোধিক অস্থির মানুষের ভবিতব্য।

সময়ের এমন সন্ধিক্ষণে তারুণ্যের সকল রোমান্টিকতা, সকল দ্রোহ, অনুভূতির সকল প্রাবল্য নিয়ে এক বাঙালি তরুণ হাজির হলো খোদ রাশিয়ায়। সদ্য তারুণ্যের চোখ দিয়ে দেখা সেই অস্থির সময়ের রাশিয়া তার মনে দাগ কাটে। সেই দাগ এতটাই গভীর যে আরও ৩০ বছর পরেও স্মৃতিতে রয়ে গেছে।

পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের মাঠের লড়াই আর ঠান্ডা লড়াই দুনিয়া দেখেছে দীর্ঘদিন। এই নিয়ে তত্ত্ব, পরিসংখ্যান, গবেষণার অভাব নেই। হাজার মাইল দূরে থেকেও আমরা টের পাই এই বিষয়ে তর্ক-বিতর্কের উত্তাপ। এই বই সেই বিতর্কের ধারে-কাছে দিয়েও যায়নি।

এখানে লেখক তার প্রথম তারুণ্যের সেই রাশিয়াকে উঠিয়ে এনেছেন স্মৃতি থেকে। এতদিন ধরে তাবৎ দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের বয়ান শুনে একটা ধারণা ইতোমধ্যে তৈরি হয়েছে আমাদের। সদ্য গঠিত সেই সময়ের জনতার রাশিয়া কেমন ছিল, কেমন ছিল সেখানকার সংস্কৃতি, দৈনন্দিন জীবন, জীবনাচরণ এসব কথা আমাদের বাংলাদেশের আলো-বাতাসে বড় হওয়া একজনের মাধ্যমে জানতে পারা পাঠকের কাছে বেশ সুস্বাদু হবে তা আশা করাই যায়।

স্বাগতম রুস্কাইয়া ব্লুদার জগতে।

রুস্কাইয়া ব্লুদা
RUSSIAN DISH

বইটি এপ্রিলের ২ তারিখ থেকে বইমেলার ৩১৯ নাম্বার স্টলে পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে সকল অনলাইন বুক শপ এবং স্বরে অ এর ফেসবুক পেজ মারফতও
পেইজ লিংক- স্বরে 'অ' - Swore 'O'
অর্ডার লিংক ;
https://www.rokomari.com/book/213216/ruskaia-bluda---russian-dish?fbclid=IwAR0qFLwJY_nodYQ7f3itqecfcenL6OdTqMmrWGEzgXMjfR_-w-YNuIC-9Jc

মন্তব্য ৫৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: অভিনন্দন। চেষ্টা করবো সংগ্রহ করতে।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪

শেরজা তপন বলেছেন: আপনাকএ ধন্যবাদ ও আন্তরিক ভালবাসা অনুপ্রেরণার জন্য ভাই ইসিয়াক।

*বই কেনা না কেনা কোন ব্যাপার নয়। আমি আর প্রকাশক মহাশয় এই নিয়ে মোটেই চিন্তিত নই।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
নিজের পকেট থেকে পয়সা দিয়েছেন?

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২

শেরজা তপন বলেছেন: আপনার খোঁচাটা মারাত্মক হয়েছে!
পয়সা ছাড়া যেই বইগুলো ছাপা হয় সেগুলো খুব মান সম্পন্ন হয় নাকি? প্রকাশকরা সেই বইগুলি কোন দৃষ্টিভঙ্গীতে ছাপেন?
আপনার মনে হয় স্বরে অ এর স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিকি রাজুর সাথে পরিচয় নাই। থাকলে ভাল হত।
তবে অনেক ধন্যবাদ আপনার মত গুণী একজন ব্লগারের অভিনন্দনের জন্য। ভাল থাকুন।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অভিনন্দন!

