![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...
আগেকার দিনে মানুষ কথায় কথায় নানা রকম প্রবাদ/ ছন্দ/বচন/বাগধারা ব্যবহার করত।
গ্রামাঞ্চলে তার ব্যবহার বেশী ছিল। এধরনের কথাগুলো রসাত্মক,বিদ্রুপাত্মক,ছন্দময় এবং বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। বর্তমানে ৪০ উর্দ্ধ বয়েসী লোকজন এগুলো মাঝে মাঝে ব্যবহার করে থাকে। নতুন প্রজন্ম এসব খুব কম জানে। শুধুমাত্র বাংলা ব্যাকরন বইয়ে কয়েকটা দেয়া আছে। কালের আবর্তে এধরনের অনেক আঞ্চলিক প্রবাদ হারিয়ে গেছে। অধিকাংশ প্রবাদই বেশ মজার।
সামু পরিবারের একজন সদস্য হিসেবে প্রিয় ব্লগারবৃন্দের নিকট হতে আঞ্চলিক প্রবাদ আহ্ববান করছি। আপনারা আপনাদের জানা/ নিজ এলাকায়/ অন্য এলাকায় প্রচলিত/ পূর্বে প্রচলিত এধরনের প্রবাদ এখানে শেয়ার করুন। বেশি অশ্লীল হলে বাদ । দুর্বোধ্য হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিবেন। খনার বচন বাদ।
মোটামুটি পাঁচশ' প্রবাদ সংগৃহিত হলে আপনাদের সকলের পরামর্শ অনুযায়ী বই আকারে প্রকাশ করা হবে।
(পরে সবগুলো বর্ণানুক্রমিক ভাবে সাজানো হবে)
০১. অই ছেরা তোর ডাটেঁর কথা- তোর মায় ফিনছে খাইল্যা পাতা।
০২. আগাছে ফল বেশি।/আকাইম্যা মাইনষ্যের কথা বেশি।
০৩. অমুকের পোলায় এস পি হইছে- তয় পাওয়ার কম।
০৪. আমিও রারি(বিধবা) হইলাম- রঙ বিরঙ্গের শাড়িও বাইর হইল।
০৫. আমি ছাড়তে চাইলে কি হইব- কম্বল তো আমারে ছাড়ে না।
০৬. আমি কই কি! আমার সারেন্দা বাজায় কি!
০৭. আ—লো সোনাভানের মা- কথার পুটুলি জান, কাম জাননা।
০৮. আছাড় খালি ক্যা??- রাস্তা আগাইলাম।।
০৯ আগে গেলে বাঘে খায়।
১০. বেচা গরুর চর্বি বেশি।
১১. পরের পোলা মোটাই থাকে।
১২. নিজের পোলায় খায় কম।
১৩. ভাত জোটে না- দুধ রোজ।
১৪. যেই ছাও ওড়ে, ঘরের ভিতরেই ওড়ে।
১৫. পেট মোটা হইলেই চেয়ারম্যান হয় না।
১৬. হাগা নাই গোয়ার ডাক কত!!
১৭. এই দোষ না হেই দোষ- মাগী তুই ঘুইরা শোছ।
১৮. বাড়ির গরু কোলার ঘাস খায় না।
১৯. উচিত কথার ভাত নাই।
২০. বউ কয় না হড়ি(শাশুড়ী)…টিলিক পাইরা মরি।
২১. কুত্তারে যাই তেলুই দিতে- কুত্তায় যায় গু খাইতে।
২২. শুয়োরের কপালে সিন্দুর লাগে না।
২৩. কুত্তার পেটে ঘি সয় না।
২৪. এক পোলা যার- হাজার নান্নত তার।
২৫. যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।
২৬. চোরের দশ দিন, গিরস্তের এক দিন।
২৭. ওস্তাদের মাইর শেষ রাইতে।
২৮. পোলা হওয়ার খবর নাই- হাজামের লগে দোস্তি।/ গাছে কাঁঠাল গোফে তেল।
২৯. এক গোয়ালে বিয়াইছে গাই- সেই রিস্তায় খালাতো ভাই।
৩০. উপকারী গাছের ছাল থাকে না।
৩১. পোলার বুদ্ধি গলায়।
৩২. পাগলা নাও ঝুলাইস না।–ক্যা।–আমি বাতায় খাড়া।
৩৩. এমনিতে ছাই- তার উপর বাতাস।/ এমনি নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি।
৩৪. দাঁ এর চেয়ে আছাড় বড়।/বাশের চেয়ে কঞ্চি মোটা।/সূর্যের চেয়ে বালু গরম।
৩৫. মা'র জ্বলে না- মাসীর জ্বলে!
৩৬. সারা রাইত মারলাম সাপ- জাইগ্যা দেখি দড়ি।
৩৭. ছাল নাই কুত্তার বাঘা ফাল।
৩৮. পারে না বাল ফালাইতে, উইঠ্যা থাকে রাইত না পোহাইতে।
৩৯. ভাত খাইতে বাসন নাই, থালের গড়াগড়ি।
৪০. চোরের মা'র বড় গলা।
৪১. আপন গাঁয়ে শিয়াল রাজা।
৪২. খালি কলসি বাজে বেশি।
৪৩. বাপের নাম কুদ্দুস- পোলায় করে দুধ রোজ।
৪৪. তুমি কি আমারে রাখবা না?- মাগী মাইরে বোঝস না?
৪৫. ঝি রে মাইরা বউরে বুঝায়।
৪৬. দশের মোড় গাছের মোড়।
৪৭. শুকাইলেও আদার ঝাঝ যায় না।
৪৮. হাতি মরলেও গাধার চেয়ে উচা থাকে।
৪৯. বড়র বড় গুন- শুয়ে ঘাস খায়, গায়ের গুমানে ছাগল লরলরি বায়।
৫০. যদি বরে মাঘে- সোনা ফলে বাগে।
৫১. যদি বরে পৌষে – কড়ি বিকায় তুষে।
৫২. যদি বরে মাঘের শেষ- ধন্য রাজার পূণ্য দেশ।
৫৩. যেই গরু দুধ দেয়- তার লাথি খাওয়াও ভাল।
৫৪. এক মায়ের এক পুত- মইরা গেলে কুক্কুরুত।
৫৫. বাবার কালে ছিল না গাই- চালন খান দোহাই খাই
৫৬. আইগে(হাগু করে) সোচে না- মুতে গলা পানিতে যায়।
৫৭. চুরি চুরি সিনা জুড়ি।
৫৮. ভাত পায় না- ছালুন ছালুন করে।
৫৯. কাজীর গাই কিতাবে আছে- গোয়ালে নাই।
৬০. দারোগায় বলছে চাচি,
আমি কি আর আছি!!!
৬১. যার কাজ তারেই সাজে, অন্য লোকের লাঠি বাজে।
৬২। একবার রাজাকার আজীবন রাজাকার,
একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়।
৬৩। মা'র থেকে যার দরদ বেশী - সে হইল ডাইনী।
৬৪। পাগলে কি না কয়!! ছাগলে কি না খায়!!
