নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

\'প্রাণে-ধনে\' নাকি \'ধনে-প্রাণে\'?

২৬ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩১


প্রথমে মুজতবা আলীর 'দেশে-বিদেশে'র' পাঠান মূলুকে খোদ পাঠানের মুখ থেকে শোনা একটা প্রাক্টিক্যাল কৌতুক দিয়ে শুরু করছি ( কৌতুকের মুল বিষয়বস্তু কাকতলীয়ভাবে কিছু মাথামোটা রাজনীতিবিদদের সাথে মিলে গেলে লেখক দায়ী নহে।)
বালুচরে বসে দুপুর রোদে আটজন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা ছিয়ানব্বই টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্যায় কম পড়ে যায়,কখনো কিছু, টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নূতন করে ভাগ হচেছ,হিসেব মিলছে না, ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলা ও চড়ছে।
এমন সময় তারা দেখতে পেল, অন্য পার দিয়ে এক বেনে তার পাটুলি হাতে করে যাচ্ছে।
সব পাঠান এক সঙ্গে চে'চিয়ে বেনেকে ডাকল, এপারে এসে তাদের টাকার ফৈশালা করে দিয়ে যেতে।
বেনে হাত-পা নেড়ে বোঝালো অত মেহন্নত তার সইবে না, আর কত টাকা ক'জন লোক তাই জানতে চাইল?
চার কুড়ি দশ ও তার উপরে ছয় টাকা আর হিস্যেদার আটজন।
বেনে বলল, 'বারো টাকা করে নাও।' পাঠানরা চেঁচিয়ে বলল, 'তুই একটু সবুর কর, আমরা দেখে নিচিছ। বখরা ঠিক ঠিক মেলে কিনা।' মিলে গেল- সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, 'এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম, হিসেব মিলল না;
এখন মিলল কি করে?
ব্যাটা নিশ্চয়ই কিছু, টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে সে যখন হিসেব মেলাতে পারে তখন নিশ্চয়ই কিছু, টাকা সরাতেও পারে। পাকড়ো শালাকো!!!
****
ধন না প্রাণ কোনটা দামী? এবারও গুরুর শরনাপন্ন হলাম ( স্থানঃ কাবুলের পথা জালালাবাদের আগে আড়াই হাজার বছরের পুরনো এক সরাইখানা)
ত্বরের ঠিক মাঝখানে চল্লিশ-পঞ্চাশ হাত উচু, একটা প্রহরী শিখর। সেখান থেকে হঠাৎ এক হুঙ্কারধ্বনি নির্গত হয়ে আমার তন্দ্রাভঙ্গ করল। শিখরের চুড়ো থেকে সরাইওয়ালা চেঁচিয়ে বলছিল, 'সরাইখানা যদি রাত্রি- কালে দস্যু দ্বারা আক্রান্ত হয়, তবে হে যাত্রীদল, আপন আপন মাল-জান বাঁচাবার জিম্মাদারি তোমাদের নিজের।'
ঐটুকুই বাকী ছিল। সরাইয়ের সব কষ্ট চাঁদপানা মুখ করে সয়ে নিয়েছিলুম ঐ জানটুকু বাঁচাবার আশায়। সরাইওয়ালা সেই জিম্মাদারি- টুকুও আমার হাতে ছেড়ে দেওয়ায় যখন আর কোনো ভরসা কোনো দিকে রইল না, তখন আমার মনে এক অদ্ভুত শান্তি আর সাহস দেখা দিল। উর্দুতে বলে, 'নঙ্গেসে খুদাভী ডরতে হ্যায়' অর্থাৎ 'উলঙ্গকে ভগবান পর্যন্ত সমঝে চলেন।' সোজা বাঙলায় প্রবাদটা সামান্য অন্যরূপ নিয়ে অল্প একটু গীতিরসে ভেজা হয়ে বেরিয়েছে, 'সমুদ্রে শয়ন যার শিশিরে কি ভয় তার?'
ভাষাতত্ত্ব নিয়ে আমার মনে তখন আরও একটা খটকা লাগল। রেডিয়োওয়ালার চোস্ত ফার্সী জানার কথা। তাকে জিজ্ঞাসা করলুম,
ঐ যে সরাইওয়ালা বলল, 'মাল-জানের' তদারকি আপন আপন কাঁধে এ কথাটা আমার কানে কেমনতরো নূতন ঠেকলো। সমাসটা কি জান-মাল নয়?'
অন্ধকারে রেডিয়োওয়ালার মুখ দেখা যাচ্ছিল না। তাই তাঁর কথা অনেকটা বেতারবার্তার মত কানে এসে পৌঁছল। বললেন, 'ইরানদেশের ফার্সীতে বলে 'জান-মাল', কিন্তু আফগানিস্থানে জান সস্তা, মালের দাম ঢের বেশী। তাই বলে 'মাল-জান।'
আমি বললুম, 'তাই বোধ করি হবে। ভারতবর্ষেও প্রাণ বেজায় সত্তা-তাই আমরাও বলি, 'ধনে-প্রাণে' মেরো না। 'প্রাণে-ধনে' মেরো না কথাট। কখনো শুনিনি।'

~ এবার দেখুন 'বিবিসির রিপোর্ট; ধন না প্রাণ কোনটা দামী?'


