![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা কেনা,মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে-
যেসব যুবক সম্প্রদায় বেকার বসে আছেন, অলস জীবন যাপন করছেন কিংবা হন্যে হয়ে চাকরি খুঁজছেন তাদের উদ্দেশ্যে আমার এই লেখনী। আমি জানি, লেখাটা পড়ার পরেও অনেকে নির্বিকার বসে থাকবেন, নিজেদের ভাগ্য উন্নয়নে কোনোই চেষ্টা করবেননা, শুধু আশায় থাকবেন আলাদীনের প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে এসে কবে একটা চাকরি খুঁজে দিবে! তারপরও সামাজিক দায়বদ্ধতা থেকে মোটামুটি তথ্য সমৃদ্ধ করে বেকারত্ব দূরীকরণের বিভিন্ন সুযোগসুবিধা বা সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করছি। আগ্রহীরা প্রয়োজনে আরো তথ্যের জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
পেশায় আমি একজন যান্ত্রিক প্রকৌশলী, যদিও যন্ত্রপাতি তৈরি কিংবা মেরামতের কাজ করিনা। আগে ছাত্র পড়াতাম প্রকৌশলী বানানোর উদ্দেশ্যে আর এখন দেশের শিল্পকারখানার কারিগর ও প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে কাজ করি। আমার ছাত্রদের বলতাম, এখন আপনাদের বলছি- নিজেকে এমনভাবে তৈরি করুণ যেনো চাকরি আপনাকে খুঁজতে না হয়, চাকরিই আপনাকে খুঁজে নেয়। আমি যে প্রতিষ্ঠানে আছি, এখানে সাধারণ মানুষের দক্ষতা অর্জনের এবং দক্ষতা উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিনামুল্যে বিভিন্ন ট্রেনিং গ্রহন করে আপনি হতে পারেন স্বাবলম্বী কিংবা দেশ-বিদেশের দক্ষ কর্মী/কারিগর।
বেকারদের জন্যে আমাদের এখানে প্রচলিত কোর্স সমুহের তালিকা তুলে ধরলামঃ
১। লেদ মেশিন অপারেটর, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
২। মিলিং মেশিন অপারেটর, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৩। ওয়েল্ডার, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৪। ক্যাড ক্যাম ডিজাইনার, মেয়াদ ৬ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট বিজ্ঞান/ ডিপ্লোমা মেকানিক্যাল।
৫। সিএনসি অপারেটর, মেয়াদ ১ বছর, ভর্তির যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট বিজ্ঞান/ ডিপ্লোমা মেকানিক্যাল।
৬। ইলেকট্রিক্যাল, মেয়াদ ৪ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস
৭। রেফ্রিজারেশন এন্ড এসি টেকশিয়ান, মেয়াদ ৪ মাস, ভর্তির যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেনী পাস।
এই প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাসমুহ হচ্ছে ইহা সম্পূর্ণ বিনাবেতনে প্রশিক্ষণ, প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক মাসের জন্যে ৩০০০টাকা করে বৃত্তি প্রদান, প্রশিক্ষণার্থীর নাম জাতীয় দক্ষতা ডাটাবেজে অন্তর্ভুক্তিকরণ এবং প্রশিক্ষণশেষে কৃ্তকার্যদের সনদ ও চাকরি প্রদান।
আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছেকি, তারা বিনা পরিশ্রমেই ফল পেতে চায়। দিনের পর দিন, বছরের পর বছর বসে থাকবে এই আশায়, যেনো কেউ একটা চাকরি দেয়! শুধু সাধারণ পরাশুনা করা অনার্স মাস্টার্স করা ছেলেরাই যে বেকার ঘুরে বেড়ায়, তা না; ইদানীং দেখছি অনেক গ্রাজুয়েট প্রকৌশলীরাও হতাশায় ভুগছে। কারণ একটাই, দক্ষতার অভাব। আপনি যদি দক্ষ না হন, তাহলে আপনি ডাক্তার হন, কিংবা পাস করা ইঞ্জিনিয়ার; কোনোই পার্থক্য থাকবেনা আপনার আর একজন সাধারণ স্নাতক পাস করা বেকারের মধ্যে। কিন্তু কথা হচ্ছে, দক্ষতা অর্জন করুণ, দক্ষ হউন, তখন দেখবেন অনেক বড় বড় ডিগ্রী নেওয়া ব্যক্তির চেয়েও আপনার আয় অনেক বেশি। আমাদের দেশে তেমন কোনো সম্পদ নেই, যেকারণে আমরা ধনী না। কিন্তু আমাদের দেশে যে জনশক্তি আছে, এই জনশক্তি যদি দক্ষ হয় তাহলে বাংলাদেশের মত ধনী দেশ আর কোনোটা হবে বলে আমি মনেকরিনা। কিন্তু দক্ষ হতে হবে, কর্মঠ হতে হবে। শুধু শুধু বছরের পর বছর ধরে অধ্যয়ন করে কেরানী হবার উপযুক্ত ডিগ্রী নিয়ে আর শুয়ে বসে দিনরাত প্রার্থনা করলে সফলতা আসবেনা। সফলতার জন্যে চাই কারিগরি জ্ঞান।
বাংলাদেশে এখন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বেকারত্ব দূরীকরণে বিনামুল্যে সরকারি ও বিদেশী অর্থায়নে বিভিন্ন ট্রেনিং প্রদান করে যাচ্ছে, সাথে রয়েছে বৃত্তি ও চাকরির ব্যবস্থা । আগ্রহীরা এসব প্রতিষ্ঠানে খোঁজ নিন, দক্ষ এবং স্বাবলম্বী হউন এই প্রত্যাশায় কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা দিলাম।
১। http://www.bitac.gov.bd/ ২। http://www.step-dte.gov.bd/ ৩। http://www.seip-fd.gov.bd/ ৪। http://beioa.org.bd/ ৫। http://www.idb-bisew.org/ ৬। https://www.facebook.com/Bkttc/ ৭। https://www.facebook.com/bgttc14/ ৮। http://www.mawts.org/
২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬
অবনি মণি বলেছেন: বেকার হবার সময় ঘনিয়ে আসছি।আপনার ব্যাপারটা মাথায় রাখলাম।
৩| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২১
raselabe বলেছেন: আপনি খুব বলেছেন । যে আপনার মত ইঞ্জিনিয়ারিং পাশ করেও কি এই সব টেনিং নেবে ? একটা জবে আশেন তো তাই বড় বড় বুলি ছুটাছেন। ইঞ্জিনিয়ারিং করে যখন বেকার থাকা যায় তখনি বোজা যায়, কত ধানে কর চাল। আপনার কি মনে হয় একজন ইঞ্জিনিয়ার কি ঐ লেদ, এয়ারকন্ডিশন ইত্যাদি টেনিং করে জীবাকার্জন করা সম্ভব???? যত্ত সব যোচুরি ভোগাস কথা বার্তা.।.।.।.।
১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
শিহাবুর রহমান বলেছেন: নির্বুদ্ধিতার পরিচয় না দিয়ে ভালো করে পড়ে দেখেন, ওখানে ক্যাড/ক্যাম এর কথা ও লিখা হয়েছে। আর তাছাড়া শুধু এই কোর্সগুলোয় ভর্তি হতে কে বলেছে, আরো অনেক কোর্স আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলোর ন্যুনতম যোগ্যতাই প্রকৌশলে স্নাতক পাস ! @raselabe
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি যে আলাদিনের প্রদ্বীপের কথা বললেন, সেটা পেলে বোধ হয় চাকুরী থেকে ভালো করতে পারতাম; আপনি একটু সাহায্য করবেন প্রদ্বীপের ব্যাপারে?