![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামায জান্নাতের চাবি।কিন্তু তবুও এই জান্নাতের চাবির প্রতি আমাদের এত অবহেলা,এত অলসতা কেন । নামাজ পড়তে কি খুব বেশি একটা সময় লাগে, বেশি হলে ১০ থেকে ১৫ মিনিট । তবুও আমরা এই ১৫ মিনিট সময় বের করতে পারি না।
নিজেই নিজের নামায না পড়ার বাহানা খুঁজতে থাকি। আমি জানি সবাই আমরা খুবই ব্যস্ত। আমাদের অনেক কাজ,অনেক দায়িত্ব, অনেক ঝামেলা ,অনেক বেদনা।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ,সবচেয়ে মূল্যবান দায়িত্ব, সকল ঝামেলা এবং বেদনা অবসানের একমাত্র উপায়,আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর চোখের প্রশান্তি নামাযের কথা ভুলে যাই কি করে।
আল্লাহ্ তায়ালার কাছে এই পরন্ত বিকেলে একটি অনুরোধ,তিনি আমাকে আপনাকে আমাদের সকলকে হেদায়েত এবং নামায পড়ার তৌফিক দান করেন--আমিন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮
তাহের অন্তরা বলেছেন: ঠিক বলেছেন ভাই
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
খেলাঘর বলেছেন:
আপনি নামাজ পড়েন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
তাহের অন্তরা বলেছেন: ভাই এটা একটা অদ্ভুত প্রশ্ন আমার মতে------------ কারণ কোন মুসলমান নামায পড়বে না এটা আমি মানতে পারি না। এবং আমাদের অনেকের এই প্রবলেম টা আছে দেখলাম............কাউকে নামায পড়ার কথা বললে আমকে আস্ক করে আমি নামায পরি কিনা।-----------এবং---------- আমার উত্তর টি হল -----------আমি আল্লাহ্র রহমতে এবং সবার দোয়ায়------------ আমি নামায পড়ি।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
শাহরীয়ার সুজন বলেছেন: হুম নামাজের অনেক শারীরিক উপকারীতাও রয়েছে। আমরা অনেকেই ব্যায়ামের পিছনে অনেক সময় ব্যয় করি। কিন্তু আমরা যদি ঠিক মতো নামাজ পড়ি,তাহলে ইবাদতের পাশাপাশি ব্যায়ামের কাজটাও হয়ে যাবে। তবে শুধু ব্যায়ামের উদ্দেশ্যে নামাজ পড়া উচিত নয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
তাহের অন্তরা বলেছেন: ভাইয়া আপনার কথায় যুক্তি আছে।এর সাথে আমি আর একটা কথা এড করবো। আল্লাহ্ তায়ালা যে আমাদের সৃষ্টি করেছেন,তাকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি নামায পরি তাহলে তিনি অবশ্যই আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টটির জন্য ছবিটিই যথেষ্ট ছিল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
তাহের অন্তরা বলেছেন: তা আমি জানি ভাই.........কিন্তু কি করবো বলেন............ কোন কিছুর আগে অথবা পরে কিছু না লিখলে আমার হাত কিরমির করে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
মোফিয বলেছেন: আমিন
আসলে আমরা চোখের সামনে বেত বা বন্দুক না দেখলে মানুষ হই না ......