নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবাদী মানুষ একটু থামেন

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

আমার খুব ভালো লাগার একটি কবিতা দিয়ে আজকের লেখাটি শুরু করলাম।অনেক কিছু করতে ইচ্ছে করে এ পৃথিবীর জন্য দেশের জন্য।চিৎকার করে এ দেশের সুবিধাবাদী মানুষ গুলকে বলতে ইচ্ছে করে ভাই থামেন,একটু তো লজ্জা পান।বেহায়াপানার একটা লিমিট আছে। যাই হউক সুবিধাবাদী ভাই এবং বোনেরা একটু ব্রেক টানেন।এই কবিতা টা পড়ে একটু স্থির হউন,কিছু তো শিখেন।

ছাড়পত্র
---সুকান্ত ভট্টাচার্য

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

নিলু বলেছেন: বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে , কবি রবি ঠাকুর বেঁচে থাকলে , একথা আর স্বীকার করতে পারতেন বা বলতেন কি ?

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

তাহের অন্তরা বলেছেন: কবি এখন বেচে থাকলে তার এ কবিতা আপডেট করে ফেসবুকে স্ট্যাটাস দিতেন হয়তো

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

ভিটামিন সি বলেছেন: আপনি তো কঠিন মাল। আপনার প্রোফাইলে লিখেছেন আপনার সাথে টক্কর দিয়ে কেউ পাড় পাবে না। এরশাদ চাচা্ও কি আপনার পাড় খুজে পায় নাই?

/*পাড় না, এখানে হবে পার। */

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

তাহের অন্তরা বলেছেন: কেন ভাই এত মানুষ থাকতে আপনি এরশাদ চাচা র কথা বললেন কেন? আর আমি এখানে পাড় ই লিখেছি ভাইয়া :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.