নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

এস এস সি,তুই পালা

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

হায়রে বেচারা এস এস সি পরিক্ষা,এবার তুই পালা। ২ দলের দলাদলি,মারামারি এর মাঝে ফেঁসে গেলো এস এস সি পরীক্ষার্থীরা এবং অবশ্যই তাদের পরিবার। আমার ছোট বোন ও এস এস সি পরীক্ষা দিবে। হরতাল পরে যাওয়ার কারনে পিচ্চি আপুটা বুঝতে পারছে না সে পড়বে কিন্তু প্রিপারেশন নিবে কোন বিষয়ের। ২ তারিখের পরীক্ষার নাকি হরতাল শেষ হওয়ার পরে প্রথম যে পরীক্ষা টি পড়বে সেটির।উত্তরে আমি তাকে সান্তনা দিলাম যে “১৯৯৬ সালে সম্ভবত বি এন পি ক্ষমতায় ছিল এবং সেইবার আওয়ামীলীগ এর যন্ত্রণায় এস এস সি পরীক্ষা ৩ মাস পিছিয়েছিল(বেচারা এস এস সি),এর তুলনায় তো তোমারা অনেক ভালো আছ আপু “।এই ব্যাখ্যা পেয়ে আমার পিচ্চি বইন একটু রিলাক্স হল।এখন বুঝেন তাইলে ব্যাপারটা।
আমি বুঝি না এত্ত বড় ২ রাজনৈতিক দলের(শুধু নামে,কামে আন্ডা) প্রবলেম টা কি? আমার কি মনে হয় জানেন ভাই এনাদের আসলে কোন প্রবলেম নাই তো ,তাই খুইজা খুইজা দুনিয়ার সব প্রবলেম বের করে। যে প্রবলেম খালি চোখে দেখা যাবে না দরকার হলে ওইগুলো ও বের করবে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে(জীবনে অণুবীক্ষণ যন্ত্র দেখছে নাকি আল্লাহ্‌ই জানে)।
আমি তো আমার বাসার বুয়া যেভাবে ঝগড়া করে আর এরা যেভাবে ঝগড়া করে তার মধ্যে কোন পার্থক্যই দেখি না।মাঝে মাঝে মনে আমার বাসার বুয়ারাও অনেক ভালো।এদের অনেক ভালো একটা মন আছে।এরা নিজেদের এবং অপর মানুষ কে অনেক অনেক ভালোবাসে(যদিও বুয়াদের এখন যে ভাব, বাপরে)।
সে যাই হউক আমার পিচ্চি আপুটার জন্য সবাই দোয়া করবেন।এবং নিশ্চয়ই আমার মতো আপনাদের অনেক পিচ্চি আপু এবং ভাইয়ারা এস এস সি পরীক্ষা দিবে তাদের জন্য রইলো অনেক অনেক ভালবাসা এবং দোয়া।(বাকি যারা আছেন তারাও সবাই ওদের সবার জন্য দোয়া করবেন।)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১০

শাহরীয়ার সুজন বলেছেন: হাম্বালীগ আর বিম্পি মিইল্লা,পুলাপাইনের জিন্দেগী তামা তামা কইরা দিতাছে।
এরা কখনো দেশের বা দেশের মানুষের কথা ভাবেনা।
এমন রাজনীতির খ্যাতা পুরি....

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮

তাহের অন্তরা বলেছেন: মঝে মাঝে মনে হয় কি জানেন ভাই আমাদের এলাকার বুয়াদের দিয়াই একটা দল বানায় নেই । আর যাই হউক এই হাম্বালীগ আর বিম্পি এর মতো তো আর ঘাস কাটবো না ।কি বলেন?

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮

খেলাঘর বলেছেন:


১৪ লাখ পরীক্ষার্থীর পক্ষে, পরিবারের ৭০ লাখ মানুষ লাঠি নিয়ে নামেন, পাকী ম্যাডাম সৌদী আরব চলে যাবে, সাথে যাবে হরতাল।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

তাহের অন্তরা বলেছেন: আমি ,আমার মা বাবা এবং আমার বোন রেডি আছি কিন্তু বাকি ৬৯৯৯৯৯৬ জন মানুষ কি রেডি? আর আমরা শুধু কেন আর বাকি দেশবাসী নামলে ক্ষতি কি?

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২২

খেলাঘর বলেছেন:

আপনি কি সামুর 'ওয়াচে' ছিলেন না?

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

তাহের অন্তরা বলেছেন: কেন ভাই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.