![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................
গান টা আমার দারুন লাগে।আমার গতিময় জীবনের প্রকাশ।তাই আজ লিখে ফেললাম।
চলছে আমার রাস্তা,রাস্তা উদ্দেশ্যহীন
উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে
আরও একটা দিন
আরও অনেক অনেক দূর পরের শহর
চলতে হবে আমায় রাত্রি ভোর
নেই যে আমার কোন অবসর
যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর।
আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান
ছিল না গন্তব্য,শুধু ছিল অনেক গান
সেই গান গুলো আজ গেছে কোথায় পড়ে
আমার অজান্তে রাস্তার ধারে
যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে
যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
একটা হারিয়ে যাওয়ার উন্মাদনা
স্বাধীন থাকার যে হাত
ভেঙ্গেছিলাম ঘর করে সম্পর্ক বরবাদ
সেই ঘরের উঠান ডাকছে আবার আমায়
সেই ঘরের গন্ধ,ঘরের উষ্ণতায়
একটা ফর্সা চাদর,ফর্সা বিছানায়,
একটা রেডিও তে ছেলেবেলার গান
ঝাপসা আমার হাইওয়ে,ঝাপসা আজ হৃদয়।
ক্লান্ত এই শরীর আজ থেমে যেতে চায়
তবু এই রাস্তা সে তো থামতে দিবে না
ওই রাস্তা কোথাও পৌঁছে দেবে না
এই ক্লান্তি সে তো রাস্তা ভাবে না
রাস্তা কেবল রাস্তাই থেকে যায়।
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়?
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়?
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
কেউ কি আদৌ আছে ,বসে আছে এ রাস্তায়?
কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়?
কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬
মন জানালা বলেছেন:
২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮
হাসান মাহবুব বলেছেন: এই গানটা মনে হয়না শুনসি। লিংক দিতে পারবেন?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
মন জানালা বলেছেন: রঞ্জনা সিনেমার গান।নিছের লিঙ্ক থেকে দুই নাম্বার গান টা হচ্ছে রাস্তা গান টা
http://www.aimraj.com/download/alb/7883/
৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
লিন্কিন পার্ক বলেছেন:
অঞ্জন দত্তের গান !
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
মন জানালা বলেছেন: হাসেন ক্যান রে ভাই?
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
বোকামন বলেছেন: ক্লান্ত এই শরীর আজ থেমে যেতে চায়
তবু এই রাস্তা সে তো থামতে দিবে না .....