নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

ফের \'সোভিয়েত কৌতুক\' ও \'নভিম গোদম-Happy New Year\'

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯


হাতি নিয়ে সেরা বইয়ের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল।
ফ্রান্স "হাতিদের পরিবারে প্রেমের ত্রিভুজ" শিরোনামের একটি শালীনভাবে চিত্রাঙ্কিত বই জমা দিয়েছে।
ইংল্যান্ড একটি গ্রন্থ "হাতি এবং বিশ্ব বাণিজ্য" নামক বই উপস্থাপন করে।
জার্মানি "হস্তিবিদ্যার ভূমিকা" শিরোনামে ২৪ টি ভলিউম জমা দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি লটারি ঘোষণা করে একটি লিফলেটের এক মিলিয়ন কপি করে বই বাধাই করে শিরোনাম দিয়েছে "একটি হাতি জিতুন। লটারি কেনার প্রয়োজন নেই।"

ইউএসএসআর নিম্নলিখিত শিরোনাম সহ তিনটি খণ্ড পাঠায়,
ভলিউম ১. মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে হাতির ভূমিকা
ভলিউম ২. বিশ্বের সবচেয়ে প্রগতিশীল সোভিয়েত সংবিধানের সূর্যের নীচে হাতির সুখী জীবন।
ভলিউম ৩. রাশিয়া - হাতির আদর্শ মাতৃভূমি।
~~~~~~~~~~~~~~~~~~
ক্রুশ্চেভ একটি শূকর খামার পরিদর্শন করেন এবং সেখানে ছবি তোলা হয়।
একটি সংবাদপত্রের অফিসে ছবির নিচে ক্যাপশন কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা চলছে;
"শুয়োরের মধ্যে কমরেড ক্রুশ্চেভ,"
"কমরেড ক্রুশ্চেভ এবং শূকর,"
"কমরেড ক্রুশ্চেভের চারপাশে শূকর," -- সবই প্রত্যাখ্যান।
অবশেষে সম্পাদক সিদ্ধান্ত নেন। ক্যাপশনটি হল ' বাম থেকে তৃতীয় - কমরেড ক্রুশ্চেভ।"
~~~~~~~~~~~~~~~~~~~~~
এবার একখান অন্যরকম কৌতুক ।
সামু ব্লগের সর্বকালের( ফের’কাল চলে আসল। ব্লগার জুলভার্ন বামার এক পোষ্টে মন্তব্য করেছিলেন। ‘কাল’ শত বর্ষে হয়। সামুর বয়েস মাত্র ১৬/১৭-এখানে সর্ব’কাল’ হয় কেমনে? তার কথায় যুক্তি আছে) না এযাবত কালের( ফের সেই কাল- যাহোক এটা নিজের দৃষ্টিতে) সেরা দশখানা কৌতুকের একটা পেশ করতে চাইছি;

