![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের অনেক রকম হবি আছে । আমার একটি হবি হলো ডিজিটাল ফরমেটের বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন কালেক্ট করে রাখা । কালেক্ট/ডাউনলোড করেই শেষ , পড়ার সময় কই? অনেকদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর ম্যাগাজিন সংগ্রহ করেছি । যেমনঃ কম্পিউটার, টেকনোলোজি, ইলেক্ট্রনিক্স, খাবার, লাইফ স্টাইল, ফিটনেস , বিজনেস, প্রকৃতি, গেমিং, এডাল্ট ইত্যাদি ।
মুল কথায় আসি , আমি আমার ম্যাগাজিন গুলো আপলোড করে লিঙ্ক গুলো সামুতে শেয়ার করতে চাই । আপনারা হয়তো বলবেন , শেয়ার করতে চান শেয়ার করেন , এতো তেনা প্যাচান ক্যান ?
আসলে ত্যানা পেচাইতেসি এই জন্য যে, আমি জানতে চাই আপনারা ইন্টারেস্টেড কিনা । মানে সহজ ভাষায় , আপনারা ম্যাগাজিন গুলো চান কিনা ?
আপনাদের মতামত কমেন্টে জানান । ধন্যবাদ সবাইকে ।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭
শিব্বির আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
গুগোল ড্রাইভে আপ করবো ভাবসি । পিডিএফ ফাইলে পাসওয়ার্ড থাকবে , পিডিএফ ফাইলের নাম কখনোই ম্যাগাজিনের নামে হবে না , এরপর জিপ ফাইল করা হবে পাসওয়ার্ড দিয়ে আর জিপ ফাইলের নামও ম্যাগাজিনের নামে হবে না । এইভাবে রিজিউম সাপোর্ট দেয় যে সব ক্লাউড ফাইল হোস্ট সেগুলো ব্যাবহার করা হবে । নো ক্যাপচা । পাসওয়ার্ডগুলো শুধু সামুতে দেয়া হবে ।
কিছু ক্লাউড ফাইল হোস্ট এর নাম সাজেস্ট করেন ভাই।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২০
শিব্বির আহমেদ বলেছেন: পাসওয়ার্ড এর ব্যাবহার আর ফাইলের নাম চেঞ্জ করার কারন হলো যেন ফাইল হোস্ট বুঝতেই না পারে কি ফাইল হোস্ট করা হয়েছে । এতে কপিরাইট আর ফাইল ডিলেটের ঝামেলা থেকে বাঁচা যাবে বলে আমার ধারনা ।
২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শেয়ার করুন ।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫
শিব্বির আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । আপনি কোন ধরনের ম্যাগাজিন চান জানান ।
৩| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
ডাউনলোড পাগলা বলেছেন: DCMA, কপিরাইট ক্লেইমগুলা আসে লিক হওয়া ফাইলের হ্যাশ নাম্বার দিয়ে। কাজেই ফাইলের নাম বদলিয়ে কোন লাভ হবেনা। গুগল ড্রাইভে কপিরাইট নিয়ে অন্য যে কোন ফাইলহোস্টের চাইতে বেশী কড়াকড়ি। ৯৯% নিশ্চয়তা ফাইল টিকবে না। আর জিপ/রার আর্কাইভে পাসওয়ার্ডের ব্যাপারটাও বিরক্তিকর...
ম্যালা ক্যাচাল। বাদ দ্যান ভাই। ইন্টারেস্ট উইথড্র করলাম
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮
শিব্বির আহমেদ বলেছেন: উখে , আপনের কথা মতই আপলোড হপে । এইবার খুশী ত । আপনাদের জন্যই তো আপ করবো ভাইডি । ইন্টারেস্ট উইথড্র করলে কেমনে কি ?
৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫
ডাউনলোড পাগলা বলেছেন: হুদাই বেগাড় খাটবেন? ডাউনলোড কাউন্টারে দেখবেন আপনার শেয়ার করা ফাইল ডাউনলোডে কয়েকশ ছাড়িয়ে গেছে কিন্তু আপনাকে সামান্য একটা ধন্যবাদ দেয়ার সৌজন্যতাবোধ দেখাচ্ছে না কেউ। পোস্টে মন্তব্য পাওয়া তো দূরে থাক, সামান্য "ভালো লাগা" বাটনেও ক্লিক পড়বেনা। ব্লগ বড়ই নিষ্ঠুর জায়গা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম তাই আবারও বলি বাদ দেন এত কষ্ট করা... আমরা এডি ডিসার্ভ করিনা
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
শিব্বির আহমেদ বলেছেন: বেগার খাটবো কেন ভাই ? চিন্তা করছি , ফেসবুক লাইক লক দিয়ে রাখব । লাইক, টুইট বা +১ করলে ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে , না করলে পাওয়া যাবে না ।
ডিসিশান এখনো ফাইনাল করি নাই ।
৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৯
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
খাবার , প্রকৃতি, গেমিং, এডাল্ট ইত্যাদির উপরে আগ্রহী। সব মিলিয়ে কয়টা ম্যাগাজিন হবে ?
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
শিব্বির আহমেদ বলেছেন: গিগা বাইটের পর গিগাবাইট ।
অনেক ম্যাগাজিন । অনেক দিনের কালেকশন ।
৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২
ডাউনলোড পাগলা বলেছেন: মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: খাবার , প্রকৃতি, গেমিং, এডাল্ট ইত্যাদির উপরে আগ্রহী।
লুলরে লুল! এডাল্ট পোস্টাইলে নগদে ব্যান! মডুরা কি চুল ছিড়ব?
