নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বেলে দাও সন্ধ্যাবাতি

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

সন্ধ্যাবাতি

...

সন্ধ্যাবাতি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: রঙিন আকাশ

১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৫

শিরোনামটা নিজের কাছেই চেনা ঠেকছে। আমারই আগের কোন এক পোস্টের নাম হবে রঙিন আকাশ। কখনও সখনও নিজের উপরের বিস্তৃত আকাশটা দেখে রঙিন মনে হয়। আবার কখনও সখনও, একঘেয়ে আকাশটায় রং দেখতে ইচ্ছা হয়।



সেদিন, দিনটা ছিল খুব সুন্দর। আমরা সাগরের কাছে গিয়েছিলাম। আকাশ প্রায় পুরোটাই নীল, মাঝখানে একটু একটা ছেঁড়া ছেঁড়া মেঘ। হাতের উপর ভর দিয়ে উপরে তাকাতেই চমকে উঠলাম। ফকফকে নীল আকাশের বুকে কয়েক পোচ রং।



একটা রংধনুর ছেঁড়া অংশ!



আমি কখনও এমনটা দেখি নি। ক্যামেরা বন্দী করে নিয়ে আসলাম, আপনাদের রঙিন আকাশে ভাগ দিব বলে।

মন্তব্য ২৫ টি রেটিং +১৬/-৭

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪

নূডিস্ট বলেছেন: +

২| ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭

যুিক্ত বলেছেন: অনেক চমৎকার পোস্ট

৩| ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭

পান্জেরী বলেছেন: "ক্যামেরা বন্দী করে নিয়ে আসলাম, আপনাদের রঙিন আকাশে ভাগ দিব বলে। " - আমাদের রঙিন আকাশ কি?....:)

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২

সন্ধ্যাবাতি বলেছেন: হ্যা, যারা দেখছে, তাদের সবার :)

৪| ১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৪

ফারজানা১৬ বলেছেন: ওয়াও!!!
দ্যাটস রিয়েলী গ্রেট!
আমি এমনিতেও আকাশ ভালবাসি। আর এই অদ্ভুদ ভাললাগার নীল………
ইশ, অনেক ধন্যবাদ তোমাকে!

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২

সন্ধ্যাবাতি বলেছেন: আকাশ এখানে ভীষণ রকমের নীল... বিশেষত যেদিন দিন ভালো থাকে, সে দিন মনে হয়, একি! আমি কি সত্যিই আকাশ দেখছি নাকি কোন নীল রঙের কাচের বলয়ে ঢুকে গিয়েছি!

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৩

সন্ধ্যাবাতি বলেছেন: মরুভূমি তো ;)

৫| ১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪

রুখসানা তাজীন বলেছেন: আপনি ভাই ভীষণ বিতর্কিত, তাই কমেন্ট করতে গিয়েও চিন্তা হচ্ছে। কিন্তু ছবিটা এত ভালো লাগলো যে কিছু না লিখেও পারছিনা। বৃথা জন্ম আমার চোখজোড়ার, এমন একটুকরো আকাশ ধরা দিলোনা কেন?

পুনশ্চঃ আমি কোন দলে বা কোন্দলে নাই। সন্ধ্যাবাতির পোস্টে কমেন্ট দেখিয়া আমি গরীবরে লাল/কালো তালিকাভূক্ত করিবেননা জনাব।

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৪

সন্ধ্যাবাতি বলেছেন: হেহ হেহ হেহ, বাঘে ছুলে আঠারো ঘা, সন্ধ্যায় ছুলে আঠারশ ঘা!!! দি সন্ধ্যা এফেক্ট! জানি ম্যাডাম! তবু ধন্যবাদ, সৌন্দর্যের আহবানকে অবহেলা করতে পারেন নি, তাই!

