নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফারদের ফটোগ্রাফি- ফান পোষ্ট

২১ শে জুন, ২০২১ রাত ১০:১৮


প্রিয় ব্লগার, ছবিগুলো দিচ্ছি নেহায়েত মজা করার জন্য; অন্য কোন উদ্দেশ্য নাই! একদম সত্যি। আমার বেশ ভাল লাগে ফটোগ্রাফারদের ফটোগ্রাফি করতে। মানুষ কত কষ্ট করেই না ছবি তোলে। তবে আমার দুর্ভাগ্য যে এর বেশীরভাগ ফটো ফিল্মে তোলা, সেগুলো ওয়াশ করানো হয়নি- ডেভলপ করা নেগেটিভগুলো বাক্স বন্দী হয়ে আছে। এই ছবিগুলা ডি এস এল আর বা সেমি ডি এস এল আর অথবা সিম্পল ডিজিটাল ক্যামেরায়( কম্প্যাক্ট) তোলা।( ফটোগ্রাফারদের ক্যমারাম্যান বললে ভীষন মাইন্ড করে- কেউ ভুলেও এই কাজটা করবেন না)
প্রথম ছবিটা দেখে আমি খুব মজা পাই! বলতে পারেন কতজন ফটোগ্রাফার এখানে ছবি তুলছেন? কারো ঘুম না আসলে ফটোগ্রাফার গুনতে গুনতে ঘুমিয়ে যেতে পারেন।
আহারে এরা সবাই যদি সামুতে ছবি দিত- কি দারুণ জমে যেত !!!!!!!!!!!!!!!
-টাইগার হিল-দার্জিলিং

দ্বীতিয় ছবিঃ দু'জন দারুণ অ-জনপ্রিয় মারদাঙ্গা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের। একদম চুপ!!! নিবিষ্ঠ মনে ক্যামেরা তাক করে আছেন; একটু বাদেই ওখানে বাঘ-সিংহ পানি পান করতে আসবে :) :) চেরাপুঞ্জি -ভারত

তিন নম্বর ছবিখানাঃ ফটোগ্রাফার একদিকে ফোকাস করেছেন কিন্তু সাবজেক্ট মানে মডেল অন্যখানে(লক্ষ্য করুন- গাছের গোড়ায়) পোজ দিচ্ছেন!!! পানাম সিটি সোনারগাঁও

চার নম্বর ছবিঃফটোগ্রাফারের পোষাক দেখে আন্দাজ হয় কি ভয়াবহ ঠান্ডা ওখানে!!! তার সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে সম্ভবত তিনি ইয়েতির ছবি তুলছেন!!! চীনের গ্রেট ওয়ালের পাদদেশে

পাঁচ নম্বরঃ এইটা সিরিয়াস ছবি! কোন মজা নাই( 'দাই চি লেক' কুন মিং)

মন্তব্য ৭৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবিগুলো কি আপনার তোলা? ছবিগুলো সুন্দর বললে কম বলা হবে।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৩৬

শেরজা তপন বলেছেন: একটা বাদে আমার তোলা সবগুলি।
একটাতে আমিই আছি- আমাকে গিফট করেছে আমার এক ফটোগ্রাফার বন্ধু। সাদাকালো যেটা। :)

এইগুলা সব আবজাব ছবি! ফটোগ্রাফার বন্ধুদের সাথে থাকতে থাকতে ওদের চড় থাপ্পড় খেয়ে একটা কিছু হয়ে গেছে আরকি :)

২| ২১ শে জুন, ২০২১ রাত ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বইনে এই কাম করে, আমি ফটো তুলি, সে আমার ফটো তোলা ফটো তুলে

২১ শে জুন, ২০২১ রাত ১০:৩৯

শেরজা তপন বলেছেন: বইনেই কামের কাম করে :)
ফটোগাফির সময়ে ফটোগ্রাফারদের মুখভঙ্গী আর দেহের ভাষা দেখার মত হয় :)

সেই থেকেই না হয় দু-য়েকখান দেননা আপামনি

৩| ২১ শে জুন, ২০২১ রাত ১০:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ছবির ভাষা কম বুঝি। তবে আপনি এখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়াতে আনন্দ পেলাম। সত্যিই ফানপোস্ট বটে।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪১

শেরজা তপন বলেছেন: আপনি বোঝেননা দাদা - এইটা কি বলিলেন??????????????

মজার পোস্টে, মজা নেন আমার সাথে? :)

৪| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: হোয়াট এন আইডিয়া স্যার !
একদম আলাদা একেবারেই অন্যরকম।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৭

শেরজা তপন বলেছেন: এই -রে খেয়েছে! একদম আসমানে তুলে ধরলেন!!!!!

মাটিতে ফেলেন তাড়াতাড়ি- নাহলে ভাসতেই থাকব :) :

* প্রথম ছবিটা ওয়াইড এঙ্গেলে(প্যনারমিক হবার কারনে ব্লগে বেশ ছোট এসেছে- ভালভাবে পুরোটা দেখলে মজা পেতেন! কত মানুষ কত এঙ্গেলে যে ছবি তুলছে তার ইয়ত্তা নেই !! :)

৫| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৪

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ফোটোগ্রাফারদের আসলেই অনেক কষ্ট করতে হয়। আমি একবার এক ফোটোগ্রাফারকে শিমুল গাছের ডাল ভেঙে নিচে পড়ে যেতে দেখেছি। সবগুলো ছবি সুন্দর।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: :) আপনার সামনেই এইসব বিদ্ঘুটে কান্ড ঘটে!
মজার মানুষ আপনি ( জোকস গুরু) তাই মজার সব ব্যাপার আপনার সামনে হয়।

সুন্দর বলে ছবিগুলো দেই নাই- মানুষগুলোর বড় কষ্টের ছবি হাঃ হাঃ

৬| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার সব ছবির সমাহার
আপনাকে ধন্যবাদ ছবির
পরিচিতি তুলে ধরার জন্য।

২১ শে জুন, ২০২১ রাত ১১:১১

শেরজা তপন বলেছেন: নুরু ভাই, আমিতো ভয়ে ভয়ে ছিলাম- আপনা ছবি ব্লগে কি সব উল্টা পালটা মন্তব্য দিয়ে এসেছি আপনি আবার মাইন্ড খান কিনা সেই ভেবে :)
যদিও আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক -তবুও। তবে বাড়ির ঠিকানা কিন্তু পেয়ে গেছি- গাট্টি বোচকা নিয়ে এসে যাব একদিন।

ভাল লাগল আপনাকে পেয়ে

৭| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার কেন মনে হয়েছে আসমানে তুললাম ? আরেয়ে আমি উঠানোর কে ? ??
আপনি তো উঠেই আছেন !!! তাছাড়া আপনার অন্যান্য লেখায় আমার মন্তব্য মনে হয় তেমন ভালো হয় না ? তাই হয়ত আপনাকে আজ তুলেছি মনে হচ্ছ। আসলে তো সব সময়ে ই আপনার লেখা আমার অন্য লেভেলের মনে হয়।

২১ শে জুন, ২০২১ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: কি বলেন!!!!!!!!!!!!!!!
আপনার একটা মন্তব্য পাবার আশায় আমি হত্যে দিয়ে বসে থাকি( ঠিক হইল?)
কি দারুণ সব মন্তব্য করেন আপনি। তবে সেই আমাদের ব্লগের ছেলেবেলায় আরো অনেক আবেগ ছিল :) ( আপনিই বলেছেন)

মজার পোস্টে কোন সিরিয়াস কথা নাই- মজায় মজায় কথা খেলা হবে :)

