নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকুন ভালো ভাবে বাঁচার জন্য

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা ।

আ.হ.ম. সবুজ

প্রবাসী । মানুষকে শুধু মানুষ হিসেবে মুল্য দিতে শিখুন , অর্থের মাপকাঠিতে নয় । সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ।

আ.হ.ম. সবুজ › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক !

১৬ ই আগস্ট, ২০১২ সকাল ৭:০০

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ এর সকল ব্লগার এবং সকল মডারেশনগণকে জানাই ঈদের আগাম সুভেচ্ছা । ঈদের আনন্দে সকলের জীবন হোক আনন্দময় । ঈদের এই আনন্দ সারা বছর ভরে থাকুক সবার ঘর । আসুন হংসা-বিদ্বেষ, হানা-হানী, ধনী-গরীব, জাত-ধর্ম , সকল বেদাবেদ ভুলে গিয়ে সবাই মিলে ভাগ করে নিই ঈদের এই আনন্দকে ।

আপনার আশে পাশে অন্তত একজন গরীব লোকের মাঝে ভাগ করে দিন

আপনার ঈদের আনন্দটুকু ।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রীতি,

ঈদ মানে উল্লাস, ঈদ মানে খুশি,

ঈদের এই আনন্দ যখন টানে ইতি,

হাশি আর আনন্দ মুছে হয়ে রয় স্মৃতি ।



এই ঈদে সবাই মিলে এক সুরে শ্লোগান তুলি ,

চাই না যুদ্ধ চাই শান্তি , চাই না যুদ্ধ চাই শান্তি ,

এক বিশ্ব এক আশা , এই শ্লোগানেই মোরা বাধি বাসা ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১২ সকাল ৭:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ঈদ মুবারাক।

১৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৪

আ.হ.ম. সবুজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ঈদ মূবারক ।

২| ১৬ ই আগস্ট, ২০১২ সকাল ৭:২৮

আলাপন বলেছেন: ঈদ মুবারক।

১৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৪

আ.হ.ম. সবুজ বলেছেন: ঈদ মুবারক ।

৩| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৯

ফারাহ দিবা জামান বলেছেন: সবুজ ভাইয়ের জন্য ,
আগাম ঈদ মোবারক ।
এই ঈদে সবাই মিলে এক সুরে শ্লোগান তুলি ,
চাই না যুদ্ধ চাই শান্তি , চাই না যুদ্ধ চাই শান্তি ,
এক বিশ্ব এক আশা , এই শ্লোগানেই মোরা বাধি বাসা ।
খুব সুন্দর ।

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৩

আ.হ.ম. সবুজ বলেছেন: ধন্যবাদ । ঈদ মুবারক ।

৪| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৩:৫৮

শোশমিতা বলেছেন: অগ্রীম ঈদের শুভেচ্ছা ভাইয়া
ঈদ হোক আনন্দ ময় :)

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬

আ.হ.ম. সবুজ বলেছেন: ঈদ মুবারক । আপনার ঈদও হোক আনন্দময় ।

৫| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

তানিয়া হাসান খান বলেছেন: ঈদ মোবারক !শুভেচ্ছা!

১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০

আ.হ.ম. সবুজ বলেছেন: খাপছাড়া মন্তব্যের হিসেবটা কি সমান সমান হেয়েছে ?
ঈদের আনন্দ আলোতে আলোকিত হোক আপনার ঘর ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.