নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা রাজ্য

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই

মন জানালা

কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................

মন জানালা › বিস্তারিত পোস্টঃ

মিরাক্কেল এর ক্ষমা প্রার্থনা

১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৪

আমরা লক্ষ্য করছি গত ১৫ই মে প্রচারিত হওয়া "জামিল আহমেদ" এর "বাংলাদেশ ক্রিকেট টীম" কে নিয়ে বলা জোকস এর কারনে অনেক বাংলাদেশী দর্শক ক্ষুব্ধ হয়েছেন.. যদিও নিছক আনন্দ দেয়ার জন্যই পরিবেশনাটি ছিল এবং কাউকে আঘাত দেয়ার লক্ষ্যে কিংবা কোন দেশ বা কোন দল বা খেলোয়াড়কে ছোট বা হেয় করার লক্ষ্যে উদ্দেশমূলক ভাবে করা হয়নি, তবুও এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হবার কারনে মীরাক্কেল পরিবার দুঃখ প্রকাশ করছে.. সেইসাথে "জামিল আহমেদ" অন এয়ারে করজোড়ে ক্ষমা চেয়েছেন.. মীরাক্কেলের এই এপিসোডটি প্রচারিত হবে আগামী ২১শে মে, মঙ্গলবার



-ধন্যবাদ





বাঙ্গালীদের প্রতিবাদের মুখে অবশেষে ক্ষমা প্রার্থনা । তবে বাঙ্গালিরা নিজেদের মান মর্যাদা খুব ভাল করে খুইয়েছেন। গালাগালি করে খুব বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। পোস্টের শেষে লেখা ছিল - [কোন ধরনের বাজে শব্দ বা বাক্যের ব্যাবহার, ব্যক্তিগত আক্রমণ এই পেজে সম্পূর্ণ নিষিদ্ধ.. এ ধরনের কমেন্ট বা পোস্ট দেখামাত্রই ব্যান করা হবে কোন ওয়ার্নিং ছাড়াই]





মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: জামিলের কান ধরে উঠাবসা করার দৃশ্য দেখতে চাই।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩০

মন জানালা বলেছেন: ২১শে মে, মঙ্গলবার । দেখা যাবে উনি কি ভাবে মাফ চেয়েছেন

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

মোঃ জুম্মা বলেছেন: মাত্রাতিরিক্ত হাসি ভালো নয়।

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

স্বপনবাজ বলেছেন: দেখা যাক! আমি ব্যাক্তিগত ভাবে ক্ষমা করার পক্ষপাতী নই! ক্ষমার অযোগ্য অপরাধ করেছে এই মূর্খ!

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

শিশির ডি শাখামৃগ বলেছেন: ইন্ডিয়ান দাদাদের হাসাতে জামিল রাজাকারদের মত বেইমানি করেছে, বাংলাদেশে মিরাক্কেলের মত ফালতু প্রোগ্রাম সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০১

ফরিদ আলম বলেছেন: ব্যাপারটা নিয়ে অকারণেই ঝামেলা করা হচ্ছিল X(

৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৪

অর্ণব আর্ক বলেছেন: জামিল্যারে কান ধৈরা উঠবস করার দৃশ্য দেখাইলেও আচোদারে এলাকায় গেলে জুতামু। আমি পুলাপাইনগেরে কৈছি খাপোরে খুইজ্যা জুতানোর জন্য।

৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৮

জন রাসেল বলেছেন: আপনি কেন তার দালালী করছেন? মান খুইয়েছে বাংঙ্গালীরা - এটা বলে কি বোঝাতে চেয়েছেন?

একই কাজ যদি ভারতেও কেউ বাংলাদেশে এসে করতো তখন ভারতীয়রা তাকে ক্রস ফায়ারে ফেলে মারতো।

সে জোকের বশে বলেছে? আপনার মাকে নিয়ে আমি কয়েকটা বাজে কথা বলে যদি বলি আমি জোক করেছি, আপনি কি মেনে নেবেন? দেশটা মায়ের মত। তাই দেশের বিরুদ্ধে যারা একটা বাক্যও বলবে এদের পক্ষে দালালী করতে আসবেন না। সব কিছু ফানের জিনিস না।

২০ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

মন জানালা বলেছেন: শব্দ বাবহারে সতর্ক হন। কি লিখেছি ভাল করে দেখেন।

একটি ভিন দেশের পেজ এ গিয়ে খুন করার কথা বলা, ঘর বাড়ি পুড়িয়ে দেয়ার কথা বলা , গালাগালি করা _ খুব দেশের মান বেড়েছে না?

ভারতের কত জন এসব দেখেছে ,দেশের মান তো বেড়েছেই!

জামিল যে অপরাধে অপরাধী সে অপরাধ এই সব গুলা বাঙালি করেছে। দেশের মান ডুবিয়েছে।

একই কাজ যদি ভারতেও কেউ বাংলাদেশে এসে করতো তখন ভারতীয়রা তাকে ক্রস ফায়ারে ফেলে মারতো_ গরু হলে তো করতই

৮| ২০ শে মে, ২০১৩ রাত ১২:২৩

গোবর গণেশ বলেছেন: পানিশমেন্ট না হলে দৃষ্টান্ত থাকবে না।

৯| ২০ শে মে, ২০১৩ রাত ১:৪৬

ল্যাটিচুড বলেছেন: দেশটা মায়ের মত। তাই দেশের বিরুদ্ধে যারা একটা বাক্যও বলবে এদের পক্ষে দালালী করতে আসবেন না। সব কিছু ফানের জিনিস না।

১০| ২০ শে মে, ২০১৩ রাত ৩:০৬

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: এই কুত্তার রেহাই নাই

১১| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: ইতরামির সীমা ছাড়ায়া গেলে এমনই হয় !!!

আর মিরাক্কেল এ যেসব জোক্স বলে অইগুলা শুইনা হাসি আসা তো দুরের কথা উল্টা বিরক্ত লাগে । আর জাজ রা তো পারলে হাইসা কুটি কুটি , কিভাবে যে এমনে জুর কইরা হাসতে পারে বুঝি না ! এমন জুর কইরা হাসলে পেটে ব্যাথা করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.