৬৫। চোর না শুলে ধর্মের কাহিনী।
৬৬। চোরে চোরে মাসতুতু ভাই।
৬৭। কলা গাছ কাটতে কাটতে ডাকাইত।
৬৮। যদি থাকে নসিবে- আপনি আপনি আসিবে।
৬৯। হাতি মরলেও লাখ টাকা।
৭০। চোর গেলে বুদ্ধি বাড়ে।
৭১। চোরের উপর বাটপারি।
৭২। জ্বর হইছে বউ নেংটা হইল, সেই থেইকা তার অভ্যাস হইল।
৭৩। মাইরের উপর ওষুধ নাই।
৭৪। মাইরের / ঠেলার নাম বাবাজী।
৭৫। বৃক্ষ তোমার নাম কি?- ফলে পরিচয়।
৭৬। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার
৭৮। নতুন নতুন বাল গজাইলে মানুষ আয়না দিয়া দেহে। ( নাহোল)
৭৯। যদি থাকে বন্ধুর মন- গাং পাড় হইতে কতক্ষন। ( জীবনানন্দ দাশের ছায়া)
৮০। নাই মামার চেয়ে কানা মামা ভাল।
৮১। লাই কুত্তার পাতে ভাত।
৮২। ভাতও ভালো , চিড়াও মন্দ না। ( ৮০,৮১,৮২ ূুসর্বনাম )
৮৩। খাইতে পায় না খুদের ভাত, পু*কি দিয়া দেয় ম্যারা পিঠা। (আরফার )
৮৪। জাতের পোলা আববা কয়..কুকখেনের পোলা শালা কয়।
৮৯। তালৈর চে পুতরা ভারি।
৯০। শকুন যতই উপ্রে উঠুক তার নজর নিচেই থাকে।
৯১। শকুনের দোয়ায় গরু মরে না।
৯২। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো।
৯৩। ভাত পায় না চা খায়, হোন্ডা নিয়া হাগতে যায়। ( মোসারাফ )
৯৪। কুইত্যা হাগে না ক্ষিদার ডড়ে।
৯৫। ভাত পায় না - ছালুন ছালুন করে।
৯৬। যার মনে যা - ফালদা ওঠে তা।( প্রলাপ)
৯৭। কুত্তার, দৌড় ছারা হাডা নাই, বাইত গা ( ঘরে গিয়া ) দেহে কাম নাই। (কালাচান)
৯৮। যদি হয় সুজন, তেতুল পাতায় নয়জন। (গ্রাউন্ড ফ্লোর)
৯৯। না পাইয়া পাইছে ধন বাপে পুতে করে কিত্তন।
১০০। আদার ব্যাপারি জাহাজের খবর ।
১০১। ঝি (মেয়ে) কে মেরে বউকে শিক্ষা।
১০২। আপন ভালাতো জগত ভালা ।
১০৩। আপনার চেয়ে পর ভাল পরের চেয়ে জংগল ভাল ।
১০৪। সংসার সুখের হয় রমনীর গুনে ।
১০৫। ভাই বড় ধন রক্তের বাধঁন পৃথক যদি হয় নারীর কারন ।
১০৬। মক্কার মানুষ হজ্ব পায়না।
১০৭। মার পরনে ছেড়া ত্যানা পুতে করে বাবু আনা
১০৮। নাই কাজ তো খই ভাজ। (১০০-১০৮ সত্য সন্ধানী আমি)
১০৯। কাম নাই কুত্তার/ আইলে আইলে দৌড়।
১১০। বাপ না গোতে/ চোঙ্গায় চোঙ্গায় মোতে।
১১১। ঘটি ডোবে না নামে তালপুকুর।
১১২। ডাইলের মধ্যে মুশুরি / সাগাইর (আত্মীয়) মধ্যে শ্বাশুড়ি। (১০৯-১১২ অনার্য তাপস)
১১৩। পথে পাইছ কামার , দাও ধারানি আমার ।।
১১৪। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। (১১৩,১১৪ কেলকুলাস)
১১৫। কাচাই না নোয়ালে বাশ পাকলে করে ঠাস ঠাস।
১১৬। ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়।
১১৭। ঘায়ো কাঠালের মুচি খদ্দর।
১১৮। কেউ মরে বিল সেচে কেউ খায় কই।
১১৯। আপনা মাসে হরিনা বৈরি- হরিনের শত্রু তার মাংশ।
১২০। বেল কুড়িয়ে রাঈ।
১২১। গায়ে মানে না, আপনি মোড়ল। (১১৫-১২১ েভােরর স্বপ্ন)
১২২। ধরি মাছ না ছুঁই পানি।
১২৩। যে মুলোটা বাড়ে তা পত্তনেই বুঝা যায়।
১২৪। ডান্ডা মেরে ঠান্ডা
১২৫। কারো পৌষ মাস কারো সর্বনাশ। (১২২-১২৫ নষ্ট ছেলে)
১২৬। পেটে নাই গু, জিলাপী হাগনের সখ হইছে!!
১২৭। কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজী! (১২৬,১২৭ ফটিক চাঁদ)
২২৮। সারা রাইত মারলাম সাপ- জাইগ্যা দেখি দড়ি। (সায়েম মুন)
১২৯। চোর পালালে বুদ্ধি বাড়ে।
১৩০। ন্যাড়া বেলতলায় একবারেই যায়। (১২৯,১৩০ চে গুয়েভারা ২)
১৩১। ভিক্ষা চাইনা মা তোর কুত্তা সামলা।
১৩২। সকালে পেঁয়াজ খাইলে বৈকালেও ঢেউক আইয়ে।
১৩৩। সঙ্গ দোষে লোহা ভাসে।
১৩৪। নেংটার নাই চোরের ভয়।
১৩৫।দেখ দেখ কর্ম শিখ শিখ ধর্ম (১৩১-১৩৫ সুপান্থ সুরাহী)
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯
শিপু ভাই বলেছেন: থ্যাঙ্কু
তয় মাত্র একটা কইলেন??
২| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সত্য সন্ধানী আমি বলেছেন: না পাইয়া পাইছে ধন বাপে পুতে করে কিত্তন
আদার ব্যাপারি জাহাজের খবর
-----------
পরে মনে পরলে বলব।কেমন আছো?
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
শিপু ভাই বলেছেন: ধইন্যা
আমি ভাল আছি।
আপনি কেমন আছেন?
৩| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
সত্য সন্ধানী আমি বলেছেন: কুত্তার পেটে গি হজম হয়না
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০
শিপু ভাই বলেছেন: এটা আগেই দিয়েছি-২৩ নাম্বারে।
৪| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
সত্য সন্ধানী আমি বলেছেন: ভাল।তোমার এই আইডিয়াটা ভাল লেগেছে।
একটা পরামর্শ
সিরিয়াল করতে পার।যেমন অ দিয়ে যে প্রবাদটি শুরু হবে সেটা একসাথে তেমনি আ দিয়ে যে প্রবাদগুলো আসবে সব এক সাথে বোঝাতে পারছি?
৭৮ নাম্বারটা খারাপ ভাবে ব্যবহার হয়।ঐটার ব্যাপারে আপত্তি জানাইলাম। ফানি শিক্ষনীয় টাইপের প্রবাদগুলোই ৫০০ তালিকার স্থান পাক।
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪১
শিপু ভাই বলেছেন: পোস্টের শুরুতেই বলা আছে যে পরে বর্ণানুক্রমিক সাজাবো।
পরামর্শের জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: আরো মনে পর্লে জানামুনে
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
শিপু ভাই বলেছেন: আইচ্ছা।
৬| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
সত্য সন্ধানী আমি বলেছেন: ঝি (মেয়ে) কে মেরে বউকে শিক্ষা
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৩
শিপু ভাই বলেছেন: ঠেলার নাম বাবাজী।
৭| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
ময়নামতি বলেছেন: হায়রে দোস্ত খনাতো পালাইছে আপনারে দেইখা।
মোল্লা দৌড় মসজিদ ।
সামনে আরো দিমুনে.............++++++
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
শিপু ভাই বলেছেন: তাত্তারি দিবেন কইলাম।
৮| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
সত্য সন্ধানী আমি বলেছেন: আপন ভালাতো জগত ভালা ।
আপনার চেয়ে পর ভাল পরের চেয়ে জংগল ভাল
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
শিপু ভাই বলেছেন: থ্যাঙ্কু থ্যাংকু
৯| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
সত্য সন্ধানী আমি বলেছেন: সংসার সুখের হয় রমনীর গুনে ।
ভাই বড় ধন রক্তের বাধঁন পৃথক যদি হয় নারীর কারন ।
এই দুইটা কি প্রবাদ হইতে পারে
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
শিপু ভাই বলেছেন: অবশ্যই
১০| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
অনার্য তাপস বলেছেন: ১. কাম নাই কুত্তার/ আইলে আইলে দৌড়।
২. হাগা কুকুরের বাঘা নাম।
৩. বাপ না গোতে/ চোঙ্গায় চোঙ্গায় মোতে।
৪. ঘটি ডোবে না নামে তালপুকুর।
৫. ডাইলের মধ্যে মুশুরি (মশুর ডাল)/ সাগাইর (আত্মীয়) মধ্যে শ্বাশুড়ি।
ভাই, এইসব বড় ডেঞ্জারাস ব্যাপার। কারণ, এগুলো শুধু সংগ্রহ করলেই হয় না। এগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণও জরুরী। অতীব জরুরী। প্রতিটি প্রবাদ সৃষ্টির পেছনে একটি করে ইতিহাস থাকে। সেগুলোও জানা দরকার। এর সামাজিক, ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিক গুরুত্ব আছে বিধায় এগুলো নিয়ে কাজ করার সময় যথেষ্ট সাবধানী হতে হয়।
আমি আপনাকে নিরুৎসাহিত করছি না। তবে সাবধাণ করছি বটে। সংগ্রহ চালিয়ে যান। তাছাড়া, ওয়াকিল মাস্টার একখান বই করে ফেলেছে ইতিমধ্যে। লোকসাহিত্য নিয়ে প্রকাশিত বিভিন্ন বইয়েও লোকপ্রবাদের বিরাট সঞ্চয় আছে। চাইলে দেখে নিতে পারেন।
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
শিপু ভাই বলেছেন: প্রবাদ প্রদানের জন্য ধন্যবাদ।
আপাতত সংগ্রহ করছি। পরে বিস্তারিত কাজ করব।
তথ্য ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
১১| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
সত্য সন্ধানী আমি বলেছেন: মক্কার মানুষ হজ্ব পায়না
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৬
শিপু ভাই বলেছেন: টঙ্গির মানুষ ইজতেমা পায় না।
১২| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫০
কেলকুলাস বলেছেন: পথে পাইছ কামার ,
দাও ধারানি আমার ।।
.
