![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
জামাতি হাইব্রিড ছাগুরা কত বড় ধার্মিক তার ছোট্ট একটা নমুনা দিচ্ছি। নিচের লিঙ্কে জামাতের আকীদা ইসলামের জন্য কতটা ভয়ংকর টা এক গবেষণায় তুলে ধরেছেন একজন প্রখ্যাত মুফতি। এর hakkani আলেমরা জামাতি মতবাদের বিপক্ষে যেসব বই লিখসে সেগুলোর লিস্ট আছে। সাহস থাকলে পড়ুন। তারপর নিজেদের যোগ্য ইসলামী দল হিসেবে পরিচয় দিবেন।(লিংক ব্লগের শেষে দিলাম )
একটা যুক্তি গেল ... এবার আসি রগকাটা প্রসঙ্গে। যেটা নিজ চোখে দেখা সেটার জন্য ভিডিও ফুটেজ লাগেনা। আমার চোখের সামনে ২০০৩ তে রংপুর কার্মাইকেল কলেজে আমার পরিচিত শিবির ভাইয়ারা এক ছেলেকে ক্যান্টিনে পিটিয়ে ড্রিল মেশিন দিয়ে হাড্ডি ফুটো করছিল। তারপর তার হাত পায়ের রগ কেটে দিসিলু। কার্মাইকেল কলেজে গিয়ে জিজ্ঞেস করলেই জানতে পাবেন। হুমায়ুন আজাদকে কে কোপাইসে তা আশা করি আপনারা ভালো করে জানা আসে ?
তাছাড়া আপনারা এত্ত ভাল হলে আপনাদের মেসে হলে লাঠি / চাকু কৈ থেকে আসে?
বগুড়ায় এই গেল হরতালের আগের হরতালে ৪ জন মারা গেল। আমি সেদিন নাভিতে পরীক্ষা দিতে বগুড়ায়। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি শিবির ভাইয়েরা মিছিল করে রাস্তার পাসের দোকানে আগুন দিচ্ছে। আমার সামনে দারি টুপি পরা এক হুজুর কর্তয়া ফার্মে আগুন লাগিয়ে দিল। তারপর রাস্তার পাসে দার করিয়ে রাখা সি-এন-জি গুলো ভেঙ্গে পুরিয়ে দিল।শেষে উৎসুক জনতা(তাদের মধ্যে ছিলাম) কে দাবারানি দিল। আল্লাহ পাক কুরানে বলেছেন "বিশৃঙ্খলা সৃষ্টি হত্তার চেয়ে জঘন্য" তাহলে দাঁড়ায় শিবির হল খুনির দল। এরপর পুলিশ আসলো গুলি করল । ২ তা মরল।
নারী নেতৃত্বের সঙ্গে আপোষ কথা টা তুল্লেই আপনারা বলেন মদিনা সনদের কথা। মদিনা সনদের প্রেক্ষাপট জানেন? আর আপ্নারা তো ৫ বসর ক্ষমতায় ছিলেন সংসদে এক বারো কি শারিয়া আইনের প্রস্তাব তুলেছিলেন। একবার? জানি তুল্লে হয়ত সেটা পাস হত না কিন্তু ইসলামী দল হিসেবে এটা করা কি আপনাদের দায়িত্বে পরত না? এই আপনাদের ইসলাম প্রতিষ্ঠার নমুনা? ক্ষমতার চেয়ারটাই আপনাদের জন্য সব .. তাই আমি বলি জামাত ইসলামী দল হলে ইস্রায়েল মুসলিম রাষ্ট্র ঃপি
খারান বস। পিকচার এখনো বাকি আসে। আরো বহু যুক্তি আছে।
সাইদি ৮০/৯০ দশকে ওয়াজে বলত নারি নেতৃত্ব হারাম। সে বিভিন্ন তাফসির ফিকাহ এর মাধ্যমে প্রমান করত নারীর পেছনে যাউয়া যাবে না। আর সেই সাইদি জামাতের নায়েবে আমির থাকা অবস্থায় কেমনে তারা জোট করল? এক মুখে ২ কথা! মুখে এক কাজে আরেক এটা সুস্পষ্ট ফাসেকি। এ থেকে প্রমান হয় জামাত ফাসেক দল।
এই সাইদি এক সময় টাকা দাবি করে ওয়াজ করত ২০... ৫০... হাজার থেকে ধীরেধীরে লাখ! এই টাকায় কয়টা মাদ্রাসা বানাইসে কয়টা মসজিদ বানাইসে জানতে খুব ইচ্ছা করে। সেই সাইদি আজ স্কান্ডাল অভিযোগে আক্রান্ত।
যে ধর্মকে বেচে খায় তার দ্বারা এসব হওয়া স্বাভাবিক।
সারা বিশ্বে ইসলাম কে টিকিয়ে অ প্রসারিত করেছে তাব্লীগ জামাত অথচ আপনারা তাব্লীগের বিরুদ্ধে কত কথা বলছেন। একজন তাব্লীগ কর্মী হিসেবে বহু মসজিদ থেকে অপমান হয়ে এসেছি। জামাতিরা আমাদের তাব্লীগ করতে দেয় নি। তারপর নাকি জামাত ইসলামী দল!
পিরে চর্মনাই বাংলাদেশে যেখানে পা রেখেছে সেখানে গড়ে উঠেছে মাদ্রাসা/ মসজিদ .. বেলাল হাফেজ্জি হুজুর প্রতিষ্ঠা করেছেন নুরানি বোর্ড .. হাজার হাজার আলেম প্রতি বছর এসব মাদ্রাসা থেকে বের হচ্ছে। অথচ আপনারা পিরে চর্মনাই / বেলাল হাফেজ্জি হুজুরের কত বিরোধিতা করেছেন!
বিডি তে শারিয়া আইন প্রতিষ্ঠার লক্ষে আজ একাই লড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ(চর্মনা ই) কৈ তাদের তো নারীর সাথে আপোষ করতে হয়নি! আপনারা তাদের আদর্শে চলতে পারতেন না! বরং আপনারা তাদের বিরোধিতা করেছেন। আপনারা ইসলামী দল?
। যে দুইদিন আপনারা হরতাল করে মানুষ মারলেন,নিজেদের কর্মী মারলেন তার হত্যাকারী আপনারাই কারন হরতাল আপনারাই ডাকসিলেন !এটাও বলসিলেন সমাবেশ এ বাঁধা না দিলে আপনার হরতাল দিবেন না ।আপনার ইসলামের আলোয় আলোকিত ভালো কথা তবে হরতালে সাধারন মানুষের বাস ,সি.এন.জি পোড়াইলেন কেন ?জড় পদার্থও ইদানীং ছাত্রলীগ নাকি ? শিবিড় মড়সে সুবহানাল্লাহ !
-AL MUKITUL BARI এবং আমার কিছু যুক্তি । উত্তর দিতে পারবেন ?
©somewhere in net ltd.