![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম মহিলার ওপর হামলার প্রতিবাদে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করতে শুরু করেছেন সুইডেনের নারীরা। ইসলামী শালীন পোশাক বা হিজাব পরিহিতা এক নারীর ওপর হামলার পরিপ্রেক্ষিতে সুইডেনের নারীরা এ পথ বেছে নিয়েছেন।
গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে হিজাবধারী এক নারীর ওপর হামলা চালায় কিছু উগ্রবাদী।
মুসলিম এ নারীর প্রতি সংহতি প্রকাশ করে অভিনব এই সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন নানা ধর্মের নারীরাসহ রাজনীতিবিদ এবং টিভি উপস্থাপিকারা। রাজনীতিবিদ আসা রোমসোন, ভেরোনিকা পাম এবং টিভি উপস্থাপিকা গিনা দিরাউই এরইমধ্যে hijabuppropetহ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলোতে হিজাব আবৃতা ছবি আপলোড করেছেন। খবরটি এখানে পাবেন
২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন প্রতিবাদ ++++++++++++
৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
আহলান বলেছেন: Really nice
৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
টুম্পা মনি বলেছেন: দারুণ!!!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice