![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে...
একটা জিনিষ আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। এই বিষয়ে কোথাও কোন লেখাও পাই নাই। কিন্তু জিনিসটা আমাদের খুবই চেনা । সেটা হল চুলের জট/জটা। এটা কিভাবে হয়?
কেন হয়? এটা কি কোন রোগ??
আমার এক ফুফু সিকালে ঘুম থেকে জেগে দেখে তার মাথায় জটা। আমার দূর সম্পর্কের এক সম্বন্ধির বৌ ,বয়স ২০-২২ ,সুন্দরী- ৩মাস পরের সাক্ষাতে দেখি মাথায় ইয়া বড় স্তুপ- একটা কাপড় দিয়ে বাধা।
বিভিন্ন মাজারে বাউলদের এটা দেখা যায়।
এটা আসলে কি?????
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৭
শিপু ভাই বলেছেন: উ হু! মনে হয় না।
অন্য কিছু। আপ্নে খেয়াল কইরা দেইখেন।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৬
আমি হনুমান বলেছেন: ৬মাস নিচের কেশ না কাইটা বইয়া থাকেন দেখবেন কেমনে জটা হয়!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৮
শিপু ভাই বলেছেন: ও আল্লা!!
হনুমানেরও জটা হয়!!!
তাও আবার নিচে!!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
ময়নামতি বলেছেন: চুলে সাবান তেল না দিলে এমন হওয়া স্বাভাবিক।
আর মাজার পুজারীগুলাতো গোসল করে কিনা আল্লাহ ভাল জানেন ঐ গুলা মাথা আচড়াইবার সময় কই পায় এটা দেখিয়ে ব্যবসা করে।
আপনি এ সবের খপ্পড়ে না পড়লে ভাল হয়।
ধন্যবাদ।++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৬
শিপু ভাই বলেছেন: আমি অনেক পরিস্কার- পরিচ্ছন্ন লোকেরও জট দেখেছি।
তবে অধিকাংশ জটাধারী ফকিরালী করে বা এরুপ ভাব নেয়।
গায়ক পথিক নবীরও জটা আছে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
নীল কষ্ট বলেছেন: জানি না
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮
শিপু ভাই বলেছেন:
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০
রোকন রাইয়ান বলেছেন: এমনিতে চুলে জটা হয়, অবিশ্বাস্য।
আমি তো জানতাম বাউন্ডুলদের চুলে জটা হয় অযত্ন অবহেলার কারণে।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
শিপু ভাই বলেছেন: আমার ওই ফুপুর শুধু এক গোছা চুল জটা ছিল। বাকি সব স্বাভাবিক।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০
অ নু বলেছেন: আমিও একজনের দেখছি ।কেন হইছে তা জানিনা।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
শিপু ভাই বলেছেন: তাইলে কে জানে??
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
মাগুর মাছ বলেছেন: জ্বীন পরিতে বিশ্বাষ যার আছে সে ভাল বলতে পারবে। সামুতে গুরা গুরি করেন উত্তর পেয়ে যাবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
শিপু ভাই বলেছেন: আমার বিশ্বাস সামুতেই এটার জবাব পাব।
সামু রকস!!!
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০
বিডিআর বলেছেন: জট হলে কেটে ফেললেই তো হয়। নতুন করে চুল গজাতে কয়দিন ই বা লাগে। জট একটা বমি আসার মত জিনিস। আর মুসলিম নিয়ম মোতাবেক জটওয়ালাদের তো গোসল ই আদায় হবেনা।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২
শিপু ভাই বলেছেন: জট কাটলে জ্বর হয় বলে শুনেছি।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
নতুন রাজ ২০১০ বলেছেন: কি সব উল্টা পাল্টা জিনিস নিয়া আলোচনা সুরু করছেন, খুব একটা ভাল লাগলো না ।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১
শিপু ভাই বলেছেন: ব্যাপারটা সম্পর্কে অনেক কৌতুহল ছিল। এখন সারাদিন সামুতেই থাকি। তাই সামুর ব্লগারদের সরনাপন্ন।
আর জটা খুব ভাল লাগার জিনিস না।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১
অ-বুদ্ধিজীবী বলেছেন: Shifu Bhai, google a search den, asa kori paiben, yahoo or Wiki answers a ......