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩
শিব্বির আহমেদ বলেছেন: আমার কাছে এডাল্ট গুলোও আছে এর মানে এই না যে ওইগুলোও শেয়ার করবো এখানে । এডাল্ট গুলোর লিঙ্ক শুধুমাত্র ব্যাক্তিগত রিকুয়েস্টে ইমেইলে পাওয়া যাবে । ইমেইলে দেব কিনা সেটা একান্তই আমার উপর নির্ভর করে । এতটুকু নিশ্চিত থাকেন যে পাবলিক প্লেসে ওইগুলা দিব না । কমন সেন্সের ব্যাপার ।
৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
ডাউনলোড পাগলা বলেছেন: লাইক ম্যান্ডাটরি করার সিস্টেম করে এই অকৃতজ্ঞ জাতি থেকে জোর করে কিছু কৃতজ্ঞতা আদায় করতে পারলে খারাপ নাহ চাইলে PPD অ্যাফিলিয়েট ফাইলহোস্ট ব্যবহার করতে পারেন। তবে তাতে অন্য অনেকের গা জ্বলতে পারে। সো, খেয়াল কৈরা!
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
শিব্বির আহমেদ বলেছেন: নাহ , পিপিডি ফাইল হোস্ট ব্যাবহার করব না । ব্যাবহার করলে অনেকেই ঝামেলা মনে করে ডাউনলোডই করবে না । সহজে যেন ডাউনলোড করতে পারে সেই ব্যাবস্থাই করবো । ১০০+ এমবির একটা ফাইল আপলোড করে একটা মাত্র লাইক দিতে বাধ্য করতেই পারি ।
৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩
ডাউনলোড পাগলা বলেছেন: পিপিডি বাদ দিলে আমার বিবেচনায় আরবদেশী গালফআপ বেস্ট! অনেকদিন ধরে ব্যবহার করছি। কপিরাইট ক্লেইম পাত্তাই দেয়া এরা। তাই কোন ফাইলই ডিলিট হয়না দ্বিতীয় পছন্দ আপটুবক্স। আরও মিরর চাইলে এমবেডআপ্লোড ব্যবহার করতে পারেন
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
শিব্বির আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই ।
১. আমি যদি ফাইল এডিট করে বা ফাইল সাইজ কমিয়ে যদি আপলোড দেই আর তারপর আগে বলা পাসওয়ার্ড আর ফাইল ন্যাম এর ব্যাপারটা করি তাহলেও কি কপিরাইট ক্লেইম আসবে ?
২. আপনার দেয়া ফাইল হোস্টগুলো ট্রাই করে দেখবো , বাট তারা কি ডাউনলোড স্পিড লিমিট করে বা প্যারালাল ডাউনলোড সাপোর্ট করে ?
৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
ইশতিয়াক হোছাইন বলেছেন: আমি চাই, সব ধরনের ।
১১ ই জুন, ২০১৩ রাত ১:১৪
শিব্বির আহমেদ বলেছেন: ওকে
১০| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
ডাউনলোড পাগলা বলেছেন: ১। ফাইল এডিট করলে হ্যাশ বদলে যাবে। কাজ হওয়ার কথা।
২। আপটুবক্স ফ্রি ইউজারদের প্যারালাল ডাউনলোড সাপোর্ট করেনা। গালফআপ করে। তবে দুইটার স্পিডই চমৎকার
১১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
শিব্বির আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রাদার । গুগোল ডক্স , ড্রপ বক্স বা স্কাই ড্রাইভকে ধোঁকা দেয়ার ইচ্ছা আছে ।
১২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:১৩
অযাচিত বলেছেন: পাস ওয়ার্ড ছাড়া দেয়া যায় না? বার বার পাসওয়ার্ড দেয়া খুব ঝামেলা!
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২
শিব্বির আহমেদ বলেছেন: আসলে পাসওয়ার্ড দেয়া , ফাইল কিছুটা চেঞ্জ করা , কমপ্রেসড ফাইল বানিয়ে পাসওয়ার্ড দেয়া এই সব আসলে করা হয় আপলোড কৃত ফাইল কে নিরাপদ রাখার জন্য । ফাইল হোস্টিং প্রোভাইডার যেন বুঝতে না পারে যে কি ধরণের কি ফাইল আপলোড করা হয়েছে তাই এত সব ঝামেলা করা হয় । তাছাড়া DMCA রিপোর্ট যেন আমার ফাইলের জন্য না আসে সেটাও একটা বড় বিষয় ।
ধন্যবাদ আপনার মতামতের জন্য ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩
ডাউনলোড পাগলা বলেছেন: আমি ইন্টারেস্টেড। তবে দুইটা শর্তেঃ

তাই একটু অখ্যাত ফাইলহোস্ট ব্যবহারের পরামর্শ থাকলো, কারণ ঐগুলা কপিরাইটের ধার ধারেনা! ফাইল টিকে থাকবে আজীবন
এমনই এক ফাইলহোস্ট হচ্ছে গালফআপ
১. যে ফাইলহোস্টে আপনার ফাইলগুলা আপলোড করবেন সেটায় ফ্রি ইউজাররা যাতে ডাউনলোডে রিজিউম সুবিধা পায়। ক্যাপচা বিরক্তিকর তাই ঐটা যাতে না লাগে। আপটুবক্স ভালাপাই
২. ফাইলহোস্টিং সাইটগুলো কপিরাইট ক্লেইম আসলে আপনার অতিকষ্টে আপলোডকৃত ফাইলগুলা ডিলিট করে দিবে। যেমনঃ মিডিয়াফায়ারে ফাইল আপলোড দিলে দুইদিনও টিকেনা
বেস্ট অফ লাক!