৮| ২১ শে জুন, ২০২১ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আসলে যে কথা বলতে প্রথমে ভয় পাচ্ছিলাম। আপনার কি খেয়ে কাজকর্ম কিছু নেই সারাদিন ঘুরে বেড়ান কে কখন কোথায় ফটো তুলবে তাকে ক্যামেরা বন্ধি করার জন্য।হেহেহে...
নিঃসন্দেহে আপনার ছবিগুলো অভিনব বলতেই হবে।

২১ শে জুন, ২০২১ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: কি করব বলেন দাদা - আমার কিছু বন্ধু ছিল( এখনো আছে) ফটোগাফির জন্য দেশ-বিদেশ চড়ে বেড়াত।
আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা!
ওরা ছবি তুলত আর আমি ওদের ছবি তুলতাম। ওদের সাথে কত পাহাড় পর্বত সাগর মরুভুমি দাবড়িয়ে বেড়িয়েছি তার ইয়ত্তা নেই!

অবশেষে থ্যাঙ্কু

৯| ২১ শে জুন, ২০২১ রাত ১১:০৪

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এই ঘটনাটা একটু স্পেশাল। ছবির থিম ছিলো এমন যে নায়িকা আকাশের (গগণ) দিকে মুখ করে তাকিয়ে আছে। তখন নায়িকার মুখে শিমুল ফুল পড়ছে। এই দৃশ্য ক্যাপচার করতে ফটোগ্রাফার ভাই শিমুল গাছে উঠেছে।সব ঠিক আছে। কিন্তু শিমুল ফুল তো গাছে। নায়িকার চেহারায় পড়ে না। আর তাই ফটোগ্রাফার ভাই গাছের ডালে নাড়া দিয়ে ফুল নিচে ফেলার চেষ্টা করছিলো। তখনই ডাল ভেঙে নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে জিজ্ঞাসা করে ক্যামেরা ঠিক আছে তো?

২১ শে জুন, ২০২১ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: সিনেমার স্যুটিং ?
(ওহহ হো ভাল কথা মনে করিয়েছেন - আমার কাছেওতো একটা বিজ্ঞাপন চিত্রের স্যুটিংয়ের কিছু ফোটো আছে-খুঁজে দেখতে হবে।)

সেই ছবির স্যূটিং মনে হয় ওইখানেই প্যাক আপ- নাকি? ভিডিওগ্রাফারের হাত পা ঠিক ছিল-তো?
দৃশ্যটা মজার- কিন্তু কষ্টের!! :(

১০| ২১ শে জুন, ২০২১ রাত ১১:০৫

আমি সাজিদ বলেছেন: সুলেখক এবং চমৎকার ফটোগ্রাফার। আপনার তোলা সিরিয়াস কিছু ছবি দেখতে চাই আমরা।

২১ শে জুন, ২০২১ রাত ১১:২৭

শেরজা তপন বলেছেন: আরে ভাই আমি হইলাম সারিন্দা আসল গায়ক নই!

ব্লগে অনেকেই দারুণ সব ছবি পোস্ট করছেন। তাদের আরো বেশী উৎসাহিত করার জন্য আমার এই উদ্যোগ :)
ধন্যবাদ সাজিদ ভাই- সাথে অগ্রিম কৃতজ্ঞতা পরের পোস্টে সুন্দর একটা মন্তব্যের জন্য :)

১১| ২১ শে জুন, ২০২১ রাত ১১:২০

ঢুকিচেপা বলেছেন: দারুণ এক সাবজেক্ট।
ছবিগুলো ভালো লেগেছে।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৩১

শেরজা তপন বলেছেন: আপনার ছবিগুলো ভাল হয়েছিল!

আরো কিছু সাবজেক্ট আছে - কিন্তু সমস্যা হইল ছবি পোস্ট করতে আমাই স্বাচ্ছন্দ্যবোধ করিনা।
আমি নিজেকে লেখক হিসেবেই উপাস্থাপন করতে পছন্দ করি :)

১২| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৪০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সিনেমার শুটিং না। বান্ধবীর ছবি তুলতে বন্ধু গাছে উঠেছিলো। ফটোগ্রাফারের হাত পা ছিলে গিয়েছিলো কয়েক জায়গায়।সেই ছবি পরে তোলা হয়েছিলো কিনা জানি না।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৪২

শেরজা তপন বলেছেন: ওঃ তাই বলেন।
বাঙলা রিয়েল লাইফ রোমান্টিক সিন :)

১৩| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫০

জটিল ভাই বলেছেন:
অসাধারণ!
২য় ছবিতে হাতে ক্যামেরা না থাকলে অন্যকিছু ভাবতাম =p~

২২ শে জুন, ২০২১ সকাল ৮:৩২

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
তাও পাশাপাশি বসে!!!
সবিশেষ ধন্যবাদ প্রিয় জটিল ভাই


*আপনার জটিল কথন গরাতে পড়ার সময় পাইনি- আজকে পড়ব

১৪| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৭

জুন বলেছেন: আপনি এইবার সিরিয়াসলি একটা ছবি ব্লগে দেন শেরজা তপন। এই ছবি থেকে ধারনা করা যায় যে আপনি একজন ফটোগ্রাফার। আপনার কারখানা নিয়েই না হয় একটা ছবি ব্লগে দিন:)
ভালো লাগা রইলো।
+

২২ শে জুন, ২০২১ সকাল ৮:৪৮

শেরজা তপন বলেছেন: আমিতো ফটোগ্রাফা্র নই আপু! ফটোগ্রাফি অতি উচ্চমার্গীয় ব্যাপার স্যাপার- ওই লেভেলের ইন্টেলেকচুয়ালিটি এচিভ করতে
পারিনি কোনদিন :)

তবে হ্যা বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাস ও প্রণামিয় ব্যক্তিদের নিয়ে এইবারে একটা লেখা দেবার ইচ্ছে আছে- বিশেষ করে 'বেগ' স্যারকে (বাংলাদেশে আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ-এম এ বেগ) নিয়ে লেখার ইচ্ছে। আপনি হয়তো জানেন তার সুযোগ্য সন্তান ইমতিয়াজ বেগ ও একজন দুর্দান্ত ফটোগ্রাফার( Imtiaz Alam Beg: The pioneer of band photography)।
একসময় মামুলি কিছু ছবি তুলতাম কিন্তু বন্ধু বান্ধব যখন তাদের 'ওয়েডিং ফটোগ্রাফি' করার জন্য বুকিং দেয়া শুরু করল, তখন ইজ্জত বাঁচানোর খাতিরে ছবি তোলা একদম ছেড়ে দিলাম!
একেবারে এমেচার হিসেবে আপনার ছবি কিন্তু দারুণ হয়েছে। রিয়েলি

বাংলার ছেলে ছবির খেয়ালে
হেলান দিয়েছে গানের দেয়ালে
চলছে দেয়াল, তুমিও কিন্তু ছবিতে ছবিতে চলো।।

১৫| ২২ শে জুন, ২০২১ রাত ১২:১২

ওমেরা বলেছেন: আপনি তো এক্কেবারে বাবার বাবা :D :D

২২ শে জুন, ২০২১ সকাল ৮:৫৬

শেরজা তপন বলেছেন: বড়ই লজ্জা পাইলাম!
এইরকম হাটের মাঝে শরম না দিলেও পারতেন :)

মজা পেয়েছিন কিনা সেইটা বলেন-আগে?


