![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার কিছু নাই,শুধু লেখার আছ গল্প বলতে ভয় পাই,যদি লোকে সমালোচনা করে পাছে তাই বলে কেউ কপি করবেন না লেখা,এটা একান্তই লেখকের আপত্তিকর হলে পোষ্ট বাতিলের ক্ষমতা আছে কর্তৃপক্ষের
"নাগর আমার নিঠুর বড় মন বোঝে না/আমার ভাঙ্গা খাচা পড়ে আছে সেতো আসে না/পোড়া মনে ভালবাসা সেতো আসে না"-টিভি চ্যানেলের এই যুগে থুক্কু বাংলা সিরিয়ালের এই যুগে যাদের গানের এই লাইন দুইটা মনে পড়তাছে না ,মনে পড়তাছে না যে এটা কোন সিরিয়ালের,আমি বলব তাদের চেয়ে সুখি পরিবার বাংলাদেশে আর নাই।আমি তো ভাই সুখি না।আমার কপালে যে ভাই সুখ নাই।বাংলা সিরিয়াল গুলা আমার আম্মাজানের মাথার হাড় চিবিয়ে খাচ্ছে।
স্বদেশি নাটক হইলে আফসোস হইত না,অন্তত নাটক কম ব্রেক বেশি থাকত কিন্তু ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের কচ্ছপের মত ঘটনা আর সপ্তাহের ছয়দিন দিবারাতের স্বপ্নের মত আমার আম্মাজানের মাথায় হানা দেওয়া আর তো মেনে নেওয়া যায় না।
স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যেমন কোনদিন কোন মুভি দেখানো হবে তার সিডিউল দেওয়া থাকে আমার আম্মাজানের মাথায় অরিজিনাল টেলিকাস্ট সেই সাথে কখন কোন নাটকের রিপিট টেলিকাস্ট হবে সেটাও আমার মা জননীর মাথায় বদ্ধমূল হয়ে আছে।এতে তাহলে আমার কি ক্ষতিটা হচ্ছে?
আমার বাসায় বর্তমানে নিম্নোক্ত নাটকগুলা সম্প্রচারিত হচ্ছে।মিলিয়ে দেখুন তো আপনাদের মা জননী কয়টা কম দেখে বা কয়টা বেশি দেখে।
১/সাত পাকে বাধা (রাত ৯:৩০, জি বাংলা)
২/রাশি (সন্ধ্যা ৭:৩০,জি বাংলা)
৩/টাপুর টুপুর (রাত ৯ টা,রিপিট টেলিকাস্ট সহ,স্টার জলসা
৪/ইষ্টি কুটুম (সন্ধ্যা ৭ টা,রিপিট টেলিকাস্ট সহ,স্টার জলসা)
৫/ভালবাসা ডট কম (সঠিক সময় জানা নাই,স্টার জলসা)
৬/অপুর জীবন/সংসার (সঠিক নাম অ সময় মনে নাই,এটিভি বাংলা)
৭/অগ্নিপরীক্ষা (মাঝে মাঝে,সন্ধ্যা ৭ টা,জি বাংলা)
৮/মা (রাত ৮:৩০,স্টার জলসা)
৯/অবসর সময়ে হুটহাট ঝটিকা সফরে যেকোন নাম না জানা বাংলা নাটকের যে কোন সিরিয়াল
এত নাম সময় সহ কিভাবে মনে রাখলাম?আরে ভাই,একটা অবলা পাখির সামনে দাঁড়িয়ে শিষ বাজালে সেও কিচির মিচির করে অনুভূতি জানায় আর আমি মানুষ হয়ে আমার কানের সামনে দিন রাত চব্বিশ ঘন্টা নাটক গুলা বাজবে আর আমার মনে থাকবে না এটা তো হয় না।গা জ্বালাময়ি ব্যাপার হল এই সব গুলা নাটক এমন সময় প্রচারিত হয় যখন কিনা আপনি তূলনামূলক কোন ভাল অনুষ্ঠান দেখতে বসেন।
এই যেমন আমার অনেক পছন্দের একটা শো হল man vs. wild।এক ঘন্টার এই শো শুরু হয় রাত সাড়ে নয়টায়।কিন্তু সাড়ে নয়টায় যে হয় সাত পাকে বাধা।টিভির সামনে ওই সময় গিয়ে বসলেই বলে,"এক জিনিষ কতবার দেখবি"।জবাবে আমিও একই কথা বলতে পারি কিন্তু বলি না।কারনের এসব শো পুরানটাই বারবার দেখায় কিন্তু বাংলা সিরিয়াল তো প্রতিদিন নতুন এপিসোড দেখায়।
