![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
তুমি আমার বন্ধু ছিলে ,
বন্ধু যদি থাকতে চাও ;
কিসের লোভে ওদের দলে ,
ভিড়লে তুমি জবাব দাও ?
পড়ালেখা শিখেছোতো ,
সৎ উপার্জন করে খাও ;
পেটের অন্ন জুটবে যেনো ,
ঐ মালিকের পানা চাঐ ।
দেশ জুড়ে আজ ফাঁসির দাবী ,
রব উঠেছে চারিদিকে ,
তরাবেন যে সেই মহাজন ,
থাকলে ঈমান এই বুকে ।
জীবন দিয়েছে মাওলা তোমায় ,
আহার দেবেন রব্বানা ;
খাঁটি দিলে ডাকো যদি ,
মিলবে পথের ঠিকানা ।
বন্ধু ছিলে তুমি আমার ,
বন্ধুই যদি থাকতে চাও ;
ক্ষমা চেয়ে খোদার কাছে ,
সঠিক পথে এগিয়ে যাও ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
অনীনদিতা বলেছেন: খুবই সুন্দর লেখা+++
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ আপু ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
++++ ...