![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তার দোহাই দিয়ে যে এতদিন খিস্তিখেউর আর গালিগালাজের বন্য বইয়ে দেয়া হল তার ফলাফলে কী পেলাম আমরা? এসবের ফলে কয়জন আস্তিক নাস্তিক হইছে? কান্ডজ্ঞানহীন এসব কর্মের ফলে যেই সাম্প্রদায়ীক জটিলতার সৃষ্টি হচ্ছে তার দায়িত্ব কি নিবে এরা? এভাবে কি সত্যিই কোন আদর্শের বিস্তার ঘটানো সম্ভব? কোন হিসেবে এদের বিজ্ঞান মনস্ক লেখক বলাহয় ভেবে অবাক হই।
যাই হোক অনাকাঙ্খিত মৃত্যু কারো ক্ষেত্রেই কাম্য নয়। সেটা হেফাজতির হোক কিম্বা কোন নাস্তিকের। সবার মৃত্যুতেই আমি সমান ভাবে ব্যথিত। আশাকরি ভবিষ্যতে এসব নোংরা কর্মকান্ড ত্যাগ করে সবাই সত্যিকারের মু্ক্তচিন্তার প্রসার ঘটাবে। যেখানে খিস্তিখেউরের চাইতে নিজ আদর্শের বৈশিষ্টকেই বেশী প্রধান্য দেয়া হবে।
©somewhere in net ltd.