.
.
পুরান পাগলের ভাত নাই,
নতুন পাগলের আমদানি।
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
শিপু ভাই বলেছেন: ধইন্যা
১৩| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫০
সত্য সন্ধানী আমি বলেছেন: মার পরনে ছেড়া ত্যানা পুতে করে বাবু আনা
মানে মায়ের পরনে ছেড়াঁ শাড়ি কিন্তু পোলা ফুলবাবু সেজে ঘোরা ফেরা করে
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
শিপু ভাই বলেছেন: জটিল।
অনেক অনেক কৃতজ্ঞতা।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
শিপু ভাই বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
* সত্য সন্ধানী আমি
* নষ্ট ছেলে
* কেলকুলাস
* েভােরর স্বপ্ন
* অনার্য তাপস
* ময়নামতি
* ফাহমিদ
* শরীফ উদ্দিন সবুজ
* হায়রে ভালবাসা
* নীল কষ্ট
* গ্রাউন্ড ফ্লোর
* রনি আহমদ
* নিভৃত নয়ন
* সাইমুম
* রাজর্ষি.......
* স্বদেশ হাসনাইন
* চে গুয়েভারা ২
* সুপান্থ সুরাহী
* রুসাফী আলম
* অজন্তা তাজরীন
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০১
শিপু ভাই বলেছেন: মাইনাস দিল কে??
১৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০০
েভােরর স্বপ্ন বলেছেন: ১। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত
২। গায়ে মানে না আপনি মোড়ল
৩। কাচাই না নোয়ালে বাশ পাকলে করে ঠাস ঠাস
৪। ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়
৪। ঘায়ো কাঠালের মুচি খদ্দের
৬। কেউ মরে বিল সেচে কেউ খায় কই
৭। আপনা মাসে হরিনা বৈরি- হরিনের শত্রু তার মাংশ
৮। বেল কুড়িয়ে রাঈ
আপাতত এগুলাই থাক মনে পড়লে আরো দিব।
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০৪
শিপু ভাই বলেছেন: ১নাম্বারটা মনে হয় খনার বচন।
অনেক ধন্যবাদ ভাই।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০৬
েভােরর স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: ১নাম্বারটা মনে হয় খনার বচন।
হ
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
শিপু ভাই বলেছেন: হ
১৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১০
নষ্ট ছেলে বলেছেন: উইকিতে অনেক খনার বচন আছে
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৪
শিপু ভাই বলেছেন: উহু!
খনার বচন চাইনা।
ওগুলো কঠিন।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩২
সত্য সন্ধানী আমি বলেছেন: পোস্ট প্রিয়তে।নিয়মিত আপঢেট চাই
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭
শিপু ভাই বলেছেন: ওক্কে
আপডেট হবে।
ধইন্যা
১৯| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৪
সত্য সন্ধানী আমি বলেছেন: নাই কাজ তো খই ভাজ
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫১
শিপু ভাই বলেছেন: ভূতের মুখে রাম নাম।
আকাশে চাঁন উঠলে সবাই দ্যাখে।
গায়ে মানে না আপনি মোড়ল।
চুন খাইয়া মুখ পোড়ছে- দৈ দ্যাখলে ডর করে।
২০| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৮
অরিত্রো বলেছেন: কতই শোট্টো
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫২
শিপু ভাই বলেছেন: হুম, কথা সত্য
২১| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৮
নষ্ট ছেলে বলেছেন: ধরি মাছ না ছুঁই পানি।
যে মুলোটা বাড়ে তা পত্তনেই বুঝা যায়।
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৩
শিপু ভাই বলেছেন: ভাল হইতে পয়সা লাগে না।
২২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৬
সত্য সন্ধানী আমি বলেছেন: আমার চে ভাইস্তা কয়?
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৯
শিপু ভাই বলেছেন: চে' গতকাল রাত থেকে লাপাত্তা।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ধন্যবাদ
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০০
শিপু ভাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮
ফটিক চাঁদ বলেছেন:
পেটে নাই গু, জিলাপী হাগনের সখ হইছে!!
কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজী!
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০১
শিপু ভাই বলেছেন:
২৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৬
হুপফূলফরইভার বলেছেন: ১. মক্কার লোকে হজ্জ পায়না~
২. তোমাদের খেলা আমাদের মৃত্যু
চমত্কার উদ্যোগ শিপু ভাই। তয় ব্যাপকার্থক আর পরিশীলিত প্রবাদ প্রবচন গুলোই সেরা ৫০০ তে স্থান পাবে আশা করি।
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২০
শিপু ভাই বলেছেন: অবশ্যই আপনারা যারা আগ্রহী হবেন তাদের পরামর্শ নেয়া হবে।
১ নম্বারটা ১১নং মন্তব্যে সত্য ভাই বলে গেছে।
২৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৮
নষ্ট ছেলে বলেছেন: ডান্ডা মেরে ঠান্ডা )
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৪
শিপু ভাই বলেছেন: ভাত ছিটালে কাকের অভাব হয় না।
২৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৩
সায়েম মুন বলেছেন: এইগুলাতো গ্রামে গেলে মনে আসে।
মনস্কামনা পূরণ হোক!
সারা রাইত মারলাম সাপ- জাইগ্যা দেখি দড়ি।
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৮
শিপু ভাই বলেছেন: এইতো একটা মনে পড়ছে।
আরো মনে করেন
২৮| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৭
নষ্ট ছেলে বলেছেন: কারো পৌষ মাস কারো সর্বনাশ।
রিমিক্স নষ্ট ছেলে ft. : কারো পৌষ মাস কারো োগায় বাঁশ
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩০
শিপু ভাই বলেছেন: রিমিক্স ভালু হৈছে!!++
২৯| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৩
চে গুয়েভারা ২ বলেছেন: আমি মাইনাস দেই আই। কালকে সো আছে তাই লাপাত্তা।
নতন প্রবাদ দেই।
মারবো এখানে লাশ পরবে শ্বসানে।।
কথাটা আপনার জন্য খাটে।
চোর পালালে বুদ্ধি বাড়ে।
ন্যাড়া বেলতলায় একবারেই যায়।
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৬
শিপু ভাই বলেছেন: কিসের শো?
৩০| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫০
সত্য সন্ধানী আমি বলেছেন: চে ভাইস্তা,তুই কয়বার বেলতলায় গেছিস?
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
শিপু ভাই বলেছেন:
চে ভাইস্তা বেল তলায় গিয়া মাটাইয়া ফালাইছে অলরেডি!!
৩১| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৪
চে গুয়েভারা ২ বলেছেন: আমি ন্যারা না তাই সবসমই যাই।
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শিপু ভাই বলেছেন:
যাস আর খাস!!!
৩২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৬
সত্য সন্ধানী আমি বলেছেন: ভাইস্তা তোর না বলে কাল কি আছে ।ব্লগে কি করস?
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
শিপু ভাই বলেছেন:
ভাইস্তা একুন ফ্রি আছে!!!খিক্স!!!
৩৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৩
মাহী ফ্লোরা বলেছেন: ৯৬ নম্বরটা আমার এক বন্ধু প্রায়ই বলে
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৭
শিপু ভাই বলেছেন: আপনি কয়েকটা বলেন প্লিজ।
৩৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৬
নিভৃত নয়ন বলেছেন: সরাসরি প্রিয়তে । খুব ভাল সংগ্রহ।
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
শিপু ভাই বলেছেন: সংগ্রহটাকে একটু সমৃদ্ধ করুন।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।
৩৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৮
সুপান্থ সুরাহী বলেছেন: ছাহরবন্দের টুই উদাম
ভিক্ষা চাইনা মা তোর কুত্তা সামলা
সকালে পেঁয়াজ খাইলে বৈকালেও ঢেউক আইয়ে
সঙ্গ দোষে লোহা ভাসে
নেংটার নাই চোরের ভয়
দেখ দেখ কর্ম শিখ শিখ ধর্ম
সামনে আরো পাবেন.......।
ফ্যালাচ লম্বর ১১
আপনারে (-) দিব ভাবলেন ক্যামনে???