আর একটা কথা; কৌতুকের মুল বিষয়টা শুধুমাত্র পুরুষরাই অনুভব(ফিল) করতে পারবেন।

য়ার্ল্ড রেসলিং ফেডারেশনের একটা রেসলিন ইভেন্ট আমেরিকায়/ না রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে।
সেখানে কি ভেবে এক রোগা পটকা বাঙ্গালী নাম লিখিয়ে ফেলল।
বাঙ্গালী রেসলিং লড়ছে আর প্রবাসী বাঙ্গালীরা ঘরে বসে থাকবে তা কি হয়! মস্কোর সব বাঙ্গালীরা জড়ো হল্ গিয়ে সেই রেসলিং রিঙের চারপাশে। গালে বাংলাদেশের ম্যাপ একে হাতে মিনিয়েচার পতাকা নিয়ে বাঘের গর্জন দিচ্ছে সবাই। কিছু মিডিয়ার সাংবাদিও উপস্থিত হল সেখানে।
কিন্তু সেই বাঙ্গালী রেসলার রিং-এ প্রবেশ করতেই সব বাঘ বিড়াল বলে গেল।
উল্টোদিকে বিশালদেহী জর্জিয়ান রেসলারকে সবার আত্মারাম খাঁচাছাড়া হবার দশা! ইস আজকে কি বেইজ্জতি না হতে হবে। সবাই দুরু দুরু বুকে ব্যাপক হতাশা নিয়ে বসে আছে ইভেন্ট শুরু হবার অপেক্ষায়…
ঘটনা যা ঘটবার তাই ঘটল। জর্জিয়ান রেসলার প্রথম দফাতেই বাঙ্গালী রেসলারকে হাতের মুঠোয় নিয়ে দলা পাকিয়ে ফেলল। আতঙ্কিত বাঙ্গালী দর্শকরা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে!
আচমকা ভয়াবহ এক দানবীয় চিৎকার। তারপরে ভারি কিছু ধপাস করে পড়ার শব্দ! দর্শেকেরা এক চোখ ফাঁক করে দেখে এক অভুতপূর্ব দৃশ্য!!! রিং-এর বাইরে মেঝেতে হাত পা ছড়িয়ে পরে আছে সেই জর্জিয়ান রেসলার আর বাঙালি রেসলার রিঙের মধ্যে খুশীতে লাফাচ্ছে।
ক্যামনে কি হইল? কেউ দিশা পায় না!!
অবশেষে সাংবাদিকরা ঘিরে ধরল; এইটা ক্যামনে হইল খুলে কন?
- ভাইরে আমারেতো ব্যাটায় লাট্টু বানায় ফেলছে। আমিতো শ্যাষ। দম যায় যায় অবস্থা! ইয়া নফসী ইয়া নফসী পড়ছি। আচমকা চোখের সামনে দেখি একজোড়া অণ্ডকোষ ঝুলছে। ভাবলাম মরছিতো যা হয় হবে- দিলাম বিষ কামড়…
(• সবাই ভাবছেন 'বেকুব’ এ কৌতুক আবার ব্লগের এযাবতকালের সেরা কৌতুক হয় ক্যামনে?
হয় হয় হবেনা কেন – লাস্ট পাঞ্চটাতো এখনো বাকি আছে)
~সে তখন দুই হাত মুষ্টিবদ্ধ করে ভীষন জোশের সাথে দাঁত কিড়মিড় করে বলল, -মামারে নিজের বিচ্চিতে নিজে কামড় দিলে কি যে অসুরিক শক্তি আসে রে…

সুপ্রিয় ব্লগার, আমার কেন যেন মনে হচ্ছে অসুরিক শক্তি লাভের জন্য ব্লগে আমরা অনেকেই এই কাজটাই করছি। আসুন সব রেষারেষি দ্বেষাদেষি ভুলে সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে ব্লগটাকে সচল রাখি।

হ্যাপি নিউ ইয়ার ও হ্যাপি ব্লগিং!!

( মুল কৌতুকের খোল-নলচে পালটে দিয়েছি খানিকটা। *অশ্লীল শব্দ ব্যাবহারের জন্য ক্ষমাপ্রার্থী।)

মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ


তবে যদি গাধার শিক্ষে হয়। যদিও লক্ষণ অনুপস্থিত। উনি যদি ক্রমাগতই গাধামি করে যেতে থাকেন তবে মাঝে মধ্যে উহাকে পিটিয়ে নিরব করা উচিত শেরজা ভাইসাহেব। তা নাহলে সে স্যারভাইয়ের পোস্টের মত করে পুংটামি করে যেতেই থাকবে। তবে খেয়াল করতে হইবে লেবু তিতা যেন না হই।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

শেরজা তপন বলেছেন: শেষের কথাটার সাথে একমত।
একটা বিষয় বা এক ব্যক্তি নিয়ে আলোচনা বেশী হয়ে যাচ্ছে। যা ব্লগ ও ব্লগিং-এর মান নীচে নামিয়ে দিচ্ছে।
পিটাপিটি করার দরকার নেই - কাউকে পছন্দ না হলে ইগনোর করা উত্তম।
ধন্যবাদ ভাই জ্যাকেল প্রথম মন্তব্য ও পোষ্টে ভাললাগা প্রকাশ করার জন্য, আশা করি কৌতুকগুলো উপভোগ করেছেন। ভাল থাকুন শুভ ইংরেজী নববর্ষ।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: আসছি। পরে মন্তব্য করবো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: ঠিক আছে আসেন- অপেক্ষায় রইলাম...

