নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খাতার শূণ্য পাতা ... শুধুই বেহিসাবী পরে রবে ...

সময় মাহমুদ (সময়)

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।

সময় মাহমুদ (সময়) › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিয়ে মাখা একটি বাঁশলেটার !(জামাত ভাইদের উদ্দ্যেশ্যে) :-B :-B :!>

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

(জামাতের উদ্দেশ্যে একটি লুলীয় বাঁশমুলক পত্র ! অপচয় করিবার মতো সময় হাতে থাকিলে পড়িতে পারেন !ইহাপড়িয়া জামাতিরা হাসি বৈ কাঁদিতেওপারেন যাহার কারণে লেখক দায়ী নহে!)



প্রিয় জামাতে পিছলামী ,

অতি শীঘ্রই আমি আমার ঘরে থাকিতেও আতংকিত বোধ করিবো বলিয়া প্রতিভাত হইতেছে । সবই ই আপনাদের দয়া । আমি এতই আতংকিত বোধ করিতেছি যে আমি এই মুহুর্তে আমার অস্তিত্ব সংকটে ভুগিয়া চলিত রীতি হইতে সাধু রীতিতে প্রত্যাবর্তন করিয়াছি । আর আপনারা পিছলামি করিয়া সাধু রীতি হইতে আপনাদের পিছলামী রীতি থুক্কু চলিত রীতিতে ফিরিয়া গিয়াছেন ।।আমি ইহাতে অতীব চমৎকৃৎ(নই) ! কারণ কুত্তার লেণ্ঞ্জা কখনই সোজা হয়না বলিয়াই আমার দৃঢ় বিশ্বাস ! আহা !আপনাদের কুকুর বলিয়া গালি দেই নাই ।আমি ইহা জানি কুকুর বলিয়া আপনাদের গালি দিলে কুকুর প্রজাতি মাইন্ড করিতে পারে। X(( আপনারা অপগন্ড তাহা প্রমান করিতে আমার কুকুরের প্রয়োজন নাই । আমি তাহা সন্দেহাতীত ভাবে প্রমান করিতে পারি । :-B তাহলে শুনিয়া লন আমি যাহা প্রমান করিতে যাইতেছি । আপনাদের বাল্লামা সাঈদী হলেন একজন বিরাট অপগন্ড । আপনারা বোধহয় অবগত আছেন যে তিনি কোনো এককালে বলিয়াছিলেন ''ডঃ কুদরত ই খোদা হলেন গজব ই খুদা !'' আপনার ভাবিতেছেন বলিয়াছে তো কি হইয়াছে ।তাহলে আপনাদের কুরআনের একটি উক্তির সহিত আপনাদের পরিচয় করাইয়া দেই ''যে বা যাহারা কারো নাম নিয়া তাহাকে বিকৃত করিবে জেনে রাখো তাহাকে ভৎর্সনা করা হলো ।'' যেই ব্যক্তি কুরআনের চোখেই ভৎর্সনার শিকার তাহাকে তো আমার মতো নাদান মানুষের শ্রদ্ধা করার প্রশ্ন কখনোই উঠিবেনা । তোমরা বলিতেছো যে তোমাদের নামে মিথ্যা প্রপোগান্ডা ছড়াইয়া তোমাদের নাম ব্যবহার করিয়া ছাত্রলীগ দেশের যাবতীয় দুস্কৃতিকর্ম করিতেছে ! আমাকে একটু এটুকু বলিবে কি যে ছাত্রলীগ কবে তোমাদের মতো দাঁড়ি গোফ রাখিয়া বাল্লামা সাঈদীর মুক্তির দাবীর ব্যানার হাতে নাড়ায়ে তাকবীর সোলোগান মারিয়া মিছিল হইতে মোটরসাইকেল,দোকান,ঘরবারি এমন মানুষকে বাংলালিংক দরে মাড়িয়াছে ? তোমরা যদি বলো ইহা ছাত্রলীগের কর্ম তাহলে তোমাদের বলি ওহে মুর্খ ওহে দীন তোমার মস্তিষ্কে নির্ঘাত হার্ট স্ট্রোক ঘটিয়াছে ।তোমরা কি অবগত আছো ''যে ব্যক্তি নির্বিচারে মানুষের উপর জুলুম করিলো সে গোটা মানবজাতি হত্যা করিলো ।'' সুতরাং তোমরা যে হত্যাকারী তাহা সম্বন্ধে আশা করি বিন্দুমাত্র দ্বিধা নাই । অতঃপর তোমরা বলিলে যে শাহবাগ নাস্তিকের স্থান ।বটে তবে তোমাদের নারীরা ঝাটা হাতে যে রাস্তায় নামিলো তাহা কি আস্তিকতা ! :!> ওহে মুর্খ এবার আসি তোমাদের সাঈদী আব্বুকে চাঁদের বুকে (মতান্তরে সানি লিউনের পিনোন্নত বক্ষে! :!> ) দেখার প্রসংগে ।ওহে মুরুক্ষু তোমরা কি জানো তোমরা যে ছড়াইলে সাঈদীকে চাঁদের বুকে দেখাগিয়াছে তাহা রীতিমত শিরকের সমতূল্য ! তোমরা যে কোনো ভাবেই ইসলামের যোদ্ধা নও তাহা কি প্রমান করিতে পারিলাম যথার্থভাবে !!?আর বিম্পির প্রশংসা আর কিভাবে করি বলো ! তাহারা তো প্রমান করিলো জামাতে পিছলামী তাহাদের পাছা না ঠেলিলে তাহারা অচল ! :-B তোমরা যদি আশা করিয়া থাকে যে তোমাদের গনতান্ত্রিক অধিকার (বাংলালিংক দরে মানুষ মারা ,ঘরবারি লুটপাট এবং যানবাহন ভাঙা) খর্ব হইতেছে তাহলে আমিও আমার গনতান্ত্রিক অধিকার (বাংলালিংক দরে রাজনীতিবীদ এবং জামাতি খুন করার সুযোগ) খর্ব করারঅধিকারে হরতাল দাবী করিতেছি !

অতএব ,তোমাদের যথোপুযোক্ত প্রমাণের ভিত্তিতে বলিতে চাই ''এবার তোরা কুকুর হ !'' কারণ মানুষ হইবার যোগ্যতা তোমাদের কোনো কালেই হৈবে না ।অন্ততঃ কুকুর হইলেও শান্তি পাইবা ।



তোমাদের প্রিয়,

একজন হাগু(তোমাদের ভাষ্যমতে) :-B



পুণশ্চঃ কমেন্টে আমার সহিত তর্কের পূর্বে ভাবিয়া লইয়ো কারণ তোমাদের জন্য গরম শিক তৈয়ার করেছি হান্দিয়ে দেবার জন্য!সুতরাং খুপই খেয়াল কৈরা কমেন্ট করিবা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.