![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
শূন্যে শুরু , শূন্যে শেষ ;
শূন্যে আছি , শূন্য বেশ ।
শূন্যে নাটাই ,শূন্যে ঘুড়ি ;
শূন্যে স্মৃতি ,শূন্যে বুড়ি ।
শূন্য রঙ ,শূন্য তুলি ;
শূন্য ইজেল ভরিয়ে তুলি ।
শূন্য খাতা ,শূন্য পাতা ;
শূন্য কবি আর তার কবিতা ।
শূন্যে স্ফুরন ,শূন্যে শান্ত ;
শূন্য জীবন , শূন্যে বাড়ন্ত ।
শূন্য তুমি ,শূন্যে আমি ;
শূন্যে ভালোবাসা ,শুন্যে পাগলামি।
শূন্যে দেখি স্বপ্ন ,শূন্যে তারই শেষ ;
শূন্যে রাখি জীবন বাজি,শূন্য আছি বেশ।
শূন্য শেষে ,শূন্য পথে ,শূন্য বাড়িফিরি ;
শূন্য মনে শূন্য আমি শূন্যের সাথে আরি ........
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সময় মাহমুদ (সময়) বলেছেন: হাহাহা ধন্যবাদ ধন্যবাদ
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
আমিনুর রহমান বলেছেন: +++
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: শূন্যের কবিতায় ভরপুর প্লাস +++++++++++++++++++++++++