নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

C# টিউটোরিয়াল-৩ ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

আজকে আমরা ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে কাজ করবো। অনেকেই হয়ত জানেন ভ্যারিয়েবল কি? আবার অনেকেই হয়ত জানেন না।





এবার চলুন জেনে আসি ভ্যরিয়েবল কি?ভ্যারিয়েবল ইনফরমেশন স্টোর করে রাখে।





এবার চলুন জেনে নেই ডাটা টাইপ কি? ডাটা টাইপ হল নির্দিষ্ট কিছু ডাটা,যা ভ্যারিয়েবলে স্টোর করে রাখা হয়।





C# ল্যাংগুয়েজে কয়েক ধরনের ডাটা টাইপ আছে। এগুলো হল-

১।int

২।float

৩।string

৪।char

৫।boolean এবং আরও কিছু আছে যা প্রোগ্রামে তেমন ভাবে ইউস হয় না,সেগুলো হল byte, decimal, double, long, sbyte, short, uint, ulong, ushort





কিন্তু এখানে একটা ভেজাল আছে মহাশয়,এই ডাটা টাইপ গুলো ডাটা স্টোর করে রাখার কিছু লিমিটেশন যে আছে,কি মুশকিল তাই না? যেমনঃ-









এবার আমরা কি শিখবো জানেন? বলছি...আমরা শিখবো কিভাবে c# এ ভ্যারিয়েবল লিখতে হয়।





ভ্যারিয়েবল লেখার নিয়ম



;

Ex:

int a, b, c;

string str;





কি সহজ তাই না? ঠিক তাই। এখন তাহলে কোড করার জন্য আমরা সবাই মোটামুটি রেডি।







using System;



namespace Variable

{

class Program

{

static void Main()

{



int i = 3;

float f = 2.3f;

char c = 'A';

string s = "Khaleda and Hasina,they are BEST FRIENDS";

bool b = true;



Console.WriteLine("Your integer value is " +i);

Console.WriteLine("Your float value is " + f);

Console.WriteLine("Your char is " + c);

Console.WriteLine("Your string value is " + s);

Console.WriteLine("Your bool value is " + b);

Console.ReadKey();



}

}

}





কোড বুঝতে সমস্যা হচ্ছে, কোন সমস্যা নেই নিচের ছবি ২টি দেখুন তাহলেই সব কিছু পানির মত সহজ হয়ে যাবে।















পূর্ববর্তী টিউটোরিয়াল Click This Link

পরবর্তী টিউটোরিয়াল Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

আসিফ খোন্দকার বলেছেন: ভালো লাগল ..।

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

তাহের অন্তরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.