৬| ১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮

একেমন দেখা বলেছেন: সুন্দর মনের জানালায় আকাশ এমনই ভাবে মায়াবী হয়ে চোখ মেলে ধরার সাদা কালো মনের মানুষ গুলোকে সীমা লঙ্ঘন না করার হাতছানী দেয় আর এই মায়াবী আকাশটা কিন্তু আমাদের থেকে আশা করে নিজস্ব সীমানায় বিচরন করতে আর গায়ে পরে অপরের সুন্দর অনুভূতিকে আঘাত করা থেকে বিরত থাকার। তুমি তোমার মত করে সময়ের ঘোড়ায় চড় আর পূর্ন অবয়বে নিজের চিন্তাগুলোকে সাজিয়ে রংধনোতে ভাসিয়ে দাও। অখাদ্য দিয়ে যাদের মগজ গড়ে উঠেছে তাদের দিকে তাকিয়ে তোমার দায়িত্ব্য এড়াতে পার কি? আর ওরা ত,বসে আছেই তোমার মত প্রতিভাধরকে দাবিয়ে রাখতে, ওদেরকে সফল হতে সাহায্য করবে তুমি!

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫

সন্ধ্যাবাতি বলেছেন: ধন্যবাদ :)

৭| ১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

সিহাব চৌধুরী বলেছেন:
+ ।

ছবি ভাল লেগেছে , লেখাগুলোও ।
সবচেয়ে ভাল লেগেছে তোমার লজ্জায় লাল হওয়া মুখ !
এখনও যথেষ্ঠ মানুষ আছো তাহলে !
অভিনন্দন !!
:)

১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

সন্ধ্যাবাতি বলেছেন: লজ্জা? নাহ, নিজের কোন কাজের জন্য অনুতপ্ত নই, কিন্তু যদি পোস্ট/মন্তব্য মোছাকে ইঙ্গিত করে থাকেন, তার কারণ হচ্ছে, সেসবের মাধ্যমে আমার গায়ে কাদা মারছিল অন্ধকারের কীটেরা, সুযোগ দিব কেন? যা বলেছি, তা থেকে সরি নি। এবার অন্য আইপি থেকে এসে মাইনাস দিয়ে যান দেখি! :)

৮| ১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

ফজলে এলাহি বলেছেন: পশ্চিমের আকাশের ছবি আমার বন্ধুরা মাঝে মাঝে নেটে দিত, সেখানকার আকাশের মেঘগুলো কেমন যেন ভয়ংকর লাগে। আর ঝড়গুলো কেমন যেন প্রকাশ্যে এসে থাবা দেয়!

ভাল লাগলো আকাশের ছবিটি।

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬

সন্ধ্যাবাতি বলেছেন: অস্ট্রেলিয়ার আকাশের সাথে কিন্তু মরুভূমির আকাশের মিল আছে। মাঝখানে বিশাল এক খা খা মরুভূমি তো...

৯| ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০২

বিবেক সত্যি বলেছেন: রংধনু ছিড়ে গিয়েছে...

ভালো বলেছেন :)

১০| ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭

দ্বীপবালক বলেছেন: মনে হইতেছে উলটা ধনুক।
সুন্দর ছবি।

১১| ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৩

কণা বলেছেন: ওয়াও! অসম্ভব সুন্দর!

১২| ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২

এই আমি মীরা বলেছেন: রংধনু এর আগে ভালো করে কখনও দেখি নি। আসলেই সুন্দর :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১

সন্ধ্যাবাতি বলেছেন: সিহাব চৌধুরি,
মন্তব্যের সাথে রঙধনুর কোন সম্পর্ক না পাওয়ায় ডিলিট করা হলো।

১৪| ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬

সন্ধ্যাবাতি বলেছেন: এবং অন্য সবাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

১৫| ১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৬

সন্ধ্যাবাতি বলেছেন: সিহাব,
বিনোদন দিতে পেরে খুব আনন্দিত হলাম। সবাই কষ্ট দিতে পারে, বিনোদন দিতে পারে না!

