![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................
1. নিজের বন্ধুর সঙ্গে অন্য কেউ আসলে তার পরিচয় অন্যদের সঙ্গে করাতে হবে। যারা করায় না তারা খুবই অসামাজিক বা মনুষ্যমহলে খুব সুনামধারী(!) হন সাধারনত।
2. সবসময় অন্যের কথা ভাল করে শুনতে হবে। ভালো বক্তাই ভালো শ্রোতা।
3. জগতে সবাই স্বার্থপর।
4. বড় হতে হলে খুব বড় স্বপ্ন থাকতে হবে।
5. স্মার্ট যতটুকু দেখানোর তার চাইতে বেশি আয়ত্ত করার। কোমর থেকে পড়ে যাওয়া প্যান্ট ,সিগারেট খাওয়া,ড্রাগ খাওয়া স্মার্টনেস না। এমন হলে হিরোইন্চি সবচাইতে স্মার্ট।
6. মনকে খুব বড় করতে হবে। যেকোন নতুন জিনিস গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
7. কথা বলার আগে একটু চিন্তা করা উচিত কথাটা নিজের ভাল লাগে কিনা।কথা গুলির মত।একবার গেল তো গেল।এটা করলে দুনিয়ায় কোন ঝগড়া হত না।
8. সাহায্য করলে ভালভাবে করা উচিত এবং করে ভুলে যাওয়া উচিত।
9. সকল ধর্ম ভালো। ধর্মের কারণে ঝগড়া হয় না,ভুল ব্যাখার জন্য হয়।
10. কখনো কার সম্পর্কে শোনা কথায় বিশ্বাস করতে নেই।
11. নিজের মনের কথা পেটের ভেতর রাখবেন। দিনকাল বিশ্বে কখনো ভালো ছিল না।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯
মন জানালা বলেছেন:
২| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৭
মনিরুল হাসান বলেছেন: আপনার বন্ধু যদি কোনো চোরকে সাথে নিয়ে আসে, তাহলে আপনার কোনো পুলিশ বন্ধুর সাথে কি তাকে পরিচয় করিয়ে দেয়া ঠিক হবে?
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৭
মন জানালা বলেছেন: এট দ্যা স্পট অফ ক্রাইম_ ছাড়া চোরকে ধরা যায় না। আপনি পরিচয় করাতে পারেন তবে পুলিস তাকে ধরতে পারবে না। অবশ্য আপনি যদি পুলিশকে গিয়ে বলেন- এ আমার চোর বন্ধু এবং তাকে আমি চুরি করতে দেখেছি;তাহলে অবশ্য আলাদা কথা।
৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭
ঘুড্ডির পাইলট বলেছেন: স্মার্ট যতটুকু দেখানোর তার চাইতে বেশি আয়ত্ত করার। কোমর থেকে পড়ে যাওয়া প্যান্ট ,সিগারেট খাওয়া,ড্রাগ খাওয়া স্মার্টনেস না। এমন হলে হিরোইন্চি সবচাইতে স্মার্ট।
ভালো লাগলো ।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯
মন জানালা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩২
মো:ফয়সাল আবেদিন বলেছেন: ১00% সঠিক ।