| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন একটা ছেলে,,নাম নাম তৌহিদ আকন্দ সাহেদ,,নিজের সস্পর্কে বলার মত কিছুই নেই তবে এতটুকু বলতে পারি শত ভাগ ভালো মানুষ না তেমন শত ভাগ খারাপ ও না,,আমার কথা বার্তা শত ভাগ সঠিক হবার সম্ভাবনা ও কম,,তবে চেষ্টা করি মন্দের বেড়াজালে ভালো কে টেনে বের করতে,,,আমি ব্লগে তেমন একটিব না বুঝি ও কম, , তবে আমার ফেসবুক আইডির নাম Tas DE Sun,ফেবু বা ব্লগ এ সব সখ করে ঘাটাঘাটি করি,,
যত বলেছি মুখে আমি
ঢের বেশি জমেছে বুকে,
তাই তো জল উথলে উঠেছে
বোমি হয়েছে তোমার সুখে,,
যত বলেছি গুনগুনিয়ে
তারও জোরে ঝিঝি ডেকে যায়,
তাইতো সাগর উত্তাল হয়েও
গভীরে অভিমানে ঠিক ফিরে যায়,
যত মেঘ উরে আকাশে ভাসে,,
সবাই ভাসায় না মাটি,পাহাড়,
কেউ নেমে আসে চৌত্র রোদে
কেউবা আসে নামলে আধার,,
রংধনু টা মনে একেছি
বাস্তবতায় পরেছে বাজ,,,
তাইতো আমার স্বপ্ন ভেঙ্গে
মন সেজেছে বিরহের সাজ,,
,,
আমার ফেসবুক আইডি Tas DE Sun,,
©somewhere in net ltd.