![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রায় সবাই নিয়মিত ইংরেজি সাতটি বারের নাম ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি এ নামের উৎপত্তি কিভাবে হলো? তাহলে আসুন জেনে নিই।
ইংরেজি সাতটি বারের নাম এসেছে অ্যাংলো স্যাকসনদের কাছ থেকে। নামগুলো অ্যাংলো স্যাকসনদের দেবতাদের নামানুসারে করা হয়।
Sunday: সূর্যদেবতা (Sun) সান এর নামানুসারে এসেছে Sunday। প্রথমে রাখা হয়েছিল সান্নানডেজ (Sunnandaeg).
Monday: Day of the moon বা মোন্নানডেজ (Monandaeg) থেকে এসেছে Monday.
Tuesday: যুদ্ধদেবতা টুইও (Tuue) থেকে এসেছে টুইওসডেজ (Tiwesdaeg), পরে Tuesday.
Wednesday: দেবতা ওডেনের (Woden) এর নামানুসারে এসেছে Wednesday.
Thursday: দেবতা থানডারার (Thunderer) এর নাম হতে এসেছে Thursday.
Friday: দেবতা ওডিন এর (Odin) স্ত্রী Frigg এর নাম হতে এসেছে Friday.
Saturday: রোমান শব্দ Saturn থেকে এসেছে Saturday. যার অর্থ প্রথম দিন।
সংগ্রহেঃব্লগার সাইনিং
২| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২০
সাইনিং বলেছেন: ঠিকই বলেছেন@বিদ্রোহী
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়!!

আমারাতো দেখি হাজার আধুনিক হয়েও দেবতাদের ছাড়তেই পারলাম না!
প্রতিদিনে আমাদের সাথে জড়িয়ে আছে- হা হা হা
সময়কাল নিয়ে কিছু তথ্য হলে আরও ভাল লাগত
+++