আকাশ ব্যানার্জী (The Deshbhakt)
উটিউবে ভিডিওটা গতকাল দেখে বেশ অবাক হয়েছি, একজন ভারতীয় কীভাবে এতো তথ্য সংগ্রহ করলো যা একেবারে নির্ভূল।
এমন নির্ভূল তথ্য আমাদের গণমাধ্যমরাও সংগ্রহ করতে পারলেও কখনো এভাবে বলার সাহস করে উঠতে পারেনি।* হিন্দী একটু আধটু বুঝলেও চলবে।
***
বিষয়বস্তু প্রায় একই তবে একটু ভিন্নতা আছে এই ভিডিওতে- কেউ চাইলে এটাও দেখতে পারেন।

ধ্রুব রাঠি
***

যখন প্রচারের জন্য একটা লেখা বারবার লিখবেন আর মুছবেন তখন তখন আপনি যে খানিকটা পরাধীন সেটা নিশ্চিত।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২০

কামাল১৮ বলেছেন: ১৮ সালের পর থেকে উঁচ্চ আদালতের রায়ের আগের দিন পর্যন্ত হাই কোর্টের রায়ের পরে মাত্র একদিনের জন্য কোটা ছিলো।
যারা নিয়মিত তারেক জিয়ার বক্তব্য শুনেন তারা বুঝতে পারবেন এই হত্যা ও ধ্বংসের মুল কারণ।এই হত্যা ও ধ্বংস সব অকারণ।বিদেশে অবস্থান রত অনেকের ভিডিও শুনে মনে হয় সামনে আরো হত্যা ও ধ্বংস হবে।
এখান থেকে সরকার এবং বিএনপি জামাত শিক্ষা নিয়ে নতুন করে শুরু করবে।
গনতন্ত্রের বিকাশ ছাড়া এর থেকে মুক্তি নাই।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:১০

শেরজা তপন বলেছেন: ১৮ সালের পর থেকে উঁচ্চ আদালতের রায়ের আগের দিন পর্যন্ত হাই কোর্টের রায়ের পরে মাত্র একদিনের জন্য কোটা ছিলো। ~ আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার নয়- তাঁর মানে কি ১৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত কোটায় কোন চাকুরি হয়নি?

তারেক জিয়ার দ্বারা শেখ হাসিনা থেকে অনেক বেশী নৃশংস কর্মকাণ্ড করা সম্ভব সেটা আমি বিশ্বাস করি।

শেষের কথার সাথে একমত ;গনতন্ত্রের বিকাশ ছাড়া এর থেকে মুক্তি নাই, কিন্তু গন্তান্ত্রিক ধারায় নেতৃত্বের পথ তো রূদ্ধ হয়ে গেছে।

২| ২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪২

ভুয়া মফিজ বলেছেন: স্যাটায়ারে মুজতবা আলী আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তবে, আজকাল কেন জানি কোন কিছুতে খুব একটা হাসি আসে না।

ধ্রুব রাঠির ভিডিওগুলো আমি দেখি। খুবই ইনফরমেটিভ। তবে মোদি এবং মোদি ভক্তরা তাকে ঘৃণা করে। কাজেই আওয়ামী ভক্তরাও তাদের পিতাকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক।

যখন প্রচারের জন্য একটা লেখা বারবার লিখবেন আর মুছবেন তখন তখন আপনি যে খানিকটা পরাধীন সেটা নিশ্চিত। ঠিক, তবে এই পরাধীনতাকে ছিন্ন করতে পারা, অন্ততঃ চেষ্টা করাটাই আসল কথা।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে অনেক ভাল-মন্দ বিষয়গুলো পাল্টে যায়।
ধ্রুব'র ভিডিও আমারও ভাল লাগে কিন্তু এখানে আকাশ ব্যানার্জী ভাল বলেছেন।