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

জুল ভার্ন বলেছেন: দুপেয়ে গাধারে হাতী বানালেও গাধার জন্মগত স্বভাবের পরিবর্তন হবেনা। সৌজন্যতা দেখিয়ে ভেবেছিলাম গাধাটা মানুষ হবে। হা-হতোম্মী মোটেই চেঞ্জ হয়নি। আসলে গাধাকে সঠিক পথে ফিরিয়ে আনতে দরকার পাচোন(সহিসের হাতে থাকা লাঠিকে পাচোন বলে, যেটা দিয়ে গাধাকে পিটিয়ে নিয়ন্ত্রণ করা হয়)....পশ্চাৎদেশ পিটিয়ে সাইজ করতে হয়।

রুপক কৌতুক খুব ভালো হয়েছে। +

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: ভাই আপনি মাথা ঠান্ডা করেন। আপনার মত ঋদ্ধ, পোড় খাওয়া, বহু পুরনো ব্লগারের এতটা উত্তেজিত হওয়া উচিৎ নয়।

আপনি কথার মারপ্যাচে অন্যকে ঘায়েল করতে পারেন বলে আমার বিশ্বাস। সরাসরি যুদ্ধে নামার প্রয়োজন কি?
নতুন বছরে আপনি আপনার স্বভাবজাত ব্লগিং করবেন বলে আমার প্রত্যাশা।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

জুল ভার্ন বলেছেন: ও হ্যা৷ সর্বকালের গাধা ডিক্লেয়ার দিলে পার্ফেক্ট হতো!

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: ফের 'কাল' নিয়ে আসলেন। এই ~কাল নিয়ে ক্যাচালতো কম হোল না :)

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৭

শায়মা বলেছেন: যাক বাবা গাধা গাধা দেখতে দেখতে হাতী এলো।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪

শেরজা তপন বলেছেন: জ্বী আপু ব্লগ ভর্তি গাধাময় পোষ্ট দেখতে দেখতে সবাই সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিল- তাই হাতি/ মাতি নিয়ে আসলাম!
এরা আবার গাধার মত অত নিরিহ নয় :)
আপনাকে অনেকদিনবাদে পেয়ে দারুন প্রীত হলাম!

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বহুদিন পরে ব্লগে এসেই সোভিয়েতস্কি কৌতুকভ পড়ে ভালো লাগলো। লাস্টের পাঞ্চলাইন অসাম ছিলো। কিন্তু ভাই ওখানে আঘাত লাগলে তো শক্তি টের পাওয়ার অনুভূতিই তো থাকে না। সেই বাঙালি ভদ্রলোক পেলেন কিভাবে?

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১০

শেরজা তপন বলেছেন: এইতো সেইজিওন্য বলেছিলাম শুধুমাত্র পুরুষরাই ব্যাপারটা ফিল করতে পারবে :)
এবিষয়ে সব পুরুষের কম বেশী অভিজ্ঞতা আছে।
আরে ভাই কৌতুক তো কৌতুক!

আপনি বহুদিন বাদে আসলেন, ব্যাস্ততা বেড়ে গেছে মনে হয় খুব বেশী? অনেকদিন বাদে আপনাকে আমার ব্লগবাড়িতে পেয়ে বিমল আনন্দবোধ করছি।
বাংলা সাহিত্যের ছাত্র আপনি- ভাষাগত ভুলত্রুটি হলে নিজগুলে ক্ষমা করে দিয়েন।
ভাল থাকুন- ফের নিয়মিত ব্লগের সাথে থাকুন

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪

ইসিয়াক বলেছেন: গাধার পরে হাতি তারপর আর কি কি আসবে কে জানে.... দুষ্টু ব্লগারদের খাতায় নাম উঠে যাবে কিন্তু ;)
জানেন কি- না জানেন না আমিও একজন দুষ্টু ব্লগার। তাই একটু দুষ্টুমি করলাম।

অঃটঃ তেলের শিশিটা হারিয়ে ফেলেছি। খুঁজে পেলে একটু জানায়েন.....

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: আপনি তেলের শিশীটা ভুল করে আমার বাসায় রেখে গেছেন :)

এখানে কোন হাতি ব্লগার আছেন নাকি? নাঃ ব্লগের সবাই আমার পরিবার পরিজন ভাই বন্ধুর মত- এরা এমন খেতাব দিবেন বলে মনে হয় না।

সেটা জানি। ব্যাপারটা মজাক হিসেবে নিলেই সুখ :)

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কৌতুকগুলি উপভোগ করলাম।

কোল্ড ওয়ারের সময় পুঁজিবাদী দেশগুলির দ্বারা রাশিয়ার বিরুদ্ধে অনেক ধরণের বিরোধিতা চলত। কিছু কৌতুকও কোল্ড ওয়ারের অংশ হয়ে যায় সেই সময়। সংগৃহীত কিছু নমুনা নীচে দিলাম -

রাশিয়ায় লেনিন এবং স্তালিনের আমলে শ্রমিকদের অনেক সময় শ্রম দিতে বাধ্য করা হত। তাদেরকে যে ক্যাম্পে থাকতে বাধ্য করা হত তাকে বলা হত গুলাগ। এই ধরণের একটা ক্যাম্পে ৩ জন শ্রমিক তাদের বন্দি হওয়ার কারণ ব্যাখ্যা করছে;
১ম শ্রমিক – আমার কাজে যেতে ৫ মিনিট দেরী হয়েছিল। তারা আমাকে নাশকতার (sabotage) দায়ে অভিযুক্ত করেছিল।
২য় শ্রমিক – আমি ৫ মিনিট আগে কাজে গিয়েছিলাম। তারা আমাকে গুপ্তচরবৃত্তির (espionage) দায়ে অভিযুক্ত করেছিল।
৩য় শ্রমিক – আমি সঠিক সময়ে কাজে গিয়েছিলাম। তারা আমাকে পুঁজিবাদী দেশ থেকে ঘড়ি কেনার মাধ্যমে সোভিয়েত অর্থনীতি ধ্বংসের দায়ে অভিযুক্ত করেছিল।

একজন অ্যামেরিকান এবং একজন রাশিয়ানের মধ্যে আলাপ হচ্ছে;
অ্যামেরিকান - এটা কি সত্যি যে রাশিয়াতেও অ্যামেরিকার মত বাক স্বাধীনতা আছে?
রাশিয়ান –অবশ্যই। আমেরিকাতে তুমি হোয়াইট হাউসের সামনে দাড়িয়ে বলতে পার ‘রোনালড রিগানের পতন হউক’। তোমাকে কোন শাস্তি দেয়া হবে না। একইভাবে তুমি রাশিয়ার রেড স্কয়ারের সামনে দাড়িয়ে বলতে পার ‘রোনালড রিগানের পতন হউক’। এখানেও তোমাকে কোন শাস্তি দেয়া হবে না।

স্তালিনের নিষ্ঠুরতা নিয়ে কৌতুক-
স্তালিন একটা রাশিয়ান কমেডি সিনেমার উদ্বোধনী শো দেখতে গিয়েছে। পুরোটা সময় সে অনেক হেসেছে এবং মজা পেয়েছে। সিনেমা শেষ হওয়ার পর সে বলল ‘ সিনেমাটা আমার ভালো লেগেছে। কিন্তু সিনেমার ক্লাউনটা আমার মত গোঁফ রেখেছে। শুট হিম।‘
সবাই ভয়ে কিছু বলছে না। একজন শুধু সাহস করে বলল ‘কমরেড স্তালিন, ক্লাউনটার গোঁফ কেটে দিলে হয় না?’
স্তালিন – ভালো আইডিয়া। প্রথমে ওর গোঁফ কাট তারপর শুট হিম।


স্তালিন তার পছন্দের পাইপটা খুঁজে পাচ্ছে না। রাশিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান লাভরেন্তি কয়েকদিন পরে স্তালিনকে ফোন করে জিজ্ঞেস করলো
লাভরেন্তি - আপনি কি পাইপটা খুঁজে পেয়েছেন?
স্তালিন – হ্যাঁ, শেষ পর্যন্ত আমার সোফার নীচে পাইপটা খুঁজে পেয়েছি।
লাভরেন্তি – অসম্ভব!! এটা হতেই পারে না। তিন ব্যক্তি ইতিমধ্যে এই অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। :)

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

শেরজা তপন বলেছেন: আগে আমার দুইটা প্রশ্নের উত্তর দিন
১। আমার পথ আটকে আপনি দাড়ালেন কেন?
২। আপনি এত্ত বড় বড় মন্তব্য ক্যামনে করেন?

স্তালিন আর ব্রেজনেভ আর ক্রুশ্চেভকে নিয়ে যত কৌতুক হয়েছে সেটা বিশ্বে অন্য কোন রাষ্ট্রপ্রধানকে নিয়ে হয়েছে কিনা আমার জানা নেই।
প্রতিটা কৌতুকই রূপক কিন্তু চরম ব্যাঙ্গাত্মক ও রসবোধ সম্পন্ন।
ধন্যবাদ মজার কিছু শেয়ার করার জন্য।

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এরপরে কি আসবে ... গন্ডার !

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: আসতেও পারে। আপনার কাছে তেমন কালেকশন থাকলে দয়া করে ঝেরে দিন ভ্রাতা

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৫

ইসিয়াক বলেছেন: পোস্ট অব্যহত রাখুন। একেবারে জমে ক্ষীর!!!!!
ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভ রাত্রি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

শেরজা তপন বলেছেন: তাই নাকি! দারুন উপমা কবি( স্যরি আপনিতো গদ্য সাহিত্যিক ও)

ব্লগে ক্যাচাল ঠান্ডা করার জন্য না উসকে দেবার জন্য কৌতুকগুলো উপস্থাপন করছি বুঝতে পারছি না :(

আপপ্নিও ভাল থাকুন ভ্রাতা। শুভরাত্রি।

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

আখেনাটেন বলেছেন: হা হা হা.......আপনার শুয়োর ও কমরেড ক্রুশ্চেভের কৌতুক পড়ে হাসতে হাসতে শেষ.........শেষের কৌতুকটাও ভালো ছিল, কিন্তু কিছু একটা ইঙ্গিত করেছেন......ব্লগে আবার কিসের রেষারেষি, মরণ কামড়...??? হাউকাউ লেগেছিল নাকি???

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

শেরজা তপন বলেছেন: আপনি ছিলেন কই- ফের মমির বাক্সে ঢুকে পড়েছিলেন নাকি?
শায়মা আপু তাঁর যুগান্তকারী পোষ্টে আপনাকে বিশেষ সম্মানের সাথে স্বরণ করেছেন।

হ্যা এই একটু আধটু ক্যাচাল চলছে। গতবছরে সর্বকালের সেরা ব্লগার নিয়ে সামান্য বাদ-প্রতিবাদ চলছে। এটা ঠিক হয়ে যাবেীই বছরে এমন প্রত্যাশা সবার।

কৌতুক পেশ করে আপনার মত ব্লগারকে হাসাতে পেরে আমি চরম অভিভুত। ভাল থাকুন প্রিয় ব্লগার।

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ক্রুশ্চেভের শুকরের খামার পরিদর্শন ও সম্পাদক মহাশয়ের ডানদিক থেকে তৃতীয় ক্যাপশনটি দারুণ হয়েছে। আবার শেষের দিকে বাঙালি রেসলারের সঙ্গে জর্জিয়ান রেসলারের ফাইটিংটা ব্যাপক মজার হয়েছে। জানা বিষয় তবুও নতুন ফর্মেটে ভালো লাগলো।
হ্যাপি নিউ ইয়ার।
শুভেচ্ছা প্রিয় ভাইকে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