আপনার মন্তব্যও আমাকে বিনোদিত করেছে। কিন্তু ডিলিট করলাম। অপ্রাসঙ্গিক। চিংড়ি পোকা ডাকেন, আর চড়ুই পাখি ডাকেন, আপনার মন্তব্য অপ্রাসঙ্গিক। কলজে খুবলানো সারকাজম ব্যবহার করলেও এই সত্যটা বদলাবে না। আপনার করা প্রশ্নগুলার জবাব বহুবার দিয়ে ফেলেছি। আপনি যা দেখবেন না বলে ঠিক করে নিয়েছেন, তা দেখানোর জন্য চোখের পাতা টেনে ধরতে তো পারব না। অতএব, অপ্রাসঙ্গিক প্রশ্ন মাউসের ক্লীকে উধাও করে দিব। পৃথিবীতে আর কোন মানুষ দরকার নাই, আপনি একা মানুষ কি না, শুধু সেটা খেয়ালে রাখবেন, তাহলেই হবে। চারিদিক তাকিয়ে জামাতি, চিংড়ি, খেকশেয়াল, কুকুর, বিড়ালের করুণ পরিনতি দেখে তখন আরও বিনোদিত হতে পারবেন! আফটার অল, আপনি ছাড়া কোন মানুষই নাই! 'য়ু আর লেজেন্ড'!

১৬| ১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৬

সিহাব চৌধুরী বলেছেন:
:) তুমি আর মানুষ নেই । পুরোপুরি জামাতি ।
অভিনন্দন । ভাল থেকো ।

১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৪

সন্ধ্যাবাতি বলেছেন: য়ু আর লেজেন্ড ;)

১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮

সন্ধ্যাবাতি বলেছেন: নিজেকে একা মানুষ ভাবলে সুস্থ থাকা একটু কঠিনই, নার্ভের উপর চাপ পড়ে। "ভালো থাকবেন" শুভ কামনাটা আপনারই বেশি দরকার!

১৭| ১১ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩

ফারজানা১৬ বলেছেন: অপ্রাসঙ্গিক প্রশ্ন মাউসের ক্লীকে উধাও করে দিব।


ওয়াওওওও!!!
ঝাককককককককককককককককককককাসসস!!

১৮| ১১ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

সিহাব চৌধুরী বলেছেন:

মানুষ আমি একা নই, অনেকই আছে ।

আমি দারুন সুস্থই আছি ।

নীল আকাশে রংধনু দেখতে ভালবাসি,

চিংড়ি খেতে ভালবাসি পরিমানমত,

ইদানিং চিংড়ি বড় স্বাদহীন লাগে !

সবচে বড় চিংড়িটাকেও খেয়েছি, আর কি লাগে ?

ইয়াহু -- i am legend -- মুভিটি ডাউনলোড দিয়েছি -- গরীব

দেশতো, নেট স্পীডও কম ! কয়দিন লাগে কে জানে !! অষ্ট্রেলিয়ায়

নিশ্চয় খুব তাড়াতাড়ি নামে ?

[মন্তব্যটি অপ্রাসংগিক কিন্তু না, নীল আকাশ ও রংধনুর উল্লেখ আছে :)]

১৯| ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৩

সিহাব চৌধুরী বলেছেন:
@ ফারজানা১৬ , বেকুবের মত উল্লাসিত হবেন না । সন্ধ্যাবাতির নীল আকাশের রংধনুর একটা মর্যাদা আছে !

চিংড়ি সহ জগতের সকল প্রাণী সুখী হোক !
আমীন ।

২০| ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৩

ফালাক বলেছেন: রংধনু'র চাঁদ

২১| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩

সিহাব চৌধুরী বলেছেন:
@ একেমন দেখা ,
সালাম ভাইয়া । আজকে আপনার শরীরটা কি খারাপ ? বাসায় বসে রেষ্ট নিতে পারেন ।

আমাকে গালি অযথা গালি দিচ্ছেন কেন ? আমি কি করেছি ? আমি কোন অসভ্যতা করেছি না কি ?

আর আমাকে বেহায়া বলছেন কেন ? আমি সন্ধ্যাবাতির একনিষ্ঠ ভক্ত, তাই তার ব্লগে আসি ।

জ্বী আমার কাজ আছে, অনেক কাজ -- কাজে কিছু ফাকিবাজি করতে হচ্ছে । নীল আকাশে সাদা মেঘে রংধনুর কারুকাজ দেখতে খুব ভালবাসছি । আপনি যেভাবে কথা বলছেন লোকে তো আপ্নাকেই অসভ্য বলবে ।

গুড গার্ল সন্ধ্যাবাতি, তুমি একেমন দেখাকে এলাউ করছো কিভাবে ?