এই নিয়ে আমার আম্মাজানের সাথে প্রতিদিনি কম বেশি মহাভারত রচয়িত হয়।আমার নাটক যখন শুরু হয় তার আধা ঘন্টা আগে এসে টিভইর সামনে বসে থাকেন।এতে উপরি পাওনা হিসেবে আগের নাটকটাও দেখা হয়ে যায়।
এইতো সেদিন সাতটার একটা নাটক টেলিকাস্ট প্রবলেম হওয়াতে সম্প্রচার হয় নি।এদিকে যে আমার আম্মাজানের এতে হার্ট অ্যাটাক হবার মত দশা।তার দাবি আমি এরকমটা করেছি।তার হার্ট বীট ৫.১ সাউন্ড সিস্টেমের মত বাজতে শুরু করে।
আবার গত পরশু দিন বাংলা সিরিয়ালের হাত থেকে আম্মাজানকে রক্ষা করার জন্য বীরপুরুষের মত আম্মাজানকে বললাম,"কালকে চ্যানেলগুলা এমনভাবে চেঞ্জ করব যে জীবনেও খুইজা পাইবা না।দেখমু কিভাবে আর নাটক দেখো" আমার আম্মাজান আমার থেকে এক ডিগ্রি উপরে।তিনিও বীরনারীর মত আমাকে থ্রেট দিলেন,"তাহলে তোরেও আজীমপুর কবরে এমনভাবে পাঠাবো যে তোরেও কেউ আর খুইজা পাইবো না"
নাটক দেখাতে বাগড়া দিলে তো আমাদের নারী সমাজের একটাই চিরচেনা ডায়লগ,"তোরা তো সারাদিন দেখস,আমরা তো খালি রাতের বেলা দেখি।" ওরে নারী সমাজ,সব ভাল অনুষ্ঠান যদি রাতের বেলাতে হয় টাহলে আমরা কি করিব।আমরা পুরুষ সমাজের তো এখন গরুর পালের মত অবস্থা।বেধে দেওয়া মাঠে ঘাস খাও,খাওয়া হয়ে গেলে বেধে দেওয়া পথে বাড়ি চলে যাও,বাড়ি গিয়ে গোয়াল ঘরে নাক টেনে ঘুমাও।অন্য মাঠের ঘাস খেলে হবেনা।
তাই জি বাংলা আর স্টার জলসার নিকট অপ্রেরনযোগ্য আকুল আবেদনঃ
জনাব,
আপনাদের সম্প্রচারকৃত অনুষ্ঠান আর নাটক মালা দেখিয়া আমার আম্মাজান সহ এদেশের অগুনিত আম্মাজান আর বোনেরা টিভর সামনে যেভাবে দখল নিয়েছে স্বয়ং হিটলারও মনে হয় যুদ্ধে অন্য জাতীর উপর দখল নিতে পারে নাই।পাশে চেয়ে তারা দেখেও না যে তাদের সন্তানরা উপযুক্ত বিনোদনের অভাবে জ্বলেপুরে মরছে।তাদের মতে কম্পুটার/ফিচবুক আমাদের মাথা চিবিয়ে খাচ্ছে।তাহলে আমরা করবটা কি।মরার উপর খড়ার ঘা স্বরুপ আপনারা তো আবার নারীপ্রধান নাটক প্রচার করছেন।এতে যে আমাদের কচি মনে নারীভীতি জন্মাচ্ছে টা কি আপনারা বোঝেন না।দয়া করে আমাদের দিকে তাকান।আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আমাদের দুঃখটা একটু বুঝুন
অতএব,হুজুরের সমীপে বিনীত প্রার্থনা,আমাদের কষ্টের কথা মাথায় রেখে নাটকগুলা ছোট করার চেষ্টা করুন
[বিশেষ দ্রষ্টব্য;আল্লাহর রহমতে আমার আম্মাজান হিন্দি চ্যানেল দেখেন না।তাই কোন হিন্দি নাটোকের সম্প্রচার সময় এখানে দেওয়া হয় নাই।আপনার মা-বোন হিন্দি নাটকের ভক্ত হয়ে থাকলে আপনার ভাগ্যের জন্য শুভকামনা]
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
আশিক সীমান্ত বলেছেন: ভাই,আপনার কি মনে হয় আদৌ শুদ্ধ ভাষার প্রসার ঘটতাছে বা তারা শুদ্ধ ভাষা শেখার জন্য নাটক দেখে???
২| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩১
মতিঝিল বলেছেন: ....."বাংলা সিরিয়াল গুলা নারীদের মাথার হাড় চিবিয়ে খাচ্ছে।...."
