![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার সত্য ঘটনা নিয়ে লিখা......................। লেখার ভিতরে কোনো কিছু লুকানো হবে না সত্য কথা গুলো তুলে ধরব পাঠকের কাছে.................
আমার জীবনের সত্যিকারের প্রেম আসে কলেজ জীবনে ।
আমার বড় আশা ছিল শহরের একটা কলজে পড়া কিন্তু তা আর হলনা নানার কারন। ভতি হলাম গ্রামে একটা কলেজে।প্রথম দিন ক্লাসে যাওয়ার পরে আমার চোখে বেশে আসল একটা ছোট মোখ মেয়েটা আকারে ছোট । ঐ মেয়েকে দেখার পর থেকে আমার চোখের ঘুম হারাম হেয়ে গেছে ।
ঐ মেয়েটা ছিল খুব রাগি,তা আমি দেখেতে পেলাম তার কিছু দিন পরে। তার রাগ দেখে আমি তো অবাগ। আমার কিছু বন্ধু বলা বলি করতে লাগল ঐ মেয়ের সাথে নাকি কেও ছানজ পায় না । আমার বড় রাগ হল। আমি লাগলাম তার পিছে । আমি তাকে বুঝাতে ছেয়েছি আমি তাকে পচন্দ করি, কিন্তু আমি তাকে মোখ খুলে কিছু বলিনি। দেখেত দেখেত ৩মাস চলে গেল ।শুরু হল পরীক্ষা ভাবলাম পরীক্ষা পরে বলব কিন্তু আর বলা হলনা আমি বসে নেই ।তার দিকে আমি সময় পেলে তাকিয়ে থাকতাম ।বুঝতে দলাম আমার সম্পকে। শেষ হয়ে গেল ২য় সাময়িক পরীক্ষা তার পরেও বলতে পারিনাই। আমি কোন বন্ধুর সাহায্য নেই নাই। মেয়ে বুঝতে পেরেও আমাকে বুঝতে দেয় নাই । এর মাঝ খান আমার বিদেশ ভ্রমেনর কথা শুরো হল । আর এর মধ্য কলজের বিজ্ঞান বিভাগে সবাই শুনে গেছে ।আমি আর মেয়ে বিজ্ঞান বিভাগে পড়ি তাই মেয়েও শুনে গেছে আমার যওয়ার কথা।
এক দিন আমার মোবাইলে একটা মেসেজ । আগে এক দিন পদাথ স্যার আমাকে একটা সিট দিয়ে বলল তা পটোকপি করে সবাইকে দিতে আর আমিএ সমকে সটিক ভাবে কাজে লাগিয়ে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তার সূএ ধরেই মেসেজ। আর মেসেজ টা ছিল
এই যাবে মোর সাথে?
বল যাবে?
শহরের কোলাহল পেরিয়ে
শান্ত নদীর তীরে
বল যাবে????
তুমি না গেলে অন্য রিকসাওয়ালা ডাকব............................
আর আমার যবাব হল
আমি যাব যে খানে নেবে সে খানে যাব।
এর পর আবার একটা মেসেজ
কাল ১০টায় কলেজ আসবি ok
যওয়ার পর বলল আমার অন্য ছেলের সাথে সম্পক আছে
আমি নিরব বললম
তার পর প্রতি দিন তার সাথে কথা হতো.............
আশার আগে একটা মেসেজে সে আমাকে তারাতারি দেশে যেতে বল।
আমি বললাম ঠিক আছে আসব কিন্তু আমি তারাতারি কেন আসব
জবাবে বলল আমার জন্য হলেও আসবে আর কোন প্রশ্ন নয় ok
আর মাঝে আমি ছলে আসলাম স্পেনে এখন প্রায় প্রতি দিন কথা হয়....প্রতি দিন মিস কল আসে পোন না করলে রাগও করে। জানিনা সে আমাকে ভালবাসে কিনা??????????????????'
©somewhere in net ltd.