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৯
শিপু ভাই বলেছেন: ও-রে-----------কত্তগুলান পাইছি। ধইন্যা।
আপ্নে মাইনাস দেন্নাই জানি।
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
চে গুয়েভারা ২ বলেছেন: রক সো আজ ৭.৩০ এ ঘরোয়া পরিবেশে
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১১
শিপু ভাই বলেছেন: দাওয়াত পাইলাম না।
আফছুস
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫
ময়নামতি বলেছেন: শিপুভাই ধন্যবাদ।
বাপের নাই ভাতের খবর পুতে করলা ভাজি খোঁজে।
সামনে দিমুনে........................................
মন ভালাতো , খাইছেন তো , ভাবী পিটায় নাই তো
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১২
শিপু ভাই বলেছেন: মন ভাল।
খাইছি।
না, পিটায় নাই।
আপ্নের কাছে আরো বেশি বেশি প্রবাদ চাই।
৩৮| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৯
শিপু ভাই বলেছেন: ৩৬ নং মন্তব্য পর্যন্ত প্রাপ্ত প্রবাদগুলো যোগ করেছি।
২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৯
শিপু ভাই বলেছেন: মাত্র ১৩৫ টা হইছে।
৫০০ পুরা হইতে আরো অনেক লাগবে।
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
ময়নামতি বলেছেন: এই সাবজেক্ট নির্ধারনের বুদ্ধি কেডায় দিছে ভাবি না অন্য কেউ?
(নিজের নাই জায়গা কুত্তি আনে বাগা)
যতই বলুন সাবজেক্টটা দারুণ।
২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
শিপু ভাই বলেছেন: প্রোফাইল পিক টা কার ভাইজান??
৪০| ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
ময়নামতি বলেছেন: আপনার ভাতিজী ছোটটা , ওর নাম সৈয়দা ইসরাত জাহান জিনাত (রনক) বয়স ৬
ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫২
শিপু ভাই বলেছেন: মাশাল্লাহ!
আম্মি তো খুব কিউট।
ওকে আমার আদর ও দোয়া।
৪১| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৫
সত্য সন্ধানী আমি বলেছেন: শুভ সন্ধ্যা।কি খবর
ইয়াহুতে আসোনা কেন?
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩২
শিপু ভাই বলেছেন: খবর ভাল।
ইয়াহুতে কম যাই।
কেউ দাকলে বা প্রয়োজন হলে যাই।
সামুতেই বেশি থাকি।
৪২| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০১
সুপান্থ সুরাহী বলেছেন: ১।অত লালী আজ্জের(আধা সের) না
২।চালনি কয় সুই তর পাছায় ছেদা
৩।তারে দ্যায়া তারে মারে
লাউ দ্যায়া দাউ কাডে
৪।মাগনা পাইলে আলকাতরাও খায়
৫।গাঙ পারইলে(পার হলে) মাঝি কোন হালা
৬।পাগলে ছাগল পালে
৭।নিজে বাঁচলে বাপের নাম
৮।মোরগ নাই মোরগের তিন চালুন
৯।লাভে লোয়া(লোহা)বয়(বহন করে)
বিনা লাভে তুলাও বয় না
১০।কাঙ্গালে কী বুঝব কর্পুরের স্বাদ
১১।ছাল নাই কুত্তার বাঘা নাম
১২।চিরতারে না মুরগীর বাল
নাম জানায় শেখ জামাল
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৮
শিপু ভাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২,৭,১১ আগেই দেয়া।
বাকিগুলো এড হবে।
৪৩| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০৭
চে গুয়েভারা ২ বলেছেন: উনি আসবেন না উনি ভাবীর রাগ ভাঙ্গাইতেছে। বাসাবো বালুর মাথে খেলা হইতেছে। কাল খেলা দেখতে আইসেন ৮টায় সালাম দেইরির মাঠ
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৬
শিপু ভাই বলেছেন: জন্ম হোক যথা তথা- কর্ম হোক ভাল।
পাপকে ঘৃণা কর- পাপীকে নয়।
৪৪| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৬
মোতাব্বির কাগু বলেছেন: রাজায় কইছে ুদি'র ভাই
আনন্দের আর সীমা নাই।
বিলাইর মুতে আছার খাওয়া (পচা শামুকে পা কাটা)
ভাত পায়না চা খায় সাইকেল দৌড়াইয়া হাগবার যায়
বৃষ্টি নামে মাঘের শেষ ধন্যি রাজার পুন্যি দেশ
াউয়া জুড়ানোর লেওড়া নাই আঙ্গুল দিয়া ঠেলে
ভাত দিয়ার ভাতার না কিল দেয়ার গোঁসাই।
অতএব তোল মশারী মইলাম পাদের গন্ধে (মুজতবা আলী কতৃক ব্যবহৃত, সিলেটের আঞ্চলিক)
অল্প বিদ্যা ভয়ংকরী জুতারে কয় আলমারী
দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন
অতি বড় সুন্দরি না পায় বর অতি বড় ঘরণী না পায় ঘর
মইষঅরে নাফা... দাশঅরে থাবা.. ছইয়রে গিল... বউঅরে কিল।
যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালই রাজা
অধিক সন্যাসীতে গাজন নষ্ট
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪১
শিপু ভাই বলেছেন: ওওওওওও ভাইডি,
কত ধইন্যা নিবেন কন??
কয়েকটা বাদে সব ওক্কে।
৪৫| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৪
সত্য সন্ধানী আমি বলেছেন: আপনার নেটে সমস্যা।
যাই হউক আমি নামাজ পরে আসি।৩০মিনিট পর বেক।
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪২
শিপু ভাই বলেছেন: আছি আমি
৪৬| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ২:১৬
চে গুয়েভারা ২ বলেছেন: হাতি ঘোড়া গেল তল পিপড়া কয় কর জল?
এক মাঘে শিত যায় না।
পুলারো দারি ফিরে বারি বারি
২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৭
শিপু ভাই বলেছেন: খাইছে আমারে!!!
ধইন্যা
৪৭| ২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৪
নিভৃত নয়ন বলেছেন: মনে পর্লে জানামুনে
২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪১
শিপু ভাই বলেছেন: আইচ্ছা।
৪৮| ২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৫
সুপান্থ সুরাহী বলেছেন: ভাইয়া কেমন আছেন
বেশি ব্যস্ত নাকি ?
আমার ব্লগে আফনেরে পাইনি
অপেক্ষায় ছিলাম
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫২
শিপু ভাই বলেছেন: হুম একটু ব্যাস্ত ছিলাম।
আপনার ব্লগে অবশ্যই আসবো।
৪৯| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৩
ময়নামতি বলেছেন: শিপু ভাই সফল উদ্যোগ ,
যার বিয়া তার খবর নাই পাড়া পরশীর ঘুম নাই।
আবার আমুনে ভাবীরে সালাম দিয়েন। না বিয়া করেন নাই।
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫
শিপু ভাই বলেছেন:
আইছে কলির কাল
ছাগল চাটে বাঘের গাল।।
বিয়া একটা করছি।
৫০| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৮
জামিনদার বলেছেন: ১। জোয়ান কালে দেয়নো শাড়ি লাড়ি চাড়ি হিনতাম, বুড়াকালে দিছে শাড়ি বেড়াই গোড়াই মইত্তাম।
২। খাইতো কইলে মাইত্তো উডে
৩। আমনা হড়ি সেলাম হায়না। খালা হড়ি হেড়া বায়।
৪। নিজে হায়না জাগা কুত্তা আনে বাগা।
৫। ভাই এ ভাই চিনে না, চাচা আই কয় চা খান।
৬। মক্কার মানুষ হজ্জ হায় না।
৭। একে পাপ কইল্লে দশেরে হায়, চাওয়ালে আগুন দিলে ঘর হোড়া যায়।
৮। বাইর গরু ঘাডার ঘাস খায় না।
৯। নিজের বেলায় হোল আনা, হরের বেলায় এক আনাও না।
১০। মার বইন খালা মাত্তোন ও বালা।
১১। হুরান চাইল ভাতে বাড়ে।
১২। ছড় নাই কুত্তার খেট খেডানি বেশি।
১৩। খাজনাত্তোন বাজনা বেশী।
১৪। কোনাই আগর তলা আর কোনাই উগির তলা
১৫। হুঁডির লগে তিতনাও নাছে।
১৬। হাতি খাদে হইড়লে চামচিকাও থাবা মারে।
১৭। আলগা আদর ভেডের খই এত আদর হাইলেন কই।
১৮। হোলা বাঁইচবো কোন কালে চিঁড়া খাইবো দোন গালে।
১৯। মানির মান হিচাদি কুড়াইলেও যায় না।
২০। বাপে হায়না আলু ভাজি, হুতে টোগায় করলা ভাজি।
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
শিপু ভাই বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
খুশিতে চউক্ষে পানি আইয়া গেল!!
