![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের সম্পর্কতো ছেলে ও মেয়ের মধ্যেই হবে। এটা স্বাভাবিক। আমার মনে হয় সম্পর্কটা শুরুতেই যদি পরিণতির মুখ দেখে তাহলে আর কোন সমস্যা নাই। এজন্য যেটা দরকার পারিবারিকভাবে পূর্ণ সহায়তা। আজকে ছেলে-মেয়ের মধ্যে affair হলে বাবা-মা কেন জানবেনা? বরং ছেলে-মেয়ে আরো আতঙ্কের মধ্যে থাকে যে সবাই জেনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন এমন হবে? কেন বাবা-মাকে বন্ধু মনে করতে পারিনা? আজকে দেখা যায় affair জাতীয় ঘটনায় friend রা help করে। কেন এই help টা কি বাবা-মা করতে পারেনা? এজন্য সমাজ ব্যবস্থা, পরিবার দায়ী। বাবা-মারা যদি সন্তানের সাথে শুধু বাবা-মা না হয়ে বন্ধুও হতে পারেন তাহলে আশা করি একটা সুফল পাওয়া যাবে।
প্রেম ব্যাপারটা মনে হয় প্রেমিকার সাথেই করতে হয়। যদিও আমি কখন প্রেম করি নাই। কেউ আমাকে propose করে নাই আমিও কাউকে করি নাই। ভাল লেগেছিল অনেক কেই। কেন প্রেমিকার সাথে না করে স্ত্রীর সাথে প্রেম করলে কি সমস্যা? তাহলে তো প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই এবং হারাবারও কিছু নেই। বরং ব্যাপারটা আরো উপভোগ্য মনে হয় আমার কাছে। তখন half sex করেন আর full sex করেন কোন নিষেধ নেই। বরং সওয়াব মিলবে হাদিসের বর্ণনানুযায়ী।
আসলে কোন মেয়ে চায়না তার স্বামীর বিবাহপূর্ব অন্য মেয়ের সাথে শারীরীক সম্পর্ক থাকুক তেমনি কোন ছেলে চায়না তার স্ত্রীর বিবাহপূর্ব অন্য ছেলের সাথে শারীরীক সম্পর্ক থাকুক। সবাই virgin স্বামী/স্ত্রী চায়। আর এটাই স্বাভাবিক। আর বিয়ের আগে কে জানাতে চাবে আর কেইবা সেটা মেনে নিবে। বিয়ে ভেঙ্গে যাওয়ার জন্য এই information টাই যথেষ্ট যে I am not virgin anymore।
তবে এটা আশা করি বিয়ের পূর্বে ছেলে-মেয়ে virgin থাকবে। কিন্তু বাস্তব অবস্থা এরকম হয় না। কিছুটা বিচ্যুতি ঠিকই হয়। তবে ভয়ের কারণ নেই যে তাহলে বুঝি আর virgin ছেলে-মেয়ে পাওয়া যাবেনা। কোরআনের আয়াতের মর্মার্থ, “সতী নারী-সতী পুরুষ, অসতী নারী-অসতী পুরুষ...”। অতএব চিন্তার কারণ নেই আপনি যদি কোরআনে বিশ্বাসী হন তবে নিজে সৎ থাকেন তাহলে আল্লাহ আপনাকে সৎ এবং বিশ্বাসী partner মিলিয়ে দিবেন। অন্য কোন দেশ থেকে আমদানী করতে হবেনা নিজের দেশেই পাবেন।
আরেকটা ব্যাপার প্রাক-বিবাহ sex কারও কাম্য নয়। কিন্তু কাম্য হচ্ছে sex education যেটার বড়ও অভাব রয়েছে আমাদের মাঝে। আমরা সঠিকভাবে জানিওনা কি করতে হয় কিভাবে করতে হয়। সবকিছু চলতে থাকে অনুমান নির্ভর। যে কারণে দেখা যায়, অনেক স্বামী এসেই পশুর মতন শুরু করে! Sex একটা art। এখানে শিখার অনেক কিছু আছে। আমরা কারও কাছে জিজ্ঞাসা করতেও লজ্জাবোধ করি। এটাও খারাপ। হাদীস ঘাটলে পাবেন সাহাবীরা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট থেকে sex এর অনেক বিষয় শিখেছেন। অথচ সাহাবীরা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার সাহস রাখতেননা। একবার এক সাহাবী রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বললেন আমি জ্বিনা করতে চাই। আমাকে অনুমতি দিন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)রাগও করলেননা, ধমকও দিলেননা। বরং উনি তাকে এমন ভাবে বুঝালেন যে তার কাছে জ্বিনা করা এখন সবচেয়ে বড় অন্যায় মনে হচ্ছে। আজকে আমাদের এমন কোন শিক্ষক আছে কি?
Arrange Marriage এ যে ছেলে-মেয়ে একা কথা বলার সুযোগ পায়না এরকম কিন্তু এখন আর নেই। তবে গ্রাম এলাকায় অবশ্য ভিন্ন চিত্র হতে পারে। এর জন্য সচেতনতা আরো বাড়ানো দরকার। বিয়ের পূর্বে ছেলে-মেয়ে একা কথা বলে নেয়া একান্ত দরকার after all it’s a matter of long relationship.
যাই হোক আমরা সবরকম অনাচার-পাপাচার মুক্ত একটা আলোকিত সমাজ চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২৪
জন্ম থেকে জ্বলছি বলেছেন: