![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়া বড়ই জ্বালার জিনিস। “মায়া করিলেও জ্বালা, না করিলেও জ্বালা।” এখানেই শুরু হয় এক নতুন সূচনার অথবা ইতি টানে এক দীর্ঘ পথ চলার।
পৃথিবীর গুণী নামি দামী বিজ্ঞানীগণ অনেক গবেষণা করে বের করেছেন কি জানেন, মাকড়সার জ্বাল নাকি সবচেয়ে বেশি ভয়ংকর, তারা কখনই তাদের শিকারকে কাবু করতে বিফল হয় না।
কিন্তু সবচেয়ে ভয়ংকর , আক্রমণাত্মক মায়া জ্বালের কথা ভাবিনি কেউ। যাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না । শুধু হৃদয়ের মাঝে অনুভব করা যায়।
কিন্তু মানুষের মন এমনকি মানুষ নিজেও যে বড় বেশি অদ্ভুত। এর পরিধি যে মায়ার জ্বাল কেও হার মানায়। ছটোবেলায় মা আমাদের মানুষখেকো , ভূত , পেত্নি , ডাইনির গল্প বলতো। সেই মানুষখেকো , ভূত , পেত্নি , ডাইনির গল্প শুনে কতবার যে জব্দ হয়েছি তার হিসেব নেই।
কিন্তু এখন কি হবে বলেন তো, মা এখন তো ভূত পেত্নির কথা বলে ভয় দেখায় না। মা বলে আজকে বাইরে যেয়ো না, বাইরে অবরোধ , হরতাল ,বোমা , ককটেল , আগুন ,বাস , মৃত্যু , রাজনীতি। বাহ চমৎকার । কতো সহজে ভূত পেত্নি বিদায় নিল কিন্তু জায়গা করে নিল আমাদের দেশের রাজনীতি ।
৭২ ঘণ্টটার হরতালের দ্বিতীয় দিন আজ । জানি না আর কতো দিন এই জ্বালাও পোরাও আন্দোলন চলবে। আজকে জানিনা কতো মানুষ খুন হবে,আর কতো অশ্রু ঝরবে,আর কতো হাহাকার, আর কতো চিৎকার, আর কতো আর্তনাদ শুনবো । হে আল্লাহ্ , হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাদের সবাইকে শক্তি দিন।
মায়ার মতো কঠিন জ্বালও হার মানলো তাহলে রাজনীতির সামনে ? সাব্বাস বাংলাদেশের রাজনীতি, সাব্বাস । তোর কাছে দেখি সবই জব্দ । বাংলাদেশের রাজনীতি এর অপর নাম মায়াবিহিন , অনুভূতিহীন , রক্তচোষা , মানুষখেকো দৈত্য ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬
তাহের অন্তরা বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু।
কিন্তু এই উপমা বাঘটিকে কাবু করার ঔষুধ কি কারো কাছেই নেই আপু ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: মা এখন তো ভূত পেত্নির কথা বলে ভয় দেখায় না। মা বলে আজকে বাইরে যেয়ো না, বাইরে অবরোধ , হরতাল ,বোমা , ককটেল , আগুন ,বাস , মৃত্যু , রাজনীতি। বাহ চমৎকার । কতো সহজে ভূত পেত্নি বিদায় নিল কিন্তু জায়গা করে নিল আমাদের দেশের রাজনীতি ।
ঠিক তাই..!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
তাহের অন্তরা বলেছেন: অনেক ধন্যবাদ আফসানা আপু।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হাসিনা খালেদা যতদিন থাকবে
জ্বালাও পোড়াও এর রাজনীতিও ততদিন থাকবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১
তাহের অন্তরা বলেছেন: হা হা............তাইলে আর হইছে ......
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২
নিলু বলেছেন: বাঘ জেনে শুনেই , একটি তাজা হরিণের প্রান খেয়ে ফেলে , আনন্দের সাথে , আর পরে হায়নার দল খায় , আর হরিনের দল পালাতে থাকে যে যার মতো করে , ধন্যবাদ । লিখে যান