নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

ধরনী !দ্বিধা হও ! আমি এখনি প্রবেশ করতে চাই ! B-)) B:-) :-B :!>

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

আমার পাড়ার এক সুন্দরী আপু আমারে প্রায়ই তার

নাম্বারে ফ্লেক্সিলোড দিতে পাঠাইতো । :!>

আমি মহা উৎসাহে কাজ

সমাধা করে আসতাম,

তিনি বললে হেন কাজ নাই

যে আমি করতে পারি না (যা সুন্দর করে বলে :!> ) ।

মনে মনে আমি আপুরে একটু লাইক করতাম কিন্তু জুনিয়র বলে কথা ! :p সাহস কুলায় না । তাই আমার অন্য নাম্বার

থেকে তাকে রোমান্টিক সব মেসেজ পাঠাতাম :-B , ভয়ে ফোন দিতাম না আপু যদি কন্ঠ

চিনে ফেলে ? :(

কিন্তু আপু কোন রেসপন্স

করে না । X(((

আমি যারপরনাই হতাশ !!

আতঃপর আঙুর ফল টক বলেই মেনে নিলাম । :(

মনকে বোঝালাম... ওরে বোকা! এদের দুর থেকেই দেখতে হয় । আপুর পিছনে এক রোমিও সারাক্ষণ ঘুরঘুর করে ।

সে একদিন আমাকে বললো ভাইয়া ,তুমি যদি আমাকে ওর নম্বর এনে দিতে পারো তাইলে তোমারে একশ টাকা দিব । :-*

আমিতো খুশিতে নদীতে ভাইসা যাই !! ;) এই কাজের জন্য একশ টাকা ?? রোমিওরে আপুর নাম্বারটা দিয়া দিলাম, -

যা ব্যাটা তুই ভাইজা খা.. :D দু'তিন দিন পর ঐ পোলা আমারে ডাইকা জিজ্ঞেস করল

:এইটা তুমি কার নাম্বার দিছ ? X(((

:কেন , আপুর নাম্বার দিছি ? :-*

:আরে বোকা এইটা অর নাম্বার না, :-/ এইটা এক ছেলের

নাম্বার ! X((( ছেলেটা নিজেরে অর লাভার বইলা দাবী করে বুঝছ এখন ?ফাজিল যানি কোনহানকার ! :(

:এটা আপুর নাম্বার না ?

তাহলে এতোদিন কারে ফ্লেক্সি দিতাম ? :-*

আমার মেসেজগুলা কি তাহলে ফ্লপ খাইলো??? :(

ধরণী দ্বিধা হও !!!

আমি এখুনি প্রবেশ করি !!! :-B

ঘটনার মাজেজা খানা কি উপলব্ধি করতে পারলেন ?জামাত নতুন ব্রেনওয়াশড ছাগু গুলাকে ঐ আপুটার মতোই লোভ দেখায় দ্বিগুন প্রোফিট খাইতেসে ! :-B আর কচি ছাগুগুলাও নতুন প্রেমে পড়ার ফান্দের মতো জামাত প্রেমের ফান্দে পড়তেসে ! যখন এই মোহখানা কাটিবে ততক্ষনে টক আঙুরের স্বাদে জীবনটা টক এবং আমশে হয়ে যাবে ! :D :P :P

মরাল : যাহা বাইরে থেকে সুন্দর তাহা ভেতর থেকে কুৎসিত হওয়া অস্বাভাবিক নয় ।। :-B B-))

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশে এই কালচারটা অনেক আগে থিকাই। আমিও ছোটকালে এক বড় আপুর প্রেমে পড়ছিলাম। সেও আমারে দিয়া অবশ্য গান জোগাড় করাইতো। কিন্তু কেন জানি একসময় সেও আমার প্রেমে পইড়া যায়। যখন মোহ কাটে (তার আগে মোহ কাটছিলো) তখন সে একদিন আমার সাথে ভালো দুর্ব্যাব হার করে।

মাগার যখন সময় গেলো তখন বুঝবার পারলাম আসলে আমার ওরকম করাটা ঠিক হয় নাই।


জীবনটা বড়ই অদ্ভুত। ছোটবেলায় ভাবি জীবনটা বড়ই বৈচিত্র্যহীন কিন্তু এখন মনে হয় হালার একটা লাইফ! পুরাই রেডিওএক্টিভ!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

সময় মাহমুদ (সময়) বলেছেন: হাহাহা ।ভালো বলেছেন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.