৫১| ২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: চমৎকার। প্লাস।
একটু দুর্বোধ্যগুলো যদি একদুই লাইনে পরিষ্কার করা যেত, ভালোই হোত। সেরকম সংখ্যা অবশ্য বেশী নয়।
তবু ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫
শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ
আগে সংগ্রহ করা শেষ হোক তারপর বিস্তারিত কাজ করব।
আপনাদের হেল্প চাই।
৫২| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১
যূথিকা বলেছেন: আপনার উদ্যোগটা নি:সন্দেহে ভাল। প্রিটতে।
মনে করে নিই। পরে কয়েকটা যোগ করতে চেষ্টা করব। আপাতত ১টা:
আগের হাল যেমনে(যেভাবে) যায় হিছের(পেছনের) হাল ও হেমনে(সেভাবে) যায়।
আমার জানা অনেকগুলাই জামিনদার ভাই দিয়ে ফেলেছেন। জামিনদার ভাই কি নোয়াখাইল্যা নাকি?
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩০
শিপু ভাই বলেছেন: আরো চাই।
ধন্যবাদ
জামিনদার ভাই নোয়াখাইল্যা।
৫৩| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: খালি কলসি বাজে বেশি
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪
শিপু ভাই বলেছেন: সময় নাই গময় নাই- ওঠ ছেড়ি তোর বিয়া।
৫৪| ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
নষ্ট ছেলে বলেছেন: পেটে দিলে পিটে সয়।
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
জোর যার মুল্লুক তার।
সেরের উপর সোয়া সের।
নাই দেশে পাবদাই বোয়াল।
২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
শিপু ভাই বলেছেন: সোজা আঙ্গুলে ঘি ওঠে না।
অনেক ধইন্যা।
কে কইছে আপ্নে নস্ট ছেলে?!?
৫৫| ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২
সাইমুম বলেছেন: ভালো উদ্যোগ। +++
২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬
শিপু ভাই বলেছেন: এ্যাহঃ
দশ দিন পর আইসা কয়- ভালো উদ্যোগ
৫৬| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৫
ময়নামতি বলেছেন: শিপু ভাই ধন্যবাদ ,
আজ একটি পত্রিকায় দেখলাম ব্লগের কয়েকজন ভাই ইভটিজিং বিরোধী জনসচেতনতা মূলক বিজ্ঞাপন লাগিয়েছে দেশের বিভিন্ন স্থানে।
সেখানে আপনার নাম দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ।
উপকারের নামে চড়
আবার আসব ...................
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮
শিপু ভাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
উপকারী গাছের ছাল থাকেনা।
৫৭| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩২
সুপান্থ সুরাহী বলেছেন: দৌড়া ইভ টিজার
শিপু ভাই আইলো
পিডের চামড়া দ্যায়া জুতা বানাইবো
২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪
শিপু ভাই বলেছেন: আপনিও পাশে থাকবেন আশা করি।
৫৮| ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০৮
ময়নামতি বলেছেন: ধরেন আরেকটা লন।
ছড় নাই কুত্তা বাঘা নাম , ঘেউয়াইয়া ভাংগে তিন গেরাম।
উদ্যোগ সফল হউক,+++++
২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪
শিপু ভাই বলেছেন: একা একা এই উদ্যোগ সফল করা যাবে না।
আপনাদের পাশে চাই।
৫৯| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৮
শিপু ভাই বলেছেন: মাইরের উপ্রে অষুধ নাই।
কানারে হাইকোর্ট দেখাও?
মা'র জ্বলে না মাসীর জ্বলে।
২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪২
শিপু ভাই বলেছেন: শাক দিয়ে মাছ ঢাকা।
ভাজা মাছটা উলটে খেতে জানে না।
৬০| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫২
মাহী ফ্লোরা বলেছেন: আমি এসব মনে রাখতে পারিনা কেন যে!
২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৫
শিপু ভাই বলেছেন:
কাছে থাকলে পোড়ে মন
দূরে গেলে ঠনঠন।।
মনে পড়লে অবশ্যই জানাবেন।
৬১| ২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১
রাজসোহান বলেছেন: চেক ফেবু মেইল
২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৩
শিপু ভাই বলেছেন: ওক্কে!!
৬২| ২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৩
ুুসর্ব্নাম বলেছেন: দুঃখিত শিপু ভাই।
ব্লগে আসার সময় পাই না। মাঝে মাঝে পোস্ট দিয়ে চলে যাই। কারো মন্তব্যেরও জবাব দিতে পারি না। সবাই নিশ্চই ভুল বোঝে।
আপনার এই উদ্যোগটা ভাল।+++++++++++
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৫
শিপু ভাই বলেছেন:
কুতায় হারালে???????????
৬৩| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৮
ময়নামতি বলেছেন: ভাল ভাল ভাল
লিয়া শিংএর তিয়া বেশী................
গোমরা মূখির মন ভাংয়াতে বাংলা টু বাংলা ডিকশনারী কিনব।++++
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৯
শিপু ভাই বলেছেন: আমি অলওয়েজ হাসি খুশি।
৬৪| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৫
হানিফ রাশেদীন বলেছেন: অসাধারন উদ্যোগ, জানি না এটাকে কী বলে : ''কাপড় ছিড়লে হয় কাঁথা, মানুষ মরলে থাকে কথা।''
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৭
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ।
এটাও এড হবে।
কেমন আছেন?
৬৫| ৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৪৬
সুপান্থ সুরাহী বলেছেন: ০১. পাঁচ মিনিট বও এক ঘন্টার মইধ্যে আইতাছি
০২. আক্কলে খায়া মাডি বাপে পুতে কামলা খাডি
০৩. জায়গা না লড়াইলে মান্দার গাছেও সার অয়
০৪. মরিমিরা ঘোড়া কালাই খাওনের যম
০৫. বাপ দাদার নাম নাই চান মড়লের বেওয়াই
০৬.বিলাই ডাঁট মাডিতে আগে না
০৭. বাড়ির মুন্সি ডাইল বরাবর
০৮. নিজের পুটকিত গু মাইনসেরে কয় থু
০৯. তার ছিড়া
১০. দৌড়ের আগে মাইরের পিছে
১১. কৃষ্ণ করলে লীলা আমরা করলে দোষ
১২. তলে তলে টম্পু চালাও
আমরা চালাইলে হরতাল
১৩. গরিবের ঘোড়া রোগ
১৪. ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাওয়া
১৫. ডাক বড় মাইট্টস(মাইরে ঢিলা)
১৬. উপকারে ঘার লাথ্থি
উপকার যায় হুদা আত্তি(খালি হাতে)
১৭. জামাই মরা বউ
যেন বৃষ্টি থামা রোদ
১৮. আইগ্যা হছেনা ফাইদ্যা গলা পানিত
১৯.দুধেল গাইয়ে লাথ্থি দিলেও ভালা
২০. নিনলে ফিনতে অয়(নিন্দা করলে পরতে হয়)
শিপু ভাই এগুলো বাবা পাঠাইছেন।দু একটা রিপিটও হতে পারে ।কিছু মনে কইরেন না।
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৮
শিপু ভাই বলেছেন: আপনাকে এবং চাচাজানকে অনেক ধন্যবাদ।
ওনাকে আমার ছালাম দিবেন।
৬৬| ৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২০
প্রবাল ক্ষ্যাপা বলেছেন: হলুদ বনে শেয়াল-ই বাঘ
৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
শিপু ভাই বলেছেন: সত্য কথার ভাত নাই।
৬৭| ৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: বলবো
৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
শিপু ভাই বলেছেন: জ্বী! বলেন।
৬৮| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৪
মাহমুদহাসান বলেছেন: ড. হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ কি স্থান পাবে এই সংকলনে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
শিপু ভাই বলেছেন: না ভাইয়া।
আপনাকে ধন্যবাদ।
আপনার এলাকায় প্রচলিত কিছু থাকলে দেন।
৬৯| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭
হিরম্ময় কারিগর বলেছেন: দেশীয় প্রবাদ প্রবচন ও বাগধারা নিয়ে এশিয়াটিক সোসাইটির বিশাল একটা বই আছে যেখানে কয়েক হাজার প্রবাদ প্রবচন/ বাগধারা স্থান পেয়েছে। সংগ্রহ করে দেখতে পারেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৪
শিপু ভাই বলেছেন: ওককে!
ধন্যবাদ
৭০| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৪
সুপান্থ সুরাহী বলেছেন: কেমন আছেন?
ট্যুশনি ,চাকরির পড়া
এরপর রাতছাড়া সময় পাই না...
আপনি মনে হয় দিনেই বেশি আসেন ব্লগে
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৪
শিপু ভাই বলেছেন: পুরাতন মন্তব্যগুলো পড়তে ভালই লাগে।
৭১| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৩
আরফার বলেছেন: হেই দিন নাই রে নাতু, খাবলা খাবলা কুঁড়ার ছাতু = আগের সেই দিন আর নেই (এই রকমের কিছু একটা মিনিং).......
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৩
শিপু ভাই বলেছেন: মিস ইউ
৭২| ০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৯
সুপান্থ সুরাহী বলেছেন: আপ্নে কই?????????????
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৩
শিপু ভাই বলেছেন: রংপুর গিয়েছিলাম।
আমি ভাল আছি।
আপনি কেমন আছেন?
৭৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৪
আরফার বলেছেন: কি মিয়া, অংপুর তন কহন আইলেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৫
শিপু ভাই বলেছেন: গত কাল রাতে আইছি।
জান শেষ!!
এত দূর!!!
৭৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৪
জামিনদার বলেছেন: ফিলাসটা আজকে দিসিলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৫
শিপু ভাই বলেছেন: আপ্নেরে মাইনাস।
৭৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:২০
ময়নামতি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ,
মায় কয়না পুত খালায় কয় ভইন পুত।
অপেক্ষা করুন.........................++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৬
শিপু ভাই বলেছেন: আচ্ছা অপেক্ষায় রইলাম।
৭৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৭
আহাদিল বলেছেন: খুবই ভালো উদ্যোগ!
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩
শিপু ভাই বলেছেন: কয়েকটা বলেননা আপু
৭৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৪
সুপান্থ সুরাহী বলেছেন: বেয়া(বেহায়া)বলে রাজ্যই আমার।
না করনের বানী কত কথাই জানি।
ছেট নাই বেডার শুক্কুর বারে বেয়া।
ল্যাংড়ার আবার লাথ্থি।
০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী।
কেমন আছেন?
আপনার বাবা কেমন আছেন?
৭৮| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৬
যূথিকা বলেছেন: গরম ভাতে বিলাই বেজার
ভাত পাও না দুধ রোজ কর?
এত ভাত রাখছ দুধ দিয়া খাইতে?(কোন ব্যাপারে অতিরিক্ত আশা করলে বলা হয়, আকাশকুসুম কল্পনার আর কি)
হোয়াই পাটিতে হোয় মাটিতে
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০২
শিপু ভাই বলেছেন: ধইন্যা
৭৯| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১২
যূথিকা বলেছেন: বেইয়ারে (বেহায়াকে) মারে হিঁছা (ঝাড়ু), বেইয়া কয় হুদামিছা।
মুরগার দ্যাশে শিয়াল রাজা।
০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৮
শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ ্যূথিকাপু।
৮০| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৭
গরম কফি বলেছেন: ০৪. আমিও রারি(বিধবা) হইলাম- রঙ বিরঙ্গের শাড়িও বাইর হইল। হা হা হা
০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
শিপু ভাই বলেছেন: বস,
কয়েকটা পুরাতন শীত বস্ত্র দেন। উত্তরবংগ যাচ্ছি।
হুপফুলফরইভার ভাইয়ের পোস্টটা একটু দেখেন প্লিজ।
৮১| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০১
সুপান্থ সুরাহী বলেছেন: শিপু ভাই
আমি ভাল ...আব্বাও শারিরিক ভাল
তবে শীতে বাবার মানসিক অবস্থার চরম অবনতি হয়...
এসময় তিনি শাসকের ভূমিকায় থাকেন বাড়িতে...
সব ধরনের ভুল ক্ষমার অযোগ্য হয় ...
এনিয়ে আরো বলব...
সামনে নিবন্ধন পরীক্ষা...।
০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪২
শিপু ভাই বলেছেন: পরিক্ষা ভাল হোক।
আপনার বাবা ভাল থাকুন।
৮২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২
মাহী ফ্লোরা বলেছেন: একটাও কেউ শিখাই দেয়না যে এইখানে আইসা বলব
০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৮
শিপু ভাই বলেছেন:
৮৩| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: নিমরা বিলাই হর খাইবার জম - ( এটা সিলেটি প্রবাদ )
নাইস উদ্যোগ - শুভকামনা রইল
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:১৫
শিপু ভাই বলেছেন: Dhonnobad.
Aro chai.............
৮৪| ০৭ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০২
সুপান্থ সুরাহী বলেছেন: প্রিয়তে...
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:১৭
শিপু ভাই বলেছেন: Thank u Brother..................
I'm at Bikrampur now....................can't write in bengali.
৮৫| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
অজন্তা তাজরীন বলেছেন: বিনোদনমূলক পোস্ট। সবার ভিতর একটা চঞ্চলতা বাড়িয়ে দিলেন। ভাল লাগলো । প্রিয়তে রেখে দিলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২৫
শিপু ভাই বলেছেন: ya.... this is an entertaining post............i like this phrase and ryhm..........
most of these are very funny..............
thanku so much..........priyo Bon Azota Tazrin
৮৬| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩
আমি তুমি আমরা বলেছেন: কেমুন আছেন ভাইজান???
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৩
শিপু ভাই বলেছেন: I'm fine bro.................what about u?
i'm at Bikrampur now for postaring (against Eve Teasing) and collecting money and clothes for giving relif to people of North Bengal.
i can't write bengali here. pardon plz.
Please check the stiki post.
৮৭| ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০০
মৈত্রী বলেছেন:
ব্র্যাক ব্যাংক একাউন্ট:
Kazi Moitry
EZEE 1509201815168001
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪১
শিপু ভাই বলেছেন: তুমি কই????
৮৮| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৫
সুপান্থ সুরাহী বলেছেন:
দুদিল বান্দা কলমা চোর
না পায় শ্মশান না পায় গোর...
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
শিপু ভাই বলেছেন:
৮৯| ২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৩
টুনা বলেছেন: ভাই , আমি অনেক পরে আইলাম । তবে ২/৩ টা মনে পড়ছে , লেইখ্যা ফালাই ।
১ মাছের মইধ্যে কৈ , খেশের (আত্মীয়) মইধ্যে মৈ (খালা) ।
২ মার পুড়েনা, মাড়ানীর পুড়ে , ঘর পুড়েনা , ধোঁয়া উড়ে ।
৩ খাইল্লা কলসি বেশী লড়ে চড়ে ।
৪ কম পানির মাছ বেশী পানিত পড়লে খালি চডং চডং করে ।
৫ লাউ গাছের তলের ছৈ(সীম) গাছের খেশ (আত্মীয়)।
পরে আইস্যা আরো লেইখ্যা যামু নে । এহন যাই ।ভালা থাইক্যেন ।
২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৬
শিপু ভাই বলেছেন: থ্যাংকু থ্যাঙ্কু
৯০| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩
মাহমুদুল হাসান শাহিন বলেছেন: *যায় দিন ভালো,আসে দিন খারাপ
*নিজে বাঁচলে বাপের নাম
*পথে দেখা হইল কামার , দা (বটি) ধার কইরা দেও আমার
>> চালিয়ে যান ,আমরা আছি আপনার সাথে
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯
শিপু ভাই বলেছেন: যাক, অনেক দিন পর কয়েকটা পাইলাম।
আপ্নেরে ধইন্যা।
৯১| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৬
অবনীল্ বলেছেন: ১. পথের মধ্যে বিয়াইছে গাই, হেই সর্ম্পকে মামাতো ভাই
২. ভাত হায় ন (পায় না) করল্লা ভাজি টোয়ায় (টোকায়-খোজে)
৩. সদর আলী ভূইয়া, লেংটি পড়ে খুইয়া (খুলে)
৪. কি গো তোর নাম কি? নাম দিয়া কাম কি!
