নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

whereof we cannot speak thereof we must be silent

শায়ক

ডিজিটাল দর্জি..... বর্তমানে আছি যেখানে এক কালে বস্রশিল্পের বিপ্লব শুরু হয়েছিল.........আর আছে দুটো বিখ্যাত ফুটবল ক্লাব .... এর মাঝেই সময় কাটাই অকাজে!

শায়ক › বিস্তারিত পোস্টঃ

টেক্সটাইল ডায়িংএ পানির বিকল্প: সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড

০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

পানি আমাদের জীবন সবসময় শুনে আসলেও আমরা এর প্রতি কতটা মনোযোগী আমি জানি না| কিন্তু বাংলাদেশ এ আমরা সবাই কম বেশি পানির কষ্টে ভুগি| দিনদিন বেড়ে চলেছে কষ্ট| অনেকেই মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাঁধে তাহলে স্বাদু পানির (fresh water ) জন্যই হবে|



টেক্সটাইলে পানির ব্যবহার

এর আগের একটি পোস্ট এ আমি বলেছিলাম প্রতি কেজি কাপড় ডায়িং করতে গড়ে ১২০লি পানি লাগে যা সহজ ভাবে বললে প্রতিটিই টি-শার্ট ডায়িং করতে ২৫-৩০লি পানির প্রয়জন| অদক্ষ কারখানার ক্ষেত্রে তা আরো বেশি| আর যেহেতু বাংলাদেশে পানির কোনো দাম নেই, মাটি থেকে তুলতে পারলেই হলো এজন্য কেউ কেয়ারও করে না|



সার্বিক ভাবে গড়ে প্রতি বছর ২৮ বিলিয়ন কাপড় রং করা হয় এবং এই কাপড় ডায়িং করতে ২ বছরে যে পরিমান পানি ব্যবহার করে তা দিয়ে ভূমধ্যসাগর ভরে ফেলা সম্ভব|



পানি ছাড়া ডায়িং

পানি যেহেতু ডায়িং মাধ্যম হিসেবে কাজ করে তাই পানি ছাড়া ডায়িং খুব কঠিন| অন্য ভাবে বললে এর সহজ বিকল্প নেই| গেলেও তা সব ক্ষেত্রে প্রযোজ্য না| আজকে আমি টেকনোলজির কথা বলব তা হচ্ছে সুপার ক্রিটিকাল কার্বন ডাইঅক্সাইড এর সাহায্যে ডায়িং করা|



সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড (CO2) কি?

কার্বন ডাইঅক্সাইডকে ৭৪ বারের উপর চাপে এবং ৩১C এর উপরে তাপ দিলে তা ক্রিটিক্যাল অবস্থায় পরিনত হয়| এটা এমন অবস্থা যাকে বলা যায় বিস্তৃত তরল অথবা অসম্ভব চাপের গ্যাস| সহজ বাংলায় বলা যেতে পারে, ক্রিটিক্যাল পয়েন্টের উপরে কার্বন ডাইঅক্সাইড তরল বা গ্যাসের মাঝমাঝি অবস্থায় থাকে ফলে তা উভয়ের বৈশিষ্ট্য দেখায়|



সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড দিয়ে ডায়িং

কার্বন ডাইঅক্সাইড সুপার ক্রিটিক্যাল অবস্থায় তরলের মত ঘনত্বে থাকে যা দিয়ে কিছু ডাইকে (dye , যা দিয়ে কাপড় রং করা হয়) dissolve করা যায় যেমন, ডিসপার্স (Disperse )ডাই | এই ধরনের ডাই সিন্থেটিক কাপড় যেমন পলিয়েস্টার রং করা যায়|



এর সুবিধা হচ্ছে অল্প সময়ে ডায়িং করা যায় এবং ডায়িং শেষে শুকানো লাগে না কারণ CO2 গ্যাসীয় অবস্থায় উড়ে যায়| এই CO2 আবার রিসাইকেল করে ব্যবহার করা যাবে| কেমিক্যাল ও লাগবে না| এছাড়া সময়, তাপমাত্রা এবং চাপ বদলিয়ে কয়েকটা স্টেপ একসাথেও করা যাবে|



সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ডায়িং মেশিন

যদিও এই টেকনোলজি ২৫ বছর ধরেই চালু ছিল কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মেশিন আবিষ্কার করা যা দিয়ে বানিজ্যিক ভাবে ডায়িং করা যাবে| 2009 সলে প্রথম বারের মত জার্মানির DyeCoo কোম্পানি প্রথম বারের মত বানিজ্যিক ভাবে মেশিন আবিষ্কার করে| এর জন্য ব্যবহৃত ডিসপার্স ডাইও বিশেষ ভাবে উত্পাদন করা হয়| এই আবিষ্কারের জন্য এই কোম্পানি অনেকগুলো পুরস্কার পায়| তার মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য হচ্ছে হেরমান Wijffels Innovation Award for the best innovative eco-based product for 2009/2010 |



DyeCoo বর্তমানে থাইল্যান্ড এর Tong Siang Co Ltd এর সাথে পার্টনারশিপে উত্পাদন করছে| বর্তমানে এটার ব্র্যান্ড নাম হচ্ছে DryDye | এডিডাস এবং নাইকি দুটো কোম্পানি এই প্রসেস এর উপর জোর দিচ্ছে|



সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ডায়িং এবং বাংলাদেশ



বাংলাদেশের মূল উত্পাদন হচ্ছে কটন (cotton ) কাপড়ে| এর প্রক্রিয়া এখনো আবিষ্কার হয়নি| তবে DyeCoo বলেছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে|



তবে সমস্যা হচ্ছে আমাদের মিল মালিকরা কতটা আগ্রহী হবে ফ্রী পানি (এবং বর্জ্য পরিশোধনাগার ছাড়া না না চালানো) পেয়ে পেয়ে ডায়িং করে| এছাড়া মানসিকতার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ |



পরিশিষ্ট:

মজার ব্যাপার হচ্ছে প্রকৃতিতে আমরা রং দেখি তার বেশির ভাগই এই উপায় না| এই যে আমরা এত প্রজাপতি দেখি তার সবটাই বিভিন্ন স্তরের আলোর প্রতিফলন/প্রতিসরণ| পাতা বা ফুলের যত রং দেখি তা এক ধরনের রঞ্জক পদার্থ যা করতে প্রকৃতির মাধ্যমও লাগে না বা তেমন কোনো এনার্জিও খরচ হয় না|

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৮

নুভান বলেছেন: +++

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৫

শায়ক বলেছেন: :D :D

২| ০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৪

লেখাজোকা শামীম বলেছেন: আমাদের দেশে পানি দূষণের সবচেয়ে বড় কারণ ডায়িং কারখানা। পরিবেশ রক্ষার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার করার কথা থাকলেও অনেক ফ্যাক্টরি সেটা ব্যবহার করে না।
আমাদের মানসিকতা হল পরিবেশের ক্ষতি হলে আমার বাবার কী ?

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৫

শায়ক বলেছেন: একদম ঠিক কথা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.