নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারজ সোহাগ

মারজ সোহাগ

মারজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

অনেক কস্টের মাঝ থেকে একটু হাসির সন্ধান করলে ক্ষতি কি??

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

Full time Somalochona Party

ধরুন একটা দেশে ব্যাংক ডাকাতি হল, তখন সেই দেশের সভা-সদগণের উক্তি কেমন হতে পারে?

১. ১জন মন্ত্রীঃ জামাত শিবির দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য এই কাজ করছে

২. ১ জন মন্ত্রীঃ জামাত শিবির নামক কিছু জঙ্গী সংগঠন ব্যাংক ঝুলিয়ে ঝুলিয়ে ডাকাতি করছে

৩. ১জন মন্ত্রীঃ অযথা চিন্তা করবেন না। জনগণের টাকা জনগণ নিয়া গেছে

৪. ১জন মন্ত্রীঃ দেয়ার ইজ নো চোর-ডাকাত, ইট ইজ ক্রিয়িটেড বাই মিডিয়া

৫. ১জন মন্ত্রীঃ উক্ত ব্যাংকের গ্রাহকদের আস্বস্ত করে বলছি, যাদের টাকা গেছে তারা সবাই একটা করে ছাগল পাবেন

৬. ১জন মন্ত্রীঃ যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এই ডাকাতি

৭. ১জন মন্ত্রীঃ ঐ ব্যাংকে সব সংখ্যালঘুদের টাকা ছিল, তাই সংখ্যালঘুদের বিপদে ফালানোর জন্য কিছু জঙ্গী গ্রুপ এই কাজ করছে

৮. ১জন মন্ত্রীঃ আমরা তো আর ব্যাংকের দরজায় দরজায় গিয়া পাহারা দিতে পারব না

৯. ১জন মন্ত্রীঃ রাবিশ!!!! এই টাকা ব্যাংকের কাছে কিছুই না

১০. ১জন মন্ত্রীঃ আপনারা সবাই ব্যাংক থেকে বের হবার সময় তালা দিয়ে বের হবেন

১১. ১জন আমলা/মন্ত্রীঃ ডাকাতি কি আমি করি?? যে আমি পদত্যাগ করব!!

১২. ১জন সমাজ সেবক/মানবাধীকার কর্মীঃ ডাকাত জনগণের মানবাধীকার লঙ্ঘন করছে। আবার ডাকাত ধরা পরলে বলবে, "পুলিশ/র‍্যাব ডাকাতের মানবাধীকার লঙ্ঘন করছে"

১৩. ১জন আমলাঃ (চোখের পানি গড়িয়ে গড়িয়ে) এ হতে পারে না। এই সভ্য যুগে এমন কাজ মেনে নেয়া যায় না। এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়

১৪. বিরোধীদলীয় নেতাঃ এই সরকার দেশ চালানোয় অক্ষম। তাদের কোন অধীকার নেই সরকার চালানোর। অচীরেই তারা পদত্যাগ করতে বাধ্য হবে।

১৫. বিশিষ্ট্য চোরঃ এত চুরি করলাম তবু কেউ আমাকে ইন্টারন্যাশনাল চোর বলে আখ্যা দিল না

১৬. বিশিষ্ট্য চোরঃ কুতুইব্ব্যা যদি শান্তি নোবেল পাইতে পারে, তাহলে আমি জনগণের টাকা হলমার্ক দখল করার আগেই জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করার জন্য নিশ্চয়ই অর্থনীতীতে নোবেল পাবার দাবী রাখি

১৭. বিশিষ্ট্য বুদ্ধিজীবীঃ সরকার কি করে? পুলিশ/র‍্যাব কি করে? এর সাথে নিশ্চয়ই সরকার বা ব্যাংকের কেউ জড়িত আছে।

১৮. পুলিশের ১টি পোষ্য দলঃ এটা জামাত-শিবিরের নৈরাজ্য হতে পারে বলে মনে করছি। তবে তদন্ত করে দেখতে হবে



সর্বষেশ আমাদের দেশের সত্যিকার দেশপ্রেমিক পুলিশ/র‍্যাব সত্যিকার ডাকাতের সন্ধান পেলেন। তাকে ধরাও হল। কিন্তু দূর্ভাগ্যক্রমে মামলাটি আবার চলে গেল সেই পোষ্য পুলিশ/র‍্যাবের হাতে। বিকালে সংবাদ সম্মেলন হল, হাজির করা হল ডাকাতকে। মাইরের ঠ্যালায় মাথা সোজা করে দাঁড়াতে পারছে না।

সংবাদ সম্মেলনে ডাকাতঃ জনাব '....... (কোন এক বিরোধীদলীয় নেতা)' এর নির্দেশে আমি এই কাজ করছি।

Click This Link

সেই দেশের নাগরিকরা কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে এরকম কিছু সংলাপ শোনার জন্য অধীর আগ্রহে সারাদিন টিভির রিমোট চাপাচাপি করে।

Click This Link

এবার আসি একটা বাস্তব দেশে।

একি!!!!

এখানে সবাই নিজে নিজেকে চিমটি কাটছে।

এই দেশে ব্যাংক ডাকাতি হল কিন্তু উপরোক্ত একটি সংলাপও শোনা গেল না। এইটা কোন দেশ যেন????

আমিও নিজেকে একটা চিমটি কাটলাম।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হরতালকারীরা বিল্ডিং ধইরা নাড়াচাড়া করার কারণে বিল্ডিং ধ্বসে পড়েছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

মারজ সোহাগ বলেছেন: দেশ প্রেমিক বাঙালী@ নৈরাজ্যকারীরা (মাটির ব্যাংক) ব্যাংক ঝাকি দিয়া পয়সা বের করছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.