শেরজা তপন বলেছেন: হ্যা ঘটনা ছিল আমেরিকার( ফের কোন ফ্যাসদে পড়ি- এমনিতেই ভদ্রলোকের ট্যাগ লেগে আছে) কিন্তু নিয়ে গেলাম রাশিয়াতে।

আপনি কত পুরনো ব্লগার - এই সব আপনার আগে থেকে জানা থাকার কথাই।
ব্লগের বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে একটু উল্টে পাল্টে দিলা্ম :)

বছরের প্রথম দিনে আপনাকে ভাই আমার ব্লগে পেয়ে বড় খুশী হোল দিল।

ভাল থাকুন নিরন্তর। হ্যাপি নিউ ইয়ার

১৩| ০২ রা জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৩

নেওয়াজ আলি বলেছেন: মজার লেখা তবে হাসতে মানা

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৯

শেরজা তপন বলেছেন: মজার হইলে হাসবেন সমস্যা কিরে ভাই
কাউরে ভয় পান? :)

১৪| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কৌতুক। ++++

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

শেরজা তপন বলেছেন: আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
ধন্যবাদ আপনাকে ভাই- ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

১৫| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ব্লগার চাঁদগাজীকে পাচ্ছি না কেন?

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

শেরজা তপন বলেছেন: হুম এইবার বিষয়টা সিরিয়াস মনে হচ্ছে!
আমিও বিশ্বাস করি ব্লগে তার মত ব্লগারের প্রয়োজন ব্যাপক।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

বিটপি বলেছেন: হোয়াইট হাইজের চিফ অফ স্টাফ দৌড়ে প্রেসিডেন্ট জুনিয়র বুশের কাছে এলো
- স্যার, ভয়ানক খবর আছে।
- কি?
- ফার্স্ট লেডির প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছে। তিনি গর্ভবতী।
- নিশ্চয়ই এর পেছনে লাদেনের হাত আছে। এটাক আফগানিস্তান এন্ড ক্যাচ হিম।

এই হল আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ইতিহাস। এখন কোথায় বুশ? কোথায় লাদেন? আছে শুধু তালেবান।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

শেরজা তপন বলেছেন: শতভাগ সহমত!
চমৎকার জোকস। আমাদের দেশেও তো এই গেম চলছে

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: আমার বেশ কিছু রাশিয়ান বন্ধু-বান্ধব আছে। এদেরকে আমার কাছে একটু বোকা বোকা মনে হয়।

কৈাতুকে ভালো লাগা।

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৭

শেরজা তপন বলেছেন: রুশীয় বন্ধুদের কথা এর আগেও বলেছিলেন=
একটু বোকা বোকা; তা খানিকটা বটে :)

ভাল্লাগা প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ আপু- ভাল থাকুন।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

রোকসানা লেইস বলেছেন: অনেক হাসলাম +++

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৩

শেরজা তপন বলেছেন: জেনে প্রীত হলাম।এখানে মন্তব্য করা একটু দুঃসাধ্য ব্যাপার বটে :)

১৯| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: মজা পেলাম। শুভকামনা সবসময়।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:০০

শেরজা তপন বলেছেন: ফের এখানে পেয়ে ভাল লাগল। ধন্যবাদ ভাই অনুপ্রাণিত করার জন্য।

২০| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৌতুকের পোস্ট মিস করে ফেলেছিলাম। প্রথম পাতায় দেখে এলুম। উপভোগ করলুম :)

কৌতুক আমার সর্বকালের সেরা উপভোগ্য বিষয় :)

১৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:০২

শেরজা তপন বলেছেন: তাই ভাবছিলাম খলিল ভাই মিস করলেন ক্যামনে!! :)
কৌতুক আমারও অসম্ভব প্রিয় দেখে আমিও অন্য লেখার ফাঁকে ফাঁকে কৌতুক নিয়ে হাজির হই।

অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন

২১| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৭

খায়রুল আহসান বলেছেন: পত্রিকা সম্পাদকের শিরোনাম নির্বাচনটা অত্যন্ত চমকপ্রদ হয়েছে। + +

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫২

শেরজা তপন বলেছেন: জেনে ভাল লাগল। সবিশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.