![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক জামিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য পুরনো বাস স্ট্যান্ডে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
“এ সময় জহুরুল অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান।”
সংঘর্ষে জহুরুলের মাথায় আঘাত লেগেছিল বলেও উল্লেখ করেন এসআই জামিরুল।
তবে আঘাতে জহুরুলের মৃত্যুর খবর নাকচ করে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সদস্য জহুরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন হৃদরোগে আক্রান্ত হয়ে।
প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হলেও এরই মধ্যে তার মৃত্যু হয় বলে এই চিকিৎসক জানান।
Click This Link
©somewhere in net ltd.