প্রযুক্তির কল্যাণে বই প্রকাশ করা এখন রবি ঠাকুরের আমলের চেয়ে ১০০০ ভাগ সহজ কাজ।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

শেরজা তপন বলেছেন: ঃ) এর থেকেও সহজ। তবে পাঠকের হৃদয়ে স্থায়ীভাবে গেড়ে বসা তাঁর আমল থেকেও অনেক কঠিন।
আমি কি বলদ এত সহজ কাজটা করতে আমার ১২ বছর লেগে গেল।

বরাবরের মত সাথে থাকবার জন্য ও অভিনন্দনের জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভাল থাকুন

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

ভুয়া মফিজ বলেছেন: অনেক অনেক অভিনন্দন। :)

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

শেরজা তপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার প্রিয় ব্লগারদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: অভিনন্দন আপনাকে শেরজা তপন। আসলে আরো আগেই আপনার বইটা বের হলে ভালো হতো। এখন এই দুঃসময়ে!! মেলায় যাওয়ার সাহস সঞ্চয় করতে করতেই সব কিছুর ঝাপ বন্ধ হয়ে গেল। তারপর ও আমি আপনার বইয়ের সর্বাংগীন সাফল্য কামনা করি।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৮

শেরজা তপন বলেছেন: আমি জানি জুন আপু বড়ই দুঃসময় এখন-তবুও তাড়াহুড়ো করে বইওটা ছাপানোর পেছনে বিশেষ একটা কারন আছে, সেটা পরে না হয় ব্যাখ্যা করব।
বই ছাপিয়ে বিক্রি করা কোন মতেই আমার উদ্যেশ্য নয়। সে ইচ্ছে থাকলে অনেক আগেই বই ছাপাতে পারতাম।
আপনাদের অভিনন্দনই আমার অনেক বড় প্রাপ্যতা।
ভাল থাকুন সুস্থ্য থাকুন সবসময়। ধন্যবাদ আপনাকে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বহুদিন পর ফিরে এসে খুশির সংবাদ দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো। পজদ্রাভল্যায়ু (অভিনন্দন জানালাম।সঠিক উচ্চারণ করতে পারি না)। 8-|

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩০

শেরজা তপন বলেছেন: সঠিক উচ্চারণই করেছেন। স্পাসিভা ভাম বালসোই( অনেক ধন্যবাদ আপনাকে)
আপনাদের অনুপ্রেরণাতেই একনো পর্যন্ত লেখালেখি চালিয়ে যাচ্ছি। আমি আনন্দিত ও অভিভুত।
আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন। শুভকামনা।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩১

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই সাজিদ।
ভাল থাকুন নিরন্তর!

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

রেজওয়ান ইসলাম বলেছেন: অভিনন্দন আপনাকে।চাঁদগাজীর মন্তব্যের প্রেক্ষিতে বলছি,--লেখককে "বই কিভাব প্রকাশ করেছেন" জিজ্ঞাস করা এক ধরনের অভদ্রতা।অনেকটা মেয়েদের বয়স জিজ্ঞাস করার মতো।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪

শেরজা তপন বলেছেন: জনাব চাঁদগাজীর এমনধারার মন্তব্যে ব্লগাররা অভ্যাস্ত হয়ে গেছে।
অকপটে তিনি অনেক কঠিন কথা বলে ফেলেন। কেউ কষ্ট পেলে থোড়াই কেয়ার করেন।
এমন ব্লগার আছেন বলেই ব্লগ এখনো প্রানবন্ত!

আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অভিনন্দনের জন্য। ভাল থাকুন-সুস্থ্য থাকুন ভ্রাতা।

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: অভিনন্দন। তবে এবার বই কম বিক্রি হচ্ছে। করোনার জন্য। সবাই ইচ্ছা থাকলে মেলাতে যেতে পারছে না। আর সবাই অনলাইন থেকে কেনার পক্ষপাতি না।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৬

শেরজা তপন বলেছেন: কম নয় -হচ্ছেনা বলেইতো জানি!!
বই বেচা নিয়ে আমার তেমন মাথাব্যাথা নেই।
ঠিক বলেছেন। করোনা এসে অনেক কিছুই আমুল বদলে দিল।
ধন্যবাদ আপনাকে ভাই রাজীব নুর। ভাল থাকুন

১০| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬

করুণাধারা বলেছেন: আলকাশ পড়ার পর থেকেই আপনার লেখার একনিষ্ঠ পাঠক হয়ে গেছি। জানিনা রুস্কাইয়া ব্লুদা আলকাশ নাকি অন্য কোন সিরিজ! আশাকরি সংগ্রহ করতে পারব, তখন দেখে নেব। রুস্কাইয়া ব্লুদার জন্য অভিনন্দন ও শুভকামনা।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২১

শেরজা তপন বলেছেন: আলকাশের প্রতি আপনার ভালবাসা আর মুগ্ধতা দেখে যার পর নাই আপ্লুত ও আনন্দিত।
রুস্কাইয়া ব্লুদা ' রাশিয়ার ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেকগুলো লেখার সংকলন।
বইটা সংগ্রহ যদি করতেই পারেন- তাহলে মন্তব্য করবেন হাত খুলে। সংগ্রহ না করতে পারলে জানাবেন ঠিকানা সহ। আপনার মত ব্লগারকে একটা সৌজন্য কপি পাঠাতে পারলে কৃতার্থ হব।
সবিশেষ ধন্যবাদ আপনাকে- ভাল থাকুন।

১১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



@রেজওয়ান ইসলাম বলেছেন, "....চাঁদগাজীর মন্তব্যের প্রেক্ষিতে বলছি,--লেখককে "বই কিভাব প্রকাশ করেছেন" জিজ্ঞাস করা এক ধরনের অভদ্রতা ..."

-আপনার লেখা পড়ে দেখলাম, আপনি ভদ্র মানুষ হয়তো; তবে, লেখায় বুদ্ধিমত্তা নেই।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩

শেরজা তপন বলেছেন: আহা এমন করে বলবেননা ভাই। মানুষকে কষ্ট দিয়ে কি যে সিখ পান আপনি কে জানে
ভাল থাকুন

১২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৪

অজ্ঞ বালক বলেছেন: অভিনন্দন। পইড়া দেখন লাগবো অবশ্যই।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৫

শেরজা তপন বলেছেন: অবশ্যই পড়ে দেখবেন। ভাল না লাগলে কিন্তু পয়সা ফেরত দিতে পারব না :)
ধন্যবাদ- প্রীত হলাম।
আপনার সুস্থতা আমার একান্ত কাম্য।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: অভিনন্দন!

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৯

শেরজা তপন বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে সন্ধ্যা প্রদীপ।
ভাল থাকুন নিরন্তর

১৪| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

স্থিতধী বলেছেন: অভিনন্দন তপন ভাই । সময় নিয়ে বই প্রকাশ হলে সেটার মান ভালো হবার সম্ভাবনাই বেশী।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৮

শেরজা তপন বলেছেন: আমি নিজেকে কখনোই লেখক মনে করি না।তাই কোনদিন বই ছাপানোর দুঃসাহস করিনি।
বিশেষ একটা কারন আর প্রকাশক রাজু ভাইয়ের আবদার রাখতে গিয়ে শেষে এই দুস্কর্মটি করলাম।
ভাল হবে সেই গ্যারান্টি দিতে পারছি না :)
অনেক ধন্যবাদ আপনাকে - ভাল থাকুন।

১৫| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: একসময় মানুষ আমাকে সৌজন্য কপি পাঠাতো। এখন কেউ পাঠায় না। মানুষ গুলো বদলে গেলো কেন?

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১১

শেরজা তপন বলেছেন: ঠিকানা জানা থাকতে তবেই না হয় পাঠাতে পারি।
সামু ব্লগের জন্য ইদানিংকালে আপনার যা অবদান তাতে একখানা বইওতো অতি সামান্য।
ঠিকানাটা দিবেন দয়া করে

১৬| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২

অশুভ বলেছেন: তপন ভাই, এতদিনে একটা কাজের মত কাজ করেছেন। ঢাকার বাইরে আছি। রকমারি একমাত্র ভরসা। দেখি কতদিনে ডেলিভারি দেয়।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩২

