![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মাইয়ারা সত্যি পরাধীন। ক্যান ভাইজান ,আব্বাজান , স্বামীজান, ছেলেজান ,(তাছাড়া আমার আম্মাজানরাই বা বাদ জাইবেন ক্যান) আমাদের ভুল টা কি একটু বলবেন? আমার মাঝে মাঝে মনে হয় ভুল টা হয়তো আমাদের মাইয়াদের আবার মাঝে মাঝে মনে হয়, আশেপাশের অনধিকার চর্চাকারি মানুষের।আবার মনে হয়.........ধুর যাউকগা।
আমরা মেয়েরা যখন স্কুলে পড়ি তখন কোন সিদ্ধান্ত নিতে চাইলে অথবা বাইরে কথাও ঘুরতে যেতে চাইলে বাসা থেকে সরাসরি বলে দিত-“ আগে কলেজে পড় তারপর যেখানে ইচ্ছে যা ইচ্ছে তাই কর।“
স্কুল থেকে কলেজে উঠলা যথারীতি কৌতূহল মন ধরেন সিদ্ধান্ত নিতে চাইলো অথবা বাইরে কথাও ঘুরতে যেতে চাইলো, আবার যথারীতি বাসা থেকে বলল- “ইউনিভার্সিটি উঠ তারপর যেখানে ইচ্ছে যা ইচ্ছে তাই কর।“
আমরা অবশেষে ইউনিভার্সিটিতে উঠলাম এবং বরাবরের মতো কৌতূহল মন বাঁধা মানতেই চাইলো না কিন্তু আফসোস আফসোস আফসোস , “বাসা থেকে বলল বিয়ের পর যা ইচ্ছা তাই করিস মা।“
ধুর মিয়া, এইডা কিছু হইলো ।আমি বুইঝা গেছি জীবনেও এই কৌতূহল মনরেও থামাইতে পারুম না।পারুম না নিজের ইচ্ছা মতো কিছু করার পারমিশন। খুবই উত্তম(যাই হউক উত্তম কুমার চইলা আইসেন না)।তখন মন আমাদের বইলা উঠে- “বিয়া করতে মুন চায়”।
যাই হউক বিয়া তো করবো।কিন্তু এইখানে,একটা বড় কিন্তু আছে,জামাইটা যদি হয় ইবলিশ ।তাইলে তো আমরা মাইয়ারা শেষ।
সবকিছু করলাম স্বামীর লেইগা,বাপের লেইগা,ভাইয়ের লেইগা, ছেলের লেইগা.........কিন্তু আফসোস সবশেষে শুনলাম,আমরা নাকি স্বার্থপর ,গিবতকারি, ঝগড়াটি , কুটনি , হিংসুটে , লোভী ।
আমার কথা হল আমরাও তো মানুষ।আমাদের ও কিছু ইচ্ছা থাকতে পারে।নিজের মতো করে বাঁচার, কল্পনা করার, নিজের জন্য কিছু করার। কিন্তু বেশির ভাগ মেয়ে তাদের ইচ্ছাটিকে নিজেই গলা টিপে হত্যা করে।আমার প্রশ্নটি হল, কেন? শুধুমাত্র নিজের নামের সাথে এই নামগুলো (স্বার্থপর ,গিবতকারি, ঝগড়াটি , কুটনি , হিংসুটে , লোভী) জুড়ে দেওয়ার জন্য।
ভুলে যাবেন না আমরা মা, আমরা মেয়ে, আমরা জীবনসঙ্গী, আমরা বোন এবং আমরা সবচেয়ে ভালো বন্ধু।বিশেষত আল্লাহ তায়ালা মেয়েদেরকে সবচেয়ে বেশি,সবার চাইতে বেশি সম্মান দিয়েছেন।
হতে পারি আমরা গৃহিণী ,হতে পারি চাকুরীজীবী,হতে পারি বেকার,হতে পারি ছাত্রী। কিন্তু আমদের সবার নিজের পরিচয় আছে। আমরা যে যেখানেই থাকি না কেন,আমরা কারো কাছে সস্তা হবো না, তাহলেই আমদেরকে কেউ সস্তা ভাববার স্পর্ধাও করবে না। আমরা যেমন সবচেয়ে নরম, তেমনি প্রয়োজনে সবচেয়ে কঠোর।আমরা মানুষ ,রক্তে মাংসে গড়া আল্লাহ্র বান্দি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
তাহের অন্তরা বলেছেন: ভাইয়া আমি আপনার কথায় একদম ই একমত।
আমার মেয়ে হলেও আমি ওকে অনেক বিষয়ে সাবধান করবো।কারন বর্তমানে পৃথিবী তথা দেশের যে অবস্থা।
তাই দরকার আমাদের প্রত্যেকের(ছেলে এবং মেয়ে) আল্লাহ্র বিধান মেনে চলা,এর কোন বিকল্প নেই। কিন্তু কিছু মানুষ এমন ও আছে যারা মেয়েদের মনের স্বাধীনতাটুকু দেয় না।
এই যেমন ধরুন আমকে যদি আজ কেউ বলে সামুতে তুমি আর লিখবে না।
এটা তো একটা উদাহারন,এরকম হাজারটা ব্যাপার আছে
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
আহলান বলেছেন: উহহাহাহা..... পড়ে বেশ ভালো লাগলো ....আমাদের সমাজে আসলে মেয়েদেরকে মেয়ে হিসাবেই দেখা হয়, মানুষ হিসাবে নয়। কিছু নরপশুর কারণে বাধ্য হয়েই অভিভাবকেরা মেয়েদেরকে বেশী লুক আফটার করেন। তারপরেও তো কত জনকে ইশকুলের পোশাক পরিহিত অবস্থায় কত জায়গায় আপত্তিজনক অবস্থায় দেখা যায় ... সবই তার ইচ্ছা ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
তাহের অন্তরা বলেছেন: একদম ১০০% সত্যি কথা বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর বলেছেন ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
তাহের অন্তরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
যোগী বলেছেন:
এত চিল্লান কেন আপনাদের কে অসন্মান করেছে।
খালি গেল গেল সন্মান গেল, মান গেল করে চিল্লানি!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫
তাহের অন্তরা বলেছেন: হা হা হা । আরে যোগী ভাই চিল্লাইলাম কই বলেন তো ।আমি তো শুধু লিখলাম মাত্র । আপনার ভালো না লাগলে ইগনর করেন। আর যে অসম্মান করছে তারই বলসি ,কিন্তু আপনার এত লাগলো কেন ? বুঝলাম না ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
হাসান মাহবুব বলেছেন: পছন্দ হৈসে। (তয় আমি কিন্তু ম্যারেড )
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬
তাহের অন্তরা বলেছেন: ধন্যবাদ(ভাইয়া ভাবিকে সালাম দিয়েন )
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭
যোগী বলেছেন:
লাগে নাই।
দেরি কেন বিয়াডা কইরা ফালান।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭
তাহের অন্তরা বলেছেন: হাহা .........অকে
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
নিস্পাপ একজন বলেছেন: কয়টা মেয়ে বাবা মায়ের কথা মত নিজেকে কন্ট্রোল করতে পারে? আপনি যখন মা হবেন তখনো আপনি আপনার মেয়ের ভালোর জন্যই এগুলো বলবেন।
সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগল।