![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ ৬৩ টি বছর পার হয়ে গেল
সে ফিরল না'তো আর।
অনন্ত অভিমানে চলে গেল
স্লোগানের নিভাজ উল্লাসে
সব স্মৃতি ফিরে আসে
ফিরে আসে তাঁর রক্তপ্লুত জামা
সে ফিরে না'তো আর।
একুশে ফ্রেব্রুয়ারীতে আমার বুকটা
বেদনায় থরথর করে কেঁপে উঠে!
কিছুতেই ভুলতে পারি না তাঁর স্মৃতি,
তাঁর সমস্ত দিন কেটে যেত
রাস্তায় আর নদীর কূলে
অবাক হয়ে দেখতো চেয়ে
ট্রাক,জীপ,রাইফেল
ইউনিক বুট, আর হেলমেট,
ভয় পেয়ে কাঁপত তাঁর সমস্ত দেহ।
হঠাৎ একদিন! আসি বলে চলে গেল
সে ফিরল না'তো আর
সে ফিরল না'তো আর।
©somewhere in net ltd.