১৬| ২২ শে জুন, ২০২১ রাত ২:৩০

সোহানী বলেছেন: দারুন আইডিয়া।

আমারতো মনে হয় এতক্ষনে কাভা মাথার চুল ছিঁড়ছে.......হাহাহাহাহা। সে মনে মনে হয়তো ভাবছে কোন কুক্ষনে এমন কিছুর ঘোষনা দিসিলাম। এতো এতো ফটোগ্রাফার যে ব্লগে আছে তা জানা ছিল না।

২২ শে জুন, ২০২১ সকাল ৯:০০

শেরজা তপন বলেছেন: প্রথমেই স্যরি- আমরা দুইজনতো ফটো-টটো না পোস্টাইয়া শুধু লেখালেখি নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার প্রতিশ্রুতি
ভঙ্গ করেছি সে জন্য।

আমি অবাক হয়েছি- ব্লগে এত্তো এত্তো ফটোগ্রাফার দেখে! তবে এখনো কিছু ছুপা রুস্তম আছে মনে হয় ঘাপটি মেরে- সময় মত উদয় হবে- কি বলেন? :)

কাভা এইবার বেশ বিপদেই পড়বে?

১৭| ২২ শে জুন, ২০২১ ভোর ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



ছবিগুলি খুবই সুন্দর হয়েছে ।
স্বীকার করতেই হবে আপনি
একজন উঋচুমানের কুশলী
ফটোগ্রাফার । আপনার ছবি
গুলি হতে শিক্ষনীয় আছে
অনেক কিছু ।

শুভেচ্ছা রইল

২২ শে জুন, ২০২১ সকাল ৯:০৫

শেরজা তপন বলেছেন: আপনার মত একজন গুণী মানুষ যখন এমন কথা বলেন,
তখন জ্ঞান হারানোর দশা হয় স্যার!!

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এমন করে অনুপ্রেরণা দেবার জন্য। তবে একথা অনস্বীকার্য যে, রিয়েল ফটোগ্রাফাদের বিচারে আমি
অতি মামুলি একজন।

১৮| ২২ শে জুন, ২০২১ ভোর ৬:৩৪

হাবিব বলেছেন: শেষ ছবিটা বেশি সৌন্দর্য্য বেশি.....

২২ শে জুন, ২০২১ সকাল ৯:০৭

শেরজা তপন বলেছেন: হুম সেই জন্যই বলেছি সিরিয়াস ছবি :)

ধন্যবাদ ভ্রাতা

১৯| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফটোগ্রাফারদের অনেক কষ্ট করে ছবি তোলার কিছু ফান ভিডিও দেখেছিলাম। আপনার প্রচেষ্টাও ভালো।

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫২

শেরজা তপন বলেছেন: ও মাইদুল ভাই, ভিড্যু পাইলেন কই!!!!!!! আপনার ডিভাইসে ছবিগুলো চলমান হয়ে গেল নাকি :)
জাস্ট জোকিং- বুঝেছি ফট্যু লিখতে গিয়ে ভিড্যু লিখে ফেলেছেন :)

অনেক অনেক ধন্যবাদ- ভাল থাকুন

২০| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:১২

নিয়াজ সুমন বলেছেন: ছবির পেছনের ছবির ইতিহাস...
:)
বাহ! বেশ তো.. উপভোগ্য..

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫৪

শেরজা তপন বলেছেন: আপনাকে সবিশেষ ধন্যবাদ- অনুপ্রেরণা দেবার জন্য

ভাল থাকবেন নিরন্তর!

২১| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো ছবিগুলো।

২২ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে- মজা পেয়েছেন কিনা সেটাতো বললেন না ?

২২| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুধু মজার ছলে,মজার মাঝেই যা শেখা হয় তাই আসল শিক্ষা আর জীবনে এর আবেদন থাকে সুূদুরপ্রসারী।আর আপনি মজার ছলেই ফাটিয়ে :P দিয়েছেন দাদা ।সবগুলি ছবিই সেইরম ঐছে ।এর জন্য আপনাকে দেয়া যেতে পারে একটা বিরাট ০ B-)) শূণ্য (কারন এত সুন্দর ছবি এবং লোকেশনের জন্য) তয় :P পোস্টে +++।

আপনি যে প্রতিযোগীতার প্রতিযোগী না হয়ে X(( শক্তযোগী (পুরষ্কারের কঠিন দাবিদার) তা আপনি আপনার বিনয়ের মাধ্যমে ঠিকই তুলে ধরেছেন । সব কি আর মুখে বলতে হয় ? তবে যাই হোক, আপনার সাফল্য কামনা রইলো।

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৩১

শেরজা তপন বলেছেন: কি যে বলেন কামরুজ্জামান ভাই, একদম খাঁটি কথা আমি এই ছবি জাস্ট ফান করার জন্যই দিয়েছি

আপনার বরাদ্দ দেয়া '০' সাদরে গ্রহন করা হইল :)
আপনার আন্তরিক ভালবাসায় আমি সেইরকম মুগ্ধ হলাম।
ভাল থাকুন সব সময়

২৩| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:৩১

আখেনাটেন বলেছেন: গাছের গোড়ায় সাবজেক্ট আর উনি তাক করে আছেন অন্য কোথাও..... হা হা হ......মজার.......এরকম হয়..অনেক সময় মেইন সাবজেক্টের চেয়ে সেকেন্ডারি সাবজেক্ট মনে হয় ফোটোগ্রাফারের কাছে বেশি আকর্ষনীয় হয়ে ধরা পড়ে......।

সুন্দর আয়োজন......। আপনি বেশ উৎসুক মনে হচ্ছে, বিশেষ করে ভ্রমণ সময়ে.....। :D

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৫

শেরজা তপন বলেছেন: জ্বী হা - আমার বেশ কিছু ছবি সংগ্রহে আছে শুধু ফটোগ্রাফারদের ফটোগ্রাফি নিয়ে :)

মজা লাগে এসব ছবি তুলতে!
তাতো অবশ্যই মুল সাব্জেক্ট থেকে সরে গিয়ে ফটোগ্রাফাররা সেকেন্ডারি সাবজেক্টকে অনেক সম্য বেশী গুরুত্ব দিয়ে থাকেন।

মডেল ও প্রডাক্ট ফটোগ্রাফাররা আবার একটা গৎবাঁধা ধারায় চলেন। :)

ধন্যবাদ ভ্রাতা আপনাকে- এমন চমৎকার মন্তব্যের জন্য।

২৪| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ছবিয়ালরা

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:২৭

শেরজা তপন বলেছেন: প্রতিযোগিতায় আপনার ছবি কই? অপেক্ষায় আছি..।

বুঝেছি উস্তাদের মাইর শেষ রাতে হবে :)

২৫| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪০

আখেনাটেন বলেছেন: মুল সাব্জেক্ট থেকে সরে গিয়ে ফটোগ্রাফাররা সেকেন্ডারি সাবজেক্টকে অনেক সময় বেশী গুরুত্ব দিয়ে থাকেন। -- জাত ফোটোগ্রাফাররা মনে হয় এগুলোর জন্যই অপেক্ষা করে.......অনেকে আবার নিজেই সেট তৈরি করে ছবি তোলে, অর্থাৎ ফোকাসড....।

আপনি বেশ ভালো ছবি তোলেন মনে হচ্ছে........ :D

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৭

শেরজা তপন বলেছেন: প্রথম যৌবনে মানুষের কত শত বিষয়েই না আগ্রহ থাকে!
কোন কিছুতেই থিতু হইনি- একেকবার একেকটা নিয়ে পড়ে থেকেছি! আবার সেটা একদম ছুড়ে ফেলে অন্যটা ধরেছি
ফটোগ্রাফির বিষয়ে তেমনি ভাসা ভাসা( প্রাক্টিক্যালি ও থিউরিটিক্যালি) কিছু অভিজ্ঞতা আছে কিন্তু সেটা মোটেই আহামরি নয়। এক
যুগের বেশী সময় হল ক্যামেরা ছেড়েছি।
এখন সেলফোন ভরসা।
ফটোরাগ্রাফি নিয়ে আপনিও ভাল বোঝেন ভ্রাতা :) ছাড়ুন না কিছু গুপ্তধন

