নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারজ সোহাগ

মারজ সোহাগ

মারজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

এক মুঠো স্বপ্নের খোঁজে

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

১।

বাংলার সকল তরুন শাহবাগে জমায়েত হয়েছে, সব তরুন ১টি জাতীয় চেতনায় এক হয়েছে। যে যার মত করে প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু সবার চেতনা একটাই। সারারাত ধরে শাহাবাগে থেকে সবার সাথে একাকার হয়ে গেছি। সবার চেতনা দেখে বারে বারে আনন্দে চোখে জল চলে আসে। আশায় বার বার বুকটা ভরে যায়। এইবার বুঝি দেশটা আরো একবার স্বাধীন হতে চলল। দেশের সকল রাজনৈতিকদলগুলো জনগনের পক্ষ নিতে বাধ্য হবে। আমরা যুগোপযুগী নতুন নতুন স্বপ্ন দেখতে পারব। দুর্ভাগ্য; শেষ পর্যন্ত প্রজন্ম চত্তর রাজনৈতিক যাতাকলে পিষ্ট হল।

২।

সোহেল তাজ স্বরাষ্ট্রপ্রতিন্ত্রীর দায়িত্ব পেলেন। তার পারিবারিক পরিচিতির কারনে সবাই স্বপ্ন দেখতে শুরু করলাম 'এইবার দেশ সোহেল তাজের কাছ থেকে কিছু পাবে।' কিন্তু আমার সকল আশায় ছাই ছিটায়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে বাঁচলেন। আমাদের জন্য কিছুই করলেন না।

৩।

স্বপ্ন দেখাতে আসলেন ডঃ ইউনুস। আশা করছিলাম তিনি জাতিকে প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন দেখাবেন। কিন্তু রাজনৈতিক যাতাকলে পড়ে তিনিও আমাদেরকে দূরে ঠেলে দিয়ে সারা বিশ্বকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন।

৪।

ক্ষমতাসীন দল আওমীলীগ নির্বাচনের সময় ডিজিটাল স্বপ্ন, স্বপ্ন-২০২১ ইত্যাদি দেখিয়ে আমাদের মূল্যবান ভোট কেড়ে নেন। শেষে দেখতেছি সবই ছিল ধূর্তামী ছাড়া আর কিছুই না।

৫।

অনেক বড় বড় স্বপ্নের আশ্বাস দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসল। তারা অনেক কিছু শুরু করে শেষমেশ ক্ষমতা হস্তান্তর করে এখন বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.