![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল নাকি দিয়েছে ২০ দল-খবরটা খুবই দুঃখজনক।
কি হবে এখন এস এস সি পরীক্ষার্থী এবং তাদের পরিবারের। সবকিছুর একটা লিমিট আছে তাই না। আপনারা যা ইচ্ছা তাই করবেন নাকি ভাই। একটু থামেন,একটু কিটক্যাট ব্রেক টানেন। আমি আপনাদের একটা বুদ্ধি দেই এস এস সি পরিক্ষার মধ্যে যতগুলো হরতাল দিবেন তা সব আপাতত স্টোর কইরা রাখেন।পরিক্ষা শেষ হইলে না হয় দিয়েন।এতে আপনাদের ২টা লাভ........
১।১৪ লক্ষ এস এস সি পরীক্ষার্থী এর পরিবারের ভোট এবং দোয়া ২ টাই পাবেন।আর বাকিরাও ইমপ্রেস হইয়া ভোট দিয়া দিবে,নো চিন্তা ডু ফুর্তি(যান আমি এটলিস্ট আমার স্কুলের সবার ভোটের দায়িত্বটা নিলাম।)
২।যেহেতু স্টোর করা হরতালও দিবেন কয়দিন পর তাই হরতাল দেয়ার আপনাদের স্বপ্ন পূরণ হবে।
(রাজনীতি করতে কি আবার এত প্যারা নিতে হয় নাকি,এটা তো পানির মতো সহজ।)
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
তাহের অন্তরা বলেছেন: হা হা সত্যি ভাইয়া আসলেই প্যারা নিতে হয় না তো। ট্রাই করে দেখতে পারেন।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
যোগী বলেছেন:
আইডিয়াটা খারাপ না, একটা ব্রেক নিতেই পারে তারা।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪
তাহের অন্তরা বলেছেন: সেটাই তো। আর যদি তাও না নেয় তবে আমদের সবাইকে ১টা করে কিটক্যাট কিনে দিক
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২
রাফা বলেছেন: কিটক্যাট ব্রেক.....।
এরপর আবার ক্যাডবেরি ব্রেক চাইবেন না -তো ?
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
তাহের অন্তরা বলেছেন: ওহো আপনি কিভাবে বুঝলেন আমার চকোলেট যে অনেক প্রিয় ।।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
এসব চলবে না..... বলেছেন: এই জ্ঞান কি তাদের আছে?
তাদের নেত্রী তো জেএসসি পাশ।
এসএসসি'র মর্যাদা কি বুঝবে?
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩
তাহের অন্তরা বলেছেন: জেএসসি পাস ও না .........তখন তো আর জেএসসি ছিল না
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
ভূতের কেচ্ছা বলেছেন: রাজনীতি করতে কি আবার এত প্যারা নিতে হয় নাকি,এটা তো পানির মতো সহজ।)
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬
তাহের অন্তরা বলেছেন: কেন ভাই বলুন তো আপনার কি কোন সন্দেহ আছে ......আমার তো মনে হয় ভূতের কেচ্ছা শোনার চেয়ে অনেক বেশি সহজ
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বলে কি!
রাজনীতি করতে কি আবার এত প্যারা নিতে হয় নাকি,এটা তো পানির মতো সহজ।
যা হোক কিটক্যাট ব্রেক আজ জাতির দাবি।