৩| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬
মতিঝিল বলেছেন: জি বাংলা, স্টার জলসা পরিবেশন করে অখাদ্য, অবাস্তব সব সিরিয়াল। এগুলো অসুস্থ, অভদ্র, সংস্কৃতি ছড়াচ্ছে।
পোস্টে +++++++++++++++++
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭
আশিক সীমান্ত বলেছেন: ধন্যবাদ
৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৮
মোঃ আনিসুর রহমান বলেছেন: ভাইরে স্টার ভাইরাস বড়ই মারত্ব্ক। একবার যদি কোন নারী সংক্রমিত হয় তার আর এ থেকে মুক্তির কোন উপায় নাই।
কথায় আছে,
যার হয় স্টার, তার নাই নিস্তার!
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭
আশিক সীমান্ত বলেছেন: যার হয় স্টার, তার নাই নিস্তার!
৫| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪০
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: MAN VS. WILD আমারও খুবই প্রিয় একটি প্রোগ্রাম । আপনার আনলিমিটেড নেট থাকলে ডাউনলোড করে রাখতে পারেন season গুলো । torrent link
৬| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৩
সাব্বির ০০৭ বলেছেন: যক্ষার চাইতেো মারাত্নক সংক্রামক ভাইরাস হল এই ষ্টার জলসা আর জি বাংলা! আর হিন্দী ফাউল সিরিয়ালগুলাতো আছেই!!! আমরা যামু কই???
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:১৯
আশিক সীমান্ত বলেছেন: যেখানেই যাবেন হাত বাড়ালেন পাবেন।তাই যাওয়ার কোন যায়গা নাই।মা-বোনেরা সব ঘরে ঘরে আছে
৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৫
আইতাছে বলেছেন: পুরাটাই আমার মনের কথা !!!!!!! সব ই মিলে গেলো
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১২
আশিক সীমান্ত বলেছেন:
৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:০৫
একুশে২১ বলেছেন: ভাইরে আম্মার সাথে ঝগড়া করতে করতে এখন বাদ দিয়ে দিছি। একদম মনের কথাগুলই বলেছেন। আমার crime petrol টা খুব ভাল লাগে এইটা নিয়ে আম্মাজান খোটা দেয় যে তুইও তো দেখিস আর আমি সারাদিন পর একটু(!) দেখলেই দোষ। আমার ভাগ্য ভাল যে আমার কোনো বোন নেই তাহলে কি যে হোতো তা আল্লাহ্ই জানে।
৯| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:০৬
লিংকন১১৫ বলেছেন:
আমার বাসায় হারাদিন মা আর টাপুর টুপুর দেহে, এডি দেখলে আমার মেজাজ বিলা হইয়া যায় ।
এডির ভিতর যে কি পাইছে
কারোর কি জানা আছে এই চ্যানেল গুলান রে কেমনে হারাজিবনের লই আমার টিভি থেকে দূর করন যায়
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:২১
আশিক সীমান্ত বলেছেন:
১০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১২
উইত্তোরজিন্দেগী বলেছেন: ভাই রে, এই গান শুনতে শুনতে আমার কানের পোকা মইরা মমি হই গেসে
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:২২
আশিক সীমান্ত বলেছেন: পোকাটারে নিয়া আপনার আম্মাজানরে দেখান।যদি তাদের একটু দয়া হয়
১১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১:১৭
তামজীদ বলেছেন: আর শুদ্ধ বাংলা ভাষার উৎস হলো কলকাতা তাই ওখানকার চ্যানেল গুলো বাংলাদেশে চললে শুদ্ধ ভাষার প্রসার ঘটবে
ভাই/দাদা এই কথা আপনি কোথায় পেলেন বলুন তো?? বাস্তবতা থেকে আমি মনে করি কলকাতার বাংলা আরো বাংলা ভাষাকে দূর্বোধ্য করে তুলছে। একটু কান পাতলেই বা কলকাতার পত্রিকা গুলো পড়লেই তা বুঝা যায়! বিড়াল কে বেড়াল বলা বা বলছি কে বলচি বলা এইটা কোন ব্যাকরণে আছে??!!!! শুদ্ধতার চোটে রাজেশ খান্না কে পর্যন্ত খন্না বানিয়ে ফেলেছে! আগে নিজেদের ভাষা ঠিক করেন, তারপর শুদ্ধ ভাষার প্রসার ঘটাতে আসেন!
১২| ০১ লা আগস্ট, ২০১২ রাত ২:২৩
সাদরিল বলেছেন: মোঃ আনিসুর রহমান বলেছেন কথায় আছে,
যার হয় স্টার, তার নাই নিস্তার!