শেরজা তপন বলেছেন: আকাজের মত কাজ করেছি :) কাউকে এই বই দিতে লজ্জা পাচ্ছি। না জানি মনে মনে কে কি মন্তব্য করে!!!
আপনি আমাকে ভালবাসেন দেখে হয়তো সৌজন্যতা দেখালেও দেখাতে পারেন।
তবে বই না পেলে জানাবেন- লাজ লজ্জার মাথা খেয়ে একখানা পাঠাতেও পারি


ভাল থাকুন ও সুস্থ্য থাকুন নিরন্তর।

১৭| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

শোভন শামস বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

শেরজা তপন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই শোভন শামস।
ভাল থাকুন সব সময়

১৮| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮

নেয়ামুল নাহিদ বলেছেন: শুভকামনা আপনার জন্য। বইটি সংগ্রহ করার আশা রাখি।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:১৩

শেরজা তপন বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ভাই নেয়ামুল নাহিদ। যদি বইটি সংগ্রহ করেই ফেলেন তবে রিভিউটা দিয়েন।

ভাল থাকুন

১৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৩

কাতিআশা বলেছেন: অনেক অনেক অভিনন্দন!!!!!!!!! ভাবছি, অনলাইন থেকে কিনব বইটা!

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: আপনাকে মিস করছিলাম! ভাল আছেন আপনি?

আপনার অভিনন্দন বার্তায় আমি আনন্দিত ও উদ্বেলিত! বইটি হাতে পেয়ে জানাবেন নিশ্চয়ই- না হলে আমিই না হয় পাঠিয়ে দেব খন।
ভাল থাকুন -সুস্থ্য থাকুন।

২০| ০৭ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০৪

সোহানী বলেছেন: আমি রাশিয়ার ভাঙ্গন নিয়ে ও পরবর্তী জীবন নিয়ে খুব আগ্রহী। আমার খুব কাছের ক'জন বন্ধু আছে রাশিয়া ও তার আশেপাশের রাস্ট্রের। তাদের মুখে গল্পগুলো খুব আগ্রহ নিয়ে শুনি। প্রায় মনে হয় ওদের নিয়ে লিখি। কিন্তু যেহেতু সেখানে যাইনি তাই সাহস করিনি।

আপনার চোখে তা দেখতে অবশ্যই পড়বো। শুভকামনা।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২০

শেরজা তপন বলেছেন: -প্রথমেই আপনার লেখা বই এর জন্য অভিনন্দন-যেটা সামুতে ঝুলে থাকা পোষ্টে জানানো হয়নি। আমি কিন্তু আপনার বই সংগ্রহে রাখব নিশ্চিত।

রাশিয়ার ছোট ছোট বিষয় নিয়ে লেখা বইটা মনে হয় ভালই লাগবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার দারুন মন্তব্য ও অভিন্দন বার্তার জন্য।
ভাল থাকুন সবসময়।

২১| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: নিঃসন্দেহে দারুণ ব্যাপার !!
অভিনন্দন ভাইয়া !
শুভ কামনা :)

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৩

শেরজা তপন বলেছেন: এসেছেন তাহলে- আপনার মন্তব্যের জন্য মন আঁকুপাঁকু করছিল :)

অনেক অনেক ধন্যবাদ বরাব্রের মত আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনিতো সব পড়েছেনই- আপনার কি আর বই কেনার দরকার আছে! তবে ঠিকানা দিলে সৌজন্য কপি পাঠাতে পারি

২২| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা রাশিয়ান রান্নার বই না কি? ডিশ দেখে মনে হোল।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: না-রে ভাই। এটা রাশিয়ার ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট লেখার সংকলন!
জগাখিচুড়ি দেখে ডিস নামটা দিয়েছি।
ধন্যবাদ আপনাকে- ভাল থাকুন সবসময়।

২৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

সিগনেচার নসিব বলেছেন: অনেক অভিনন্দন !

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৬

শেরজা তপন বলেছেন: আপনাকেও সবিশেষ ধন্যবাদ ভাই সিগনেচার নসিব।
ভাল থাকুন- সুন্দর থাকুন।

২৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:১৮

মা.হাসান বলেছেন: অনেক অনেক অভিনন্দন। রকমারিতে ৫ তারিখে খুঁজেছিলাম, দেখাচ্ছিলো প্রি-অর্ডার করতে হবে (যদিও চার এপ্রিল প্রকাশ হবে লেখা ছিলো)। আজ স্টকে দেখাচ্ছে। আমি অপেক্ষা করছি, আর কটা দিন পরে মেলা শেষের আগের দিন কিনবো। পরিচিত আরো দু-একজনের বই বের হবে এই আশায় আছি। আলকাশের একশত ভাগের একভাগ হলেও আমার চলবে।
আরো লেখার অনুরোধ থাকলো।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: হাতে সময় নেই মা। হাসান ভাই। তাই সময় করে পরে উত্তর দিচ্ছি...

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৯

শেরজা তপন বলেছেন: আলকাশ নিয়ে আপনার উচ্ছসিত প্রশংসা আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে।
(আমার লেখা কোন জাতে পাতে ফেলা যায় কিনা সেই নিয়ে ভাবতে ভাবতে প্রথম বই ছাপালাম এক যুগ পরে।)


আপনি আমার বই কিনে মন্তব্য করলে আমি নিঃসন্দেহে দারুন প্রীত হব।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার অভিনন্দনের জন্য।
ভাল থাকুন সুস্থ্য থাকুন সবসময়।

২৫| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখো দিকি কি কান্ড!

এত দারুন সুখবরের পোষ্ট নাকি এত দেরীতে চোখে পড়লো!!!
নিজেকেই ধিক্কার দিতে মন চাইছে!

অনেক অনেক অভিনন্দন ভায়া!

দারুন সব সিরিজের দারুন সব পর্বগুলো এক মলাটে। ওয়াও!
এই প্রকাশনার শুভরম্ভ যেন আর না থামে। দারুন সব সিরিজ গুলো ছাড়াও আরো নতনু নতুন
বই আমরা পেতেই পারি, পেতে পারে বাংলা সাহিত্য :)

সার্বিক সফলতা কামনা করছি।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

শেরজা তপন বলেছেন: আমার এই কান্ডের কথা আপনার কানে গিয়ে খানিকটা দেরিতে পৌছাচ্ছে বলে খানিকটা কষ্টে ছিলাম ভৃগু ভাই।
এখন দারুন আনন্দ হচ্ছে। জানিনা কান্ডটা বোকার মত হয়েছে কি-না, তবুও কেউ অভিনন্দন দিলে আপ্লুত হই :)

য়ামার আন্তরিক ধন্যবাদ , ভালবাসা ও কৃতজ্ঞতা রইল।
আপনার মত মনখুলে এমন উদাত্ত ভালবাসা আর অনুপ্রেরনা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

সামুতে ভীষন রকম অনিয়মিত হবার জন্য আপনার লেখা আর তেমন করে পড়া হয়না। সুযোগ পেলে পড়ে নেব একসময়।
ভাল থাকুন সুস্থ্য থাকুন।

২৬| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন: এসেছেন তাহলে- আপনার মন্তব্যের জন্য মন আঁকুপাঁকু করছিল :)

অনেক অনেক ধন্যবাদ বরাব্রের মত আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনিতো সব পড়েছেনই- আপনার কি আর বই কেনার দরকার আছে! তবে ঠিকানা দিলে সৌজন্য কপি পাঠাতে পারি


নাহ ! আপনার প্রকাশক বেচারা তো সত্যি ই বিপদে আপনার বই প্রকাশ করে ! আজকাল লেখক রা অটোগ্রাফ ও বই না কিনলে দিতে চায় না। প্রচারে সাহায্য করতে না পারেন, এভাবে সৌজন্যতা দেখানো তো বন্ধ করতে পারেন :`> একজন ঘরের নিশ্চিত ক্রেতা হারালেন ;)
সে যাই হোক, রকমারি থেকে বই আমি নিচ্ছি, আর আমার পছন্দের লেখা আমি একা পড়ি না কাছের মানুষদের সাথে ভাগাভাগি করে পড়ি।
তাই বলে এভাবে ভাবার ও সুযোগ নেই যে আপনার শুভেচ্ছা সহ সৌজন্যতায় আমার সম্মতি নেই। ঠিকানা যে ঠিকানায় ( মেইল আই ডি বা ফেসবুক মেসেঞ্জার ) চাইবেন পেয়ে যাবেন।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৯