১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪২

সন্ধ্যাবাতি বলেছেন: একমনে দেখার মন্তব্যটা মাত্র দেখলাম। পড়তে পড়তেই ভাবছিলাম ওটা ডিলিট করলাম। কিন্তু আপনার মন্তব্য পড়ে মনে হলো, এখন ডিলিট করলে আপনার ডিকশনারির কিছু উপাধি পেতে হবে। বাই দ্যা ওয়ে, গার্ল বললেন, সে কি মানুষ গার্ল নাকি চিংড়ি গার্ল? ওহ, আমি মুভ্যি ডাউনলোড করে তো দেখি না। তবে এই মুভ্যিটা দেখি নাই। রিভিউ পড়েছিলাম। পড়ে সিক লেগেছে। দেখতে সিক লাগতো।

২২| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৪

সন্ধ্যাবাতি বলেছেন: একেমন দেখা,
আপনার মন্তব্যটা দেখে খুব হতাশ হলাম। একেবারেই আশা করি নি। আর লজ্জিত হলাম, কারণ একই তর্কের পরিক্রমায় আপনার একটা মন্তব্যের সাথে এক মত পোষণ করেছিলাম। গালিবাজের সাথে গালাগালি চলে, কিন্তু যারা কথা বলে, তাদের সাথে কথা চালানোই বেটার। চিংড়িকে আমি গালি হিসেবে নেই নি, চিংড়ি আমার অল টাইম ফেভারেট। তাছাড়া, লেজেন্ড টাইপ একা মানুষদের আমি একটু করুণা করি!

২৩| ১২ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬

নাবিক বলেছেন:
কানাডার দুটি মেগা সিটি হলো, টরোন্টো আর মন্ট্রিয়ল।

টরোন্টো পশ্চিমে আর মন্ট্রিয়ল পূর্বে। প্রায় সাত ঘন্টার বাস জার্নি।
গত গ্রীষ্মের এক বিকেলে মন্ট্রিয়ল থেকে টরোন্টোর উদ্দেশে বাসে চেপে বসেছিলাম। সূর্যের অস্ত যাওয়া শুরু হলো দূর আকাশে পাহাড়ের গা বেয়ে। আকাশে বাহারি রঙ এর ছড়াছড়ি।বিস্তৃত দিগন্ত।পাহাড়ে সবুজের সমারোহ।এ এক বর্ণনার অতীত বৈচিত্রময় মু্গ্ধকর চিত্র। এ যেন হাজারো পেইন্টিং এর প্রদর্শনী। প্রতিমূহুর্তে স্ক্রীনে ভেসে উঠছে নতুন নতুন বিমোহিত করা পেইন্টিং।

আমি মন ভরে প্রকৃতির অবাক করা সৌন্দর্য উপভোগ করছিলাম।

সবচেয়ে মজার ব্যাপার হলো, বাসও প্রকৃতির প্রেমে পরেছে। সোঁ সোঁ বাসও সূর্যের পিছু নিয়েছে। বেচারা যাই যাই করেও অস্তমিত হতে পারছিলনা।

আমারো হয়েছিলো পোয়াবারো। মন ভরে বসে বসে সবুজ পাহাড়ের সাথে অস্তমিত সূর্যের মিতালি উপভোগ করছিলাম।

এর পরে যখনি সময় পাই যান্ত্রিক বাসের অস্তমিত সূর্যের পিছু নেয়া দেখতে বেরিয়ে পড়ি।

বউকে নি্য়েও এ দৃশ্য উপভোগ করার ইচ্ছে আমার। ওকে বলে রেখেছি, আল্লাহ চাহেতো আগামী সামারে দুজনে মিলে যাবো।

আপনার ছবিটা দেখে সেই দৃশ্যই আবার মনে পড়লো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.