নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অা মি ই সি নে মা

গ্যাব্রিয়েল সুমন

গাছ এসে গন্ধ টাইপ করে, আমরা পড়ি ...

গ্যাব্রিয়েল সুমন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ঘ্রাণসমূহ

১১ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৫

>> কফির ঘ্রাণ।

>> ২০ টাকার নোটের ঘ্রাণ ( খুব ছোটবেলায় একবার এই নোটের প্রেমে পড়েছিলাম)

>> বারুদের ঘ্রাণ।

>> সরিষার ঘানিতে তৈরী টাটকা খৈলের ঘ্রাণ।

>> দূর্বাঘাসের ঘ্রাণ... মাটির ঘ্রাণ... মাটি ও দূর্বাঘাসের যৌথ ঘ্রাণ।

>> লেবুফুল, বেলীফুল সহ প্রায় সব শাদা ফুলের ঘ্রাণ।

>> ধুলোর উপর বৃষ্টি পড়লে যে সোঁদা ঘ্রাণ বেরোয়...

>> পোড়ামাটির ঘ্রাণ।

>> নতুন বইয়ের ঘ্রাণ।

>> সর্ষে ইলিশের ঘ্রাণ... কাঁচা ইলিশের ঘ্রাণ।

>> দোয়াতের কালির ঘ্রাণ।

>> বিভিন্ন সময়ে বাতাসের বহুরুপী ঘ্রাণ।

>> কাঠি লজেন্সের ঘ্রাণ।

>> নিউজপ্রিন্টের ঘ্রাণ।

>> কাপড়ে মাঢ় দিলে কড়কড়ে কাপড়ের ঘ্রাণ এবং সেই কাপড় ইস্ত্রি করার ঘ্রাণ।

>> চিঠির ঘ্রাণ।

>> আমার নিজের শরীরের রোদে পোড়া তামাটে একধরনের ঘ্রাণও আমার ভীষণ প্রিয়।





বি.দ্র. এটি একটি অতি ব্যক্তিগত পোষ্ট।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৮

মেঘবাজি বলেছেন: গুরুত্তপুর্ন কিছু ঘ্রানের কথা বাদ গেছে;)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫২

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বি.দ্র. এটি একটি অতি ব্যক্তিগত পোষ্ট।

২| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৬

রাজীব রহমান বলেছেন: অসমাপ্ত....

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫২

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: অসমাপ্ত....

৩| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৬

নাজমুল হক রাসেল বলেছেন: মেঘবাজি বলেছেন: গুরুত্তপুর্ন কিছু ঘ্রানের কথা বাদ গেছে, আর বাদ পরেছে পেট্রোলের ঘ্রান, বরই সুন্দর

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বি.দ্র. এটি একটি অতি ব্যক্তিগত পোষ্ট।

৪| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৩

ফিরোজ-২ বলেছেন: আমার ও এগুলা ভালো লাগে ।

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৩

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ভালো লাগলো!!!

৫| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬

যীশূ বলেছেন: স্পিরিটের ঘ্রানটা কেমন লাগে আপনার? আমার কিন্তু দারুন লাগে!

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৪

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ওহ্ হো তাই তো!!!

৬| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আর একটা ঘ্রাণ বড়ই ভাল লাগত আমার ছোটবেলায়

আর তা হল : ..................................


























** নতুন জুতার ঘ্রাণ।***

(উপরে গ্যাপ এর কারণ হচ্ছে বলতে লজ্জা লাগছে।)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বলতে লজ্জা লাগছে!

৭| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:২৫

প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: প্রেয়সীর চুলের ঘ্রান...

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: আমার নাই!!!

৮| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৭

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: পঁচা কাঠের ঘ্রাণ। আশ্চর্য বিষয় একটা খুব দামী আতর আছে একই রকম ঘ্রাণে।

ফুটন্ত চায়ের ঘ্রাণ।

এক একটা ঘ্রাণ এক একটা সময়ের কথা মনে করিয়ে দেয় মুহুর্তে।

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: এক একটা ঘ্রাণ এক একটা মুহুর্তের কথা মনে করিয়ে দেয় ।

চমৎকার!!!

৯| ১১ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৭

জীবিত বলেছেন: পেট্রলের ঘ্রান
গুরা মশলার ঘ্রান।
তেজগাঁও পার হবার সময় নাবিস্কো/হক বিস্কুটের ঘ্রান। :)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: চমৎকার!!!

১০| ১১ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৪

রাতেরপথিক বলেছেন: থিনারের ঘ্রানটাও জটিল লাগে লগে আপনার গুলানতো আছেই।

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: চমৎকার!!!

১১| ১২ ই জুন, ২০০৯ রাত ১:০৭

হাসান মাহবুব বলেছেন: +

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ধন্যবাদ।

১২| ১৫ ই জুন, ২০১১ রাত ২:১৫

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অনেকগুলা মিলে যায়। পেট্টলের ঘ্রান আমার প্রিয় ছিল। আম্মুর গায়ের ঘ্রানও অনেক প্রিয়।

১৩| ১৫ ই জুন, ২০১১ রাত ২:১৭

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অনেকগুলা মিলে যায়। পেট্টলের ঘ্রান আমার প্রিয় ছিল। আম্মুর গায়ের ঘ্রানও অনেক প্রিয়।

১৪| ১৮ ই জুন, ২০১১ রাত ১২:১৪

ৈজয় বলেছেন:

স্কুলে পোলাপাইনের বায়ু ত্যাগের ঘ্রান................

১৮ ই জুন, ২০১১ রাত ১২:৫৪

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: শুধু স্কুল পোলাপান?
আপনার বায়ুত্যাগের ঘ্রান আপনার ভাল্লাগে না?
নাকি আপনার বায়ুত্যাগের রাস্তা বন হয়া গেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.