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
শিপু ভাই বলেছেন: ইংরেজি কম বুঝি ভাই।
আর আমার নাম শিফু না শিপু ভাই
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৭
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: মাথা নাড়ু করলে মুক্তি পাওা সম্ভব।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১
শিপু ভাই বলেছেন: চুল বড় হইলে আবার হয়।
হঠাত হওয়ার কারনটা কি??
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০
আর.এইচ.সুমন বলেছেন: শিপু ভাই এক কাজ করেন
ভাবির নারিকেল তেল কেনা বন্ধ করে দেন ,,, এবং মাথায় চিরুনী যেন না করে সেদিকে খেয়াল রাখেন ......
এক মাস পর প্রাক্টিক্যালি পেয়ে যাবেন একটি সুন্দরী জটাধারী বৌ
মাইন্ড কইরেন না কইলাম
আমি হিন্দু ধর্মের অনেক মহিলাদের এরকম জটা চুল দেখেছি ...
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা মন্দিরে কোন দীর্ঘ মেয়াদি মানত বা কি যেন বলে ,, ইচ্ছে পুরণ না হওয়া পর্যন্ত মাথায় তেল দেয় না এবং চিরুনী করে না ।
যেদিন ইচ্ছে পুরণ হবে সেদিন ওরা ঐ চুল কেটে ফেলবে এবং আবার নতুন সুন্দর চুল গজাবে ..।
এই ধরনের কথা ওদের কাছ থেকে শুনেছি ....।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩
শিপু ভাই বলেছেন: আপ্নের ভাবী চুলে তেল দেয় না। মাথা আচড়ায় অবশ্য।
আর আমিও গত ১৫ বছর চুলে তেল দেই না- শ্যাম্পু করি, কন্ডিশনার লাগাই
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭
আর.এইচ.সুমন বলেছেন: যায় বলেন শিপু ভাই আপনাকে দেখে মনেই হয় না আপনি বুড়ো হয়ে যাচ্ছেন
আর কিছুদিন পর বৌ-মার মুখ দেখবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
শিপু ভাই বলেছেন: জ্বী। ইনশাল্লাহ!!
তয় আমার মাথায় দুই গোল্লা।
দুই গোল্লা থাকলে নাকি দুইবার বিবাহ হয়। মাত্রতো একটা করছি।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
মানবিক ৩০ বলেছেন: যত সব ফালতু আলাপ
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২
শিপু ভাই বলেছেন: ফালতু আলাপে যোগ দেওয়ার জন্য আপনাকে গদাম সহকারে ধইন্যা।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২১
মাহী ফ্লোরা বলেছেন: আমিও জানিনা।জানলে জানাইয়েন শিপু ভাই
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩
শিপু ভাই বলেছেন: আইচ্ছা জানামুনে।
কিন্তু এখনোতো কেউ জানাইল না।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫০
আর.এইচ.সুমন বলেছেন: আপনের ২য় বিবাহের ইচ্ছের কথা ভাবি কি জানে ????
না জানলে আমি এই মহৎ কাজ টি করে দিতে পারি ..
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
শিপু ভাই বলেছেন: আরেঠারে কইতে চাই তয় ডড় লাগে
আপ্নের এই মহৎ কাম না কর্লেও হবে।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:০২
বাবুই চড়ুই বলেছেন: ঘভেষণা কৈরা বুজন দরকার!!
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৬
শিপু ভাই বলেছেন: এইবার সামনে কাউরে পাইলে ঘবেশণা কর্মু
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
সায়েম মুন বলেছেন: আজব সমস্যা
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৫
শিপু ভাই বলেছেন: মুনু, সমস্যা নাই কুনু।
জাস্ট কৌতুহল
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
মনে নাই বলেছেন: মনে হয় ময়লা-আবর্জনা থেকেই চুলে জটা হয়, জটা কেটে ফেললে জ্বর আসাটা ১টা মানসিক রোগের মতো।পরিস্কার-পরিচ্ছন্ন কারোর কখনো জটা উঠতে দেখা যায় নি।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:২০
শিপু ভাই বলেছেন: পরিস্কার-পরিচ্ছন্ন কারোর কখনো জটা উঠতে দেখা যায় নি
একমত না।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪
শিপু ভাই বলেছেন: কিলিয়ার কইরা কেউ কিছুই কইল না।
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৩
শিপু ভাই বলেছেন: কেউ বিষয়টা জানে না!!! আফসুস
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৭
শ্যাওলা ধরা উঠান বলেছেন: আহারে। মাথায় মনে হয় পাখির বাসা হয়ে গেছে।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
শিপু ভাই বলেছেন: ইশ!
মাথায় যদি সুন্দর একটা জটা থাকত তাহলে ভাব নেয়া যেত!!!
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২২
বিবেকহীন মানুষ বলেছেন: নোংরা মানুষ যারা চুল ঠিকমতন পরিস্কার করে না তাদের জটা হয়, এইটার সাথে আধ্যাত্মিকতার কোন সম্পর্ক নাই। তবে কেউ জটা নিয়ে আধ্যাত্মিক ভাব নিলে বুঝতে হবে এই জটার সাথে ভন্ডামির সম্পর্ক আছে, সেইক্ষেত্রে ধরে চুল কেটে দেওয়া সবচেয়ে ভালো কাজ, পারলে সাথে কিঞ্চিৎ গণধোলাইও দেওয়া যেতে পারে তাহলে ভবিষ্যতে আর জটা গজাবে না।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৬
শিপু ভাই বলেছেন: একমত।
তবে জটার উতপত্তি জানতে চাই। শুধু নোংরা থাকলে এমন হওয়ার কথা না।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৫
শয়তান বলেছেন: রোগ নয় । অনেকটা অভিরুচী টাইপ জিনিষটা । আমার মায়ের খালা মানে আমার নানির মাথায় এরকম জটা ছিল । উনাকে এই নিয়া ডিটেইল স্টাডি করেছি আমি । সময় করে একদিন এটা নিয়ে বলবো দেখি । অনেক ইন্টারেস্টিং জিনিষটা মনে হয়েছে আমার কাছে । দেহতত্ত্ব বুঝেন ? তাহলে আপনার কাছেও ইন্টারেস্টিং লাগবে আশা করি
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৯
শিপু ভাই বলেছেন: দেহতত্ব সাধারনত বাউলদের বিষয়। আমি খুব কম জানি। তবে বিষয়টা আসলেই ইন্টারেস্টিং।
আপনার স্টাডির ফলাফল জানতে চাই।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
মিরাজ is বলেছেন: রুদ্রপ্রতাপ বলেছেন: আমিতো জানি ময়লা আর চুল না ধুলে হয়।
আমারো তাই মনে হয় ।
আমি হনুমান বলেছেন: ৬মাস নিচের কেশ না কাইটা বইয়া থাকেন দেখবেন কেমনে জটা হয়!!!