শেরজা তপন বলেছেন: এই-রে কি ভুলটাই না করলাম !! :)
প্রকাশক মহাশয় তো সামু ভক্ত আর পুরনো ব্লগার, তিনি দেখলে নাখোশই হবেন বোধ হয়।

@(তাই বলে এভাবে ভাবার ও সুযোগ নেই যে আপনার শুভেচ্ছা সহ সৌজন্যতায় আমার সম্মতি নেই। ঠিকানা যে ঠিকানায় ( মেইল আই ডি বা ফেসবুক মেসেঞ্জার ) চাইবেন পেয়ে যাবেন।)
যাউগ যা হবার হয়ে গেছে- এবার ম্যাসেঞ্জারে ঠিকানাটা পাঠিয়ে দিন। দেখি পেয়ে যাবেন কোন এক দিন..
ব্লগে আপনার সৌজন্যতা আর ভালবাসা আমার অনেক বড় প্রাপ্তি।

২৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৯

কল্পদ্রুম বলেছেন: অভিনন্দন আপনাকে।আপনার আলকাশ সিরিজ পড়ে ভালো লেগেছিলো।ভেবেছি ঐটাই বোধহয় বইয়ে নিয়ে এসেছেন।আপনার এই বইটির সাফল্য কামনা করছি।

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

শেরজা তপন বলেছেন: আলকাশের যমজ আরো একটা সিরিজ আছে' বাবনিক'! গত তিন মাস ধরে লেখাটা ব্লগে দিব দিব করে আর দিতে পারছি না।
দুটো লেখা মিলে একসাথে প্রকাশের ইচ্ছে আছে- যদি 'বাবনিক' কোনদিন সমাপ্ত হয়( যদিও সে আশা ক্ষীণ)

অভিনন্দন ও সাফল্য কামনা করার জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

২৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: আপনি সৌজন্য কপি পাঠাতে চেয়েছেন, খুব ভালো লাগলো!! অনেক ধন্যবাদ। কিন্তু আমি আশা করছি রকমারি থেকে পেয়ে যাব, আমি আগেও এনেছি। পড়তে নিশ্চয় ভালো লাগবে...

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৫

শেরজা তপন বলেছেন: :) অনেক আনন্দিত হলাম 'করুণাধরা' ( নিকের জন্য ভাই-বোন সন্মোধন করতে পারছিনা)
ভাল- মন্দ যাই হোক জানাবেন কিছু একটা। প্রীত হব ...

২৯| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার নিজের ধারনা, লেখকদের কাছে সৌজন্য কপি চাওয়া এক ধরনের অসৌজন্যতা।
বই কিনে লেখকে উৎসাহ দেয়া একটা বিরাট সৌজন্য।
আমি দেশে থাকলে আপনার বই কিনতাম।

৩০| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:১১

শায়মা বলেছেন: ভাইয়া

বহুদিন পর ফিরে এসেও আলকাশ লিখে তুমি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছো। এমনকি ফেসবুকে অনেক নতুন বা তোমার পরে যারা এসেছিলো সেসব ব্লগারেরাও জানতে চেয়েছিলো তোমার ফেসবুক আইডি আছে কিনা। তুমি নিজের অজান্তেই অনেকের প্রিয় লেখক হয়ে গেছো।

তুমি আর লুকিয়ে থাকা লেখক থেকোনা ভাইয়ামনি। এরপর থেকে প্রতি বছরই লিখবে । যদিও দুঃসময় এবং এই দুঃসময় কবে শেষ হবে জানিনা তবুও যতদিন বেঁচে থাকবো আশা হারালে তো চলবে না.......

অনেক অনেক শুভকামনা ভাইয়ামনি!

অনেক ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.