১৩| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৩
ফিরোজ-২ বলেছেন: আমি টিভি দেখা ছাইরা দিসি এই কারনে......।
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯
আশিক সীমান্ত বলেছেন: কন কি ভাই???আপনি তো দেখি ভাই দেবদাসের ডিজিটাল ভার্সন।আপনার জন্য ভাই সমবেদনা
১৪| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:০২
Sohelhossen বলেছেন: আমার মা স্টার জলসা ছাড়া আর কিছু দেখে না । সময় কাল সন্ধ্যা ৭.০০- রাত ১০.৩০ । এই সময় এর ভিতর কোন নাটক বাদ গেলে পরদিন রিপিট টেলিকাস্ট দেখে । দুখের বিষয় এখন আমার ও জানি স্টার জলসা ভালা লাগে । শত হলেও মায়ের পছন্দ
০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:০৬
আশিক সীমান্ত বলেছেন:
বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে থাকা ভাল।সহ্য শক্তি আপনার অনেক বেশি।আমিও আপনার লাইনে হাটতাছি।দোয়া রাইখেন
১৫| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:১৯
সাকিন উল আলম ইভান বলেছেন: ফাইন টিউনিং কইরা চ্যানেল গুলা সরাইয়া ফালান
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০
আশিক সীমান্ত বলেছেন: সেদিন আধা ঘন্টা টেলিকাস্ট বন্ধ ছিল।"ইষ্টি কুটুম"নাটকটা আম্মাজান দেখতে পারে নাই।তিনি মনে করছেন এটা আমার কারসাজি আর আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করেছেন।ফাইন টিউনিং করলে তো আমারে শহীদ ব্লগার বানাইয়া ফেলবেন।
১৬| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৯
জন ঢাকা বলেছেন: আসুন ভাই সকল আমরা সব্বাই মুলাকাত করি। আমার বাড়ীতেও এক ই অবস্থা ।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯
আশিক সীমান্ত বলেছেন: একলগে মুলাকাত করে বসিয়া দরকার হইলে চাইনিজ নাটক দেখবো তাও জি বাংলা,স্টার জলসা আনবো না
১৭| ০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪০
আশিকুর_নূর বলেছেন: আমার বাসায় কলকাতা বাংলা নয় ভারতীয় হিন্দির রাজত্ব বেশি।
@ভাষ্যকার ভাই আপনি কোন দিন এই কলকাতার বাংলা নাটকগুলা দেখেছেন? দেখলে বলবেন তার চেয়ে বাংলা ভাষায় কথা না বলাই ভালো।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১১
আশিক সীমান্ত বলেছেন: মা বোনেরা তো আর শুদ্ধ ভাষা শেখার জন্য দেখে না
আর ভাই,আপনার প্রতি সমবেদনা দেখানো ছাড়া আর কোন উপায় দেখতাছি না।আপনি তো মাইনকার চিপায় ফাইসা গেছেন
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
তাশা বলেছেন: আগে ৭ নাম্বারটা দেখতাম.............. কয়দিন দেইখা মেজাজ এমুন গরম হইসে............
........... এহন নেট থেইক্কা নামায়া মুভি আর কার্টুন দেহি..........
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০২
আশিক সীমান্ত বলেছেন: আপনি তাহলে আরেক অগ্নিপরীক্ষায় শামিল হয়েছেন।টিভিকার্ড লাগাইয়া আমি তো এখন সেডাও পারি না।বাপে দেখে টিভিতে সিরিয়াল,মা দেখে টিভিকার্ডে সিরিয়াল।যামুডা কই
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬
আয়না বাবা০০৭ বলেছেন: আমার লিখাটা দেখতে পারেন Click This Link
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১১
মুয়াজ বলেছেন: আসেন একদিন আমরা সবাই মিলে মাঠে নামি। এই সব চ্যানেল বন্ধ করার দাবি জানাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:২৫
ভাষ্যকার বলেছেন: মজার ব্যাপার, আমার বাসায় ঈন্ডিয়ান ছ্যানেল চলে না তাই এগুলো সম্মন্ধে আমার কোনো ধারনা নেই । তবে আমি মনে করি ওই হিন্দী-উর্দূর মতো বাজে সব ভাষার চ্যানেলের চেয়ে বাংলা চ্যানেল উত্তম । বাংলা বাংলাই তা ঢাকার হোক বা কলকাতার । মনে রাখবেন বাংলাদেশ দেশটি মূলত বাংলা ভিত্তিক তাই বাংলা নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদের কোনো যৌক্তিকতা নেই । বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্র নাথও কলকাতার । আর শুদ্ধ বাংলা ভাষার উৎস হলো কলকাতা তাই ওখানকার চ্যানেল গুলো বাংলাদেশে চললে শুদ্ধ ভাষার প্রসার ঘটবে ।