![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
ঘুম বাড়ন্ত ..
আঁধার ভেঙে খানখান ,
অদুরে থাকা পেঁচার ডাকে ।
বিশ্বস্ত এবং একাকী রাত ,
পরম বন্ধুর মতো ;
পাশে আছে দীর্ঘকাল ।।
স্মৃতির পাতা আউরে যাই ,
অদ্ভুত মোহময় ঢং ছিলো ।
ছিলো ভালোবাসার মিষ্টি দুষ্ট
ছন্দময় কাব্যিক অনুভূতি ।
তোমার সেই ঘুম পাড়ানি গান ,
যা শুনে আমি হাসতাম ।
তোমার গলা সুরেলা ছিলোনা কখনো ,
তবু কেমন যেনো একটা সুরে আচ্ছন হতাম আমি ,
ঘুমের চাঁদরে ঢেকে যেতো দুচোখ ...
তোমার চোখের মুগ্ধতা ,
তোমার আবেগ আর আহলাদ ,
সব কিছু মিলিয়ে মনে হতো দেবদ্যুতি নওতো ?
কখনো ভাবতেও পারতাম কি ?
শুধু স্মৃতি নিয়েই কাটাতে হবে ,
হাজার বর্ষা রাত ।।
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
সময় মাহমুদ (সময়) বলেছেন: ধন্যবাদ রাজকন্যা আপ্পি ।
কমেন্ট দেখে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক্কক্কক্ক সুন্দর হয়েছে!!!!
কখনো ভাবতেও পারতাম কি ?
শুধু স্মৃতি নিয়েই কাটাতে হবে ,
হাজার বর্ষা রাত ।।
++++++++ নিও ভাইয়া!