নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

সোনা ব্যাঙ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

লক্ষী সোনা ব্যাঙের পোনা
ব্যাঙ না হলে চলে না.

হেথায় পালায় হোথায় পালায়
কারো কথায় গলে না|

জগত টারে নিজের ভেবে
ধিতান ধিতান দুলে -
যা ইচ্ছে তাই করে বসে
লোকের কথা ভুলে|

রাতের বেলায় স্বপ্ন দেখে
দিনের বেলা ঝিমোয়
লোকে বলে এই ব্যাঙটা -
বেশি বেশি ঘুমোয় |

আরে যে যা বলুক ভাই
আমার সোনার হরিণ চাই |
কেউ দেয় না ঠাই
তাই হিংস্র হয়ে যাই |

রবীন্দ্র আর নজ্রুলেতে হারিয়ে যেতে চাই !!!!!
হারিয়ে যেতে চাই !!!!!
|
লক্ষী সোনা ব্যাঙের পোনা
নেইকো তোমার ঠাই ||||


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

তার আর পর নেই… বলেছেন: লক্ষ্মী সোনা চাঁদের কণা …শুনেছি, ব্যাঙের পোনা শুনিনি।
ভাল্লাগছে

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

তাহের অন্তরা বলেছেন: ধন্যবাদ @তার আর পর নাই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: লক্ষী সোনা ব্যাঙের পোনা
ব্যাঙ না হলে চলে না.

আরে যে যা বলুক ভাই
আমার সোনার হরিণ চাই |
কেউ দেয় না ঠাই
তাই হিংস্র হয়ে যাই |


এইদুই স্তবক ভালো লাগে নি। বাকিটা বেশ।
নজরুল টাইপিং ঠিক করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.