ভাই হনুমান আমি তার থেকে বেশিদিন ধরে মনে হয় চুল কাটিনা, আমার জটা নাই ।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৯
শিপু ভাই বলেছেন:
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৩
মিজান আনোয়ার বলেছেন: শিপু ভাই আপনি জানলে আমাদের কে জানাইবেন।++++++++
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩২
শিপু ভাই বলেছেন: অবশ্যই জানাবো।
শয়তান ভাই ( শয়তানকে ভাই বলাটা কি ঠিক হইল ) এই ব্যাপারে ইটারেস্টিং কিছু জানাতে পারে।
ধন্যবাদ ভাই।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
আকাশের তারাগুলি বলেছেন: আমারও কুইরিচিটি আছে। পিলিজ জাইনলে জানাইয়েন।
০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫২
শিপু ভাই বলেছেন: জানামুনে।
শয়তান ভাই কেবল জানে মনে হইল। উনি সময় কইরা জানাইব কইছে।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০০
ফাহিম আহমদ বলেছেন: মাথার বু্দ্ধি গুলা যখন বেশি হয়ে যায় তখন চুলের মধ্যে প্যাঁচ লাগতেই থাকে ,,, আর এথেকে চুলে জট লেগে যায়
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮
শিপু ভাই বলেছেন: আমাদেরে ব্লগার যোগী এই বিষয়ে ভাল বলতে পারবে বলে মনে হয়।
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
আকাশের তারাগুলি বলেছেন: শয়তান ভাই, আপনি মোস্ট ওয়ান্টেড। আমরা সবাই আপনার কমেন্টের প্রতীক্ষায়।
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১
শিপু ভাই বলেছেন:
আমরা ব্লগার শয়তান ভাইয়ের ( সত্যিকারের শয়তান না মনে হয়) মূল্যবান মতামতের অপেক্ষায়।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০২
রাজসোহান বলেছেন: ফলাফল পাইসেন?
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৬
শিপু ভাই বলেছেন: উহু!!
অঃটঃতোমারে মোবাইলে পাই না ক্যান??
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৬
সুপান্থ সুরাহী বলেছেন: জানতে মুন্চায়...
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৭
শিপু ভাই বলেছেন: কেমন আছেন ভাই?
আপ্নে কিছু জানেন এই বিষয়ে??
৩১| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৭
হুপফূলফরইভার বলেছেন: ২ নং এর উত্তরে
০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
শিপু ভাই বলেছেন: টেংকু!!!!
জটা বিষয়ে জনাবের অভিমত জানতে পার্লে বাধিত হতাম।
৩২| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪
আরিফ্ ৯১ বলেছেন: আমি ছুটবেলায় একবার নিতান্তই কৌতূহল হয়ে মাথায় চুইঙ্গাম লাগাইসিলাম। পরে চুল কাট তে গিয়া কি যে বেথা পাইসি। তখন জানতাম না যে সরিশার তেল মাখলেই ঝামেলা শেষ! :>
০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৯
শিপু ভাই বলেছেন:
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৫
অজন্তা তাজরীন বলেছেন: একটা interesting question! আসলেই তো ! আমার কোনই ধারনা নেই। আপনাকে ধন্যবাদ এধরনের একটি প্রশ্নের জন্ম দেবার জন্য। +
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
শিপু ভাই বলেছেন: ধন্যবাদ আপ্পি!!
আপ্নের নতুন পোস্ট কই?
ব্লগে ঢুকলেই শুধু- পারদ জীবন আমার-পারদ জীবন আমার।
তাড়াতাড়ি নতুন কিছু দেন
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০১
রেজোওয়ানা বলেছেন: সারমর্ম কি পাওয়া গেল?
পাওয়া গেলে জানাবা কিন্তু
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৮
শিপু ভাই বলেছেন: কেউ তো কইল না!!!
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি জানি কিন্তু কমু না । আমি মাগনা কাজ করি না
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০
শিপু ভাই বলেছেন: না কইলে *( গ এ হ্রস উ কার) খান!!
৩৬| ১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: আরে ভচ । আপনি তো জটিল খানার নাম দিলেন । এত সুস্বাদু জিনিস আগে খাই নাই আপনিও একটু টেরাই করবেন নাকি
১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
শিপু ভাই বলেছেন:
না, এটার গন্ধটা আমার ভাল লাগে না।
আপনিই খান। আমি মাইন্ড কর্বোনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৬
রুদ্রপ্রতাপ বলেছেন: আমিতো জানি ময়লা আর চুল না ধুলে হয়।