নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

C# টিউটোরিয়াল (শিখলে ভাল, না শিখলে আরও ভালো ? )

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

C# একটি প্রোগ্রামিং লাঙ্গুয়েজ।এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে “এটা আবার কি জিনিস রে বাপ।“আবার অনেকেই ভাবছেন হয়তো “আরে ভাই আমি তো এটাতে পাক্কা খেলারি, আমারে আবার আইছে শিখাইতে।“আবার অনেকেই হয়তো ভাবছেন “এটা শিখলে মন্দ হয় না।“



যে যাই ভাবেন,আমি ভাবলাম কি জানেন?আমি ভাবলাম একটা টিউটোরিয়াল শুরু করলে বেশ হয় গুরু।এটলিস্ট হরতাল এর এই ব্রেক এ ক্ষমতাসীন দলগুলোর আজগুবি কথাবার্তা,নোংরামি, নষ্ট চিন্তা বরদাস্ত (সহ্য) করার চেয়ে হান্ড্রেড টাইম বেটার টিউটোরিয়াল বানানো।আমি তো ম্যাডাম এবং আপা কে বলবো আপনারাও শিখেন।মাথাটা ঠাণ্ডা থাকলে।(হে হে হে হে)



তাহলে......আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে Microsoft visual studio 2012



ডাউনলোড লিঙ্কঃ Click This Link



কি ডাউনলোড করা তো শেষ, এইবার কি ইন্সটল করবেন না?আবার জিগায়?অবশ্যই করুন।



এই টিউতোরিয়ালে আমরা যে সকল বিষয় রপ্ত করবো(মনোযোগ দিয়ে পড়বেন কিন্তু :P)।

১।টিউটোরিয়াল ১ c# পরিচিতি Click This Link

২।টিউটোরিয়াল ২ hello world প্রোগ্রাম এবং আউটপুট Click This Link

৩।টিউটোরিয়াল ৩ ভ্যারিয়েবল Click This Link

৪।টিউটোরিয়াল ৪ ইনপুট Click This Link

৫।টিউটোরিয়াল ৫ if else condition Click This Link

৬।টিউটোরিয়াল ৬ switch case Click This Link

৭।টিউটোরিয়াল ৭ অপারেটর Click This Link

৮।টিউটোরিয়াল ৮ loop ।

৯।টিউটোরিয়াল ৯ function ।

১০।টিউটোরিয়াল ১০ OOP(Object Oriented Programming)।

১১।টিউটোরিয়াল ১১ method এবং properties ।

১২। টিউটোরিয়াল ১২ public ,private ,protected ।

১৩। টিউটোরিয়াল ১৩ constructor ।

১৪। টিউটোরিয়াল ১৪ array ।

১৫। টিউটোরিয়াল ১৫ stack ।

১৬। টিউটোরিয়াল ১৬ queue ।

১৭। টিউটোরিয়াল ১৭ exception ।

১৮। টিউটোরিয়াল ১৮ interface ।

১৯। টিউটোরিয়াল ১৯ abstract class ।

২০। টিউটোরিয়াল ২০ গ্রাফিক্যাল ইউসার ইন্টারফেস পরিচিতি ।

২১। টিউটোরিয়াল ২১ simple calculator ।

২২। টিউটোরিয়াল ২২ simple web browser ।

২৩। টিউটোরিয়াল ২৩ simple notepad ।



সুতরাং প্রিয় সিস্টার এন্ড ব্রাদার আপাতত এতটুকু।পরে বাড়তে অথবা কমতেও পারে। খুব শীঘ্রই ভিডিও টীউটোরিয়াল নিয়ে উপস্থিত হবো ইন শা আল্লাহ্‌ ।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

যোগী বলেছেন:
গুড এফোর্ট কেরি অন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

তাহের অন্তরা বলেছেন: থিঙ্কু থিঙ্কু থিঙ্কু :) : B-) B-) :D :D

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

যোগী বলেছেন: তো শুরু করেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

তাহের অন্তরা বলেছেন: এখুনি করব নাকি? :P :P

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

অমল ধবল বলেছেন: সাথে আছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

তাহের অন্তরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯

শাইখ১৬ বলেছেন: আপনার লেকচার এর ৮,৯ নাম্বার এর পর থেকে আর কোন লেকচার পড়া যাচ্ছে না কেন । লেকচার গুলা কি আপডেট করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.