![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই সবচেয়ে দুর্বোধ্য ।
বাংলাদেশ যে জারজের কারখানা তার প্রমান পেলাম আজ । অনেক বড় প্রমান । এই জারজেরা আল্লাহর তৌফিককে নিছক ষড়যন্ত্র বলতেই বেশী ব্যস্ত ! ষড়যন্ত্র খুঁজছেন আপনারা ? ১৭দিন একটা বদ্ধ লাঁশের স্তুপে ৪০৮ ঘন্টা তথা ২৪৮৪০ মিনিটের মৃত্যুর সাথে লড়াইকে সরকারের পায়তারা বলছেন ? ধিক্কার ! আমি প্রমান করে দিচ্ছি জারজদের কথা ভূল ।
* রেশমাকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় ফ্লোরের মসজিদ থেকে ! ঐখানে ভয়াবহতার মাত্রা আপনার কল্পনার বাইরে ! সেখানে এতো এতো ধ্বংসাবশেষ যে সেখানে কাউকে প্রবেশ করাতে গেলে তা মিডিয়া এবং সাধারন মানুষের চোখ এড়িয়ে করা সম্ভব নয় ।
*ধরে নিলাম , তাকে প্রবেশ করানো হয়েছে দেশের সার্বিক ঘটনা অন্যখাতে প্রবাহিত করতে । তাহলে বলে রাখি , তাকে প্রবেশ করানো সম্ভব নয় । কারন এতে করে ভেতরে তার প্রানহানির পূর্ণ শংকা থাকে । এবং কোনো মানুষ প্রানের শংকা নিয়ে তার ভেতর প্রবেশ করতে চাইবেনা ।
* তাকে যেভাবে উদ্ধার করা হয়েছে , পুরো দেশবাসী দেখেছে সে এক লোমখাড়া করা অভিযান ! প্রত্যেকের আবেগ ছিলো আকাশ ছোয়া ! আহাজারি ছিলো অপ্রত্যাশিত রকমের ! তাকে যেই পদ্ধতিতে বের করে আনা হয়েছে তা ছিলো কেবল ধ্বংসস্তুপ কেটে এবং ড্রিল করে বের করা ! কেবলমাত্র একজন কাফের ছাড়া কেউ বলবে না এ আল্লাহর কুদরত নয় !
*বাঁশেরকেল্লা পেইজ কাফেরদের আড্ডাখানা ! যেই পেইজ প্রতি মিনিটে মিনিটে মিথ্যা ছবি প্রকাশ করে ধরা খায় , যেই পেইজে জলজ্যান্ত মানুষকে মৃত বলে গুজব ছড়ায় এবং সেই পেইজকে এখনো যারা বিশ্বাস করে তারা মুনাফেক ! কারন মুনাফেকের পক্ষেই মুনাফেক কে সমর্থন দেয়া সম্ভব !
পরিশেষে , সোহাগের পোষ্ট দেখে আমি অবাক হয়ে যাই , কি করে একটা মানুষ এতোটা কাফিরের মতো কথা বলে ? একজন কাফির হয়ে সে কি করে বাঁশেরকেল্লা পেইজে ইসলাম প্রচার করে ! আজকে আমি হেফাজতের লোকজনকে অনুরোধ করে জিজ্ঞেস করছি , যারা মিথ্যা খবর ছড়ায় তাদের কি বিশ্বাস করা উচিত ?!কেনো নিজের ঈমান বেঁচে দিচ্ছেন আপনারা ? রেশমা কেবলমাত্র আল্লাহর অসীম কুদরতের নমুনা ! আপনারা এটা অবিশ্বাস করে শিরকের অপরাধ করছেন !
রেশমা , বোন তুই ফিরে এসেছিস । তোর মঙ্গল কামনা করি । নতুন জীবনটা যেনো তোর জন্য মঙ্গল বয়ে আনে ! মৃতের সাথে মৃত্যুপরীতে থাকার মতো মানসিক শক্তি সবার নেই ! তুই আজ থেকে মৃত্যুপরীর রাজকুমারী ।। সারাজীবন হাসতে থাক । এটুকুই আশা ।।
©somewhere in net ltd.