নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমিক নাকি জামাতপ্রেমিক ??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

যুদ্ধাপরাধের বিচার নিয়া তো বহুতকথা বললেন জামাতের চামচরা । আম্মি লীগের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আমার মনেও জাগসে ।তবে আপনাদের যুক্তিতে পেন্টে প্রায় হেগে দিতে ইচ্ছা করলো ! ছাত্রলীগ কোপায় তাই আপনারাও কোপাবেন তাইনা ?ছাত্রলীগ গু খাইলে গু খান ?? আপনারা বলেন যে নিজামী ,মোল্লারা খাদেম !পীর আউলিয়া !ঠিক আসে মানলাম !তো দেশের অর্ধেকের বেশী মানুষ এসব পীর দেউলিয়াদের দেখতে পারেনা কেনো ? তারাও মালাঊন নাকি??( :D )

নামাজী মানুষরাও আপনাদের পীরদের দেখতে পারেনা কেনো ? উত্তর জানা থাকলে দেন ? গতকাল একজন শিবিড় কর্মীর কিছু কথা হয়েছিল । তুলে ধরছি ।সে বলেছে ''জামাতের মুল থিম জঙ্গী ।তাদের প্রাথমিক কাজ এ আমি মুগ্ধ হই এবং অনেক হুজুর আছেন যারা পাক সাপোর্ট করে । এবং রগ কাটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করাহলে তিনি বলেন '' হ্যা ।ব্যাপারটি সত্য ।আমি নিজে দেখেছি ।'' [নিরাপত্তা স্বার্থে নাম অপ্রকাশিত রাখলাম]

কিছু হইলেই ছাত্রলীগ টানেন!ছাত্রলীগ মানুষ মারলে আপনারাও মারবেন ??ওরা অস্ত্র নিয়ে মহড়া দিলে রকেট লান্ঞ্চার নিয়ে আপনারাও মহড়া করবেন ? তাহলে যাদের গালি দিতেসেন তাদের আর আপনাদের পার্থক্য কি ? তারা শূকর হলে আপনিও তাহলে শূকর কারণ আপনিও তো তাই করতেসেন ! তাহলে আজ থেকে ছাত্রলীগ কে শূকর ডাকতাম আপনাদেরও ডাকি ?? সরকারে রাজাকার থাকলে তাদের বিচারের আন্দোলন করেন না কেনো ??গতকালকে আপনারা বললেন আপনাদের কার্যক্রমে বাধা না দিলে আপনারা হরতাল ডাক দিবেন না ! এমনকি পুলিশকে বলে রজনীগন্ধার স্টিক উপহার দিলেন ! অথচ আজ হরতাল ডাকলেন বাধা না দেওয়ার পর ও ! এখন বলেন কথা দিয়ে কথার খেলাফ করা কি কাফিরী নাহ?মুনাফেকি নাহ ? নাকি আপনাদের ক্ষেত্রে শূকরের মাংস আর গরুর মাংস যাই খান তাই হালাল ?? জবাব থাকলে জবাব দিয়ে যান দেখি ! আওয়ামীলীগ কিংবা বিম্পি না হয় কথার বড়খেলাপকারী ! আপনারা কেনো বড়খেলাপ করলেন ! আপনারা তো পীর আউলিয়াদের আওলাদ !আপনারা ফেরেশতাতো কেনো কাল গাড়িতে আগুন লাগিয়ে নিরীহ একটা ব্যাংকার মারলেন ? কেন একটা সি এন জি ওয়ালার পেটে লাথি মেরে আগুন ধরালেন ? তারাও কি মুনাফিক ,কাফির ?? তারা কি মালাউন?? আয়মীলীগ শুকরছানা হলে আপনিও তাই ! তারা যা করে আপনিও তাই করেন !পার্থক্য কই ??? ফেরেশতাগন সময় আছে ভালো হয়ে যান ।শুধরে যান । নয়তো খোঁড়া যুক্তি নিয়ে আগাইতে পারবেন না ! জিহাদ করলে দুর্নীতিরবিরুদ্ধে করেন ।কথা দিয়ে কথা রাখেন । তাহলেই আপনি মুসলমানের বাচ্চা আর নয়তো আপনিও আমাদের মতো আপনাদের কথা অনুযায়ীই কাফির !!! সাবধান !! এইবার লাত্থি মারলে সরাসরি কিন্তু পাকিস্তানী আব্বুদের কোলে গিয়ে পড়বেন ।মানুষের বাচ্চা হন । দেশ প্রেমিক হন জামাত প্রেমিক নাহ !!



মুল লেখা : সময় মাহমুদ [http://www.facebook.com/profile.php?id=100000118483000]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.