ঘাড়ে অনেক বেশী দায় দায়িত্বের বোঝা- অনিচ্ছায়ও সমঝে চলতে হয় উপায় নেই।

৩| ২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

নয়া পাঠক বলেছেন: সুন্দর লেখা, মন্তব্য নিষ্প্রয়োজন। কারণ আজ আমরা স্বাধীন দেশেই পরাধীন কিছু দালাল আর সারমেয়র নিকট। কতটা বেহায়া আর নিলর্জ হলে কোন সারমেয় এই ধরণের কাজ করতে পারে তা আমার এ ছোট্ট মস্তিষ্কে আসে না।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৭

শেরজা তপন বলেছেন: আমি কাউকে গালি দিতে রাজী নই- তাতে নিজেকেই ছোট করা হয়।
যখন কিছু মানুষ নিজেদের কর্মকাণ্ডকে কি নির্লজভাবেই না সমর্থন করে- মানুষের কথা তারা ভাবে না, তখন তা দেখে নিজের প্রতি ঘৃনা হয়। এ কোন দেশে -কোন অসময়ে জন্মেছি আমি!!!

৪| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: যখন প্রচারের জন্য একটা লেখা বারবার লিখবেন আর মুছবেন তখন তখন আপনি যে খানিকটা পরাধীন সেটা নিশ্চিত।

হ্যাঁ দিনশেষে আমাদের মিডিয়া কর্মীরাও ঠিক এই কারনে এমন সব সত্য খবর খুঁজে পান না। বাংলাদেশের মিডিয়া আর পেটুয়া বাহিনী দেখে একটা কথা মনে হয় আসলেই প্রাণের চেয়ে ধন বেশি জরুরী।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৯

শেরজা তপন বলেছেন: আপনার মন্তব্যে বুঝি যে' বুকের মধ্যে দারুন ঝড়'

ঠিক তাই- মানুষ অবশেষে তাঁর নিজের প্রানটাকেই ভালবাসেন।

৫| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: হত্যা কাণ্ড ধেয়ে আসছে , আরও মরবে অথবা আরও মারবে । সবাই সাবধানে থাকবেন ।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: হ্যাঁ আজ শুনলাম অনেক অনেক গোপন কথা- যে কথা ওপেন প্লাটফর্মে বলা যায় না। কিন্তু বুকের মধ্যে কাঁপন শুরু হয়েছে।অশনী সংকেত টের পাচ্ছি। আরো কত মায়ের বুক যে খালি হবে ...

৬| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৬

বিষাদ সময় বলেছেন: শেষ পর্যন্ত ভারতীয় কারও কারও উপর উপর আস্থা রাখা যাচ্ছে, এটা মন্দ না ভাল ঠিক বুঝতে পারছি না!!
দ্বিতীয় ভিডিওটিতে কিছু পরিসংখ্যান এবং তথ্যের ম্যানিপুলেশন আছে।

যখন প্রচারের জন্য একটা লেখা বারবার লিখবেন আর মুছবেন তখন তখন আপনি যে খানিকটা পরাধীন সেটা নিশ্চিত।
এই "খানিকটা" অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার থেকেই শঙ্কার মাত্রাটা বুঝা যাচ্ছে। তবে ১৯৯১-২০০০ ছাড়া আমরা মত প্রকশের ক্ষেত্রে খুব স্বাধীন কবে ছিলাম?

ভাই সব মুল্লুকেই "জান-মাল" না "মাল-জান" তা নির্ভর করে কার জান গেছে তার উপর। আর আমাদের বাঙাল মুলুকেই অনেকের জানের মূল্য পুরো পৃথিবীর মূল্যের চেয়েও বেশি।

শুধু যে যে ক্ষেত্রে একটু ভিন্ন কথা বলার আছে সেগুলো তুলে ধরলাম, বাকি প্রায় সব বিষয়েই সহমত।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৭

শেরজা তপন বলেছেন: সব তথ্যেই কিছু বিভ্রান্তি থেকে আর সব ইতিহাসেই থেকে ত্রুটি! তবু সে সাধ্যমত চেষ্টা করেছে।
ভারতীয়দের আমরা অনেক বিষয়ে গালি দিচ্ছি ঠিক কিন্তু ছাত্র আন্দোলনের ব্যাপারে তারা দারুণ সাপোর্ট দিয়েছে সেটা সত্য।

সম্ভবত পৃথিবীর কোথাও কেউ মত প্রকাশে পুরোপুরি স্বাধীন নয়- কোথাও না কোথাও আটকে যায়। তবে সেই স্বাধীনতার প্যারামিটারে এখন আমরা ২০-৮০। মাঝে মধ্যে কম বেশী ছিলাম। তাই 'খানিকটা' ব্যাবহার করেছি।

ভাই সব মুল্লুকেই "জান-মাল" না "মাল-জান" তা নির্ভর করে কার জান গেছে তার উপর। আর আমাদের বাঙাল মুলুকেই অনেকের জানের মূল্য পুরো পৃথিবীর মূল্যের চেয়েও বেশি। এটা বিশেষ একজন ও তাঁর পরিবারের ছিল ও আছে- সত্য কথা বলেছেন। শোক প্রকাশ শুধু তাঁর সাজে।

চমৎকার যুক্তিযুক্ত মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: মত প্রকাশের ক্ষেত্রে আমি একটু নিরপেক্ষ থাকি। তারপরও মাঝেমধ্যে কটূ কথা শুনতে হয়। ব্লগে-ফেসবুকে অনেককেই দেখি বলেন ঠিকমতো মত প্রকাশ করতে পারেন না। অথচ তাদের কোনো কথা বা কাজের বিন্দুমাত্র সমালোচনা করলে এটা-ওটা ট্যাগ দিয়ে বসেন। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমি একটু দ্বিধান্বিত। শাস্তি অন্যের ওপর পড়লে গজব, আর নিজের ওপর পড়লে পরীক্ষা -এই তত্ত্বটা মনে পড়ে যায়।

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: শাস্তি অন্যের ওপর পড়লে গজব, আর নিজের ওপর পড়লে পরীক্ষা -এই তত্ত্বটা মনে পড়ে যায়।
ভাল একটা উদাহরণ টেনেছেন।
যার যার পছন্দের লোকের পক্ষে কথা বললেই ঠিক। নিরপেক্ষরা শেষমেশ দালাল হিসেবে স্বীকৃতি পায়।

৮| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আজকে একজন বললেন, "" শেখ মুজিবের ভাষণ আর শেখ হাসিনার শাসন""।
প্রাণ না থাকলে ধন দিয়ে কি করিব!
২০১৩ সালের পর থেকে বাংলাদেশের কোন আন্দোলনে নিজেকে আর জড়াই না।
বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত নিজেরা সৎ হবে না ততদিন পর্যন্ত দেশে সুশাসন আসবে না।
শেখ হাসিনা এখন অন্য লেভেলের প্লেয়ার হয়ে গেছেন।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৫

শেরজা তপন বলেছেন: আমি তো জন্মের ভিতু মানুষ রে ভাই- কোন আন্দোলনেই জড়াই না। শুধু তালে থাকি।
তবে আপনার কথার সাথে সহমত।

৯| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ১:০০

শ্রাবণধারা বলেছেন: এটি একটি চমৎকার লেখা। খুব সময়োচিত বিনোদন এবং তার চেয়েও বেশি কিছু।

দেশে-বিদেশের দ্বিতীয় কৌতুকটি বর্তমান প্রেক্ষাপটে অনবদ্য ছিলো।

সাথে এই বার্তাটির গুরুত্বও কম নয়- "যখন প্রচারের জন্য একটা লেখা বারবার লিখবেন আর মুছবেন, তখন আপনি যে খানিকটা পরাধীন, সেটা নিশ্চিত," যথেষ্ট।
এখানে "খানিকটা" শব্দটি ব্যাকরণের কোন পদ এবং এর ব্যবহার কতটুকু তাৎপর্যপূর্ণ, তা নিয়ে সন্দিহান।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৭

শেরজা তপন বলেছেন: লেখা পড়ে চমৎকার একটা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
মত ও পথের পার্থক্য থাকবেই, কিন্তু কেন মানুষ ভাবে না- দিন শেষে আমরা সবাই মানুষ। সন্তান হারিয়ে সব মা-ই কাঁদে!!!

১০| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: বহি বিশ্বে আকাশ ব্যানার্জী বা দেশবখত প্রথম এই বিষয়ে নির্ভুল তথ্য দিয়ে ব্লগ বানিয়েছে। আমিও খুব অবাক হয়েছে, কি করে সে এত নির্ভুল তথ্য দিতে পারলো, পরে মনে হল, সে কিছুটা বাংলা বুঝতে পারে, হয়ত এতে সে সত্য খুঁজে পেয়েছে।

ধ্রুব রাঠের ভিডিওতে কিছু তথ্য যোগ হয় নাই, তবে সে যেহেতু বিখ্যাত বেশী ফলে দর্শক বেশি পেয়েছে এবং সারা বিশ্বে লোক বেশি জেনেছে।

তবে এদের ভিডীও প্রকাশ হয়েছে আমাদের দেশের নেট লাইন বন্ধ থাকার সময়ে, ফলে দেশের অনেক লোক দেখতে পারে নাই।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: আকাশ ব্যানার্জীর গত পরশুর ভিডিওটা দেখবেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গুজব ছড়ানোর জন্য মোদি সরকারকে ধুয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.