নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" নিজের সম্পর্কে কিই বা বলার আছে বলুন দেখি..................\n\nনিজে সারাক্ষণী যন্ত্রনায় ভুগি,তবে আমার প্রবল ইচ্ছা মানুষকে সুখি রাখার আর নিজেকে মানুষ করার প্রচেষ্টা...................

হামিদ খান

হামিদ খান › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রজনী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২


রাত ০২ টা বেজে কুড়ি মিনিট। আশে-পাশের অনেকেই মনের সুখে ঘুমাচ্ছে আবার কেউ কেউ বিচ্ছিরি করে নাক ডাকছে। ঘুম আসছে না শতসহস্র চেষ্টা করেও তাই মনের ঘরে উকি মারছে কাঙ্ক্ষিত -অনাকাঙ্ক্ষিত নানান বিষয়ে। ঠিক এমন সময় কে জেন কড়া নাড়ল আমার দরজায়..........।
উঠতেই দেখতে পেলাম এমন একজন শুভাকাঙ্ক্ষী যাকে দেখলে আর অদেখা কিছুই থাকেনা। এত সুন্দর তার আকৃতি! মায়াবী চোখের কোনে যেন হাসি লেগে আছে, আর হাসছেও নির্বিকারে। আবার কেন জানি নিমিষেই চোখ দুটো রহস্যময় হয়ে উঠছে। গায়ের রং উজ্জল, লম্বায় আনুমানিক ৬ কিংবা ৬.৫ হবে হয়ত। ওহ,নামটাই বলা হলনা, যা আগে কখনো দেখা যায়নি তাকে অপুর্ব বলা হয়। আমার সাথে আগে এমন কখনো ঘটেনি বা আমি দেখিনি তাই তার নামটাও আমার দেয়া অপুর্ব।
আসলে যে এই অপুর্ব নামটির ব্যাখ্যা করে কিংবা গবেষণা করে জাহির করেছে তাকে ধন্যবাদ বা গুনকীর্তন গেয়ে আর ছোট করতে চাইনা.................
ইতিহাসের অপুর্ব আর আমার অপুর্বের মধ্যে আমি পার্থক্য খুজে পাইনা।
সত্যি তুমি অপুর্ব! আসলেই তোমার কোন তুলনা হয়না তুমি অতুলনীয়।
অপুর্ব আমার........................।

তাকে দেখতে দেখতে আমার চোখের পাতা আস্তে আস্তে ঘুমের রাজ্যে প্রবেশ করছে, তাই আর সবার মত আমিও তলিয়ে যাচ্ছি অর্ধমৃত্যের দেশে..................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: সামুতে স্বাগতম । । ভালো লাগলো । ভালো থাকা হোক ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

হামিদ খান বলেছেন: আমার লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।। মামুন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.