![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমরা if else কন্ডিশন নিয়ে আলোচনা করবো।প্রথমেই জেনে নেই তবে,if else কন্ডিশন টি আসলে কি রে বাবা!!
এত ব্যাস্ত হচ্ছেন কেন এখুনি বলছি।
If(condition)
{
/* যদি if এর মধ্যে যে কন্ডিশন আছে তা সত্যি হয় তবে সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে যে যে কাজ আমরা কম্পিউটারকে করতে বলব কম্পিউটার সে সকল কাজই করবে */
}
Else
{
/* যদি if এর মধ্যে যে কন্ডিশন আছে তা সত্যি না হয় তবে else এর সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে যে যে কাজ আমরা কম্পিউটারকে করতে বলব কম্পিউটার সে সকল কাজই করবে */
}
দেখলেন তো কত সহজ। কিন্তু আপনাদের বিশ্বাস হচ্ছে না।এখুনি আমি প্রমান দিয়ে দিচ্ছি
নিচের ছবিটি খুব মন দিয়ে দেখুন...............
কি আরও প্রমান চাচ্ছেন।তবে চলুন আপনাদেরকে আউটপুট টি দেখানো যাক।
এবার ২য় আউটপুট টি খুব মন দিয়ে দেখুন।
আপনাদের বোঝার সুবিধার জন্য কোড টি নিচে দিয়ে দেয়া হল এবং কপি পেস্ট করে নিজেই প্রমাণ করে নিন।
using System;
namespace ifElse3
{
class Program
{
static void Main(string[] args)
{
int marks;
Console.WriteLine("Your marks please" ) ;
marks = int.Parse(Console.ReadLine( ) ) ;
if (marks >= 80)
{
Console.WriteLine("Tumi A+ peyecho" ) ;
}
else
{
Console.WriteLine("Tumi to aibar A+ pele na" ) ;
}
Console.WriteLine("Press any key to exit........" ) ;
Console.ReadKey( ) ;
}
}
}
আপাতত তাহলে if else ব্যাপারটি বোঝা গেল।কতো সহজ তাই না? কিন্তু nested if else নামে একটি মজার জিনিস আছে যা আমরা ইনশা আল্লাহ্ নেক্সট টিউটোরিয়ালে ক্লিয়ার করবো।
পরের টিউটোরিয়াল - Click This Link
আগের টিউটোরিয়াল - Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১
তাহের অন্তরা বলেছেন: ধন্যবাদ ।জী ভাইয়া
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: Thanx for ur tutorial..... Koto din por por tutorial post Koren ???? Protita tutorial e aager ta link diben..... Onek easy Kore bolechhen .... Eta onekei Kore Naaa... Apni kono organization e teacher hishebe thakle address diben plz ....thanks ..... From mobile
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
তাহের অন্তরা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করবো প্রতি দিন একটি করে টিউটোরিয়াল দিতে। আপনার সাজেশনটি খুব ভালো লাগলো।আশা করি সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভালো।
আপনি কি প্রোগ্রামার?