![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা কেনা,মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে-
প্রকৌশলবিদ্যা সহ প্রত্যেক পড়াশুনায় সহায়ক বিষয়গুলো থাকে। যেমন পদার্থবিদ্যায় পরাশুনা করলে রসায়নবিদ্যা, পরিসংখ্যান সহ আরো অনেক বিষয়ই পড়তে হয়। আবার যন্ত্রকৌশলে পড়লে তাকে তড়িৎকৌশল, পরিবেশবিজ্ঞান, কম্পিউটার সহ আরো অন্যান্য বিষয়েও জ্ঞান লাভ করতে হয়। প্রকৌশল ডিপ্লোমায় বাংলা, ইংরেজী, পদার্থবিদ্যা, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞানের মত বিষয়সমুহ পড়ানো হয়, যেগুলোকে আর,এস, (রিলেটেড সাবজেক্ট) হিসেবে অবহিত করা হয়। এগুলো বাদেও আরোকিছু টেকনিক্যাল রিলেটেড সাবজেক্ট থাকে, যেমন যন্ত্রকৌশলের জন্য ফান্ডামেন্টাল অব কম্পিউটার থেকে শুরু করে প্রোগ্রামিং ইন সি, আরো ইত্যাদি। আমি যখন প্রকৌশল ডিপ্লোমার ছাত্র ছিলাম, তখন এই প্রোগ্রামিং ইন সি বিষয়টা আমাকে অনেক যন্ত্রণা দিছে। কারন আমি ভাবতাম এইটা শুধু শুধুই দিয়েছে, যান্ত্রিক প্রকৌশলীর প্রোগ্রামিং ইন সি পড়ার বা জানার কোনোই দরকার নেই। তাই অবহেলা করে কিছুই না জেনে কোনো কায়দায় পাশ করলাম। কিন্তু যন্ত্রকৌশলে গ্রাজুয়েশন করতে যেয়ে দেখি সেখানেও আবার প্রোগ্রামিং ইন সি ! কি যন্ত্রণা, এই প্রোগ্রামিং ইন সি আমার কোনো কাজে লাগবে ! খানিকটা বিরক্ত হলেও কেনো যেনো মন দিয়ে পড়ে ভালো রেজাল্ট ই করলাম এই বিষয়ে। সি প্রোগ্রামগুলো ও করা শিখলাম, কাজে লাগুক আর না লাগুক, সিলেবাসে যখন দিয়েছে তখন শিখে রাখি এই ভেবে। কিন্তু এই প্রোগ্রামিং ইন সি এর জ্ঞান যে এত কাজে লাগবে, তা আগে কখনো কল্পনাও করিনি। সিএনসি লেদ মেশিনের প্রোগ্রামাবেল অপারেশন শিখতে যেয়ে প্রোগ্রামিং ইন সি বিষয়টার জ্ঞান আমাকে অত্যধিক সাহায্য করেছে। তাই এটাই বুঝলাম যে, প্রত্যেক কোর্স এর সিলেবাসের প্রত্যেকটা বিষয়ই সমান গুরুত্তপূর্ণ, কোনোটাকেই অবহেলা করা উচিৎ নয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
খেলাঘর বলেছেন:
বিয়ে করা কি সিলেবাসে আছে? না থাকলে যোগ করতে বলুন!