![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আর না আমি বলছি তুমি চলে আস।অয়ন কেমন জানি আজকাল আমার কথা শুনছেনা।সে ভীষন আপসেট, সারাদিন কোথায় থাকে, কি করে আমি কিচ্ছু জানিনা।আর জানবই বা কি করে? আমিও তো ইদানিং খুব ব্যস্ত সময় পার করছি। যতটুকু চেষ্টা করি তাও আবার কথা না বলে চুপ মেরে বসে থাকে। আমি মনে মনে তার সমস্যার সমাধান খুজতে থাকি কিন্তু লাভ কি? আমি ওর মন খারাপ এর কারন টাই জানিনা সলিউশন কি করে দিতে পারি? কয়েকদিন পর আমি দুপুরের খাবার খেয়ে সবেমাত্র বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে চিন্তা করছিলাম অয়ন কে নিয়েই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দুনিয়া একেবারে অন্ধকার হতে লাগল খানিক বাদেই, অঝরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টির দিনে আমার ভীষন ভাল লাগে। এমন দিনে আমি কোথায় যেন হারিয়ে যাই। আমি জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখছি, আর দেখছি কি সুন্দর রিম-ঝিম বৃষ্টি পড়ছে অঝর ধারায়...............
ঠিক এমন সময় অয়ন এসে আমাকে বলছে চলনা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। আমি ভিজব না বলেও কোন লাভ হবেনা জেনে কিছু না বলে ছাদে উঠে গেলাম। হালকা শীত লাগছে আমার তাই একটি কোনায় এসে ঘাবটি মেরে বসে আছি। কিন্তু অয়ন কি যে মজা করছে! লাফাচ্ছে , বৃষ্টির পানি নিয়ে খেলা করছে,আবার ক্ষনে ক্ষনে মনের আনন্দে নাচ্ছে ও। ওর এমন ছেলেমানুষি দেখে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি,সত্যি খুব ভাল লাগছে আজ আমার। আমি ভাবছি , ও কেমন মানুষ? এই ভাল আবার খানিক পরে কেমন যেন হয়ে যায়। আবার সন্ধ্যা ঘনিয়ে এল, একটু পরেই রাত হয়ে অন্ধকার নেমে আসবে..............
তাই অয়ন কে নিয়ে আবার আমাদের সেই ছোট্ট ঘরটিতে চলে এলাম।
বৃষ্টি আজ তোমায় দিলাম ছুটি
©somewhere in net ltd.