২৬| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ফার্স্ট হবেন নিশ্চিত। :P

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩১

শেরজা তপন বলেছেন: আমাকে কোন নম্বরে রাখবে না নিশ্চিত থাকেন। এটাতো জাস্ট ফান পোস্ট ভাই
অপেক্ষায় থাকেন, এখানে অনেক গুপ্ত ফটোগ্রাফার আছেন। শেষ খেলাটা তারা দেখাবেন যদি, খেলেন :)

২৭| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৩

সামিয়া বলেছেন: মজার ছিল :)

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে- সম্ভবত আমার ব্লগে এই প্রথম আগমন আপনার?
যদি তাই হয় তবে স্বাগতম! ভাল থাকুন

২৮| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




৩ নম্বরেরটা ফাঁটাফাঁটি। ক্যামেরাম্যান ....থুক্কু... ফটোগ্রাফার তো আপনিই ? :P

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬

শেরজা তপন বলেছেন: আমারে ক্যামেরাম্যান কইতে পারেন- আমিতো ফট্যুগেরাফার না রে ভাই :) :)


শিকারি যখন নিজেই শিকার হাঃ হাঃ

২৯| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১১

জুন বলেছেন: কি ব্যাপার শেরজা তপন!! কারখানার শব্দে বুঝলাম গান শুনতে পারেন না,
তাই বলে কি চোখও নষ্ট :-/

২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৪৮

শেরজা তপন বলেছেন: চোখের সামান্য পানির ঘাটতি আছে- ড্রপ নিচ্ছি! মনেতো হয় এখনো ভাল দেখি- সমস্যা কি হইল জুন আপু??????????????

৩০| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:০৯

জুন বলেছেন: প্রতিযোগীতার ২ পর্বটি আপনার চোখেই পরলো না শেরজা তপন :-* :(

২৪ শে জুন, ২০২১ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: আমার না হয় চোখ খারাপ- তবে আপনার সমস্যা কি? কাল ঘুমে পেল নাকি?

সে কখন গিয়ে মন্তব্য করে আসলাম- কোন টু ফ্যাঁ নাই?

৩১| ২৩ শে জুন, ২০২১ রাত ১০:৪৬

করুণাধারা বলেছেন: আজকাল ব্লগে আসা হয় না তেমন, তাই দেখছি আপনার অনেকগুলো পোস্ট পড়া হয় নাই। অবশ্য বাবনিক অধীর আগ্রহে পড়েছি, একটু বিস্তারিত মন্তব্য করার অবকাশ পাইনি দেখে মুলতবি করে রেখেছি।

আপনি দেখছি চমৎকার ছবি তোলেন!! আরো কিছু ছবি দেখতে চাই। অবশ্য প্রতি ছবিতে শিরোনাম দিতে হবে, কাভার পোস্টে বলা আছে।

২৪ শে জুন, ২০২১ সকাল ৮:১৪

শেরজা তপন বলেছেন: মাঝে কানাকানি আর ফিস ফাঁস শুনলাম আপনাকে নিয়ে- আমিতো ভীষন ভয় পেয়ে গিয়েছিলাম।

দু'বার ঘুরে এসেছি আপনার ব্লগে! না দেখি অনিয়মিত হলেও,ব্লগে মাঝে-মধ্যে আসছে। এক্টিভ আছেন দেখে শান্তি পেলাম :)
ব্যাস্ততা বেড়ে গেছে নাকি?
'বাবনিকের' দ্বীতিয় খন্ড দিলে একবারে পইড়েন - নাকি? :)
ছবি একসময় তুলতাম- আটঘাট বেঁধে নেমেছিলাম! কিন্তু গ্রান্ড পিয়ানো, গিটার এসবের মত মাঝপথে থেমে গেছি! আমার সব কিছুই 'আধুরা কাহিনী'
আপনাকে পেয়ে ভীষোন আপ্লূত হলাম। ভাল থাকুন- আর কিছু লেখা দিন

৩২| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:১৩

রোকসানা লেইস বলেছেন: খুবই মজার ছবি। সব ছবিত হাস্যরস। দারুণ
টাইগারহিলে এমন মানুষের মেলা এখন। আমি যখন গিয়েছিলাম এত জনগন ছিল না। প্রকৃতি পুরোটাই ছিল। মানুষ ছিল অল্প।

২৫ শে জুন, ২০২১ সকাল ৯:২২

শেরজা তপন বলেছেন: জ্বী আমিও ২০০২ সালে যখন প্রথমবার গিয়েছিলাম তখন বেশ নিরিবিলি ছিল।
এটা করোনা আসার ঠিক আগেভাগে :)
ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য- 'ছবি ও ক্যামেরার গল্পে' আপনার মন্তব্যের প্রত্যাশী।
ভাল থাকুন

৩৩| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:১৬

খায়রুল আহসান বলেছেন: ফটোগ্রাফারদের ফটোগ্রাফি নিয়ে লেখা এ ফান পোষ্টটি পড়ে অনেক মজা পেলাম। ৯ নং মন্তব্যে বরণিত ঘটনাটির কথা পড়েও বেশ মজা পেলাম। আখেনাটেন এর মন্তব্যদুটোও বেশ মজার হয়েছে।

পোস্টে ২২ তম ভাল লাগা + +।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৩৫

শেরজা তপন বলেছেন: পোস্টে ভাল লাগা ও দারুন উতসাহব্যাঞ্জক একটা মন্তব্যের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা খায়রুল হাসান ভাই।

আখেনাটেন সবসময় মজার মজার সব মন্তব্য করেন :)

আপনি ভাল ও সুস্থ্য থাকুন

৩৪| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: ভাইয়া এই ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ

এখন থেকে আমরাও এমনই করবো।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৫২

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
বেশ মজাদার- চীন ব্লক( আসলে হংকং, চীন আর তাইওয়ানিজদের) কাজ কর্ম আলাদা। মাঝে মাঝে চরম ফানি :)

৩৫| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩২

শায়মা বলেছেন: ১৪. ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৭০

জুন বলেছেন: আপনি এইবার সিরিয়াসলি একটা ছবি ব্লগে দেন শেরজা তপন। এই ছবি থেকে ধারনা করা যায় যে আপনি একজন ফটোগ্রাফার। আপনার কারখানা নিয়েই না হয় একটা ছবি ব্লগে দিন:)
ভালো লাগা রইলো।
+


সিরিয়াস হও ভাইয়া সিরিয়াস হও.......


নেক্সট টাইম পারটিসিপেশন উইথ সিরিয়াসনেস এই শিরোনামে প্রতিযোগীতা হইবেক :)

২৯ শে জুন, ২০২১ রাত ১১:৪২

শেরজা তপন বলেছেন: ~পারটিসিপেশন উইথ সিরিয়াসনেস~ :) :) :)

ঘুমের ভারে স্ক্রিন ঝাঁপসা দেখছি আপু- কালকে উত্তর দিব। হাসতে হাসতে ঘুমাইতে যাই...

৩৬| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বরের ছবিটার যন্ত্রপাতি দেখে তো আপনাকে জাত ফটোগ্রাফারই মনে হচ্ছে! যাহোক, ছবি ও কথা মিলে পোস্টটা কিন্তু দারুণ হয়েছে!

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৩৮

শেরজা তপন বলেছেন: বাসায় প্রফেশনাল ক্যামেরা পড়ে ছিল আর আমিও ছিলাম বেকার! কিছুদিন শিখে শিখেছিলাম- পরে নাগরিক জীবনের ব্যস্ততায় সব
ভুলে গেছি।
এখন মোবাইল ও কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরাই সম্বল। আমার ছোট ভাই ভাল ফটোগ্রাফার
অনেক ধন্যবাদ আপনাকে

৩৭| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। +

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৩২

শেরজা তপন বলেছেন: ধন্যাবাদ সেলিম আনোয়ার ভাই- বেশ অনেকদিন পরে আসলেম আমার ব্লগে।
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.