৫. শরম শরম কইলজাতে, কইলজা দেইখ্খ মাইজরাতে।
৬. জানেন ভাবী, আমার ছেলেটা না একটু্ও পড়ালেখা করেনা।
৭. কাচাঁয় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।
অনেক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না...
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০২
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ অবনীল্ ভাই
৯২| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৮
অবনীল্ বলেছেন: ১. পথের মধ্যে বিয়াইছে গাই, হেই সর্ম্পকে মামাতো ভাই
২. ভাত হায় ন (পায় না) করল্লা ভাজি টোয়ায় (টোকায়-খোজে)
৩. সদর আলী ভূইয়া, লেংটি পড়ে খুইয়া (খুলে)
৪. কি গো তোর নাম কি? নাম দিয়া কাম কি!
৫. শরম শরম কইলজাতে, কইলজা দেইখ্খ মাইজরাতে।
৬. জানেন ভাবী, আমার ছেলেটা না একটু্ও পড়ালেখা করেনা।
৭. কাচাঁয় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।
অনেক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না...
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০২
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ অবনীল্ ভাই
৯৩| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮
অবনীল্ বলেছেন: ৮. আগের দিন নাইরে নাতি খাবলাইয়া খাবলাইয়া মিডাই খাইতি।
৯. যেমন শিন্নি তেমন ভতর ভতর।
১০. বাড়ীর গরু গাডার (আঙিনার) ঘাস খায়না।
১১. মেঘ অয় (হয়) রৈদ অয়, পেতিশিয়ালের বিয়া অয়।
১২. তে কই? -তে কেডা? -আউঞ্চা।
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৩
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ অবনীল্ ভাই
১২ নাম্বারটা বুঝি নাই।
৯৪| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৩
তানজীম আজাদ বলেছেন: প্রিয়তে নিলাম।
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৩
শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ
৯৫| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:০৩
রেজোওয়ানা বলেছেন:
তুমি কি এখান থেকে সংগৃহিত প্রবাদ নিয়েই বই করতে চাও, না কি অন্য উৎস যেমন আগের প্রকাশিত বই থেকেও সংগ্রহ করবা, যদি বই থেকেও নিতে চাও তাহলে আমি কয়েকটা বই এর নাম বলতে পারি
০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৬
শিপু ভাই বলেছেন:
প্লিজ, বলেন আপা।
এশিয়াটিক এর একটা বিশাল কালেকশন বুক আছে।
৯৬| ১০ ই মে, ২০১১ দুপুর ১:৪০
হুপফূলফরইভার বলেছেন: আজাইরা গায়ের বাজাইরা পুনা গাওগেরামের গীতের ধুনা~
১০ ই মে, ২০১১ দুপুর ১:৪১
শিপু ভাই বলেছেন: বাহ! বাহ!
৯৭| ০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২২
শিপু ভাই বলেছেন:
যার লগে যার ভাব- গোয়া মারলেও লাভ!! (এটা কি অশ্লিল হয়ে গেল!!??)
আশা কর্ছিলাম ঘন- ঘটলো না ধনও!!!
০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৮
শিপু ভাই বলেছেন:
আরো কিছু প্রবাদ চাই
৯৮| ০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বিন বাতাসে গাং নড়ে না !! (গাং মানে পানি কিংবা খাল)
পকপকানি মুরগি ডিম পাড়ে না
পরের ঘরের পিঠা, তিতা হলেও মিঠা
এলো বেলো লিচু(কিংবা যেকোন কিছু) পাইতে সারল (কেউ কারও গাছের ফল চুরো করতে গেলে বলা হয়)
০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪
শিপু ভাই বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু!!!!!
অবশ্যই এড করা হইব।
৯৯| ০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
পাপতাড়ুয়া বলেছেন: ১।
বৌ অইলো দারোগা
হোলা অইলো বোগোলি,
হঅয়ে অইছে মা আর
মা এল্লা হাগুলী।
হোলা=ছেলে। বোগোলি= কলা গাছের ভেতরের দন্ডাংশ, সবজিবিশেষ।
হঅয়= শাশুড়ি। হাগুলী= পাগলি।
২।
উত্তুরের ঘরে জামাই মরে
আর আংগো বৌ কান্দে ঘরে।
পরকীয়াবিষয়ক,
৩।
জোয়ান মাইয়ার বাপে, ভূতের ডরে কাঁপে।
৪।
মোল্লা আইছে বাড়িতে,
হোন্দের কাপড় মাথায় তুলি
আগি দিছে মাডিতে।
আগি দেয়া=টয়লেট সারা। কাঠমোল্লাবিষয়ক।
৫।
অশ্লীল
মার হিয়ানে বাল নাই,
হুতের গাল ভরা দাঁআই।
দাঁআই=দাঁড়ি।
আর মনে পড়ছে না। পড়লে দিয়ে যাবো।
০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
শিপু ভাই বলেছেন: দারুন
অশেষ কৃতজ্ঞতা ভাই।
২,৩,৪ বেশি জোস!!!
১০০| ০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৯
অগ্রপথিক... বলেছেন: আপনার প্রচেষ্টা দেখে ভাল লাগলো।
আমার সংগ্রহে প্রায় ৫০০ মত প্রবাদ-প্রবচন আছে,যা আমি স্কুলে থাকতে সংগ্রহ করা শুরু করেছিলাম,পরে আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি ।
তবে যে গুলো সংগ্রহ করেছিলাম সেগুলো থেকে অল্প অল্প করে পোস্ট দেওয়া শুরু করেছি।
০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৪
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ।
আপনার পোস্ট দেখলাম। চমতকার।
আমি ব্লগে কালেক্ট করে ভবিষ্যতে বই আকারে সংরক্ষন করে রাখতে চাই
১০১| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৮
শিপু ভাই বলেছেন: বেহায়ারে মারে পিছা বেহায়া কয় হুদা মিছা
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০০
শিপু ভাই বলেছেন:
আইছে কলির কাল
ছাগল চাটে বাঘের গাল!!!
১০২| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শেষের দিকে অনেকগুলো দেখা যায় না !! দাড়ি চিহ্নটি তুলে দিলে মনে হয় দেখা যাবে !!
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫১
শিপু ভাই বলেছেন: বুঝি নাই বস!!!
১০৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
রোজেল০০৭ বলেছেন: চরম কালেকশন শিপু ভাই।
সোজা প্রিয়তে+++++
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬
শিপু ভাই বলেছেন: আপনিও কয়েকটা দিয়ে কালেকশনটা আরেকটু সমৃদ্ধ করুন রোজেল ভাই।
অনেক ধন্যবাদ
১০৪| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৫
মিরাজ is বলেছেন: মাচায় ইন্দুর* ঠক ঠক করে তলে আন্ডারপ্যান**।
*ইঁদুর
**আন্ডারওয়্যার
কথাটা আমার দাদী বলতেন, মানে উনার কাছ থেকে শুনেছি। এর অর্থ হলো মাচাতে কোনো ইঁদুরেরো খাবার নেই অথচ ভাব নিয়ে বেড়ানো।
সংগ্রহটা সুন্দর। একদিন হয়তো হারিয়ে যাবে ।
প্লাস আপনার সংগ্রহতে।
১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
শিপু ভাই বলেছেন: হারাবে কেন???
যাটে না হারায় তাইতো ব্লগে লিখে রাখছি।
এগুলোর চর্চাও করি।
অনেক ধন্যবাদ মিরাজ। আরো কিছু দাও।
১০৫| ১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪১
রাফা বলেছেন: বাঙ্গালে পাইছে রাজধানী ,কাহাইলরে বানাইছে পিকদানি।
চোর পালাইলে বুদ্ধি বাড়ে।
১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৮
শিপু ভাই বলেছেন:
১ম টা দারুন!!!
হাহাহাহাহ.।.।.।.।.।.।
এড করা হবে।
ধন্যবাদ ভাই।
১০৬| ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
শিপু ভাই বলেছেন:
যারে দিয়া মাইয়ার মা- তারেই তুমি চিনলা না!!
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪২
শিপু ভাই বলেছেন:
শব্বনাশ!!!
১০৭| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: প্রাতে খেলে নুন আদা/ অরুচি আর থাকে না দাদা।
অতি ভোজন রোগের মূল/ বেশি উপোশ তেমনি ভুল।
ভূখ মেরে যে জন খায়/ তার পিত্ত বিগড়ে যায়।
চিনির সাথে এলাচ দানা/ খেলে হিক্কা আর থাকে না।
দেডডেয়ার গরু/ তিন টেয়ার ঠেলনি।
বজ্র আঁটুনি ফস্কা গেরো।
যারে দেখতে নারি/ তার চলন বাঁকা।
এবার একটা ভিনদেশি (জানিনা হিন্দি নাকি উর্দূ)
দুপেরকা বালিশ/ রাতকি চাল্লিশ
সুবেহ আওর সামকি হাওয়া/ সেদকি লিয়ে দাওয়া।
(দুপুরে খাওয়ার পর শোয়া/ রাতে হাঁটা
সকাল ও সন্ধ্যার বাতাশ/ শরীরের জন্য ওৗষধ।)
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৬
শিপু ভাই বলেছেন: ২টা বাদে সবগুলো আনকমন হৈছে।
ধইন্যা লন বস্তা ভইরা।
১০৮| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ভালার লাই দিলাম জল পড়া/ হই গেলো কপাল পোড়া।
কুত্তারে যায় তেলাই ধইত্ত/ কুত্তায় যায় চালির থুবো হুইত্তো।
আরেকবার সাধিলে খাইব।
পো মনে দিনেশা। (আব্বে যাহ) -মালয়ালাম
ধরি মাছ না ছুঁই পানি।
টোন্ডার আগাদি বেগুন পাড়া।
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৫
শিপু ভাই বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই।
১০৯| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৭
শিপু ভাই বলেছেন: রিয়াল রিফাত বলেছেন: বাঁশের চেয়ে কঞ্চি বড়।
যেইনা কুত্তা আবার মাইগা।
মড়া পোলা আব্বা কয়না।
আমি কান্দি মার লেইগা মায় কান্দে নাঙের লেইগা।
ব্রামনে মন্তর পড়ে পাঁঠায় কয় আমার চেটে শুনে ।
বাপের পাছায় বাল নাই পোলার মুখে চাপদাড়ি।
কুত্তায় গু না খাইলেও শুইকা দেখে।
মানি কান্দে মানের লেইগা কুত্তা কান্দে ফেনের লেইগা ।
১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮
শিপু ভাই বলেছেন: রিফাত ভাইরে ধইন্যা।
১১০| ১৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১২
রিয়াল রিফাত বলেছেন: এক পোলাই বাপের নাম রাখে।
অল্প পানির মাছ বেশি লাফায়।
শিয়ালের কাছে দিছে মুরগী বর্গা।
ফুলের মইদ্ধে ধুত্রা ইষ্টির মইদ্ধে পুত্রা।
সঙ্গ দোষে লোহা ভাসে।
চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে।
আগের হাল যেদিকে যায় পিছের হাল সেই দিকেই ধায়।
গরীবের চাইল পরে দূর্বা বনে ।
১৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৪
শিপু ভাই বলেছেন:
ফুলের মইদ্ধে ধুত্রা ইষ্টির মইদ্ধে পুত্রা।
দারুন দারুন
অনেক কৃতজ্ঞতা রিফাত ভাই।
১১১| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬
রিয়াল রিফাত বলেছেন: আমিও ফকির হইলাম, দেশেও আকাল পরল।
মোল্লা বাড়ির বিড়ালও মোল্লা।
পোলা মরছে মরছে পোলার চোখতো বাঁচছে।
জ্বরও গেলো কাঁপুনিও গেলো।
গাঙ শুকায়লেও গাঙের দাগ শুকায়না।
মুচির নযর থাকে সবসময় ছিরা জুতার দিকে।
অভাগা যেদিকে যায় সাগরও শুখায়া যায়।
যে ডাইল ধড়ি ওই ডাইলই ভাইঙ্গা যায়।
১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৭
শিপু ভাই বলেছেন:
মুচির নযর থাকে সবসময় ছিরা জুতার দিকে।
এক্কেরে খাটি কথা।
এ প্রবাদগুলো বাচিয়ে রাখতে হবে। কথাবার্তায় প্রবাদ ইউজ করতে হবে।
অনেক কৃতজ্ঞতা ভাই।
১১২| ১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৮
রিয়াল রিফাত বলেছেন: বাঁচলে কামাই ঝি বাঁচলে জামাই।
গরীবের বউ সবার ভাবী।
গরীবের হজ জুম্মাহ।
গরীবের কোন অপশন নাই ( এইডা আমার নিজের রচিত)
এশার আযান দিয়া দিছে কোন ইমামে কাজ হইবনা (সাকা চৌ)
সব রসূনের গোরা এক।
১৬ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯
শিপু ভাই বলেছেন:
গরীবের কোন অপশন নাই ( এইডা আমার নিজের রচিত)
১১৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫
রোজেল০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম।
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৬
শিপু ভাই বলেছেন:
ধইন্যা রোজেল ভাই।
কয়েকটা বলে যান।
১১৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
বেঈমান আমি বলেছেন: আমি তখন সামু তেই ছিলাম না।পোস্ট প্রিয়তে নিলাম।
আছেন কেমন?
২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮
শিপু ভাই বলেছেন:
ভাল আছি ভাই। আলহামদুলিল্লাহ!!!
প্রিয়তে নেয়ার জন্য ধইন্যা। এবার আপ্নে কয়েকটা দেন।
১১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪০
chinu_138 বলেছেন: ভাল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৪
শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু
১১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪
ফারজুল আরেফিন বলেছেন: বই কবে বের হবে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৯
শিপু ভাই বলেছেন:
আরো দরকার।
তাছাড়া এগুলোর উতপত্তি ও স্থান সম্পর্কেও কিছু গবেষনা করতে হবে।
পাশে চাই!!!
১১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: এইগুলার ঊৎপত্তি বের করতে গেলে খবর আছে
পাশে আছি।
গ্রামের দিকে শুনেছিলাম কয়েকটা -
বেইল নাই
মানুষ নাকি বিএনপি
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৭
শিপু ভাই বলেছেন: একটুতো কস্ট করতেই হবে!!!
আপনার এলাকায় প্রচলিত কয়েকটা বলেন।
১১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫০
সাজিদ ঢাকা বলেছেন: * সরু পেটে গরু আটে ।
* ছাল নাই কুত্তা নাম রাখছে বাঘা ।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৪
শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ সাজিদ ভাই
আরো চাই আরো চাই
১১৯| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১:৩০
আহমাদ জাদীদ বলেছেন: সংগ্রহে থাকল......
১৫ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৫
শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ।
দয়া করে পোস্টগুলো আনড্রাফট করুন!!!
১২০| ২৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
পাকাচুল বলেছেন: এমন জিনিস অবশ্যই প্রিয়তে রাখতে হবে।
ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২০
শিপু ভাই বলেছেন:
অনেক ধন্যবাদ পাকাচুল ভাই।
কিছু এড করুন সম্ভব হলে।
১২১| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৩
নাসা’র মা বলেছেন: শেষের অনেকগুলা দেখা যায় না। বক্স বক্স আসে। এইটা মনে হয় নাম্বারের পর দাঁড়ি দেওয়ার জন্য হইসে।
পোষ্টে লাইক। আরো অ্যাড হবে কি পরে?
০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০
শিপু ভাই বলেছেন:
হুম। দাড়ির জন্য এমন হয়। ক্রোমে এই সমস্যা আছে।
অবশ্যই এড হবে।
লাইকের জন্য থ্যাঙ্কু নাসার মা!!!
১২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
সংবাদ বলেছেন: + দিলে কম হইয়া যাবে তাই ++ ++ ++ ++ ++ দিগুন +
০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০২
শিপু ভাই বলেছেন:
প্লাসের জন্য থ্যাঙ্কু!!!
কয়েকটা প্রবাদ দিলে আরো থ্যাঙ্কু দিমু!!!
১২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রাশমী বলেছেন: প্রিয়তে নিলাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ।
কয়েকটা যোগ করুন পারলে!!!
১২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
রাশমী বলেছেন: অন্যের দালান দেখে নিজের কুঁড়ে ঘর ভাংগবা নাকি??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
শিপু ভাই বলেছেন:
থ্যাঙ্কু!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: যদি হয় সুজন, তেতুল পাতায় নয়জন...